বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

কাজী রকিব উদ্দিন নতুন সিইসি

ঢাকা, ৮ ফেব্রুয়ারি: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রধান নির্বাচন কমিশনার পদে সাবেক সিএসপি কর্মকর্তা কাজী রকিব উদ্দিন আহমেদকে নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছারউদ্দিন ভূঁঞা প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। ২০০৩ সালে কাজী রকিব শিক্ষা সচিব হিসেবে
অবসরে যান। এর আগে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন কর্পোরেশনে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ১৯৬০ এর দশকের শেষ দিকে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন তিনি। নতুন নির্বাচন কমিশন গঠনের সুপারিশে কাজী রকিব ছাড়াও আরেক সাবেক সচিব আলী ইমাম মজুমদারের নাম প্রস্তাব করেছিল রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে সুপারিশ জমা দেয়। এতে কমিশনারের চারটি পদে আটজনের নাম রাখা হয়। এদের মধ্যে এক জন নারী। সার্চ কমিটির সুপারিশে কমিশনার পদে যাদের নাম এসেছে তারা হলেন- বেসরকারি সংস্থা ব্রতীর (এনজিও) প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন মুরশিদ, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ ও শাহ মো. মনসুরুল হক, সাবেক যুগমসচিব আব্দুল মোবারক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী, হাদিস উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের সাবেক নিবন্ধক ফজলুল করিম এবং অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ মো. শাহনেওয়াজ। এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ এ মাসেই শেষ হওয়ায় রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে জানুয়ারিতে সার্চ কমিটি গঠন করেন। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন এই কমিটির সাচিবিক দায়িত্ব পালনে সহায়তা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির অন্য তিন সদস্য হলেন- হাই কোর্টের বিচারপতি মো. নুরম্নজ্জামান, পিএসসি চেয়ারম্যান এ টি আহমদুল হক চৌধুরী ও মহাহিসাব নিরীক্ষক আহমেদ আতাউল হাকিম। বার্ত২৪ ডটনেট/

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে ২ শিবিরকর্মী নিহত

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরকর্মীদের মধ্যে দফায় দফায় তুমুল গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় দুই শিবিরকর্মী নিহত হয়েছেন। এ পর্যন্ত পুলিশ তিন শিবিরকর্মীকে গ্রেফতার করেছে। সংঘর্ষে উভয় সংগঠনের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের নিরাপত্তা বিভাগের ইনচার্জ এস আই জহির জানিয়েছেন, নিহত শিবিরকর্মীরা হলেন মুজাহিদ ও মাসুদ বিন হাবিব। মুজাহিদ প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ও মাসুদ ইংরেজি শেষ বর্ষের ছাত্র। মাসুদ সোহরাওয়ার্দী হলের শিবিরের সেক্রেটারি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে চকসু’র সামনে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শিবিরের দুজন এবং ছাত্রলীগের এক কর্মী আহত হন। আহত শিবিরের দুই কর্মী হলেন, ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র আজাদ এবং বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ নাঈম। ছাত্রলীগের আহত কর্মী হলেন ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাহেল। এরপর দুপুর দেড়টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনে শিবিরকর্মীরা ছাত্রলীগের চার কর্মীকে ধরে এনে বেধড়ক পেটায়। এতে গুরুতর আহত হন চার ছাত্রলীগ কর্মী। তারা হলেন, পলিটিক্যাল সাইন্স বিভাগের রাহাত হোসেন হিমেলে, আইন বিভাগের সজিব, ইংরেজি বিভাগের ফাহাদ ও সোহেল। পরে ছাত্রলীগের কর্মীরা দুই শিবিরকর্মীকে ধরে কুপিয়ে জখম করে। দুজনেই পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে মারা যান। ছাত্রলীগ ও শিবির এখনও মুখোমুখি অবস্থানে রয়েছে। আবারো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এদিকে আহতদের নগরীর বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, রাত ৮টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা আহবান করা হয়েছে। বার্তা২৪ ডটনেট/

