রবিবার, ৪ মার্চ, ২০১২

রামুতে হীরক জয়ন্তী অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে

॥প্রজ্ঞানন্দ শ্রামণ॥
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, মায়ানমা সরকার কর্তৃক অ¹মহাসদ্ধজোতিকধজ অভিধায় অভিসিক্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংঘ পুরোধা, বহু ধর্মীয় গ্রন্থ প্রণেতা, কক্সবাজার জেলার আঞ্চলিক সংঘনায়ক রামু সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের হীরক জয়ন্তী অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে চলছে। এদিকে বিশাল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতি, ধর্ম নির্বিশেষে সর্বস্থরের মানুষের মাঝে অত্যধিক প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানের মূল প্যান্ডেলের

রামুর যুবলীগ নেতা ওসমান সরওয়ারের জানাযা সম্পন্ন : হত্যাকারীদের প্রেফতারের দাবী জানিয়েছেন রামু আওয়ামীলীগ

॥রামু নিউজ রিপোর্ট ॥
কক্সবাজারের রামু উপজেলা যুবলীগ প্রচার সম্পাদক ওসমান সরওয়ার আলমের নামাজের জানাযা সম্পন্ন হয়েছে। গতকাল ৪ মার্চ রবিবার বিকাল সাড়ে চারটায় জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্বপাড়ার মৃত সোলেমান সিকদারের প্রথম পুত্র ওসমান সরওয়ার আলমের জানাযার নামাজে ঈমামতি করেন স্থানীয় জামে মসজিদের ঈমাম মৌলানা ছিদ্দিক আহমদ। জানাযার নামাজ পূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তারা

কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদ’র সাময়িকী ‘সাহিত্য দর্শন’ এর মোড়ক উন্মোচনে ড. খালিদ হোসেন সাময়িকীটি কক্সবাজারের সাহিত্য-সাংবাদিকতা জগতে নতুন মাত্রা যোগ করেছে

॥রামু নিউজ রিপোর্ট॥
মাসিক আত্-তাওহীদ সম্পাদক ও চট্টগ্রাম ওমরগণী এম,ই,এস কলেজের অধ্যাপক ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন- সাহিত্যকে অবলম্বন করে ইসলামী ভাবাদর্শ বৃহত্তর জনগোষ্ঠীর মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। এই মহৎ প্রয়াসে অন্যান্যদের সাথে মেধাবী আলেমদের এগিয়ে আসতে হবে। সাহিত্য আদর্শ প্রচারের শক্তিশালী বাহন। সাহিত্য চর্চা ছেড়ে দিলে মূল স্রোতধারা হতে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। নজরুল ইসলাম, ফররুখ আহমদ, তালিম

সাইমুম সরওয়ার কমলের প্রচেষ্টায় নাইক্ষ্যংছড়িতে অবৈধ ট্যাক্স আদায় বন্ধে বান্দরবান জেলা পরিষদ প্রশাসকের সমাধানের আশ্বাস

॥ নিজস্ব প্রতিবেদক॥
গর্জনিয়া-কচ্ছপিয়া ও কাউয়ারখোপের মানুষের কাছ থেকে নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন ও বান্দরবান জেলা পরিষদের ট্যাক্স আদায় বন্ধের দাবিতে  কক্সবাজার-৩ আসনের মহাজোট  প্রার্থী ও সোনালী ব্যাংক লিঃ এর পরিচালক সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে এক প্রতিনিধি দল বান্দরবান জেলা পরিষদ প্রশাসক ক্য শৈ হ্লার সাথে সাক্ষাত করেছেন। গতকাল ৪ মার্চ সকাল ১১টায় বান্দরবান জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে  সাক্ষাতকালে জেলা পরিষদ প্রশাসক ক্য শৈ হ্লা নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের টোল পয়েন্ট সরিয়ে নেয়া

সাগর-রুনি হত্যার প্রতিবাদে কক্সবাজারে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ৫ মার্চ

॥প্রেস বিজ্ঞপ্তি॥
ঢাকায় সাংবাদিক সাগর-রুনি হত্যার প্রতিবাদে কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের এক প্রতিবাদ সমাবেশ আজ ৫ মার্চ সোমবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয় চত্ত্বরে অনুষ্টিত হবে। সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক

