মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১২

রামুর দূর্বার শিল্পী গোষ্ঠীর কার্যালয়টিও অবশেষে ভূমিদস্যুদের দখলে

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের সবচেয়ে প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন রামু দূর্বার শিল্পী গোষ্ঠীর কার্যালয়টিও অবশেষে দখল করে নিয়েছে সরকারদলীয় নব্য ভূমিদস্যুচক্র। গতকাল সকালে দুর্বারের শিল্পীরা বেদখলে যাওয়া কার্যালয়টি পুনরায় দখল নিলেও দুপুরে আবার সংগঠনের সাইনবোর্ড ও তালা ভেঙ্গে  ভূমিদস্যুচক্রটি আবারো জবরদখল করে । এঘটনায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করলেও পুলিশ

ইনানী পাথুরে সী বীচে রামু ট্যালেন্টস স্কুলের শিক্ষা সফর সম্পন্ন

রামু নিউজ রিপোর্ট:
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন স্পট উখিয়ার ইনানী পাথুরে সী বীচে শতাধিক কোমলমতি শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিভাবকরা আনন্দ-উচ্ছাসে অন্য রকম খেলায় মেতে উঠে। রামু ট্যালেন্টস স্কুলের বার্ষিক শিক্ষা সফর উপলক্ষে আয়োজিত সোমবার (২৭ ফেব্রুয়ারী) প্রাকৃতিক পাথুরে সী বীচ ইনানী সমুদ্র সৈকতের প্রাণোচ্ছল এক অনুষ্ঠানে দু’শতাধিক শিশু, নারী-পুরুষ অংশ নেয়। ইনানি বনবিভাগের রেষ্ট হাউসে

কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে শিশু পাচারের মামলা

রামু নিউজ ডেস্ক :
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদের বিরুদ্ধে কন্যা শিশু পাচারের অভিযোগে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। 
মঙ্গলবার সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ভাদিরতলা এলাকার মৃত রশিদ আহমদ মিয়ার স্ত্রী জোসনা আকতার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার স্মারক নং-২৫১/২০১২।
মামলার আবেদন আমলে নিয়ে

আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ শুক্রবার বান্দরবান আসছেন

রামু নিউজ ডেস্ক :
আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দুই দিনের সফরে আগামী শুক্রবার (২ মার্চ) বান্দরবান আসছেন। এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়সহ কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। এ উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
কেন্দ্রীয় নেতার আগমন উপলক্ষে মঙ্গলবার সকাল

বাবার আসনে সংসদ সদস্য নাহিম রাজ্জাক

আমাদের সময় : শরীয়তপুর-৩ উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাককে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টা ৫০ মিনিটে রিটার্নিং অফিসার ফরহাদ আহমেদ খান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঘোষণা দেন। নাহিম রাজ্জাকের একমাত্র প্রতিদ্বন্দ্বী মুহিতুল গণি মিন্টু সরদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় গতকাল চেম্বার জজ আদালত ৬ সপ্তাহের জন্য স্থগিত

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন


রামু নিউজ ডেস্ক : কক্সবাজারে প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও সার্বিক উন্নয়নে গঠন করা হচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এজন্য ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। গতকাল মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও সার্বিক উন্নয়নের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ মহাপরিকল্পনা হাতে নেবে । এছাড়া ভূমি ব্যবহার, পরিকল্পনা, নাগরিক সুবিধা বৃদ্ধি, পর্যটকদের বিনোদন, আবাসিক ও বাণিজ্যিক এলাকা চিহ্নিত করা ও পাহাড়কাটা প্রতিরোধেও কাজ করবে এই কর্তৃপক্ষ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের কমিটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া প্রণয়ন করে। ২০০৯ সালের নভেম্বরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অষ্টম বৈঠক এবং ওই বছরের ২৮ মে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করা হয়েছিল। গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে খসড়া আইনটি অনুমোদন দেয়া হয়। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, এ কর্তৃপক্ষের চেয়ারম্যান হবেন একজন অতিরিক্ত সচিব মর্যাদার কর্মকর্তা। এই কর্তৃপক্ষে যুগ্ম সচিব পদমর্যাদার সার্বক্ষণিক ৩ জন সদস্য থাকবেন। এ ছাড়া পর্যটন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, কক্সবাজার পৌরসভার মেয়র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূগোল বিভাগের চেয়ারম্যান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান, কক্সবাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি বা সম্পাদক, সরকার মনোনীত স্থায়ীভাবে বসবাসরত দুজন ব্যক্তি, নগর উন্নয়ন অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের একজন করে প্রতিনিধি কর্তৃপক্ষের সদস্য হবেন। কর্তৃপক্ষের কর্মপরিকল্পনার বিষয়ে খসড়া আইনে বলা হয়েছে, এই কর্তৃপক্ষ কক্সবাজারে গৃহায়ণ ও আবাসন সুবিধা সম্প্রসারণের জন্য সীমিত পরিসরে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা গতকাল তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে। চুক্তিটি ১৯৮৭ সালে হয়েছিল। এখন এটি যুগোপযোগী করা জরুরি হয়ে পড়েছে। তুরস্কও এটি আধুনিকায়নের কাজ করছে। এতে বিনিয়োগের পরিবেশ ও ব্যবসায়িক বিভিন্ন বিষয় সংযুক্ত করা হয়েছে। এছাড়া গত ৯ থেকে ১৩ ডিসেম্বর জেদ্দায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের সঙ্গে পলিসি ডায়ালগে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। সভায় জানানো হয়, ২০১২ সালে জ্বালানি তেল আমদানির জন্য ২ বিলিয়ন ডলারের ঋণ পাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এর সুদ ৫ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। গত জানুয়ারিতে কলকাতায় অনুষ্ঠিত ‘রোড শো ফর টুরিজম ইন বাংলাদেশ’ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খানের অংশগ্রহণের বিষয়ে মন্ত্রিসভাকে গতকাল অবহিত করা হয়।

সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১২

রামুর ঐতিহ্যবাহী দূর্বার শিল্পী গোষ্টির কার্যালয় ও জায়গা দখলে নিয়েছে ভূমিদস্যুচক্র


হাসান তারেক মুকিম: রামু তথা কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী দূর্বার শিল্পী গোষ্টির কার্যালয় ও জায়গা অবৈধভাবে দখলে নিয়েছে ভুমিদস্যুচক্র। এ ঘটনায় রামুর সর্বস্থরের জনসাধারনের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার বিবরনে জানা যায়,দীর্ঘদিন থেকে রামুর একটি ভূমিচক্র দল দুর্বার শিল্পী গোষ্টির জায়গা দখলে নিতে মরিয়া হয়ে আসছিল,এরই ধারাবাহিকতায় গত ১৫ ফেব্র“য়ারী সকালে চৌমুহনীস্থ ব্যবসায়ী সুভাষ চন্দ্র ধর ও সরকার দলীয় রামুর কিছু প্রভাবশালী নেতা কর্মীর সমন্বয়ে বিশাল সিন্ডিকেটের ৩০ জনের এক সন্ত্রাসীদল দূর্বার শিল্পী গোষ্টির ভবনের তালা ভেঙ্গে গানের বিভিন্ন বাদ্যযন্ত্র ভাংচুর ও নাটকের সরঞ্জমাদি ধব্বংস করে। পরে ভুমিদস্যুরা টিনের বেড়া দিয়ে প্রকাশ্য দিবালোকে পুরোপুরি ফিল্মি কায়দায় উক্ত জায়গা দখলে নেয়। জানা যায়, ১৯৮৪ সালে দূর্বার শিল্পী গোষ্টি নামে এ সংগঠনটি আত্মপ্রকাশ হলে পুরো কক্সবাজার জেলায় এ প্রতিষ্টাটির সুনাম বি¯তৃত হতে থাকে । দীর্ঘ ২৮ বছরের পুরনো এ সংগঠনটি সাংস্কৃতিক অঙ্গনের ক্ষেত্রে রামুকে এনে দিয়েছে আলাদা পরিচিতি । রামুর সাংস্কৃতি মানেই দুর্বার শিল্পী গোষ্টি। রামরু অধিকাংশ শিল্পীর হাতেকড়ি এ প্রতিষ্টানকেই ঘিরে। এব্যাপারে দুর্বার শিল্পী গোষ্টির সভাপতি শিল্পী বশিরুল ইসলাম জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা নির্ধারিত সময়ে ছাত্রদের গান,নৃত ও নাটকের ক্লাস চলে। এরিই ধারায় প্রতিদিনের ন্যায় গত ১৫ ফেব্র“য়ারী সকালে ক্লাসে এসে দেখতে পায় একদল ভুমিদস্যু দুর্বার শিল্পী গোষ্টির ভবনে থাকা গানের বাদ্যযন্ত্র ভাংচুর ও নাটকের বিভিন্ন সরঞ্জমাদি ধব্বংস করে পরে টিনের ভেড়া দিয়ে পুরো জায়গা দখল করে নেয়। এব্যাপারে সুভাষ চন্দ্র ধরের কাছে জায়গা দখল সম্পর্কে জানতে চাইলে, তিনি রামু যুবলীগের কর্তা নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে বলেন।

কক্সবাজারের তানিম আর্ন্তজাতিক কম্পিউটার সম্মেলনে অতিথি বক্তা


প্রেস বিজ্ঞপ্তি কক্সবাজারের সন্তান তরুন কম্পিউটার প্রকৌশলী মোহিব্বুল মোক্তাদীর তানিম আগামী ১ মার্চ ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্সে অতিথি বক্তা হিসেবে ওয়াইম্যাক্স ও ওয়াইফাই নেটওয়ার্কের উপর টিউটোরিয়াল বক্তব্য উপস্থাপন করবেন। ইন্ডিয়া আএসপি এসোসিয়েশন আয়োজিত এ সম্মেলনে বিশ্বের দক্ষ কম্পিউটার প্রকৌশলীবৃন্দ তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন। কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা মোহিব্বুল মোক্তাদীর তানিম এর আগে ২০১১ সালে শ্রীলংকার রাজধানী কলম্বোতে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেশন গ্রুপ সম্মেলনেও টিউটোরিয়াল বক্তব্য উপস্থাপন করেন। একই বছর তিনি ভুটানে অনুষ্ঠিত কনফারেন্সে ফেলোশীপ অর্জন করেন। তিনি বর্তমানে তারবিহীন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কিউবিতে কর্মরত আছেন এবং এর আগে ওয়ারিদ টেলিকম ও অগ্নি সিষ্টেম-এ কর্মরত ছিলেন। দেশের সম্ভাবনাময় তথ্য প্রযুক্তিবিদ মোহিব্বুল মোক্তাদীর তানিম রামু উপজেলার অবিভক্ত জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী ও শাহেদা ইয়াছমিন এর প্রথম সন্তান। ভবিষ্যতে তানিম তারবিহীন প্রযুক্তি নিয়ে উচ্চতর কাজ করার সংকল্প ব্যক্ত করেছেন।

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

রামুতে আর্মি ক্যাম্পের পাশে ডাকাতি ॥ ওসি বললেন বোখাজ


রামু নিউজ রিপোর্ট : কক্সবাজারের রামু-মরিচ্যা সড়কের আর্মি ক্যাম্পের ৩০০ মিটার দক্ষিনে ডাকাতির ঘটনা ঘটেছে। ১০/১২ জনের মুখোশ পরা ডাকাতদল আর্মি ক্যাম্পের দক্ষিন পাশের ব্রীজে ব্যারিকেড দিয়ে টেক্সী, ও মটর সাইকেল থামিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেয়। এসময় ডাকাতরা পিটিয়ে ৬ জনকে রক্তাক্ত করে ১০ টি মোবাইল ফোন নগদ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। ডাকাতের কবল থেকে উদ্ধার পাওয়া বেসরকারী সংস্থার এক কর্মকর্তা রক্তাক্ত অবস্থায় এসে রামু নিউজ ডটকমের অফিসে সাংবাদিকদের জানান, গতকাল ২৬ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রামু-মরিচ্যা সড়কের বক্তারের ঝিরি এলাকার ব্রীজে পৌঁছেই তিনি ডাকাতের কবলে পড়েন। এসময় ডাকাতরা যাত্রীবাহী ৩টি সিএজি টেক্সী ও ৫টি মটর সাইকেল থামিয়ে যাত্রীদের মারধর করে প্রায় ১০টি মোবাইল ফোন সেট লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। ওই কর্মকর্তার কাছ থেকেও ডাকাতরা একটি মোবাইল ফোনসেট ও নগদ আটার হাজার টাকা ছিনিয়ে নেয়। ডাকাতরা লুটপাট চালিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে ঢুকে পড়ে। এব্যাপারে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) একে নজিবুল ইসলাম জানান, ডাকাতির খবর পেয়ে পার্শ্বেই অবস্থান করা পুলিশের টহলদল ঘটনাস্থলে পৌঁছায়। ওই স্থানে কোন প্রকার ডাকাতি হয়নি বলে জানান। এঘটনাকে তিনি বোখাজ বলে অবহিত করেন।