বঙ্গোপসাগরে ভেসে যাওয়ার সময় দক্ষিণ আফ্রিকার পর্যটক উদ্ধার

রামু নিউজ ডটকম>> বঙ্গোপসাগরে গোসল করার সময় স্রোতের টানে ভেসে যাওয়া এক বিদেশী পর্যটককে উদ্ধার করেছে রবি লাইফ গার্ড কর্মীরা। আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় লাবণী পয়েন্ট সৈকতে এই ঘটনা ঘটে।রবি লাইফগার্ডের ইনচার্জ ছৈয়দ নূর জানান, দক্ষিণ আফ্রিকার এক নাগরিক সাগরে গোসল করার সময় স্রোতের টানে হারিয়ে যেতে থাকলে রবি লাইফ গার্ডকর্মীরা সাগরে সাঁতার কেটে বিপন্ন পর্যটককে উদ্ধার করে। উদ্ধারপ্রাপ্ত পর্যটকের নাম মোহাম্মদ কামাল (২৭)। তিনি দক্ষিণ আফ্রিকার ফিজি দ্বীপের মোহাম্মদের পুত্র। উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চির বিদায় নিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা টিংকু

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ : নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রথম সারির নেতা জাহাঙ্গীর সাত্তার টিংকু মারা গেছেন। ৫০ বছর বয়সী টিংকু মস্তিষ্কের ক্যান্সারে ভুগছিলেন। টিংকুর ঘনিষ্ঠ সহকর্মী এ বি জাকিরুল হক টিটন জানান, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে মারা যান সাবেক এই ছাত্রনেতা। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র টিংকু ১৯৮৯-৯০ মেয়াদে জাতীয় ছাত্রলীগের সর্বশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পরে মহিউদ্দিন আহম্মেদ ও আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন বাকশাল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হলে টিংকুও আওয়ামী লীগে যোগ দেন। কর্মজীবনে টিংকু ছিলেন একটি নির্মাণ সংস্থার চেয়ারম্যান। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। পরিবারের সদস্যরা জানান, ২০১০ সালের নভেম্বরে টিংকুর মস্তিষ্কে টিউমার ধরা পড়লে তাকে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু এরপরও তা ক্যান্সারের রূপ নেয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত মাসে তাকে ভর্তি করা হয় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে। সেখানেই বুধবার ভোরে মারা যান তিনি। হাসপাতাল থেকে টিংকুর মরদেহ প্রথমে নেওয়া হয় মগবাজারে তার বাড়িতে। দুপুরে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাবি কেন্দ্রীয় মসজিদে টিংকুর জানাজায় অংশ নেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতারাসহ রাজনীতিবিদরা। শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব গণতান্ত্রিক এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে টিংকু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।” টিংকুর সময়ের ছাত্রদল সভাপতি ও ডাকসুর সহসভাপতি আমানউল্লাহ আমান বলেন, “স্বৈরতন্ত্র প্রতিহত করতে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি। তিনি বীরের মতো সামনে থেকে এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। জাতি আজ সেই জাতীয় বীরকে হারালো।” ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। সেখানে শ্রদ্ধা জানানোর পর লাশ নেওয়া হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে শ্রদ্ধা জানানোর পর চট্টগ্রামের রাউজানে গ্রামের বাড়িতে মরদেহ নেওয়া হবে। বৃহস্পতিবার তাকে সেখানেই দাফন করা হবে। টিংকুর মৃত্যুতে নব্বইয়ের ছাত্রনেতারা শোক প্রকাশ করেছেন। এক যৌথ বিবৃতিতে তারা প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনাও জানান। বিবৃতিদাতারা হলেন- ডাকসুর সাবেক ভিপি মো. আখতারুজ্জামান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জালাল মহিউদ্দিন ও খ ম জাহাঙ্গীর, ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি ফজলে হোসেন বাদশা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খন্দকার মো. ফারুক ও আনোয়ারুল হক, ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি শিরীন আখতার, ডাকসুর সাবেক জিএস মুশতাক হোসেন, ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, সাবেক জিএস খায়রুল কবির খোকন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, ২ শিবিরকর্মী নিহত চবি, ৮ ফেব্রুয়ারি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরকর্মীদের মধ্যে দফায় দফায় তুমুল গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় দুই শিবিরকর্মী নিহত হয়েছেন। এ পর্যন্ত পুলিশ তিন শিবিরকর্মীকে গ্রেফতার করেছে। সংঘর্ষে উভয় সংগঠনের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের নিরাপত্তা বিভাগের ইনচার্জ এস আই জহির বার্তা২৪ ডটনেটকে জানিয়েছেন, নিহত শিবিরকর্মীরা হলেন মুজাহিদ ও মাসুদ বিন হাবিব। মুজাহিদ প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ও মাসুদ ইংরেজি শেষ বর্ষের ছাত্র। মাসুদ সোহরাওয়ার্দী হলের শিবিরের সেক্রেটারি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে চকসু’র সামনে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শিবিরের দুজন এবং ছাত্রলীগের এক কর্মী আহত হন। আহত শিবিরের দুই কর্মী হলেন, ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র আজাদ এবং বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ নাঈম। ছাত্রলীগের আহত কর্মী হলেন ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাহেল। এরপর দুপুর দেড়টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনে শিবিরকর্মীরা ছাত্রলীগের চার কর্মীকে ধরে এনে বেধড়ক পেটায়। এতে গুরুতর আহত হন চার ছাত্রলীগ কর্মী। তারা হলেন, পলিটিক্যাল সাইন্স বিভাগের রাহাত হোসেন হিমেলে, আইন বিভাগের সজিব, ইংরেজি বিভাগের ফাহাদ ও সোহেল। পরে ছাত্রলীগের কর্মীরা দুই শিবিরকর্মীকে ধরে কুপিয়ে জখম করে। দুজনেই পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে মারা যান। ছাত্রলীগ ও শিবির এখনও মুখোমুখি অবস্থানে রয়েছে। আবারো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এদিকে আহতদের নগরীর বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, রাত ৮টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা আহবান করা হয়েছে। বার্তা২৪ ডটনেট/