রামুতে শ্বাশুড় বাড়িতে জামাই ও সৎ ভাইয়ের হাতে যুবলীগ নেতা খুন

॥নিজস্ব প্রতিনিধি॥  রামুতে শ্বাশুড় বাড়িতে জামাই ও সৎ ভাইয়ের হাতে যুবক খুন হয়েছে। পৃথক হত্যাকান্ডে নিহতরা হলেন, রামু উপজেলার রশিদনগর উত্তর কাহাতিয়াপাড়ার মমতাজ মিয়ার ছেলে নুরুল আমিন (৩০) এবং জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্বপাড়ার মৃত সোলেমান সিকদারের ছেলে যুবলীগ নেতা ওসমান সরওয়ার আলম।

জানা গেছে, গত শুক্রবার (২ মার্চ) বৃহষ্পতিবার রাত ১০ টায় উপজেলার রশিদনগর ইউনিয়নের উত্তর কাহাতিয়াপাড়ায় ধানক্ষেতে নুরুল

সাংবাদিক সুনীল বড়ুয়ার পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

॥রামু নিউজ রিপোর্ট॥
দৈনিক কক্সবাজার এর বিশেষ প্রতিবেদক, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর রামু প্রতিনিধি সাংস্কৃতিক কর্মী সুনীল বড়ুয়ার পিতা বীরেন্দ্র বড়ুয়ার মৃত্যুতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। রামু নিউজ ওয়াড এন্টারপ্রাইজের সত্তাধিকারী অধ্যাপক রফিকুল আলম, রামু আমিন এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোহাম্মদ হোসাইন সানী, রামু সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি বশিরুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী পুলক বড়ুযা।
॥ রামু নিউজ ডটকম ॥
রামুর প্রথম অনলাইন সংবাদপ্রত্র রামু নিউজ ডটকম এর প্রধান সম্পাদক নীতিশ বড়ুয়া, প্রকাশক ও সম্পাদক মিজানুল হক, বার্তা সম্পাদক সোয়েব সাঈদ ও রামু নিউজ ডটকম পরিবারের সকল সদস্যবৃন্দ।
॥ দি লার্নার্স হোম পাঠাগার ॥
রামু উপজেলা ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠন দি লার্নার্স হোমের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক সাজ্জাদ সরওয়ার, সহ-সভাপতি আলী মুর্তজা হাসান, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ জোহেল, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হুমায়ন কবির, কার্যকরী সদস্য ইশতিয়াক বুলবুল তারেক ও ইয়াছির আরাফাত সহ সকল সদস্যবৃন্দ।
॥ সমস্বর ॥
রামুর নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমস্বর-এর পরিচালক কবি আশীষ কুমার, নির্বাহী পরিচালক মাষ্টার মোহাম্মদ আলম, গোলাম কবির মেম্বার, অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, আবুল কাশেম, নুর মোহাম্মদ, বাবুল বড়ুয়া, মুবিনুল হক,  সোয়েব সাঈদ, আব্দুর রহিম, আল মাহমুদ ভূট্টো, ছৈয়দ আলম, মীর কাশেম, উর্মি বড়ুয়া, মোহনা সোলতানা রুমি, রুজি আকতার, বদিউল আলম, সরওয়ার, শান্তা বড়ুয়া প্রমূখ। 
॥ প্রজন্ম’৯৫ রামু ॥
বদিউল আলম পাভেল, গোলাম মোস্তফা, ফয়সাল ওবাইদ রুমেল, অ্যাডভোকেট রেজাউল করিম কাজল, প্রকৌশলী সাইফুদ্দিন, রেজাউল আমিন মোর্শেদ, সিরাজুল হক, সুহাস চক্রবর্তী, পিপলু বড়ুয়া কমল, রনজিত বড়ুয়া, এমবি সাত্তার, বিপুল বড়ুয়া, কবি আমিন নান্নু, ডাঃ শফিকুল  ইসলাম, নজিবুল আলম, সাকিল উদ্দিন জীবন, বেদারুল আলম, উদয়ন ধর, সরওয়ার আলম,  নুরুল্লাহ আল মামুন, জয়শ্রী বড়ুয়া, রেহেনা  আকতার, কনিকা বড়ুয়া, মনিকা বড়ুয়া, আছিং রাখাইন, লাথোইমং রাখাইন প্রমূখ।
॥ এসএসসি ৯৯ ব্যাচ ॥
রামু উপজেলার এসএসসি ৯৯ ব্যাচের সংগঠন ফরএভার নাইনটি নাইন এর সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের সহকারী সচিব ও সাবেক সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল মান্নান, সোয়েব সাঈদ, আল মাহমুদ ভূট্টো ও আবুল কাশেম, জামাল হোসেন, শিক্ষক মোঃ কামাল, নুরুল আবছার, জহির আলা উদ্দিন, সালাহ উদ্দিন, সুমথ বড়ুয়া, ফিরোজ মিয়া, সম্পদ বড়ুয়া, মোস্তাক আহমদ, রুপন ধর, আমিনুল হক, জসিম উদ্দিন, এসআই রাজিব শর্মা, পিপলু বড়ুয়া, তাজল বড়ুয়া, টিপু বড়ুয়া, টিটু বড়ুয়া, আছাদুজ্জামান, সুমন চক্রবর্তী পাইলট, বুলবুলে জান্নাত লাভলী, আব্দুর রহিম, দিলীপ বড়ুয়া, সাজ্জাদ কবির, মিথুন বড়ুয়া বোথাম, আতিকুল হক, নজরুল ইসলাম, রেজাউল করিম রেজা, নান্টু বিশ্বাস, গোপাল নাথ, হুমায়ুন আজাদ, দানু মিয়া, এখলাস, ইমা বড়ুয়া, ফেরদৌসী, টুম্পা বড়ুয়া, মর্জিনা আকতার প্রমূখ।
॥ মৈত্রী’ ০২ ॥
এসএসসি ২০০২ব্যাচের সংগঠন মৈত্রী’ ০২ এর সভাপতি মোহাম্মদ নুরুল আলম, সাধারণ সম্পাদক রিদুয়ান মোঃ ফজলে রাব্বী, অর্থ সম্পাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন লাভলু, সদস্য দিবস বৈদ্য, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, উত্তম বড়ুয়া, রুপন বড়ুয়া, নয়ন বড়ুয়া, রমজান আলী, বীরজিৎ শর্মা, মোস্তফা টিটু প্রমূখ।