সেমিফাইনালে দুরন্ত রাজশাহী


রামু নিউজ স্পোর্টস ডেস্ক : প্রথম দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনাল নিশ্চিত করেছে দুরন্ত রাজশাহী। আজ রোবাবর তারা ৮ উইকেটে খুলনা রয়েল বেঙ্গলসকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমির টিকেট নিশ্চিত করে। এর আগে দুই দলের প্রথম মোবিলায় ৬ উইকেটে জেতেছিল দুরন্ত রাজশাহী। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৫ বলে অল আউট হওয়ার আগে ১০৬ রান করে খুলনা রয়েল বেঙ্গলস। জবাবে মারলন স্যামুয়েলসের অর্ধশতকের সুবাদে ১৪ ওভার ১ বলে ২ উইকেটে ল্েয পৌঁছে যায় দুরন্ত রাজশাহী। ল্য তাড়া করতে নেমে শাহজিব হাসানের (১২ বলে ২৮) আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুরন্ত রাজশাহীর সূচনাটা হয় দারুণ। দ্বিতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিকের ৭১ রানের জুটি গড়ে স্যামুয়েলস (৫০) সাজঘরে ফেরার সময় দুরন্ত রাজশাহীর জয় ছিল হাতের নাগালে। স্যামুয়েলসের ৩৮ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার ও দুটি ছক্কা। এর আগে ব্যাট করতে নেমে ৫ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে খুলনা রয়েল বেঙ্গলস। তৃতীয় উইকেটে ডোয়াইন স্মিথের (১৮) সঙ্গে নিল ও’ব্রায়েনের ৩৪ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে। তবে স্মিথের বিদায়ে বড় একটা ধাক্কা খায় রয়েল বেঙ্গলস। ১৬ রান পর সাকলায়েন সজীবের বলে অধিনায়ক সাকিব আল হাসান (১১) বোল্ড হয়ে গেলে দলের বিপদ আরো বাড়ে। দলীয় ৬৮ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নাসির হোসেনের (৫) বিদায়ের ৯ রানের মধ্যে নাজমুল মিলন (১) ও আন্দ্রে অ্যাডামসও (৪) সাজঘরের পথ ধরলে রয়েল বেঙ্গলসের বড় সংগ্রহের সম্ভাবনা সেখানেই শেষ হয়ে যায়। দলীয় ৮৬ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে সর্বোচ্চ ৩৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন ও’ব্রায়েন। দশ নম্বরে ব্যাট করতে নামা আব্দুর রাজ্জাকের ১৫ রানের সুবাদে শেষ পর্যন্ত একশ পেরোয় খুলনা রয়েল বেঙ্গলস। ১৬ রানে ৩ উইকেট নিয়ে দুরন্ত রাজশাহীর সেরা বোলার মোহাম্মদ সামি। তবে শেন অরভিনের (৩/১৯) অবদানও কম নয়।

পোকখালীতে যুবকের রহস্যজনক মৃত্যু


মোঃ রেজাউল করিম, ঈদগাঁও;;কক্সবাজারের পোকখালীতে ফাঁসিতে ঝুঁলে এক যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে । ২৫ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টায় উত্তর নাইক্ষ্যংদিয়া ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার রাতে পোকখালী ৫নং ওয়ার্ডের উত্তর নাইক্ষ্যংদিয়ার আলমগীরের প্রথম পুত্র মোহাম্মদ সম্রাট (১৫)নিজ বাড়ীতে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যার প্রচেষ্টা চালায়। বাড়ীর লোকজন এ অবস্থা দেখে তাকে দ্রুত উদ্ধার করে ঈদগাঁও বাজারের একটি ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। স্থানীয়দের অভিমত পারিবারিক মনোমালিন্য অথবা প্রেম সংক্রান্ত ঘটনার কারণে সে আত্মহত্যার পথ বেচে নেয় । এলাকার মেম্বার মাওলানা মোহাম্মদ আলম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এদিকে তার মৃত্যুতে সংশ্লিষ্ট পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ঈদগাঁওতে ইভটিজিংয়ের অপরাধে এক বখাটের ৩ মাসের সাজা


আজাদ নাসরিন প্রীতি;;সদর উপজেলার ঈদগাঁওতে ইভটিজিং করার অপরাধে এক বখাটের ৩ মাসের সাজা হয়েছে। ঈদগাঁও’র মেহের ঘোনা শাহা জব্বারিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণীর এক ছাত্রী কে একই এলাকার নুর ছিদ্দিক প্রকাশ পাখিঁ মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রায়শ উত্তক্ত করত। এঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করলে তিনি এ ঘটনা তদন্তের জন্য ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল কে দায়িত্ব দেয়। তিনি উভয় পক্ষকে নোটিশ পাঠিয়ে উপস্থিত করান। এক পর্যায়ে ঘটনা সত্যতা প্রমান হলে সদর ইউ এন ও বরাবর প্রতিবেদন পাঠান। এ প্রেক্ষিতে গত ২৪ ফেব্র“য়ারী সদর ইউএনও উক্ত বখাটে যুবককে ৩ মাসের সাজা প্রদান করেন।

জেলা আইনজীবি সমিতির নির্বাচনে শাহাবুদ্দিন সভাপতি, সোহেল সেক্রেটারী।


রামু নিউজ ডেস্ক : ব্যাপক উ ৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি (বার) নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ২৫ ফেব্রুয়ারি শনিবার জেলা বার ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে ২টি প্যানেলে সভাপতি, সেক্রেটারিসহ ১৭টি পদের জন্য ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ( মহাজোট সমর্থিত) ও আইনজীবী ঐক্য পরিষদের (চার দলীয় জোট সমর্থিত) ব্যানারে তীব্র প্রতিদ্বন্দ্বিতামুলক এ নির্বাচনে ২২৫ ভোট পেয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এডভোকেট শাহাবুদ্দিন আহমদ বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আইনজীবী ঐক্য পরিষদের আবুল আলা ২২৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ইকবালুর রশিদ আমিন ২২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতত প্রতিদ্বন্দ্বি আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ সিরাজুল ইসলাম-৪ ২২০ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জাফর আলম (২২৯ ভোট) ও মোহাম্মদ জাকারিয়া (২২৩ ভোট) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ আমির হোছাইন-২ (২১৮ ভোট) এবং মোহাম্মদ আবু তাহের ১৯৭ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক ( সাধারণ ) পদে জিয়া উদ্দিন আহমদ ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট হালিমুর রশিদ ১৪৪ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের আবদুর রহমান ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বাবুল চন্দ্র দাশ ১৮১ ভোট পেয়েছেন। পাঠাগার সম্পাদক পদে প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জসিম উদ্দিন ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের আমিরুল ইসলাম পেয়েছেন ১৯৪ ভোট। আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের সৈয়দ মোহাম্মদ আবু তাহের ২২৯ ভোটে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এ কে এম ফজলুল হক চৌধুরী পেয়েছেন ২১৫ ভোট। সর্বোচ্চ ৩৩৩ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের ইয়াসমিন শওকত জাহান, সদস্য পদে নির্বাচিত অন্যান্য সদস্যরা হল- প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আবুল কাসেম-২ (২৭৯ ভোট), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের সাব্বির আহমদ (২৫০ ভোট), প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের রাহামত উল্লাহ (২৪৯ ভোট), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের এডভোকেট নাজিম উদ্দিন ( ২৩৪ ভোট), প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আমজাদ হোসেন ( ২৩১ ভোট), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুকী (২২৮ ভোট), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ ছাদেক উল্লাহ ( ২২৭ ভোট) এবং প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহাম্মদ ইসহাক-১ (২২৪) । পরাজিত সদস্যরা হল- প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ওয়াহেদা রহমান জোনাকী (২১৩), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের আমিন উদ্দিন (১৭৭), প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহাম্মদ বখতিয়ার (২০৫), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের এ কে ফিরোজ আহমদ (২০২), মোহাম্মদ আবদুর রশিদ(১৬৩), প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের খাইরুল আমিন (১৯০) এবং নাছির উদ্দিন(১৩০ ) । সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দিলীপ কুমার আচার্য্য বলেন , ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচন শান্তি ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। আশা করি নির্বাচিতরা আইনজীবীদের কল্যাণে কাজ করবেন এবং আইনজীবীদের স্বার্থ রক্ষার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করে যাবেন।

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

রামুতে বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু

রামু নিউজ রিপোর্ট :
কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমনে আবারো এক কৃষকের করুন মৃত্যু হয়েছে। সে কচ্ছপিয়া ইউনিয়নের ডাক্তারকাটা এলাকার মৃত পিয়ার মোহাম্মদের ছেলে মোজাহের মিয়া (৪০)। স্থানীয়রা জানায়,

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কায়সারুল হক জুয়েলের উপর সন্ত্রাসী হামলার নিন্দা


হাসান তারেক মুকিম : আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক তরুন জননেতা কায়সারুল হক জুয়েলের উপর ছাত্রলীগ নামধারী কিছু বখাটে সন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী ও হেরোইন আসক্ত সন্ত্রাসীদের হামলার তিব্র নিন্দা জ্ঞাপন করেছেন স্বেচ্ছাসেবকলীগ রামু উপজেলা শাখার সকল ইউনিয়নের সভাপতি সম্পাদকবৃন্দসহ নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা জুয়েলের উপর হামলাকারী  

উখিয়ায় পুলিশ সোর্সের গলাকাটা লাশ উদ্ধার : আটক-১


রামু নিউজ রিপোর্ট : কক্সবাজারের উখিয়ায় পুলিশ সোর্স জসিম উদ্দিন (২৮) এর গলা কাটা লাশ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ২২ ফেফ্রয়ারী রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের পুটিবনিয়া এলাকায় তার বাড়ীর অদূরে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে উখিয়া থানা পুলিশ একজনকে আটক করেছে। এ ঘটনায় ডাকাতদের ভয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকে ঘরবাড়ি ছাড়া হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী পুটিবনিয়া এলাকার হাজ্বী জালাল আহমদের ছেলে জসিম উদ্দিন (২৮) এলাকায় একজন কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত হিসাবে চিহ্নিত। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র আইন উখিয়া সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। গত কয়েক বছর ধরে সে উখিয়া থানার পুলিশের সোর্স হিসেবে কাজ করছে। ইতিমধ্যে তার সহযোগিতায় বেশ কয়েক জন চিহ্নিত ডাকাতকে অস্ত্র সহ আটক করা হয়েছে বলে থানা পুলিশ জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর মতে, জসিম উদ্দিন পুলিশের সোর্স হিসেবে কাজ করলেও বিভিন্ন স্থানে ডাকাতি, রাহাজানি ও ছিনতাই ঘটনার সাথে গডফাদার হিসাবে সম্পৃক্ত থাকত আড়ালে। দলছুট ডাকাত হিসেবে পুরোনো ডাকাত, সন্ত্রাসীদের সাথে তার বিরোধ থেকেই ছিল। অনেক লোককে সে মিথ্যা বিভিন্ন মামলায় পুলিশের সহযোগী হিসেবে হয়রানি করায় এলাকার লোকজন তার ওপর চরম ক্ষুব্ধ ছিল। পুরোনো ক্ষুব্ধতা ও সহযোগিদের হাতে সে খুন হতে পারে বলে এলাকাবাসাী ও পুলিশ ধারণা করছে। জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে সে বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তার বাড়ির প্রায় ১০০ গজ দুরে গলা কেটে জবাই করে খুন করে ফেলে রেখে চলে যায়। রাত ১২টার দিকে উখিয়ার থানার ওসি ও উখিয়ার সার্কেল এএসপি ছত্রধর ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার পূর্বক থানায় নিয়ে আসে। উখিয়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, কে বা কারা জসিমকে খুন করেছে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে খুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে স্থানীয় পুটিবনিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দু ছালাম (৪৫) কে আটক করা হয়েছে। নিহত জসিম পুলিশের সোর্স হিসেবে কাজ করত বলে ওসি স্বীকার করেছেন। থানায় মামলা প্রক্রিয়া চলছে, লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, বর্তমান ওসি অপ্পেলা রাজু নাহা উখিয়া থানায় যোগদানের আড়াই দিনের মাথায় এই খুনের ঘটনা ঘটল। উখিয়া নিউজ ডটকম

উখিয়ার ওসি গিয়াস উদ্দিন মিয়াকে পুলিশ লাইনে প্রত্যাহার


শফিউল ইসলাম আজাদ,উখিয়া।।কক্সবাজারের উখিয়া থানার বির্তকিত ওসি আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী গিয়াস উদ্দিন মিয়াকে আইনগত জটিলতায় বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সোমবার তাকে কক্সবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। উল্লেখ্য যে, ওসি গিয়াস উদ্দিন মিয়ার বিরুদ্ধে রামু থানার ২০১০ সালের একটি গণধর্ষন পূর্বক মহিলা হত্যা সংক্রান্ত মামলা আর্থিক দুর্নীতির মাধ্যমে উক্ত মামলার ধৃত আসামীকে ছেড়ে দেওয়ার অভিযোগে জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ দায়ের করা হয়েছিল। আদালত অভিযোগ তদন্ত পূর্বক প্রতিবেদনকে দুদুককে নির্দেশ দেন। দুদুক দীর্ঘদিন তদন্ত শেষে ওসি গিয়াস উদ্দিন মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে চলতি বছরের জানুয়ারীর প্রথম দিকে আদালতে প্রতিবেদন পেশ করেন। সে অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোক্তার আহাম্মদ গত ৮ ফেব্র“য়ারী ওই ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় স্বাক্ষর করেন। সুচতুর ওসি গিয়াস উদ্দিন মিয়া ওই দিনই তড়িগড়ি করে দশ দিনের ছুটি নিয়ে নিরাপদে চলে যান। গতকাল মঙ্গলবার উখিয়া থানার ওসি (তদন্ত) ইসরাফিল মজুমদার বলেন ওসি গিয়াস উদ্দিন মিয়ার অনুমোদিত ছুটির মেয়াদ গত ১৮ ফেব্র“য়ারী শেষ হলেও তিনি এ পর্যন্ত উখিয়া থানায় যোগদান করেননি। তবে গতকাল ২১ ফেব্র“য়ারী উখিয়া থানায় নতুন ওসি হিসেবে অপথেলা রাজু নাহা যোগদান করেছেন। সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা অনুমোদিত ছুটি শেষেও ওসি গিয়াস উদ্দিন মিয়া থানায় যোগদান না করে অনুপস্থিত রয়েছেন। তবে তাকে ২০ ফেব্র“য়ারী কক্সবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান। তবে ওসি গিয়াস উদ্দিন মিয়া উখিয়ার কর্মস্থলে না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মেসিকে এখনই সেরা বলা ঠিক হবে না : ম্যারাডোনা