টেকনাফে সাগর পথে মালয়েশিয়া গামী ৬ যাত্রী আটক

জেড করিম জিয়া, টেকনাফ;;টেকনাফে সাগর পথে মালয়েশিয়া গামী ৬ যাত্রীকে আটক করেছে বিজিবি। জানা যায়, গত ৭ ফেব্র“য়ারী সন্ধ্যায় টেকনাফ শাহপরীরদ্বীপের মালয়েশিয়ার দালাল ও মামলার আসামী ই্সমাইল, জিয়াউল হক ভুলু, ছৈয়দ হোছন, নুর হাকিম, সনজিদা ও শুক্কুরের মাধ্যমে সাগর পথদিয়ে প্রায় দেড় শতাধিক লোক ১ টি ট্রলার যোগে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে । ট্রলারটি সাগরের কিছু দূর গেলে শাহপরীরদ্বীপের ¯া’্নীয় ১০/১২ জন একটি ট্রলার যোগে সাগরে মালয়েশিয়া গামী ট্রলারটি ধাওয়া করে । এক পর্যায়ে ট্রলারটি কুলে নিয়ে আসলে যাত্রীরা দিকবিধিক ছুটে যায়। এখবরে শাহপরীরদ্বীপ বিজিবির সুবেদার তোতা মিয়া ঘোলা পাড়া সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় ৬ জনকে আটক করে। পরে বিজিবি মালয়েশিয়া গামী ট্রলারটি জব্দ করে। এ ব্যাপারে টেকনাফ ৪২ ব্যাটলিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জাহেদ হাসান আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঈদগাঁওতে দুরপাল্লার গাড়ী থামিয়ে নগদ টাকা ও মোবাইল লুট