মরহুম মৌলানা মোসলেম কবির চৌধুরীর জানাযা সম্পন্ন

॥আল মাহমুদ ভূট্টো॥
কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ার ছরা নিবাসী, রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নোনাছড়ি এলাকার মরহুম আজগর আলী চৌধুরী ট্রাষ্টের সভাপতি, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সেক্রেটারী ও ঈদগাঁও ডুলাফকির মাজারের সেক্রেটারী মৌলানা মোসলেম কবির চৌধুরীর জানাযার নামাজ গতকাল

স্বেচ্ছাসেবকলীগ মক্কা মিসফলা শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

॥সৌদি আরব মক্কা প্রতিনিধি॥
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সৌদি আরবস্থ মক্কা মিসফলা শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারী মক্কার দাহেলার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মক্কা মহানগর শাখার সাধারন সম্পাদক ও রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহীম। সম্মেলনে রামুর জোয়ারিয়ানালার

প্রধানমন্ত্রীর কন্ঠে গান

॥ রামু নিউজ ডেস্ক॥
দেশের নামকরা কবি-সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবীরা মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আড্ডা দিচ্ছেন, ঘুরে ঘুরে তাদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী- শনিবার এ দৃশ্য দেখা গেছে শেখ হাসিনার সরকারি বাসভবনে।

এদিন বিকালে শতাধিক কবি-সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী কয়েকঘণ্টার জন্য জড়ো হন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। তারা আসেন প্রধানমন্ত্রী আয়োজিত ‘প্রীতি সম্মেলনে’ যোগ দিতে।

বিকাল ৪টা থেকেই আসতে শুরু করেন আমন্ত্রিতরা। তখন দুটো ছনের ঘরে মাটির চুলোয় তৈরি হচ্ছে পিঠা-পুলি। পাশেই একটি খড়ের পালা। আছে ফুচকা-চটপটির দোকানও।