রামু নিউজ স্পোর্টস ডেস্ক : মেসি এখনও নিজের কাহিনী লিখে যাচ্ছে। এখনই ওকে গ্রেট ফুটবলারদের কাতারে ফেলা ঠিক হবে না।’ বক্তা আর কেউ নন, স্বয়ং ম্যারাডোনা। এক বিশেষ সাক্ষাৎকারে মেসি সম্পর্কে ম্যারাডোনা বলেন, ‘আমার তুলনায় মেসি সত্যিই ভালো খেলছে। আমার ক্যারিয়ার সেই কবে শেষ হয়েছে। মেসি ওর ক্যারিয়ার গড়ে তুলছে।’ ম্যারাডোনা এখনই মেসিকে সেরার স্বীকৃতি দিতে অনিচ্ছুক। বলেছেন, ‘এখনও ওর মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পরানোর সময় আসেনি। একজনের ক্যারিয়ার শেষে বলা যায়, সে ভালো কিংবা অন্য কেউ।’ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক যোগ করেন, ‘আমি হাসি যখন কেউ বলে, মেসি ম্যারাডোনার চেয়ে ভালো। ওকে ওর মতো খেলতে দিন। ওর ক্যারিয়ার শেষেই সিদ্ধান্ত নেয়া যাবে, কে সেরা।’ দুই গ্রেট ফুটবলার হিসেবে ম্যারাডোনা ও পেলে বিশ্বের স্বীকৃতি আদায় করে নিয়েছেন বহু আগে। ম্যারাডোনাকে প্রশ্ন করা হয়েছিল, নিজেকে কী তিনি সর্বকালের সেরা ফুটবলার বলে মনে করেন? ম্যারাডোনা হেসে উত্তর দেন, ‘অবশ্যই।’ তার মানে, মেসিকে সর্বকালের সেরা হিসেবে মেনে নিতে কুণ্ঠিত ম্যারাডোনা নিজেকে সেরা হিসেবে ঘোষণা দিয়েছেন অসংকোচে। তবে পেলেকে নিজের সমকক্ষ মনে না করলেও হোসে মরিনহোর অকুণ্ঠ প্রশংসা করতে পিছপা হননি ম্যারাডোনা। বলেছেন, ‘মরিনহো হলেন সেই জাদুকর, যিনি এটি মুদ্রাকে গোলাপে পরিণত করতে পারেন।’ স্পোর্ট ৩৬০-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ‘আমি মরিনহোর ভক্ত। একজন মানুষ, ট্রেনার, কোচ এবং মনোবিদ হিসেবে মরিনহোই সেরা।’ ১৯৮২-১৯৮৪-তে বার্সেলোনায় খেলেছেন ম্যারাডোন। গুয়ারডিওলার জন্যও তার দুর্বলতা রয়েছে। ৪১ বছর বয়সেই গুয়ারডিওলা স্প্যানিশ জায়ান্টদের সবচেয়ে সফল কোচ হিসেবে আবির্ভূত হয়েছেন। ‘পেপ একজন চমৎকার মানুষ। আমি গুয়ারডিওলাকে খুবই ভালোভাবে চিনি। তবে হয়তো সে অতটা কৃতিত্ব পাবে না। যেহেতু তার রয়েছে দারুণ সব খেলোয়াড়। ভুলে যাবেন না যে, পেপ এখনও তরুণ। তার সামনে পড়ে রয়েছে বিশাল ক্যারিয়ার।’ গুয়ারডিওলার প্রশংসা করলেও বার্সেলোনাকে সেরা মানতে নারাজ ম্যারাডোনা। ‘না, আমি মনে করি না যে, ওরা (বার্সেলোনা) সেরা। আমি অনেক দলকে ভালো খেলতে দেখেছি। কিন্তু আমার কাছে ’৭৪-এর হল্যান্ডের কোন তুলনা হয় না। আমার বয়স যখন ১৪, তখন প্রথম ওদের খেলা দেখি। আমার কাছে মনে হয়েছিল, ওরা যেন ঘাসে পা না ফেলেই খেলছে। মনে হয়েছিল, বল ওদের নাগালে আসার আগেই তারা সেটি ছুঁয়ে ফেলবে। যেন ওদের মাথার পেছনেও চোখ ছিল।’ ম্যারাডোনার মতে, ‘বার্সেলোনা এখন খুবই ভালো ফুটবল খেলছে। সবাই যাকে বলছে, স্বপ্নের ফুটবল। ওদের খেলা যে এত পছন্দময় এবং নৈপুণ্যভাস্বর মনে হচ্ছে, এর কারণ সারাবিশ্বে ফুটবলের মান কমে এসেছে। স্পেন ও ইতালিতে সব সময় দু-তিনটি দলই ঘুরেফিরে শিরোপা জিতেছে। তাই বার্সেলোনার মতো টিমকে যখন মাঠে দেখেন ৮০ শতাংশ বল নিজেদের দখলে রাখতে তখন লোকে বলে, ওয়াও! কী খেলাটাই না খেলছে। কিন্তু ওদের প্রতিপক্ষ দল কতটা ভালো। তবে হ্যাঁ, ওদের মেসি আছে। সেজন্যই ওদের খেলা এত ভালো হয়।’ সবশেষে ম্যারাডোনা বলেন, ‘কোন সন্দেহ নেই যে, বার্সা বিশ্বসেরা দল। কিন্তু ইতিহাসের সেরা দল কি না সেটা শুধু ইতিহাসই বলবে।’ ইন্টারনেট অবলম্বনে।

রামুতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল


রামু নিউজ রিপোর্ট : রামুতে ছাত্রলীগের উদ্যেগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

রামু নিউজ রিপোর্ট: মাদারীপুরের কালকিনি উপজেলার পান্তাপাড়া এলাকায় বাস উল্টে খালে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ৫০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে নির্মাণাধীন একটি ব্রিজের পাশের ডাইভারশন রোড দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহতরা বেশিরভাগই চরমোনাইগামী মুসলি্ল। তারা মাহফিলে

বচ্চন নাতনির নামবিভ্রাট পালা

বিনোদন প্রতিবেদক: বচ্চন পরিবারের নবতম কন্যাটির, মানে বচ্চন দৌহিত্রীর নাম কী হবে? পিউ কাঁহা মানে টুইটারে টুইটে শোনা গেল, মেয়েটির নাম নাকি রাখা হয়েছে অভিলাষা৷ সঙ্গে সঙ্গে দাদু বচ্চন বজ্রনির্ঘোষে বললেন, ‘না’৷ টুইটটি করেছেন লেখিকা শোভা দে৷

অভিলাষা নামখানা বেশ খাসা৷ একথা কেইবা অস্বীকার করবে? একদিকে

শ্রেষ্ঠ অভিনেতা শাকিব অভিনেত্রী পূর্ণিমা


রামু নিউজ রিপোর্ট: ২০১০ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জন্য ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি ‘গহীনে শব্দ’ শ্রেষ্ঠ চলচ্চিত্র, এই ছবির জন্য খালিদ মাহমুদ মিঠু শ্রেষ্ঠ পরিচালক, ‘ভালবাসলে ঘর বাঁধা যায় না’ ছবির জন্য শাকিব খান শ্রেষ্ঠ অভিনেতা এবং ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ ছবির জন্য পূর্ণিমা শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন বলে জানা গেছে। গত ২২শে ফেব্রুয়ারি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০-এর জন্য মনোনীত জুরি

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১২

রামু খিজারী বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতিত্ব


সোয়েব সাঈদ. রামু খিজারী বার্মিজ সরকারী প্রাথমি
ক বিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ এবং অপর দুজন শিক্ষার্থী আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম হয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো, পূর্বরাজারকুল গ্রামের শিক্ষক সুমন বড়ুয়া ও প্রয়াত শিখা বড়ুয়ার মেয়ে অবন্তী বড়ুয়া তরী এবং লট উখিয়ারঘোনা এলাকার আবুল হোছন ও ফাতেমা বেগমের ছেলে আমান উল্লাহ। আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলায় পর্যায়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্র শীর্ষক বড়ুয়া উষ্ণ। শীর্ষক বড়ুয়া উষ্ণ রামুর পূর্ব মেরংলোয়া গ্রামের শিক্ষক সুরজিত বড়ুয়া ও লিপি রানী বড়ুয়ার ছেলে। একই প্রতিযোগিতায় সাধারণ নৃত্য খ বিভাগে প্রথম হয়েছে তৃতীয় শ্রেণির ছাত্র তুহিন বড়ুয়া অপু। তুহিন বড়ুয়া অপু রামুর পূর্ব মেরংলোয়া গ্রামের মৃদুল বড়ুয়া ও লাভলী বড়–য়ার ছেলে। প্রতিযোগীতায় বিজয়ী এ দুই শিক্ষার্থী আগামী ২৮ ফেব্র“য়ারি চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। কৃতি এসব শিক্ষার্থীরা তাদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য সহ সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছে।

রামুতে মতবিনিময় সভায় কক্সবাজার জেলা প্রশাসক মোঃ জয়নুল বারী ; সরকার ২০১৩ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করেছে

আল মাহমুদ ভূট্টো. রামু উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জয়নুল বারী বলেছেন, বর্তমান সরকার ২০১৩ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সবার জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করে ১ জানুয়ারী সবার হাতে বই তুলে দিয়ে সরকার যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, শিক্ষক এবং পরিচালনা কমিটির সদস্যদের সমন্বয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়ন করা সম্ভব। গতকাল বৃহষ্পতিবার (২৩ ফেব্র“য়ারি) সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, জেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী, ফজলুল্লাহ মোহাম্মদ হাসান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকের উল্লাহ। মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ,ন,ম আজগর হোছাইন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং রামু উপজেলার ১২৬ টি সরকারী, রেজিষ্ট্রার্ট, কমিউনিটি, বেসরকারী, কিন্ডার গার্টেন, এনজিও ও ব্র্যাক শিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকবৃন্দ শিক্ষার মানোন্নয়নে তাঁদের মতামত পেশ করেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, খুনিয়াপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকের হোসেন। জেলা প্রশাসক মোঃ জয়নুল বারী রামু থানা, ফতেখাঁরকুল ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র ও রামু ভূমি অফিস পরিদর্শন করেছেন। এসময় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) একে নজিবুল ইসলাম, ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন খাঁন, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, ইউপি সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১২

রামুতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপন


রামু নিউজ ডটকম প্রতিবেদক ঃ কক্সবাজারের রামুতে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর শহীদ দিবস উদযাপন করেছে। ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে রামু উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় শহীদ মিনার ও রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনের জেলার প্রথম শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রামু উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ, বিএনপি, রামু প্রেস ক্লাব, রামু ডিগ্রী কলেজ, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়, রামু বালিকা উচ্চ বিদ্যালয়, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবদল, ছাত্রদল, শব্দায়ন আবৃত্তি একাডেমী, মৈত্রী’০২, মেরংলোয়া প্রতিভা ছাত্র সংসদ, দি লার্নার্স হোম, রামু নিউজ ডটকমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন। সকালে স্ব-স্ব প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরন, কালো ব্যাজ ধারন করে প্রভাত ফেরী, ছাত্র-ছাত্রীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, ভাষা শহীদদের স্মরনে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া রামু রামকোট জগতজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোম্স ও গর্জনীয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের তৈরী কৃত্রিম শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