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টেকনাফ: টেকনাফের ১ যুবক ঢাকায় তাবলীগ জামাতের উদ্দেশ্যে যাওয়ার পথে সন্ত্রাসের জনপদ খ্যাত ঈদগাঁওতে রাতের আঁধারে দুরপাল্লার গাড়ী থামিয়ে ১ যুবককে বেদম প্রহারের ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। তবে নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে লোমহর্ষক এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। অভিযোগে জানা যায়- গত ৩ ফেব্র“য়ারী সন্ধ্যার ৭টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার মৃত হাজী ছিদ্দিক আহমদের পুত্র জয়নাল আবেদীন বাবুল (২৩) ৪ মাসের তাবলীগ জামাতের জন্য এক্স-প্রেস গাড়ীতে করে যাত্রা শুরু করে। রাত সাড়ের ৯টার দিকে ঈদগাঁও ষ্টেশনে পৌঁছলে প্রধান সড়কের উপর ২টি মোটর সাইকেলে ৪ ব্যক্তি রাস্তার উপর ব্যারিকেড দিয়ে গাড়ী থামিয়ে ৩ ব্যক্তিকে নামায়। ২ জন টেকনাফ সদরের হওয়ায় তাদের গাড়ীতে তুলে দিয়ে বাবুল কে খুঁজছে বলে রেখে দেয়। গাড়ীর চালক ও সুপার যাত্রীর বিপদ-আপদ বিবেচনা না করে তার মালামাল নিয়ে চলে যায়। এরপর ঐ ৪ ব্যক্তি তাকে পার্শ্ববর্তী র‌্যাব ক্যাম্পে নেওয়ার কথা বলে মারতে মারতে ১টি পাহাড়ে নিয়ে যায়। সেখানে তাকে জবাই করার চেষ্টা করা হলে সে ১ পরিবারের ১ ছেলে বলে পায়ে ধরে প্রাণ ভিক্ষা করে। এরপর তাকে মুমুর্ষ অবস্থায় রক্তাক্ত করে পানির ছড়া রাস্তায় নিয়ে যায়। আহতের মোবাইল থেকে হামলাকারীরা বাবুলকে ঐ এলাকা থেকে উদ্ধার করার জন্য বলে সটকে পড়ে। বাবুলের আত্মীয়-স্বজন খবর পেয়ে কক্সবাজার থেকে গিয়ে রাত ২টার দিকে তাকে মুর্মুষ্য অবস্থায় উদ্ধার করে। এরপর সকাল হলে তাকে চিকিৎসার জন্য পরিবারের নিকট সোপর্দ করা হয়। এখন সে বাড়ীতে চিকিৎসাধীন রয়েছে। আহতের পরিবার অভিযোগ করে জানান- দমদমিয়া এলাকার ১ মেয়ের সাথে প্রেমের সম্পর্ক এবং অন্যত্র বিয়ের সূত্র ধরে স্থানীয় ফুলের ডেইলের মৃত ছৈয়দ আহমদের পুত্র শওকত এ ঘটনা ঘটিয়েছে। তবে শওকতের ভাই বলেন- কথিত মেয়ে আমার ভাইয়ের সাথে বিয়ের পিড়িতে বসায় প্রতিপক্ষ এটি সাজানো নাটক সাজিয়েছে। আমরা এসব ঘটনার সাথে কোনদিনই জড়িত না। আহত বাবুলের পরিবার দাবী করছে কয়েকদিনের মধ্যে তদন্ত করে এ ন্যাক্কারজনক ঘটনা কারা ঘটিয়েছে তার মুখোশ উন্মোচন করা হবে।