খানিক দূরেই ছোট্ট একটি মঞ্চ থেকে হঠাৎ করেই আড়বাঁশির সুরে ভেসে আসে- ‘মাঝি বাইয়া যাও রে...’। ক্ষণিক সময়ের জন্য থেমে গেল আড্ডা। চা-এর কাপে চুমক থামিয়ে নড়েচড়ে বসলেন কেউ কেউ।

আড়বাঁশির সুর দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে গান শোনান ফকির আলমগীর, কাঙ্গালিনী সুফিয়া, কিরণ চন্দ্র রায়, বারী সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেও গান গেয়েছেন। সবার সঙ্গে বসে তিনি খেলেন ফুচকা-চটপটি। অতিথিদের সঙ্গে মাটির বাসনেই খেয়েছেন তিনি।

কেন এ আয়োজন? বিকাল সাড়ে ৫টা থেকে সবার সঙ্গে দেড় ঘণ্টা আড্ডা দেওয়া প্রধানমন্ত্রীর কথাতেই আছে এর জবাব।

আড্ডা শেষে শেখ হাসিনা বলেন, “বহুদিনের ইচ্ছে ছিলো বরেণ্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব।”

“গণভবন মানে জনগণের ভবন। এখানে যিনি আসবেন নিজের বাড়ি মনে করবেন।”

জনগণের আকাক্সক্ষা পূরণে উপস্থিত সবার কাছে দোয়া ও উপদেশ চান প্রধানমন্ত্রী।

সন্ধ্যার আগে শিল্পী মুস্তাফা জামান আব্বাসী ও তার বোন ফেরদৌসী রহমান, আব্দুল জব্বার, মিতা হক, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সঙ্গে একই টেবিলে বসে একটি দেশাত্ববোধক গানে গলা মেলান প্রধানমন্ত্রী।

‘মাঝেমধ্যে এমন আয়োজন থাকা ভালো’

অভিনেতা এটিএম শামসুজ্জামান প্রধানমন্ত্রীর দাওয়াত পাওয়াকে ‘বিরাট সম্মান’ হিসাবে অভিহিত করেন। অনুষ্ঠানে এসেই তিনি বলেন, “এখানে সবাই বড় বড় মানুষ, পড়াশোনা জানা। আমার মতো মুর্খের সংখ্যা এখানে খুবই কম। সবকিছু মিলিয়ে খুব ভালো লগেছে।”

অনেকগুলো বিখ্যাত লোককে একসঙ্গে দেখে জাদুকর জুয়েল আইচ বলেন, “ন্যাচারালি ভালো লাগছে। এর বেশি কিছু বলার নেই।”

ছনের ঘরে ছিকেতে মাটির বাসনে সাজিয়ে রাখা হয়েছিল মুড়ির মওয়া, বড়া, চিতই, ভাপা পিঠাসহ বিভিন্ন ধরনের দেশীয় খাবার। মাঠজুড়ে সাজানো ছিলো চেয়ার-টেবিল। আর ছোট মঞ্চের সামনে বসার জন্য ছিল শীতল পাটি।

প্রধানমন্ত্রীকে এতো কাছে পেয়ে তাকে দুটি বই উপহার দেন কবি মহাদেব সাহা।

অনুষ্ঠানে কেমন লাগল- জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে বঙ্গবন্ধুর বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের কাছে আসতে পারি।”

এই প্রীতি সম্মেলনের মাধ্যমে অতিথিদের চিন্তাচেতনার সঙ্গে প্রধানমন্ত্রীর চিন্তাভাবনার সমন্বয় ঘটবে বলে মনে করেন এই কবি।

“অনানুষ্ঠানিক পরিবেশে সময় কাটিয়ে খুবই ভালো লাগছে,” প্রীতি সম্মেলনের শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এক কথায় অনুভূতি ব্যক্ত করেন অধ্যাপক আনিসুজ্জামান।

আর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মনে করেন, মাঝেমধ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে ভালো হয়।

“দীর্ঘদিন পর অনেকের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগছে।”

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানও এ ধরনের অনুষ্ঠান ‘মাঝেমধ্যে’ আয়োজন করা দরকার বলে মত দেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী যদি বিভিন্ন গ্র“পের সঙ্গে বসেন তাহলে তাদের সঙ্গে চিন্তার আদান-প্রদান হবে। তবে তা অবশ্যই অনানুষ্ঠানিক হতে হবে।”