ত্রিপুরা সরকার কর্তৃক ভাষা সম্মাননায় ভূষিত জাতিসত্বার কবি নরুল হুদা


রামু নিউজ রিপোর্টঃ বাংলাদেশের জাতিসত্বার কবি মুহাম্মদ নরুল হুদাকে ভাষা
সম্মাননায় স্মমানিত করলো ত্রিপুরা সরকার । মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে তিন কবি সাহিত্যিককে ভাষাসম্মান জানায় রাজ্য সরকার। সম্মান প্রাপ্তদের মধ্যে একজন নরুল হুদা। এদিন সন্ধ্যা ৭ টায় স্থানীয় নজরুল কলাক্ষেত্রের আনন্দ প্রেক্ষাগৃহে এ উপলক্ষে আয়োজিত অনুষষ্ঠানে নরুল হুদার হাতে স্মারক উপহার তুলে দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। সম্মাননার জবাবে নরুল হুদা বলেন, ত্রিপুরার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আগরতলার সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক মুক্তি যুদ্ধের সময় থেকেই। ২১ ফেব্রুয়ারি সম্পর্কে নরুল হুদা বলেন, একুশ আমাদের অহঙ্কার। একুশ আমাদের গর্ব। আমার ভাষাভিত্তিক রাষ্ট্র চেয়েছিলাম। ভাষার আন্দোলন আমাদের স্বাধিকার দিয়েছে। এদিন ২১-১৯ ভাষাসম্মানে ভূষিত করা হয় ত্রিপুরার কবি কল্যাণব্রত চক্রবর্তীকেও। তিনি বলেন, পুঁজিবাদি বিশ্বায়ন চাইছে, এক বাজার, এক সংস্কৃতি ও এক ভাষা চালু করতে। তারা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়তে হবে। মুখ্যমন্ত্রী মানিক সরকার অনুষ্ঠানে বলেন, সব ভাষার বিকাশ চাই আমারা। ভাষার মধ্যে কোনো ছোট-বড় ভেদ নেই। সব ভাষাই সমান। মানিক সরকার বলেন, আমরা চাই সব ভাষাকে সমান গুরুত্ব দিতে। এই লক্ষ্য নিয়ে কাজ করছে ত্রিপুরার সরকার। অনুষ্ঠানে সভাপতি ছিলেন তথ্য সংস্কৃতি মন্ত্রী অনিল সরকার। এদিন আসামের মহিলা কবি অনুরূপা বিশ্বাসকেও সম্মান জানানোর কথা ছিল। কিন্তু তিনি আসতে পারেননি। অনুষ্ঠানে মঞ্চে মহম্মদ নরুল হুদা তার লেখা কিছু বই মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং মন্ত্রী অনিল সরকারের হাতে তুলে দেন শুভেচ্ছা স্মারক হিসেবে। এর পর হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে দুপুরেও স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠান হয়েছে। রাজ্যের প্রতিটি সীমান্ত এলাকায় বিপুল উতসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়েছে। সগ্রহঃ উখিয়া নিউজ.

বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১২

কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণের দায়ে কর্ণেল অলিকে হাইকোর্টে তলব


রামু নিউজ রিপোর্র্ট ঃ
আইন অমান্য করে কক্সবাজারের সমুদ্র সৈকতে স্থাপনা নির্মাণের অভিযোগে এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী কর্ণেল (অবঃ) অলি আহমেদ বীর বিক্রমকে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চে এক আইনজীবি দৈনিক ডেইলি স্টারের অলি’স ক্যাসল অন বিচ’ শিরোনামে প্রকাশিত সংবাদের দৃষ্টি আর্কষণ করা হলে কোর্ট এ আদেশ দেন। প্রকাশিত খবরটিতে বলা হয়, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পরিবেশ আইন লংঘন করে কক্সবাজার সমুদ্র সৈকতে ঝাউবনের মধ্যে চারতলা একটি স্থাপনা নির্মাণ করছেন। ওই স্থানটি পরিবেশগত বিপন্ন এলাকার (ইসিএ) মধ্যে পড়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী ওই এলাকায় সকল ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। প্রতিবেদনের আরো বলা হয়, ‘আইপিএল স্যান্ডক্যাসল’ নামে ওই স্থাপনা নির্মাণে অলি আহমেদ ইমপালস প্রোপার্টিজ নামের একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালের নভেম্বর মাসে ওই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। খবরটি দেখে হাইকোর্ট বিভাগের বিচারক এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও মো: জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ কোনো আবেদন ছাড়াই স্বউদ্যোগে (সুয়োমটো) অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। আগামী ২৮ ফেব্র“য়ারী আদালতে হাজির হয়ে স্থাপনা নির্মানের কারন ব্যাখ্যা করতে বলা হয়েছে। একই সঙ্গে ওই স্থাপনা নির্মাণের অভিযোগে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এবং নির্মিত স্থাপনা ভেঙে ফেলতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ১২ দিনের মধ্যে পরিবেশ সচিব, ভূমি সচিব, কক্সবাজার জেলার প্রশাসক ও পুলিশ সুপারকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। ওই স্থানে আর কোনো নির্মাণ কাজ যাতে না চলতে পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে কক্সবাজারের জেলা প্রশাসক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে প্রতিবেদনটি পড়ে শোনান অ্যাডভোকেট ইকবাল কবির লিটন। শুনানিতে অংশ নেন, অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।

বিয়ে পাগল এক নুরুল ইসলাম


মোঃ রেজাউল করিম,বার বার বিয়ে এবং পরবর্তীতে নির্যাতন করে তাড়িয়ে দেয়া হচ্ছে। এতে করে অসহায় হয়ে পড়ছে একের পর এক মহিলা। ঘটনাটি যেমনি চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তেমনি অপর দিকে নির্যাতিত মহিলাকের ভবিষ্যত কোন দিকে যাচ্ছে তা বিবেকের কাছে প্রশ্নবিদ্ব করে তুলেছে। উক্ত ব্যক্তির নাম নুরুল ইসলাম। তার বাড়ী শহর তলীর তারাবনিয়ার ছড়া। অভিযোগে প্রকাশ বিয়ে পাগল নুরুল ইসলামের হতভাগ্য প্রথম স্ত্রী আনোয়ারা বেগম দীর্ঘদিন সংসার করে ৩সন্তান জন্মের পর ঠাই হলোনা স্বামীর বাড়ীতে। তাকে নির্যাতন করে তাড়িয়ে দেয়া হয়। প্রতিকার চেয়ে ৭ বছর ধরে হুমকি ধমকির মুখে আদালতে মামলা চালিয়ে যাচ্ছে। তার দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে হাবিবুন্নাহার মিনু। তার বাড়ী সদর উপজেলার খুরুস্কুল এলাকায়। ৩বছর সংসার করার পর তাকেও মারধর পূর্বক তাড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অসহায় দ্বিতীয় স্ত্রী কক্সবাজার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। তিনি দাবী করেন তার ন্যার্য্য পাওনা টাকা ও স্বর্ণলংকার এখনো বুঝে পাননি। এগুলো দাবী করলে মৃত্যুর হুমকি আসে বার বার। তৃতীয় স্ত্রীর নাম মর্জিনা আক্তার। অসহায় এ মহিলাকে বিভিন্ন প্রলোভনে ঈদগাঁও মাইজপাড়া হতে বিয়ে করে সংসার জীবন শুরু করে। কিন্তু তার ভাগ্যেও জোটল পিতার বাড়ী। তাও অমাননিষক নির্যাতনের শিকার হয়ে। তৃতীয় স্ত্রী জানান, তাকে তালাক দেয়া হয়েছে বলে উল্লেখ করলেও তার কোন কপি তিনি পাননি। তৃতীয় স্ত্রী ও পুলিশের কাছে প্রতিকার চেয়ে অভিযোগ করেছেন। সূত্রে জানা যায়, বর্তমানে এসব গোপন রেখে আরেকটি বিয়ের প্রচেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য অভিযোগে জানা যায়, উক্ত নুরুল ইসলাম তার ব্যবসার আড়ালে ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যবসায় জড়িত। এ ব্যাপারে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উখিয়া নিউজ থেকে সংগ্রহ.

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২

অমর একুশের ভাষা শহীদদের প্রতি রামু নিউজের শ্রদ্ধা


রামুতে কুকুরের কামড়ে আক্রান্ত অর্ধশত মানুষঃ বেওয়ারিশ কুকুর নিধন ও ভ্যাকসিন সরবরাহ জরুরীঃ


খালেদ হোসেন টাপু. কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুর আতংক বিরাজ করছে। গত কয়েক দিনে অর্ধশতাধিক মানুষ আক্রান্ত হয়েছে। এ ঘটনায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে ছোটরা রয়েছে বেকায়দায়। জানা যায়, গত ২০ ফেব্রুয়ারী সোমবার সকাল থেকে বেওয়ারিশ কুকুরের দল রামু চৌমুহনী স্টেশনসহ আশেপাশের গ্রামের অন্তত ২০জন শিশুকে কামড় দেয়। এর আগের দুইদিন ও প্রায় ২৫ জনকে কামড়ে আক্রান্ত করেছে। আক্রান্তদেরকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন চৌধুরী জানান, গত তিনদিনে বিভিন্ন এলাকার অর্ধশত রোগী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা নিতে আসে। এদের মধ্যে অনেক গরীব ও অসহায় পরিবারের সন্তান-সন্ততিও রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক শীঘ্রই বেওয়ারিশ কুকুর নিধনে অভিযান পরিচালনা করা হবে বলে জানান। এদিকে রামুতে জলাতংক রোগের ভ্যাকসিন অপ্রতূল হওয়ায় আক্রান্তরা রয়েছে বেকায়দায়। জরুরী ভিত্তিতে বেওয়ারিশ কুকুর নিধন ও ভ্যাকসিন সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে সচেতন মহল।

রামুতে রিসসো কোসেই কাই এর সিম্পোজিয়ামে রেভারেন্ট মারুইয়ামা সামাঃ পিতা-মাতার আচরন পরিবর্তনের মাধ্যমে সন্তানদের ইতিবাচক পরিবর্তন ঘটাতে হবেঃ


সুনীল বড়ুয়াঃ টোকিও পারিবারিক শিক্ষা গবেষনাগারের প্রধান রেভারেন্ট মারুইয়ামা সামা বলেছেন, পিতা-মাতার আচরন পরিবর্তনের মাধ্যমে সন্তানদের মাঝে ইতিবাচক পরিবর্তন ঘটাতে হবে। সন্তানদের ধমক দিয়ে, কঠোর শাস্তি দিয়ে নয়, আদর ভালবাসার মাধ্যমে মমতায় জড়িয়ে শিক্ষা দিতে হবে। এটাই পারিবারিক শিক্ষা। তিনি বলেন, পারিবারিক শিক্ষা শুধু পুঁথিগত শিক্ষা নয়, পিতা-মাতার দৈনন্দিন জীবনাচরনের মাধ্যমে সন্তানসহ উভয়কেই পারস্পরিক শিক্ষা গ্রহন করানোই এর উদ্দেশ্য। গত ১৯ ফেব্রুয়ারী রোববার বিকাল তিনটায় রামু স্বপ্নপূরী কমিউনিটি সেন্টারে ‘পিতা-মাতার পরিবর্তনের মাধ্যমে সন্তানের পরিবর্তন সম্ভব’ শীর্ষক পারিবারিক শিক্ষা বিষয়ক সিম্পোজিয়ামে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। শিশু-কিশোর, তরুন-তরুনীদের উন্নত মানবীয় গুনাবলী বিকশিত করে উজ্জল পরিবার ও আলোকিত সমাজ গঠন এবং বিশ্বশান্তি প্রতিষ্টার লক্ষে এ সিম্পোজিয়ামের আয়োজন করে রিসসো কোসেই কাই,কক্সবাজার। সিম্পোজিয়ামে রামু,কক্সবাজার সদর ও উখিয়া উপজেলার ছয়শতাধিক নারী পুরুষ অংশ নেন। সংগঠনের শিল্পীদের উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্টান শুরু হয়। রিসসো কোসেই কাই দক্ষিণ এশিয়া প্রধান রেভারেন্ট আরিতুমি মিটসুইকি সামার সভাপতিত্বে অনুষ্টিত সিম্পোজিয়ামে স্বাগত বক্তব্য দেন, রিসসো কোসেই কাই, রামু শাখার জেনারেল সেক্রেটারী তরুন বড়–য়া। প্রধান আলোচক ছিলেন, টোকিও পারিবারিক শিক্ষা গবেষনাগারের প্রধান রেভারেন্ট মারুইয়ামা সামা। সহকারী ছিলেন কানা ওসামা। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি। এতে অনুবাদকের দায়িত্ব পালন করেন রিসসো কোসেই কাই বাংলাদেশ-এর শিক্ষা বিষয়ক প্রধান কাঞ্চন বড়–য়া। সমাপনী বক্তব্য দেন, রিসসো কোসেই কাই-কক্সবাজাররের পরিচালক বাবুল বড়–য়া। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন, রিটা বড়–য়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রিসসো কোসেই কাই-কক্সবাজাররের উপদেষ্টা বাদল চন্দ্র বড়–য়া, পরিচালক রবীন্দ্র বিজয় বড়–য়া, চাপ্টার প্রধান আপন বড়–য়া, ম্যানস লিডার অশোক বড়–য়া, সহকারী ম্যানস লিডার দেশপ্রিয় বড়–য়া, ইয়ুথ লিডার রুমন বড়–য়া, রামু শাখার পরিচালক বিপক বড়–য়া, ম্যানস লিডার সুরেশ বড়–য়া বাঙ্গালী, ওমেন্স লিডার পুতুল বড়–য়া, ইয়ুথ লিডার ইমন বড়–য়া, সহকারী ইয়ুথ লিডার বাপ্পা বড়–য়া, স্বদীপ বড়–য়া ও নয়ন বড়–য়া প্রমুখ।

রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

রামু উপজেলা চেয়ারম্যানের গরু ও মহিলা ভাইস চেয়ারম্যানের মোবাইল চুরিঃ ভাইস চেয়ারম্যানের ভাতিজা নিখোঁজ।


সোয়েব সাঈদ, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজলের খামার থেকে দুটি অষ্ট্রেলিয়ান জাতের গরু চুরি হয়েছে। গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা রাস্তার মাথা এলাকায় চেয়ারম্যানের নিজস্ব খামারে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটির মূল্য প্রায় দেড় লাখ টাকা। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) একে নজিবুল ইসলাম গতকাল (১৮ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) একে নজিবুল ইসলাম জানান, রাত সাড়ে তিনটায় ওই খামারের পাহারাদার আবু তাহের গরু গুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ে। সম্ভবত ভোর পাঁচটার দিকে গরু দুটি চুরি করা হয়েছে। তিনি আরো জানান, এ নিয়ে এখনো লিখিত অভিযোগ পাননি। পেলে মামলা রেকর্ড হবে। এছাড়াও জড়িতদের ধরার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। আগেরদিন শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রামু উপজেলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নীর মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। ওই দিন দুপুরে রামু মন্ডলপাড়া স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে এ চুরির ঘটনা ঘটে। ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, তিনি রামু প্রয়াত ফুটবলার খোকা মোহন বড়–য়া ছেলে রিটু বড়–য়ার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। এসময় তার ভ্যানিটি ব্যাগ থেকে কে বা কারা কৌশলে মোবাইল ফোন সেটটি (মডেল-নকিয়া ৬০৩০) চুরি করে নিয়ে যায়। অনেক গুরুত্বপূর্ণ নাম্বার ওই মোবাইলে ছিলো বলে হতাশার কথাও জানান তিনি। এদিকে রামু উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান জানান, দুইদনি আগে তাঁর বড় ভাই মাওলানা আতা উল্লাহ মোহাম্মদ নোমানের ছেলে অলি উল্লাহ (১৯) ঢাকায় নিখোঁজ হয়েছে। অলি উল্লাহ ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ছাত্র। গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সে তার ঢাকার গুলশানস্থ ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এনিয়ে অলি উল্লাহর মামা শফিকুল আকবর হেলাল ওইদিন রাতে কক্সবাজার মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। এদিকে উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের এহেন দূর্দশা নিয়ে এলাকায় সরব আলোচনা চলছে।

দুই দিনের সফরে আল্লামা তাহের শাহ কক্সবাজারে আসছেন


বিশ্বনবী হযরত মুহাম্মদ (দঃ) এর ৪১ তম বংশধর, দরবারে আলীয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাজ্জাদনশীন রাহনুমায়ে শরীয়ত ও তরীকত, মুর্শেদে বরহক, গাউসে জামান হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (ম.জি.আ.) আজ রবিবার ২দিনের তরীকতের এক সফরে পর্যটন নরগী কক্সবাজার আসছেন। তার শুভাগমন উপলক্ষে জেলা গাউসিয়া কমিটি ব্যাপক প্রস্তুতি কমিঠি গঠন করেছে। হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (ম.জি.অ.) আজ সকালে চট্টগ্রাম হতে সড়ক পথে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং বেলা ১টি নাগাদ তাঁকে রামু বাইপাস মোড়ে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। সেখান হতে শোভাযাত্রা সহকারে কক্সবাজার নিয়ে আসা হবে। আজ বিকেলে তিনি তাঁরই প্রতিষ্ঠিত মাদরাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়ার সালানা জলসায় সভাপতিত্ব করবেন এবং নামাজে এশার ইমামতি করবেন। জলসায় দেশের বরেণ্য আলেমেদ্বীন শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী সহ দেশের বরেণ্য আলেমগন ওয়াজ নসীহত করবেন। পরদিন ২০ ফেব্র“য়ারী হুজুর কেবলা আল্লামা তাহের শাহ (ম.জি.আ.) টেকনাফ উপজেলার হ্নীলা মৌলভী বাজারস্থ গাউছিয়া তাহেরিয়া ক্যাডেট মাদরাসার জলসায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন এবং নামাজে মাগরিবের ইমামতি করবেন পরে কক্সবাজার প্রত্যাবর্তন করবেন। পর দিন ২১ ফেব্র“য়ারী বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন। তিনি কক্সবাজার অবস্থানকালে বিমান বন্দর সড়কস্থ মাদরাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া সংলগ্ন খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া অবস্থান করবেন। উক্ত সালানা জলসা সমূহে যোগদানের জন্য জেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব ওমর সোলতান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুরুল কবির জেলার সর্বস্তরের মুসলিম জনতার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

কবি নুরুল হুদা ত্রিপুরার ভাষা সম্মাননা পাচ্ছেন


বাংলা সাহিত্যে অবদানের জন্য ত্রিপুরার ‘একুশ-উনিশের গৌরব ভাষা সম্মান’ পাচ্ছেন বাংলাদেশের কবি মোহাম্মদ নুরুল হুদা। আগামী ২১ ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ত্রিপুরার রাজধানী আগরতলার নজরুল কলাক্ষেত্র মিলনায়তনে তাকে এ সম্মাননা জানাবে ‘মাতৃভাষা দিবস-২০১২ নির্বাচন কমিটি’। নুরুল হুদা বলেন, “যে কোনো পুরস্কার পাওয়াই আনন্দের। ত্রিপুরা সরকার প্রথমবারের মতো এ সম্মাননা দিচ্ছে। বাংলাদেশের একজন লেখক হয়ে এ সম্মান পাওয়ায় আমি আনন্দিত।” “তাদের এ ঘোষণা থেকে বোঝা যায়, বাংলাদেশের সাহিত্যকর্ম উপমহাদেশের প্রেক্ষিতে গুরুত্ব পাচ্ছে। এ ধরনের স্বীকৃতি আমাদের তরুণ কবি ও লেখকদের অনুপ্রাণিত করবে”, যোগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ইংরেজির শিক্ষক নুরুল হুদা জানান, ২০ ফেব্র“য়ারি কলকাতা হয়ে আগরতলায় যাবেন তিনি। ফিরবেন ২২ তারিখ। ১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের দরিয়ানগর গ্রামে মোহাম্মদ নুরুল হুদার জন্ম। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে øাতক ডিগ্রি পাওয়ার আগেই আধুনিক ধারার প্রতিশ্র“তিবান কবির স্বীকৃতি পান তিনি। ধীরে ধীরে প্রবন্ধকার, সাহিত্য সমালোচক ও অনুবাদক হিসেবেও তিনি পরিচিত হয়ে ওঠেন। এ পর্যন্ত শতাধিক বই প্রকাশিত হয়েছে তার। এ কবি বলেন, “শুরু থেকেই লেখালেখিতে আমি সচেতনভাবে সমাজের বিবর্তন ও রূপান্তরকে ধরে রাখতে চেয়েছি। ‘তামাটে জাতি’ সিরিজের কবিতাগুলোতে আমি বলেছি, কীভাবে প্রাগ-ঐতিহাসিক কাল থেকে বিভিন্ন জাতিসত্তার মিশ্রণের পরও বাঙ্গালিরা একটি স্বতন্ত্র জাতি হিসেবে বিকশিত হয়েছে।” ২০০৭ সালে বাংলা একাডেমীর পরিচালক হিসেবে অবসরে যান নুরুল হুদা। নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। বর্তমানে শিক্ষকতা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টে কাজ করছেন সহযোগী সম্পাদক হিসেবে। সাহিত্যে অবদানের জন্য ১৯৮৮ সালে বাংলা একাডেমী পুরস্কার, ১৯৯৬ সালে তুরস্কের প্রেসিডেন্টের সম্মামনা, ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের পয়েট অব ইন্টারন্যাশনাল মেরিট এবং ২০০৭ সালে কলকাতার মহাদিগন্ত সাহিত্য পুরষ্কারসহ বহু সম্মামনা পেয়েছেন তিনি।

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১২

যুদ্ধাপরাধের বিচার: বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিল পাস


ঢাকা, ১৬ ফেব্রুয়ারি
-- যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনি বিধি-বিধান গ্রহণে জাতীয় সংসদে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ খানের সভাপতিত্বে জাতীয় সংসদের বেসরকারি সদস্য দিবসে এই সিদ্ধান্ত প্রস্তাবটি পাস হয়। সংসদে প্রস্তাবটি আনেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ। তবে প্রস্তাবটি নিয়ে আইনমন্ত্রীর পক্ষে বক্তব্য দিতে গিয়ে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যারা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করছে, তাদের বিচার প্রচলিত আইনেই করা সম্ভব। তিনি অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতাসহ বিরোধী দলের বেশ কিছু নেতারা প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে কথাবার্তা বলছেন। এছাড়া একটি মহল বা গোষ্ঠী মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে বন্ধ করে দেয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন বলেও উল্লেখ করেন কামরুল। তবে তিনি সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করার সুপারিশ করলে সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় চিফ হুইপের উদ্যোগও কোন কাজে আসেনি। অধিবেশনে উত্তেজনাকর পরিস্থিতিতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্যদের শান্ত করার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা শান্ত হউন। সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করা হবে না।’ এ সময় অধিবেশনের সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার শেখ শওকত আলী। কিন্তু বিলটি প্রত্যাহার সংক্রান্ত বিষয়টি সামনে এলে সংসদ সদস্যরা উত্তেজিত হয়ে পড়লে নিজের কার্যালয় থেকে ছুটে আসেন স্পিকার আবদুল হামিদ। পরে সংসদ সদস্যদের দাবির মুখে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত প্রস্তাবটি গৃহীত হয়। উল্লেখ্য, বর্তমানে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমীরসহ ছয় নেতা এবং বিরোধী দল বিএনপির এক সংসদ সদস্যসহ দুই নেতার বিচার চলছে। প্রধান বিরোধী দল বিএনপি ও চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী শুরু থেকেই এই ট্রাইব্যুনালের বিরোধিতা করে আসছে। এ দুটি দল সমমনাদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। তবে ক্ষমতাসীন দলের নেতাদের অভিযোগ, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই বিরোধী দল শরিকদের নিয়ে আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করেছে।

বাংলা ভাষার বিকৃত উচ্চারণ-উপস্থাপনা বন্ধে হাইকোর্টের নির্দেশ


ঢাকা, ১৬ ফেব্রুয়ারি(আরটিএনএন ডটনেট): টেলিভিশন ও রেডিওতে অনুষ্ঠান প্রচারের সময় বাংলা ভাষার বিকৃত উচ্চারণ অথবা ভাষা দূষণ হয় এমনভাবে সংবাদসহ অনুষ্ঠান উপস্থাপন না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ আজ বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে এ সংক্রান্ত রুলের শুনানি না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন এ আদেশ দেয়। আদালত আদেশে জানায়, বাংলা ভাষার পবিত্রতা রক্ষা করতে সর্বোতভাবে চেষ্টা করতে হবে। এই ভাষার প্রতি আর কোনো আঘাত যাতে না আসে সে বিষয়ে সচেষ্ট হতে হবে। একই সাথে বাংলা ভাষার পবিত্রতা রক্ষা ও দূষণ রোধে একটি রুলও জারি করেছে আদালত। সংস্কৃতি সচিব, তথ্য সচিব, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসির চেয়ারম্যান, সব বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রধান কর্মকর্তা; রেডিও টুডে, রেডিও এবিসি ও রেডিও ফুর্তির প্রধান কর্মকর্তাকে আগামী ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে হবে। বাংলা ভাষার দূষণ, বিকৃত উচ্চারণ, ভিন্ন ভাষার সুরে বাংলা উচ্চারণ, সঠিক শব্দ চয়ন না করা এবং বাংলা ভাষার অবক্ষয় রোধে বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানকে প্রধান করে একটি কমিটি করারও আদেশ দিয়েছে আদালত। এসব বিষয়ে নেয়া পদক্ষেপ আগামি ২০ মার্চের মধ্যে আদালতে একটি প্রতিবেদন আকারে জমা দেবে ওই কমিটি। এই কমিটিতে কারা থাকবেন তা নির্ধারণ করবেন অধ্যাপক আনিসুজ্জামান। তবে আদালত কথা সাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক রফিকুল ইসলাম, কবি নির্মলেন্দু গুণ, রফিক আজাদ ও সৈয়দ শামসুল হকের নাম প্রস্তাব করেছে। প্রথম আলোতে প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের লেখা একটি নিবন্ধ বৃহস্পতিবার আদালতের নজরে আনার পর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আর এ প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রকিব উদ্দিন আহমেদ। পরে আদালতে ব্যারিস্টার আমীর-উল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও মুরাদ রেজা, ব্যারিস্টার তানিয়া আমীর এ বিষয়ের ওপর বক্তব্য রাখেন। এ মামলার শুনানিতে আগামীতে ব্যারিস্টার আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আকতার ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, লেখক সৈয়দ শামসুল হক ও সৈয়দ মঞ্জুরুল ইসলামের বক্তব্য শোনা হবে বলে জানিয়েছে আদালত।