ইসি গঠন নিয়ে আলোচনা তালিকা চূড়ান্ত হবে আজ

রামু নিউজ ২৪ ডটকম নতুন নির্বাচন কমিশন গঠনে আজ মঙ্গলবার সন্ধ্যায় অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে নামের তালিকা জমা দেবে। আলোচনা হলেও কমিটি তালিকা চূড়ান্ত করতে পারেনি। আজ বিকেলে আরেক দফা বৈঠক করে ১০ জনের একটি তালিকা বঙ্গভবনে জমা দেওয়া হবে। রাষ্ট্রপতি এই তালিকা থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজনকে নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। গতকাল সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া বৈঠক সম্পর্কে সাংবাদিকদের বলেন, নাম চূড়ান্ত হয়নি। মঙ্গলবার বিকেল পাঁচটায় কমিটির আরেকটি বৈঠকে নাম চূড়ান্ত হবে। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তা জমা দেওয়া হবে। সেখানেই সুপারিশ করা নাম গণমাধ্যমকে জানানো হবে। কতজনের এবং কার কার নাম সুপারিশ করা হচ্ছে, জানতে চাইলে মন্ত্রিপরিষদের সচিব বলেন, সেটা এখন বলা সম্ভব নয়। সুপারিশে বিদায়ী সিইসি এ টি এম শামসুল হুদার নাম থাকছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটাও বলা সম্ভব নয়। তিনি বলেন, কার্যদিবস অনুযায়ী অনুসন্ধান কমিটির সময় শেষ হবে কাল ৮ ফেব্রুয়ারি। এক দিন আগেই কমিটি নামের তালিকা চূড়ান্ত করে সুপারিশ করছে। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের অনুসন্ধান কমিটির সব সদস্যই গতকালের সভায় উপস্থিত ছিলেন। অন্য তিন সদস্য হলেন: হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম। সরকারি উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে, অনুসন্ধান কমিটির বৈঠকে সিইসি হিসেবে এ টি এম শামসুল হুদা, মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব কাজী শামসুল আলম, আলী ইমাম মজুমদার, সাবেক সচিব রেজাউল হায়াত, এম এম রেজা ও কাজী রকীব উদ্দিন আহমেদের নাম আলোচনায় আছে। নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হবে সাবেক বেসামরিক ও সামরিক আমলা এবং বিচার বিভাগ থেকে। একজন নারী নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ারও কথা হচ্ছে। অনুসন্ধান কমিটি ১০ জনের তালিকা দেবে। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে নেওয়া যায় কি না, সে বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে। অনুসন্ধান কমিটির কার্যপরিধি অনুযায়ী কমিটি সিইসিসহ অন্য কমিশনার নিয়োগে প্রতিটি পদের জন্য দুজন ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে। কয়েকটি রাজনৈতিক দল এসব পদে নিয়োগের জন্য কমিটির কাছে কিছু নাম প্রস্তাব করেছে। কমিটির নিজের বিবেচনায়ও কিছু নাম আলোচনা হচ্ছে। তাঁদের মধ্য থেকেই আজ-কালের মধ্যে নির্বাচন কমিশনার নিয়োগ হতে পারে। অনুসন্ধান কমিটির তালিকায় রাজনৈতিক দলগুলোর তালিকার বাইরে থেকেও সুপারিশ যাবে বলে জানা গেছে। বঙ্গভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির কাছে তালিকা পাঠানো হলে খুব দ্রুততার সঙ্গেই তিনি নিয়োগ দেবেন। সাংবিধানিক বিধান অনুযায়ী ৫ ফেব্রুয়ারি সিইসি শামসুল হুদা এবং কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন মেয়াদ শেষে বিদায় নিয়েছেন। অপর কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে এবারই প্রথম অনুসন্ধান কমিটি গঠন করা হলো। এর আগে রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশের ২৩টি প্রধান রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে সংলাপ করেন। বেশির ভাগ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে বঙ্গভবন থেকে বলা হয়েছে। সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন গঠন রাষ্ট্রপতির এখতিয়ার। সংবিধানে নির্দেশনা থাকলেও এ-সংক্রান্ত কোনো আইন না থাকায় এত দিন রাষ্ট্রপতি এককভাবেই নির্বাচন কমিশন নিয়োগ দিতেন।

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের রামজাদি উদ্বোধন ধর্মদেশনায় মানুষের ঢল

বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান থেকে: বান্দরবানের বিখ্যাত ও আলোচিত রামজাদি বুদ্ধুধাতু ও বুদ্ধে সপ্ত মহাস্থান স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্থাপনার উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) স্থানীয় সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এবং পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা এম.পি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবানের নবাগত জেলা প্রশাসক তারিকুল ইসলাম, পুলিশ সুপার কামরুল ইসলাম, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জামানসহ তিন পার্বত্য জেলার বৌদ্ধ ধর্মাবলম্বী ও জাদির ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে জেলার রোয়াংছড়ি উপজেলার বান্দরবান সদর সংলগ্ন হদা বাবুর ঘোনা এলাকায় প্রতিষ্ঠিত রাজজাদি প্রাঙ্গনে এই বিশাল অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে রামজাদির প্রধান উদ্যোক্তা ও বৌদ্ধ ধর্মীয় গুরু উচহ্লা ভান্তে আগত ভক্তদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন। এসময় উচহ্লা ভান্তে বলেন, মহামানব গৌতম বুদ্ধের অনুসারীরা সারাবিশ্বে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে শক্তিশালী করে আঁকড়ে রয়েছেন আজও। হানা-হানি, ভেদাভেদ বুলে গিয়ে সকল সম্প্রদায়ের মানুষ পরস্পরের প্রতি ধর্মীয় অনুশাসন এবং মানবকল্যাণে শামিল হয়ে একযুগে কাজ করলে সর্বক্ষেত্রে শান্তি নিশ্চিত হতে পারে। ধর্মদেশনা অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী হ্জাার হাজার নারী-পুরুষের সমাবেশ ঘটে।