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক একে আজাদ চৌধুরী বলেন, এই প্রীতি সম্মেলন আসলে সমাজের পরিশীলিত অংশের ‘মহাসমাবেশ’।

প্রীতি সম্মেলনে মূর্তজা বশীর, কাইউম চৌধুরী, হাশেম খান, ড. করুণাময় গোস্বামী, সৈয়দ আনোয়ারা হক, ড. রফিকুল ইসলাম, ফেরদৌসী প্রিয়ভাসিনী, মোনায়েম সরকার, সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দিন ইউসুফ, হাসান আরিফ, লাকী ইমাম, মুস্তাফা নূর-উল ইসলাম, গোলাম কুদ্দুস, কবি রবিউল হুসাইন, ড. বরেণ চক্রবর্তী, আনিসুল হক, চিত্রনায়ক ফারুক, তারানা হালিম, এনায়েতুর রহমান বাপ্পী, কবি কাজী রোজী, শাকিলা জাফর, কুমার বিশ্বজিত, কিরণ চন্দ্র রায়, বারী সিদ্দিকী, আবু জাফর সিদ্দিকী, পীযুষ বন্দোপাধ্যায়, ক্যাথরিন মাসুদ, কামাল আবদুল নাসের চৌধুরী, রফিকুল আলম, আবিদা সুলতানা, শুভ্রদেব এবং মন্ত্রিপরিষদের সদস্যসহ বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন- মাহবুবুল আলম, গোলাম সারোয়ার, ইকবাল সোবাহান চৌধুরী, আবেদ খান, বেবী মওদুদ, রিয়াজ উদ্দিন আহমেদ, শাহ আলমগীর, মঞ্জুরুল আহসান বুলবুল, নুরুল কবীর, সৈয়দ আনোয়ার হোসেন, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, ইমদাদুল হক মিলন, শ্যামল দত্ত, হাবিবুর রহমান মিলন প্রমুখ।

শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী, ড. শামসুজ্জামান খান, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক রফিকুল ইসলাম, ড এনামুল হক, আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুন-অর-রশীদও যোগ দেন প্রীতি সম্মেলনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রামুতে যুবলীগ নেতা হত্যা ও অবৈধ ট্যাক্স আদায়ের ঘটনায় সাবেক ছাত্রনেতা, আমেরিকা প্রবাসী আবু কায়ছারের বিবৃতি

॥ রামু নিউজ ডেস্ক ॥
কক্সবাজারের রামু উপজেলায় যুবলীগ নেতা ওসমান সরওয়ার আলম এর হত্যাকারীদের গ্রেফতার ও গর্জনীয়া- কচ্ছপিয়া এলাকায় উৎপাদিত পণ্যের উপর অবৈধ ট্যাক্স আদায় বন্ধের দাবী জানিয়েছেন কক্সবাজার জেলার রামুর সাবেক ছাত্রনেতা, আমেরিকা প্রবাসী আবু কায়ছার। এক বিবৃতি তিনি রামু উপজেলার আইন শৃংখলার অবনতির

রামুর সাংবাদিক সুনীল বড়ুয়ার পিতা বীরেন্দ্র বড়ুয়ার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন

 ॥রামু নিউজ রিপোর্ট॥
রামুর বিশিষ্ট সাংবাদিক, বেতার ঘোষক, সাংস্কৃতিক কর্মী, দৈনিক কক্সবাজারের বিশেষ প্রতিবেদক, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর রামু প্রতিনিধি সুনীল বড়ুয়ার পিতা ব্যবসায়ি বীরেন্দ্র বড়ুয়া (৬২) শুক্রবার (২ মার্চ) রাত ১২টা ৪০মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত ৮ টার দিকে তিনি অসুস্থবোধ করলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে নেওয়ার পথে তিনি সাতকানিয়া এলাকায় রাত ১২ টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে রেখে যান।
গতকাল শনিবার বিকাল ৩ টায় রামু মৈত্রী বিহারে প্রয়াতের শোক সভা শেষে অন্তেষ্টিক্রিয়া সু-সম্পন্ন করা হয়। ভারতের বম্বে অজান্তা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘরতœ মহাথের। প্রজ্ঞানন্দ শ্রামনের সঞ্চালনায় অনুষ্ঠিত অন্তিম সভায় স্মৃতিচারন ও ধর্ম দেশনা করেন হাইটুপী বড় বিহারের অধ্যক্ষ পাঞাদ্বীপা মহাথের, শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহারের পাঞাচারা মহাথের, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক করুনাশ্রী থের, হাজারীকুল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞারোধি থের,বৌদ্ধ নেতা তরুন বড়ুয়া, দুলাল বড়ুয়া, বাবুল বড়ুয়া , রামু প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম।
 রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, সোনালী ব্যাংক লিঃ এ পরিচালক সাইমুম সরওয়ার কমল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গতকাল শনিবার সকালে সুনীল বড়–য়ার পিতার মরদেহ দেখতে যান।
এদিকে রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর রামু প্রতিনিধি সুনীল বড়ুয়ার পিতার মৃত্যুতে রামু প্রেস ক্লাব, রামু নিউজ ডটকম পরিবার, রামু বুড্ডিস্ট ফেডারেশন, শব্দায়ন আবৃত্তি একাডেমী, বৌদ্ধ প্রজ্ঞা সংসদ, প্রজন্ম ৯৫, এসএসসি ৯৯ ব্যাচের সংগঠন ফরএভার নাইনটি নাইন, এসএসসি ২০০২ ব্যাচের সংগঠন মৈত্রী’ ০২, দি লার্ণার্স হোম পাঠাগার, মৈত্রী বিহার পরিচালনা কমিটি, রামুর কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করে প্রয়াতের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

রামুতে ২ দিনের বর্ষণে জনজীবন বিপর্যস্ত : ফসলের ক্ষয়ক্ষতি

॥মুহাম্মদ আবু বকর ছিদ্দিক॥
রামুতে ২দিন ধরে আকস্মিক বৃষ্টি ও বাঁকখালী নদীতে পাহাড়ী ঢল নেমে জনজীবন অতিষ্ট হয়ে পড়ে এবং ক্ষেত ও ব্রিক ফিল্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, ২ মার্চ রাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় রামু উপজেলার ১১টি ইউনিয়নে ক্ষেত খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃষ্টি ও পাহাড়ী ঢলে বাঁকখালী নদীর দু’তীরের বিস্তীর্ণ এলাকার ফসল তলিয়ে যায়। একাধিক সেচ মেশিন ডুবে গিয়ে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে।
রামুর সাতঘরিয়া পাড়ার কৃষক অলি আহমদ জানান, বৃষ্টির পানিতে রামু বাইপাস কলেজের পার্শ্ববর্তী প্রায় ২ একর রোপা আমন ডুবে গেছে। আকস্মিক ভারী বর্ষণে আমন চাষ হুমকির মুখে পড়েছে। একাধিক কৃষক জানান, পাহাড়ী ঢলে বাঁকখালী খালের পানি বেড়ে গিয়ে হাজার হাজার একর ধান্য জমি নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। রামু উপজেলা চাকমারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রামু ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি আবুল হোসেন কোম্পানী ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কোম্পানী জানান, আকস্মিক বৃষ্টিতে রামুতে ২৬টি ব্রিক ফিল্ডের মধ্যে প্রায় প্রত্যেকটি ব্রিক ফিল্ডে ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং বানানো কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, সবচাইতে বেশি আমার ব্রিক ফিল্ডে কাঁচা বানানো প্রায় অর্ধকোটি টাকার ইট নষ্ট হয়ে গেছে এবং এই বৃষ্টির কারণে ব্রিক ফিল্ড নির্ভর অনেক গরীব দুঃখি মানুষ বেকার হয়ে পড়বে। সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, ২দিনের বৃষ্টিতে বাঁকখালী নদীতে পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পাচ্ছে এবং নদীর পার্শ্ববর্তী লোকজন আতঙ্কে দিনাতিপাত করছে।

ক্লোজআপ তারকা লিজার বাগদান

॥ রামু নিউজ বিনোদন ডেস্ক॥
গত শুক্রবার বিকেলে ক্লোজআপ ওয়ান তারকা লিজার বাগদান হয়েছে। ঢাকার সোবহানবাগের বাসায় তার বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাত্র ইকবাল মাহমুদ বাবলু। তার গ্রামের বাড়ি নোয়াখালী। বর্তমানে ঢাকায়

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...