মহেশখালীর শীর্ষ ডাকাত বজল গণ পিঠুনিতে নিহত : এলাকায় আনন্দ উল্লাস


আবদুর রাজ্জাক,মহেশখালী-১৭ ফেব্র“য়ারী: মহেশখালী উপজেলার বহুল আলোচিত সন্ত্রাসী পেশাদার ডাকাত সর্দার বজল বাহিনীর প্রধান ওরফে বজইল্যা ডাকাত গণ পিঠুনিতে নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, ১৬ ফেব্র“য়ারী বৃহস্পতিবার রাত ১১টায় বজল ডাকাত মহেশখালী উপজেলার উত্তর নলবিলা মাঝের পাড়া গ্রামের দরিদ্র কানা মমতাজের মাদ্রাসা পড়–য়া ১কিশোরী -বজইল্যা ডাকাতের দেহরক্ষী ফরিদ্যার শালীকে ধর্ষন করতে নিজ বাড়ি থেকে কাধেঁ তুলে নিযে বজল ডাকাতের বাড়ীতে নিয়ে আসে। এ সময় কিশোরী মেয়েটি আতœ-চিৎকার করলে বজইল্যার ভাইয়েরা এসে মেয়েটি কে ছেড়ে দিতে বললে তা অমান্য করে পূনরায় মেয়েটিকে নির্যাতন করতে চাইলে ভাইয়ের উওেজিত হয়ে তাকে মারপিট করেেল সেখান থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববতী পানের বরজে লুকিয়ে থাকলে ধর্ষিতার পিতা ও স্থানীয় মেম্বার সহ এলাকাবাসী এগিয়ে এসে পানের বরজ ঘেরাও করে বজইল্যা ডাকাত জনগনের হাতে আটকের খবর চারদিকে ছড়িয়ে পড়লে মুহুতের মধ্যে প্রতিবেশী ইউনিয়ন মাতারবাড়ি,শাপলাপুর, হোয়ানক, ও পার্শ্ববতী উপজেলা বদরখালী থেকে হাজার হাজার জনতা এসে ক্ষোভের সংঞ্চার ঘটায়। এ সময় গনপিটুনি শুরু করলে সেখান থেকে বারবার পালিয়ে যাওযার চেষ্টা করে ব্যর্থ হয়। গনপিঠুনির এক পর্যায়ে রাত দেড় টায় সে ঘটনাস্থলে মারা যায় ্ তখন এলাকাবাসী থানাকে খবর দিলে মহেশখালী থানার কালারমারছড়া ফাড়িঁর ইনচার্জ এরশাদ উল্লাহ সহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বজইল্যার লাশটি উদ্ধার করে মহেশখালী থানায় নিয়ে আসে। আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনের চোখে ফাকিঁ দিয়ে কিছুদিন বাঁচতে পারলে ও অবশেষে জনগনের গণ পিঠুনির শিকার হয়ে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হল । এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ রনজিত বড়–যা জানান, নিহত বজইল্যা ডাকাতের বিরোদ্ধে হত্যা,সন্ত্রাসী,পুলিশ এশল্ট ,সড়ক ডাকাতি, নারী ধর্ষন, চিংড়ী ঘেরের লুটপাট,জলদস্যুতা সহ একাধিক মামলা রয়েছে বলে জানান।

বিদেশের ব্যাংকগুলিতে সবচেয়ে বেশি কালো টাকা রয়েছে ভারতীয়দের


বিডি ২৪ লাইভ ডটকম, বিদেশি ব্যাংকে গচ্ছিত কালো টাকা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য পেশ করল সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো (সিবিআই)। সোমবার সিবিআই জানিয়েছে, বিদেশের ব্যাংকগুলিতে সব থেকে বেশি কালো টাকা রয়েছে ভারতীয়দের। বিদেশি ব্যাংকে ভারতীয়দের কালো টাকার পরিমাণ প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলার (২৪.৫ লক্ষ কোটি টাকা)। মরিশাস, সুইজারল্যান্ড, ব্রিটেন, লিচেনস্টেন-সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে হিসাব বহির্ভূত টাকা রয়েছে ভারতীয়দের। এদিন সিবিআই ডিরেক্টর অম্বর প্রতাপ সিং বলেন, “বিভিন্ন বিদেশি ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত কালো টাকার পরিমাণ প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলার। সুইস ব্যাংকে কালো টাকার পরিমাণেও ভারতীয়দের সংখ্যাই সব থেকে বেশি।” বিদেশি ব্যাংকে বেআইনি লেনদেনগুলি নিয়ে বিস্তারিত তথ্য যোগাড় করাটা কিছুটা সময় সাপেক্ষ। কারণ বেশ কিছু আইনি জটিলতা রয়েছে। সব থেকে কম দুর্নীতিগ্রস্থ দেশগুলির মধ্যে রয়েছে সুইজারল্যান্ড। এছাড়া পঞ্চম স্থানে রয়েছে সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড সপ্তম স্থানে রয়েছে বলেও জানান সিবিআই ডিরেক্টর। এদিন সিবিআই জানিয়েছে, বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, সীমান্ত দিয়ে পাচার হওয়া বেআইনি অর্থের পরিমাণ ১ ট্রিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে উন্নয়নশীল দেশগুলোয় সরকারির আমলাদের ঘুষ নেওয়া টাকার পরিমাণ ৪০ বিলিয়ন মার্কিন ডলার। গত ১৫ বছরে এই বিপুল পরিমাণ অবৈধ অর্থের মাত্র ৫ বিলিয়ন মার্কিন ডলার উদ্ধার করা গিয়েছে। বিদেশি ব্যাংকে গচ্ছিত কালো টাকা দেশে ফেরাতে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী দলগুলো। দুর্নীতি নিয়ে দেশজুড়ে আন্দোলনে নেমেছেন আন্না হাজারে, যোগগুরু রামদেবের মতো অরাজনৈতিক ব্যক্তিত্বরাও। কালো টাকা নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের এই তথ্য বাজেট অধিবেশনের আগে বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্র: বেঙ্গলী টাইমস

উখিয়ায় বিজিবির অভিযানে ২ লক্ষাধিক টাকার বার্মিজ মালামাল জব্দ


মাহমুদুল হক বাবুল, উখিয়া ::উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি জোয়ানরা যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ লক্ষাধিক টাকার বার্মিজ মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। মরিচ্যা যৌথ চেকপোষ্টের নায়েব সুবেদার সাহাব উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে কাঠ,মদ ও বার্মিজ মালামাল সহ প্রায় ২ লক্ষাধিক টাকার অবৈধ পন্য উদ্ধার করেন।

লামায় সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি : নিরাপত্তা চেয়ে থানায় ডায়রী


মো. নুরুল করিম আরমান, লামা::মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ছরোয়ার ও এটিএন বাংলা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মেহেরুন রুনি হত্যার রেষ কাটতে না কাটতেই বান্দরবানের লামায় মোহনা টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি হাছান আল মামুনসহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণনাশসহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে স্থানীয় প্রভাবশালী মহল। এ ব্যাপারে সাংবাদিক হাছান আল মামুন তার ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে লামা ও পার্শ্ববর্তী চকরিয়া থানায় ৯জনকে বিবাদী করে পৃথক দুটি সাধারণ ডায়রী করেছেন। ডায়রী সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারী চকরিয়ার উত্তর হারবাং চেয়ারম্যান পাড়ার ঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার ভিডিও চিত্রসহ মোহনা ও দিগন্ত টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা মোহনা টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি হাছান আল মামুনকে মোবাইল ফোনে হুমকি দেয়। এক পর্যায়ে ১১ ফেব্রুয়ারী গভীর রাতে তার বাড়ীর চারদিকে সন্ত্রাসী মোহড়াসহ ঘর থেকে বাহিরে আসার জন্য ডাকাডাকি করেন। এ সময় হাছান আল মামুন ঘরের বাহিরে না আসলে তারা অশ্লীল ভাষায় গালি গালাজ করে ও প্রাণনাশসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে বলে হুমকি দিয়ে যায়। এমনকি তার স্কুল পড়–য়া রবিউল হাসান রনি (১৫) ও মেয়ে ছাদিয়া আক্তার সুমাইয়া (১০) কে স্কুলে যাওয়া আসার পথে অপহরণ করার হুমকিরত আছে। এ বিষয়ে সাংবাদিক হাছান আল মামুন নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার লামা থানায় (ডায়রী নং- ৫৮৩, তাং- ১৬/০২/১২ইং) ও গত ১২ ফেব্রুয়ারী চকরিয়া থানায় (ডায়রী নং-৫৮৮, তাং- ১২/০২/১২ইং) পৃথক দুটি সাধারণ ডায়েরী করেন। হুমকিদাতা (বিবাদীরা) হলেন, উপজেলার আজিজনগর ইউনিয়নের নাজমুল ইসলাম (৬০), মো. রিয়াদ (২৪), মুরাদ (২৭), মো. জাবেদ (২৭), রেজাউল করিম (২৫), মামুন (২৫), জামাল (২৮), সোহাগ (৩০) ও আলতাফ হোসেন (৪৫)।

খুটাখালীতে সড়ক দূর্ঘটনায় ছাত্র নিহত ৩ ঘন্টা সড়ক অবরোধ


মোঃ রেজাউল করিম,
ঈদগাঁও।কক্সবাজারের খুটাখালীতে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত হয়েছে। ১৬ ফেব্র“য়ারী সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কিশলয় স্কুল গেইটস্থ স্থানে এ দূর্ঘটনা ঘটে। প্রাপ্ত খবরে জানা যায়, বৃস্পতিবার সকালে খুটাখালী মিলেনিয়াম স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রাম মুখী মাক্রোবাস স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা দ্রুত ছাত্রটিকে উদ্ধার করে চকরিয়া জমজম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছাত্রটি খুটাখালী পূর্ব পাড়ার নাছির আহমদের পুত্র মোহাম্মদ হাসান (৬)। সে মিলেনিয়াম স্কুলের নার্সারী ছাত্র। ছাত্র নিহতের ঘটনায় এলাকাবাসী ও স্কুলের ছাত্র-ছাত্রীরা সাথে সাথে সড়ক অবরোধ করে। নিহত ছাত্রের লাশ দিয়ে ব্যারিকেড দিয়ে টায়ার পুড়িয়ে প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে চকরিয়া থানার ইনচার্জ ফরহাদ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ,চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাঙ্গীর আলম বুলবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খুটাখালী চেয়ারম্যান মাওলা আবদুর রহমান,অধ্যক্ষ এসএম মনজুর কিশলয় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মোহাম্মদ তৈয়ব ও এলাকাবাসীর দাবীর মুখে অবশেষে ঘটনাস্থলে দু’টি স্পীড ব্রেকার সাথে সাথে বসিয়ে যানচালাচল স্বাভাবিক করেন। উল্লেখ্য উক্ত স্থানে বিগত এক বছরে প্রায় ১৫জন লোকের প্রাণহানি ঘটেছে।

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১২

শ্রমিকরা আতংকিত ॥ ৫০০ একর বাগানে রাবার কষ আহরণ বন্ধ বন্য হাতির অভয়ারণ্য রামুর রাবার বাগান ॥ উৎপাদনে ধ্বস