ফখরুদ্দীন-মইনকে বিচারের আওতায় আনার সুপারিশ

প্রথম আলো. সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদসহ আরও কয়েকজনকে বিচারের আওতায় আনার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সোমবার জাতীয় সংসদে উপস্থাপিত প্রতিবেদনে এই সুপারিশ করা হয়। ২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সেনা সংঘর্ষের ঘটনার বিষয়ে এই প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি রাশেদ খান মেনন। ‘বিশ্ববিদ্যালয়ে সংঘটিত আগস্ট/২০০৭-এর ঘটনাবলি’ শীর্ষক এই প্রতিবেদনে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধেরও সুপারিশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনা পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। রাশেদ খান মেনন প্রতিবেদনটি নিয়ে সংসদে আলোচনার দাবি জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করা ডেপুটি স্পিকার শওকত আলী জানান, বিষয়টি বিবেচনা করা হবে। ৩৮৪ পৃষ্ঠার এই প্রতিবেদনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত ঘটনার বিবরণ, তদন্ত কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশ, উপকমিটির বৈঠকের কার্যবিবরণী রয়েছে। ওই সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের ক্লিপিং, বাংলাদেশ বেতার, বিবিসি, ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক বেতারমাধ্যমের খবরের লিখিত রূপ, সরকারের গোপনীয় নথি, কমিটিতে সাক্ষ্য দেওয়া ছাত্র-শিক্ষকদের বক্তব্য, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সেই সময়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা ও আমলাদের বক্তব্যও প্রতিবেদনে স্থান পেয়েছে। এ ছাড়া ওই সময়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদ আলাদাভাবে সিডি আকারে দেওয়া হয়েছে। সুপারিশে সহিংস ঘটনার জন্য ফখরুদ্দীন আহমদ, মইন উ আহমেদ, ডিজিএফআইয়ের সাবেক প্রধান মেজর জেনারেল এ টি এম আমিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী, অবসরপ্রাপ্ত কর্নেল শামসুল আলমসহ বেশ কয়েকজনকে দায়ী করা হয়েছে। তাঁদের প্রচলিত আইনের আওতায় বিচারের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য পুলিশের তৎকালীন মহাপরিদর্শক নূর মোহাম্মদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। সুপারিশে ডিজিএফআইয়ের রাজনৈতিক হস্তক্ষেপ এবং টিএফআই ও যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদ সেল বন্ধ করতে বলা হয়েছে। কমিটির মতে, জিজ্ঞাসার নামে নির্যাতন গণতান্ত্রিক দেশে চলতে পারে না। এ ছাড়া সংসদীয় কমিটিকে যাতে কেউ উপেক্ষা করতে না পারে, সে জন্য কমিটিতে যে কাউকে তলবের ক্ষমতা দিতে বলা হয়েছে। ২০১০ সালের ১৯ সেপ্টেম্বর সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেননকে আহ্বায়ক এবং মির্জা আজম, বীরেন শিকদার ও শাহ আলমকে সদস্য করে এ বিষয়ে একটি উপকমিটি গঠিত হয়। ২০১১ সালের ৮ ডিসেম্বর উপকমিটি প্রতিবেদন চূড়ান্ত করে এবং ২০ ডিসেম্বর সংসদীয় কমিটি ওই প্রতিবেদন অনুমোদন করে। প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়, উপদেষ্টা পরিষদ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিষয়টি মীমাংসা করতে চেয়েছিল। কিন্তু ডিজিএফআই তাতে বাধা দেয়। জনপ্রশাসনকে উপেক্ষা করে ডিজিএফআই যে ঔদ্ধত্য দেখিয়েছে, তা পাকিস্তানি সামরিক বাহিনীর সঙ্গে তুলনাযোগ্য। ’৭৫-পরবর্তী সরকারগুলো ক্ষমতা টিকিয়ে রাখতে সেনাবাহিনীর সুযোগ-সুবিধা বাড়ানোয় এবং জরুরি অবস্থায় সেনা কর্মকর্তাদের পদমর্যাদা বাড়ানোয় সামরিক-বেসামরিক সম্পর্কের অবনতি ঘটেছে। পর্যবেক্ষণে ঘটনাকে পরিকল্পিত এবং বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যসম্পন্ন বলে উল্লেখ করা হয়েছে। পর্যবেক্ষণে বলা হয়, ফখরুদ্দীন ও মইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার জন্য সরাসরি দায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সহকারী প্রক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ সেনাবাহিনীর পক্ষাবলম্বন করেন এবং মেজর কামরুল ছাত্রদের সঙ্গে অসদাচরণ করেন। এ টি এম আমিনের বোন, সে সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন আসমা সিদ্দিকার ভূমিকা ছিল বিতর্কিত।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...