সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১২

রামুর ঐতিহ্যবাহী দূর্বার শিল্পী গোষ্টির কার্যালয় ও জায়গা দখলে নিয়েছে ভূমিদস্যুচক্র


হাসান তারেক মুকিম: রামু তথা কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী দূর্বার শিল্পী গোষ্টির কার্যালয় ও জায়গা অবৈধভাবে দখলে নিয়েছে ভুমিদস্যুচক্র। এ ঘটনায় রামুর সর্বস্থরের জনসাধারনের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার বিবরনে জানা যায়,দীর্ঘদিন থেকে রামুর একটি ভূমিচক্র দল দুর্বার শিল্পী গোষ্টির জায়গা দখলে নিতে মরিয়া হয়ে আসছিল,এরই ধারাবাহিকতায় গত ১৫ ফেব্র“য়ারী সকালে চৌমুহনীস্থ ব্যবসায়ী সুভাষ চন্দ্র ধর ও সরকার দলীয় রামুর কিছু প্রভাবশালী নেতা কর্মীর সমন্বয়ে বিশাল সিন্ডিকেটের ৩০ জনের এক সন্ত্রাসীদল দূর্বার শিল্পী গোষ্টির ভবনের তালা ভেঙ্গে গানের বিভিন্ন বাদ্যযন্ত্র ভাংচুর ও নাটকের সরঞ্জমাদি ধব্বংস করে। পরে ভুমিদস্যুরা টিনের বেড়া দিয়ে প্রকাশ্য দিবালোকে পুরোপুরি ফিল্মি কায়দায় উক্ত জায়গা দখলে নেয়। জানা যায়, ১৯৮৪ সালে দূর্বার শিল্পী গোষ্টি নামে এ সংগঠনটি আত্মপ্রকাশ হলে পুরো কক্সবাজার জেলায় এ প্রতিষ্টাটির সুনাম বি¯তৃত হতে থাকে । দীর্ঘ ২৮ বছরের পুরনো এ সংগঠনটি সাংস্কৃতিক অঙ্গনের ক্ষেত্রে রামুকে এনে দিয়েছে আলাদা পরিচিতি । রামুর সাংস্কৃতি মানেই দুর্বার শিল্পী গোষ্টি। রামরু অধিকাংশ শিল্পীর হাতেকড়ি এ প্রতিষ্টানকেই ঘিরে। এব্যাপারে দুর্বার শিল্পী গোষ্টির সভাপতি শিল্পী বশিরুল ইসলাম জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা নির্ধারিত সময়ে ছাত্রদের গান,নৃত ও নাটকের ক্লাস চলে। এরিই ধারায় প্রতিদিনের ন্যায় গত ১৫ ফেব্র“য়ারী সকালে ক্লাসে এসে দেখতে পায় একদল ভুমিদস্যু দুর্বার শিল্পী গোষ্টির ভবনে থাকা গানের বাদ্যযন্ত্র ভাংচুর ও নাটকের বিভিন্ন সরঞ্জমাদি ধব্বংস করে পরে টিনের ভেড়া দিয়ে পুরো জায়গা দখল করে নেয়। এব্যাপারে সুভাষ চন্দ্র ধরের কাছে জায়গা দখল সম্পর্কে জানতে চাইলে, তিনি রামু যুবলীগের কর্তা নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে বলেন।

কক্সবাজারের তানিম আর্ন্তজাতিক কম্পিউটার সম্মেলনে অতিথি বক্তা


প্রেস বিজ্ঞপ্তি কক্সবাজারের সন্তান তরুন কম্পিউটার প্রকৌশলী মোহিব্বুল মোক্তাদীর তানিম আগামী ১ মার্চ ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্সে অতিথি বক্তা হিসেবে ওয়াইম্যাক্স ও ওয়াইফাই নেটওয়ার্কের উপর টিউটোরিয়াল বক্তব্য উপস্থাপন করবেন। ইন্ডিয়া আএসপি এসোসিয়েশন আয়োজিত এ সম্মেলনে বিশ্বের দক্ষ কম্পিউটার প্রকৌশলীবৃন্দ তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন। কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা মোহিব্বুল মোক্তাদীর তানিম এর আগে ২০১১ সালে শ্রীলংকার রাজধানী কলম্বোতে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেশন গ্রুপ সম্মেলনেও টিউটোরিয়াল বক্তব্য উপস্থাপন করেন। একই বছর তিনি ভুটানে অনুষ্ঠিত কনফারেন্সে ফেলোশীপ অর্জন করেন। তিনি বর্তমানে তারবিহীন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কিউবিতে কর্মরত আছেন এবং এর আগে ওয়ারিদ টেলিকম ও অগ্নি সিষ্টেম-এ কর্মরত ছিলেন। দেশের সম্ভাবনাময় তথ্য প্রযুক্তিবিদ মোহিব্বুল মোক্তাদীর তানিম রামু উপজেলার অবিভক্ত জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী ও শাহেদা ইয়াছমিন এর প্রথম সন্তান। ভবিষ্যতে তানিম তারবিহীন প্রযুক্তি নিয়ে উচ্চতর কাজ করার সংকল্প ব্যক্ত করেছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...