সোয়েব সাঈদঃ রামু উপজেলার বিখ্যাত রাবার বাগান এখন বন্য হাতির অভয়ারণ্যে পরিনত হয়েছে। প্রতিদিন বন্য হাতির পাল বাগানে অবস্থান নিয়ে তান্ডব চালাচ্ছে। এতে ৫০০বাগানে রাবার আহরণ বন্ধ থাকায় উৎপাদনে ধ্বস নেমেছে। গত দুই মাস ধরে বাগানের রাবার উৎপাদনশীল এলাকায় একাধিক হাতির পাল প্রতিনিয়ত হানা দিচ্ছে। এতে আতংকিত শ্রমিকরা ওই সব এলাকায় রাবার কষ আহরণ বন্ধ রেখেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন রামু উপজেলায় অবস্থিত এ রাবার বাগানের মোট আয়তন ২ হাজার ৬৮২ দশমিক ৬৮ একর। এর মধ্যে বর্তমানে রাবার উৎপাদনশীল এলাকা রয়েছে ১ হাজার ৩২০ একর। এছাড়া অনুৎপাদনশীল ৮৫০ একর, আবাসিক ভবন ১০ একর, নার্সারী ৪ একর, বাগান সৃজনের প্রক্রিয়াধীন ১০০ একর এবং ৩৯৮ দশমিক ৬৮ একর জমি পরিত্যক্ত রয়েছে। ৫টি উৎপাদনশীল এলাকায় ১০৭ টি ব্লক রয়েছে। এর মধ্যে বর্তমানে হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় প্রতিদিন ৩০ থেকে ৪০ টি ব্লকে রাবার আহরণ সম্ভব হচ্ছে না। উৎপাদনশীল এলাকাগুলো হাতির অবাধ বিচরণ ক্ষেত্রে পরিনত হয়েছে। প্রতিটি ব্লকে একজন করে রাবার উৎপাদনের দায়িত্বে থাকলেও তারা ওই সব ঝূঁকিপূর্ণ এলাকায় যেতে পারছে না। বাগানে রাবার উৎপাদনে দায়িত্বরত ব্যক্তিদের সাথে আলাপ করে জানা গেছে, অব্যাহতভাবে হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় বর্তমানে রাবার উৎপাদনশীল ১ হাজার ৩২০ একর জমির মধ্যে ৫০০ একর জমিতে রাবার উৎপাদন বন্ধ রয়েছে। ৫টি উৎপাদনশীল এলাকার মধ্যে ৩ নং এর জুমছড়ি, ৪ নং এর আশিসনের বাগান, চৌধুরী খামার এবং ৫ নং এর লোহাতলা, ডেপারঝিরি ও হাতিখাইয়া এলাকায় হাতির উপদ্রবে রাবার উৎপাদন ব্যাহত হচ্ছে। রামুর রাবার বাগান কয়েকমাস আগেও লাভজনক ছিলো। কিন্তু সম্প্রতি হাতির অব্যাহত উপদ্রবের ফলে বর্তমানে অলাভজনক প্রতিষ্ঠানে পরিনত হচ্ছে। জানা গেছে, বর্তমানে বাগানে ১ হাজার ৩২০ একর জমিতে দৈনিক ২ হাজার কেজি রাবার কষ আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে। অথচ আহরণ করা সম্ভব হচ্ছে মাত্র ১৩০০ কেজি। বিগত ২০১১ সালের জানুয়ারি মাসে রাবার কষ আহরণের লক্ষ্যমাত্রা ছিলো ৩ হাজার ১০০ কেজি। তখন আহরণ করা হতো ২ হাজার ২০০ কেজি। জোয়ারিয়ানালা ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি, আওয়ামীলীগ নেতা কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্স জানান, নির্বিচারে বনাঞ্চল উজাড় হওয়ায় কয়েকমাস ধরে বন্য হাতির দল রাবার বাগানে তান্ডব চালাচ্ছে। তিনি আরো জানান, হাতির ভয়ে বাগানের শ্রমিকরা উৎপাদনশীল এলাকায় গিয়ে রাবার কষ আহরণ করছে না। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সদস্য মহলজ্জামা জানান, বন্য হাতির দল রাবার বাগানের পার্শ্ববর্তী বিভিন্ন বসত বাড়িতেও হামলা চালাচ্ছে এবং বোরো চাষাবাদের বীজতলা ও কৃষকের ফসলী ক্ষেতে তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে যাচ্ছে। জুমছড়ি এলাকার সুলতান আহমদ জানান, সম্প্রতি বন্য হাতির দল রাবার বাগানে তান্ডব চালিয়ে ফেরার সময় তার বসত ঘরটি ভেঙ্গে ফেলে। দুই সপ্তাহ আগে স্থানীয় এক কৃষকের মহিষ হাতির আক্রমনে মারা যায়। এর আগে মানুষের প্রাণহানিও ঘটেছে। বাগানে রাবার কষ উৎপাদনে দায়িত্বরত কয়েকজন শ্রমিক জানান, প্রতিদিনই বাগানে হাতির পাল আসে। প্রতিটি পালে ৪ থেকে ১০-১২ টি হাতি থাকে। গত দেড় মাসে এসব হাতির পাল প্রায় ২ হাজার উৎপাদনশীল রাবার গাছ উপড়ে ফেলেছে। হাতির বিচরণ ও আক্রমনে রাবার কষ আহরণে ব্যবহৃত পাঁচ হাজার ট্যাপিং বাটি ভেঙ্গে গেছে। রাবার বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ আইয়ুব দৈনিক কক্সবাজারকে জানান, বাগানে প্রতিদিন বন্য হাতির দল হানা দিচ্ছে। হাতির ভয়ে শ্রমিকরা রাবার কষ আহরণের জন্য যায় না। এ কারনে বর্তমানে রাবার উৎপাদনে ধ্বস নেমেছে। এভাবে চলতে থাকলে অচিরে লাভজনক এ বাগান অলাভজনক প্রতিষ্ঠানে পরিনত হবে। গভীর বনাঞ্চল হতে আসা এসব হাতির বাগানের গাছ, সরঞ্জামও বিনষ্ট করছে। তিনি এসব হাতির পাল যাতে বনাঞ্চল হতে আসতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বন বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট রবার্ট জেলিক


ওয়াশিংটন, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী ৩০ জুন পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট রবার্ট জেলিক। পদত্যাগের এ ঘোষণার এক বিবৃতিতে বুধবার তিনি বলেন, “বিশ্ব মানের এমন একটি সংস্থার নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত।” এখন পর্যন্ত আমেরিকানদের নেতৃত্বে থাকা এ সংস্থার পরবর্তী প্রধান কে হচ্ছেন তা নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনায় যাদের নাম আসছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও রয়েছেন।

বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

সাইবার-যুদ্ধে ভারতের পরাজয়!


বাংলাদেশভিত্তিক ব্ল্যাকহ্যাট হ্যাকারস গ্রুপ বিএসএফের একটিসহ ভারতের প্রায় ২০ হাজার ওয়েবসাইট হ্যাক করেছে। হ্যাকিংয়ের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ওয়েবসাইটটি (www.bsf.nic.in) পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ ভারতের বহুল প্রচারিত ইংরেজি ভাষার দৈনিক ডেকান ক্রনিকল আজ এ খবর জানিয়েছে। ক্রনিকলের খবরে বলা হয়, ব্ল্যাকহ্যাট হ্যাকারস গ্রুপ দাবি করেছে সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে তারা এ কাজ করেছে। ফেসবুকে এই গ্রুপের একটি ফ্যান পেজে এক হ্যাকার লিখেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত বিষয় নেই। কিন্তু বিএসএফের বর্বরতা এবং সর্বোপরি ভারত সরকার এটা করতে আমাদের বাধ্য করেছে।’ পত্রিকাটি বলেছে, ‘অপর একটি পোস্টে এক হ্যাকার লিখেছেন, ভারত ১৯৭১ সালে আমাদের সমর্থন করেছে। এখন তারা আমাদের হত্যা করছে। একজন ভণ্ড বন্ধুর চেয়ে একজন প্রকাশ্য শত্রু ভালো।’ অপর একটি পোস্টে এক পাঠক লিখেছেন, ‘আমি মৃত্যুর পরোয়া করি না। জয়ী না হওয়া পর্যন্ত আমি আমার মাতৃভূমির জন্য যুদ্ধ অব্যাহত রাখব।’ ডেকান ক্রনিকল জানিয়েছে, বাংলাদেশের এই হ্যাকার গ্রুপটি ভারতের একটি জনপ্রিয় শেয়ার বাজারবিষয়ক সংবাদ ওয়েবসাইটও (www.paisacontrol.com) হ্যাক করেছে। অনেক ওয়েবসাইট হ্যাক করার পর এই গ্রুপটি ওই সাইটে নানা ধরনের দাবি পোস্ট করেছে। এর মধ্যে রয়েছে—‘বিএসএফ, সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ কর।’ এ ছাড়া ‘থ্রিএক্সপায়ারথ্রি সাইবার আর্মি নামের একটি বাংলাদেশি হ্যাকার গোষ্ঠী ভারতের সাত শতাধিক ওয়েবসাইট হ্যাক করেছে বলে খবরে দাবি করা হয়েছে। খবরে বলা হয়, ‘ব্ল্যাকহ্যাট হ্যাকারস লিখেছে, তারা এই হ্যাকিং উত্সব উদযাপন করছে। ভারতীয় হ্যাকার গোষ্ঠীর সদস্য অ্যাসেল ইন্ডিয়া ভয়ে সাইবার বিশ্ব ছেড়ে গেছে। তাই আমরা বলতে পারি, এই সাইবার যুদ্ধে ভারতের পরাজয় হয়েছে।’ বাংলাদেশি হ্যাকার পরিচয় দানকারীরা বলছেন, বিএসএফ সীমান্তে হত্যাকাণ্ড ও অত্যাচার বন্ধের দাবিতে বাংলাদেশি হ্যাকাররা এই সাইবার-যুদ্ধ শুরু করেছেন। টিপাইমুখ বাঁধসহ অন্যান্য বিষয়ের কথাও তাঁরা বলছেন। ৯ ফেব্রুয়ারি ভিডিও আদান-প্রদানের ওয়েবসাইট ইউটিউবে ভারত সরকারের প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করে ‘বিডি ব্ল্যাকহ্যাট হ্যাকারস’। ভিডিওতে মুখোশ পরা একজন হ্যাকারকে যান্ত্রিক (রোবটিক) গলায় কথা বলতে দেখা যায়। তাঁর বক্তব্য হলো, ‘হ্যালো বাংলাদেশের নাগরিকরা, আমরা বাংলাদেশ ব্ল্যাকহ্যাট হ্যাকারস। এখন সময় আমাদের চোখ খুলবার। বিএসএফ এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে, তাদের গুলিতে আহত হয়েছে আরও ৯৮৭ বাংলাদেশি। অপহূত হয়েছে হাজারো মানুষ। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা অবিচার করছে। সংকটময় এ মুহূর্তে বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ববোধ রয়েছে, আমরা চাই ভারত সরকার নিরপরাধ বাংলাদেশিদের হত্যা করা বন্ধ করুক। নতুবা আমরা ভারতীয়দের বিরুদ্ধে সাইবার-যুদ্ধ শুরু করব। এটি চলতেই থাকবে।’ বাংলাদেশের ‘বাংলাদেশ সাইবার আর্মি’, ‘বিডি ব্ল্যাকহ্যাট হ্যাকারস’, ‘এক্সপায়ার সাইবার আর্মি’—এ তিনটি হ্যাকার গ্রুপ এই সাইবার-যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। কয়েকজন হ্যাকার জানান, বাংলাদেশি হ্যাকারদের সমর্থন দিয়েছে আন্তর্জাতিক হ্যাকার দল ‘অ্যানোনিমাস’। এ ছাড়া পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের শক্তিশালী হ্যাকাররা বাংলাদেশি হ্যাকারদের সমর্থন দিয়ে গতকাল থেকে ভারতীয় সাইটে আক্রমণ করছেন। হ্যাকারদের ফেসবুক গ্রুপ, বিভিন্ন বাংলা ব্লগসাইটের একাধিক ব্লগে বাংলাদেশি হ্যাকারদের আক্রমণের হালনাগাদ তথ্য প্রকাশ করা হচ্ছে। প্রথম আলোয় পাঠানো ব্ল্যাকহ্যাট হ্যাকারস দলের একটি ই-মেইলে বলা হয়েছে, এ আক্রমণ চলতেই থাকবে। ওই ই-মেইলে বাংলাদেশের কোনো সাইট আক্রান্ত হলে বা আক্রমণ ঠেকাতে ওয়েবমাস্টারদের কী করতে হবে, তার পরামর্শও দেওয়া হয়েছে। এদিকে ভারতের ‘ইন্ডিশেল’ হ্যাকার দল বাংলাদেশি সাইটগুলোতে আক্রমণে নেতৃত্ব দিচ্ছে। অপরদিকে ভারতীয় হ্যাকারদের দাবি অনুযায়ী বাংলাদেশের ৩০০ সাইটে আক্রমণ করা হয়েছে।

সংসদ সদস্য পদ হারাচ্ছেন জাপার আবুল কাশেম


বার্তা পরিবেশক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে সংসদ সদস্যপদ হারাতে যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) নেতা আবুল কাশেম। ২০০৮ সালের নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে যাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। গতকাল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সংসদ সদস্য কাশেমের আপিলের আবেদনও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। খারিজের আদেশে আদালত বলে, 'আপিল ডিসমিস'। আদালতে আবুল কাশেমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। ওই আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া বিএনপির প্রার্থী মাহমুদুল হাসানের পক্ষে লড়েন ব্যারিস্টার আমীর-উল ইসলাম। আদালতের আদেশের পর আমীর-উল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালত আবুল কাশেমের আপিল আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে মাহমুদুল হাসানকে সংসদ সদস্য ঘোষণায় হাইকোর্টের রায় বহাল থাকল। উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী আবুল কাশেম লাঙল প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন। ৭২ হাজার ৮০৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন মাহমুদুল হাসান। কাশেমকে ঋণখেলাপি দাবি করে নির্বাচনের পর হাইকোর্টে আবেদন করেন মাহমুদুল। ২০০৯ সালের ১৫ ডিসেম্বর দেয়া রায়ে হাইকোর্ট কাশেমের সংসদ সদস্যপদ বাতিল করে জাতীয় সংসদের টাঙ্গাইল-৫ আসনে মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়। কিন্তু কাশেমের আবেদনে পরে ওই রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে তাকে নিয়মিত আপিল করতে বলে সুপ্রিম কোর্ট। কাশেম আদালতের নির্দেশে আপিল আবেদন করলে আদালত গতকাল তা খারিজ করে দিয়েছেন।

গুজব ছড়ানোর দরকার নেই, খুনি ধরা পড়বেই : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব বার্তা পরিবেশক সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, গুজব ছড়ানোর কোন দরকার নেই। আমাদের ওপর বিশ্বাস রাখুন। খুনি যে-ই হোক তাকে ধরা পড়তেই হবে। আমরা জড়িতদের খুঁজে বের করতে চেষ্টা করছি। গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডের প্যারেড পরিদর্শন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিকিউকে মুসতাক আহমদ, কোস্টগার্ডের মহাপরিচালক কাজী সারোয়ার হোসেন প্রমুখ। এ সময় সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা অপেক্ষা করুন। যেকোন সময় সুখবর শুনতে পারবেন। তদন্ত কাজে অগ্রগতি হয়েছে। গোয়েন্দা টিম পুরোদমে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে তিনি তদন্তের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন। হত্যাকা-ের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনার গুরুত্ব বোঝানোর জন্য আমাকে এটা বলতে হয়েছিল। নতুন করে আমি আর সময় বেঁধে দিতে চাচ্ছি না। এ সময় তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাতি নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা বলেন। এ বিষয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলেও তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়ার ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তদন্ত কাজ যেন দ্রুত হয় সে জন্য সময় বেঁধে দিয়েছিলেন। আপনারা এ ব্যাপারে আইজিরও বক্তব্য শুনেছেন। তদন্ত কাজ চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না। উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি সমুদ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী আধাসামরিক বাহিনী হিসেবে কোস্টগার্ড আত্মপ্রকাশ করে।

কক্সবাজারে ৩৭ লক্ষাধিক টাকার হেরোইনসহ আটক ১


কালাম আজাদ, ১৪ ফেব্র“য়ারি, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী স্টার লাইনের একটি গাড়ীতে তল্লাশী চালিয়ে ১ কেজি ৮শ ৬০গ্রাম হিরোইনসহ ইব্রাহিম সুমন (২৫) নামের এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। ১৪ ফেব্র“য়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় টেকনাফ ১৭ বিজিবি ও ৪২ বিজিবির যৌধ টইল গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকা থেকে এসব হিরোইনসহ তাকে আটক করে। ১৭ বিজিবি কক্সবাজারের অপারেশন অফিসার মেজর এম এ রাকিব জানিয়েছে. ঢাকা থেকে কক্সবাজারগামী স্টার লাইনের ঢাকা মেট্ট্রো ব -১৪-৬৩৫৪ নাম্বারের বাসযোগে হিরোইন চালান কক্সবাজারের উদ্দেশ্য আসছে এমন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে ১ কেজি ৮শ’ ৮৬০ গ্রাম হিরোইনসহ ইব্রাহিম সুমনকে আটক করা হয়েছে। আটককৃত ইব্রাহিম সুমন ফেনীর ফাজিলপুর গ্রামের মোহাম্মদ দুলাল আহম্মেদের ছেলে এবং আটককৃত হেরোইনের মূল্য আনুমানিক সাইত্রিশ লক্ষ বিশ হাজার টাকা ধরা হয়েছে। এ দিকে ৪২ বিজিবি টেকনাফের অধিনায়ক লে.কর্ণেল জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ দিকে সকাল ১১ টায় ধৃত ইব্রাহিম সুমনকে হেরোইনসহ কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১২

আজ বিশ্ব ভালোবাসার দিন


রামু নিউজ ডটকম. সেন্ট ভ্যালেন্টাইন। এক সাহসী ধর্মযাজকের নাম। রোম সম্রাট ক্লদিয়াসের নির্দেশ অমান্য করেছিলেন তিনি। যার জন্য তাকে কারাবরণ করতে হয়েছিলো। আর কারাগারে তিনি যে কাজটি করেছিলেন তা তাকে মৃত্যুর কোলেই টেনে নিয়েছিলো। কিন্তু এই ধর্মযাজক তার সে কাজ দিয়েই গোটা দুনিয়ার মানুষের স্মৃতিতে চিরঞ্জীব হয়ে রইলেন। তিনিই হয়ে রইলেন ভালোবাসার প্রতীক। কারণ সেন্ট ভ্যালেন্টাইন যা কিছু করেছিলেন তা সবই ভালোবাসার জন্য। ১৭৪৩ বছর আগের কথা। ২৬৯ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি ছিলো ভ্যালেন্টাইনের মৃত্যুদ- কার্যকর করার দিন। বেদনাময় সেই দিনটিই হয়ে থাকলো ভালোবাসা প্রকাশের দিন হিসেবে। কী করেছিলেন সেন্ট ভ্যালেন্টাইন? ক্লদিয়াসের জন্য অত্যন্ত গর্হিত অপরাধ। কিন্তু ভ্যালেন্টাইনের জন্য তা ছিলো খুবই মানবিক একটি দায়িত্ব পালন। অত্যাচারী হিসেবে স¤্রাট দ্বিতীয় ক্লদিয়াস ইতিহাস-কুখ্যাত ছিলেন। সে ইতিহাস আরো কলঙ্কিত হলো যখন তিনি ঘোষণা দিলেন, ‘রাজ্যের কোনও যুবক আর বিয়ে করতে পারবে না।’ স¤্রাটের মতে, বিয়ে করলে যুবকরা সেনাবাহিনীতে বীরত্ব দেখাতে পারে না। কিন্তু ধর্মযাজক ভ্যালেন্টাইন ক্লদিয়াসের সে নির্দেশ ভাঙলেন। গোপনে বিয়ে করিয়ে দিলেন একদল তরুণ-তরুণীর। ভালোবাসার প্রতি সম্মান দেখাতেই স¤্রাটের নির্দেশকে অমান্য করলেন এই ধর্মযাজক। কিন্তু ক্লদিয়াসের রোষাণল থেকে মুক্তি পেলেন না তিনি। গ্রেফতার করা হলো তাকে। দেওয়া হলো মৃত্যুদ-। এদিকে জেলখানায় বসে মৃত্যুর প্রহর গুনতে গুনতেই ভ্যালেন্টাইন নিজেই প্রেমে পড়ে গেলেন কারারক্ষকের সুন্দরী কন্যার। যা তার মৃত্যুদ- দ্রুত কার্যকর করাকেই ত্বরান্বিত করলো। ২৬৯ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যুদ- কার্যকর করার দিন। কিন্তু ভালোবাসার জয়গান যার প্রাণে বাজে সারাক্ষণ সেই মানুষটি কী থেমে থাকতে পারেন। মৃত্যুর দুয়ারে এগিয়ে যাওয়ার আগে প্রেমিকাকে লিখলেন এক অনবদ্য প্রেমের চিঠি... ফ্রম ইউর ভ্যালেন্টাইন। সে চিঠিই হয়ে থাকলো ভালোবাসা প্রকাশের অবিস্মরণীয় উদাহরণ। আর ১৪ ফেব্রুয়ারি দিনটি হয়ে থাকলো প্রেম নিবেদনের দিন। মন দেওয়া-নেওয়ার দিন হিসেবে বিশ্বের দেশে দেশে দিনটি পালন করে প্রেমিক যুগলেরা। দিনটি পরিচিতি পায় ভ্যালেন্টাইন ডে হিসেবে।

রামুতে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু


নীতিশ বড়ুয়া. কক্সবাজারের রামু উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেচ্ছিপুল নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ফরুখ আহমদ (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ১২ ফেব্র“য়ারী সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার তেচ্ছিপুলের মৃত হাজ্বী মুজিবুর রহমানের ছেলে ফরুখ আহমদ প্রতিদিনের ন্যায় মসজিদে মাগরিবের নামাজ শেষে মহাসড়ক পার হয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির মাহিন্দ্র টেক্সি (অন টেষ্ট) ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় তাঁকে প্রথমে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফরুখ আহমদকে মৃত ঘোষনা করে। ফরুখ আহমদ রামু চৌমুহনী স্টেশনের আলী সওদাগরের পিতা। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মেঘ’র দায়িত্ব এখন প্রধানমন্ত্রীর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম ”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসীর হাতে নিহত সাংবাদিক দম্পতি মেহরুণ রুনি ও সাগর সরওয়ারের একমাত্র শিশুপুত্র মেঘ এর শিক্ষা ও উন্নত জীবন গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন ‘যতদিন আমি জীবিত আছি মেহরুন রুনি ও সাগর সরওয়ারের সন্তানের শিক্ষাসহ উন্নত জীবন গড়ে তোলার জন্য যা যা করার দরকার তার সবই আমি করবো।’ সোমবার সন্ধ্যায় মেঘকে সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান মেহরুন রুনির মা নুরুনাহার মির্জা ও সাগর সরওয়ারের মা সালেহা বেগম। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদ্য স্বজন হারানো এই তিন জন গণভবনে পৌঁছালে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তাদের জড়িয়ে ধরে সমবেদনা জানান। সাগর ও রুনির দুই মা তাদের সন্তানদের হত্যার বিচার দাবি করেন। প্রধানমন্ত্রী এসময় হত্যার জড়িতদের গ্রেপ্তার ও বিচারের প্রতিশ্রুতি পুনব্যর্ক্ত করেন। তিনি বলেন, ‘স্বজন হারানোর বেদনা কেমন আমি তা জানি। আমরা দুই বোন একসঙ্গে বাবা-মা-ভাইদেরসহ পরিবার পরিজন হারিয়েছি।’ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (মিডিয়া) মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এসব কথা জানান। শাকিল ছাড়াও এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা-লীর সদস্য আমীর হোসেন আমু ও পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১২

জেলা পরিষদদে এবার প্রশাসকের মোবাইল চুরি।


রামু নিউজ রিপোর্ট .. কক্সবাজার জেলা পরিষদ প্রশাসকের মোবাইল চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। মোবাইল চুরির বিষয় নিয়ে চলছে নানা ধরণের কানাঘুষা। জেলা পরিষদ প্রশাসক কার্যালয় ঘিরে কারনে অকারণে ঘুর ঘুর করতে থাকে সন্দেহের আঙ্গুল তাদের দিকে উঠছে বলেও অনেকে বলাবলি করছেন। প্রতিদিন সকাল সন্ধ্যা শত শত দলীয় নেতা কর্মী সহ সাধারণ লোক জন জেলা পরিষদ প্রশাসকের সাথে দেখা সাক্ষাত করতে আসেন। এরই ফাঁকে কে বা কারা মোবাইটি নিয়ে চম্পট দেয় বলে জানাগেছে। জানা যায়, কক্সবাজার জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী ব্যবহৃত মোবাইল সেট চুরি হয়েছে। ১২ ফেব্র“য়ারী বিকাল ৬টার সময় মোস্তাক চৌধুরীর অফিসে কিছু বিদেশী মেহমানের সাথে মতবিনিময় শেষ করে বিদেশীদের এগিয়ে দেয়ার জন্য তিনি অফিস থেকে বের হন। এর পরে পুনরায় অফিসে এসে দেখেন মোবাইল সেটটি আর পাওয়া যাচ্ছে না। এ সময় জেলা পরিষদ কার্যালয়ে হৈ-চৈ শুরু হয়ে যায়। এ ব্যাপারে তাঁর আপনজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিরক্ত না হতে অনুরোধ জানিয়েছেন। জেলা পরিষদের বিশ্বস্থ এক সূত্রে জানাগেছে, ইতোপূর্বে ও জেলা পরিষদ প্রধান নির্বাহী ওমর ফারুকের মোবাইল সেট চুরি হয়ে গিয়েছিল। এ সময় শহরের অতি পরিচিত কয়েক জন যারা সব সময় জেলা পরিষদ প্রধান নির্বাহী ওমর ফারুকের আশ-পাশে ঘুর ঘুর করছিল তাদের কাউকেই সন্দেহ করা হচ্ছিল। সেই চক্রের কেউ কেউ এখনো সকলের আস্থাভাজন জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরীরর চার পাশে ঘুর ঘুর করতে দেখেছেন বলে জানিয়েছেন। হয়ত তাদের কেউ জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরীর মোবাইল চুরির মত অপকর্মটি করেছে কি না সন্দেহ করছেন।

হাসিনা ভারপ্রাপ্ত : বরখাস্ত হলেন কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান


রামু নিউজ ডটকম রিপোর্ট .. কক্সবাজারে দ্বীপ কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মোঃ ইদ্রিছ খোন্দকার (খোকন) কে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বরখাস্ত করা হয়েছে। জানা যায়, ১২ফেব্র“য়ারী স্থানীয়সরকার পল্লীউন্নয়নও সমবায় মন্ত্রনালয়ের ৪৬.০৪৫. ০২৭.০৮.০৩.০০৩.২০১২-৪৪৬ নং স্মারকমুলে উপসচিব ডাঃ মোঃ সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী কে এবং ৪৬.০৪৫. ০২৭.০৮.০৩.০০৩.২০১২-৪৪৭ নং স্মারকমুলে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইদ্রিস খোন্দকার খোকন কে এক প্রজ্ঞাপনে বরখাস্ত করা হয়েছে। উপজেলা পরিষদ ্আইন ১৯৯৮ এর ধারা ১৫ (৩) অনুযায়ী আদেশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটিকে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বভার হস্থান্তরের জন্যও নির্দেশপ্রদান করা হয়েছে। আজ থেকে হাসিনা আক্তার বিউটি উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। মন্ত্রনালয়ের জারিকৃত প্রজ্ঞাপন সুত্রে জানা যায়, উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ এর ১৩খ ধারা (১) উপধারা অনুযায়ী কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়াম্যান এটিএম নুরুল বশর চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইদ্রিছ খোন্দকার (খোকন)কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরকে মন্ত্রনালয়ের পক্ষে থেকে নির্দেশ প্রদান করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মোঃ ইদ্রিছ খোন্দকার খোকনের বিরুদ্ধে কুতুবদিয়া কর্মকর্তা ৬/ব-বিভাগ চট্টগ্রাম এবং উপজেলা শ্রমিকলীগ সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী কর্তৃক কুতুবদিয়া থানায় -০৮নং মামলায় বিগত ২২/০২/২০০৯ তারিখে জিআর মামলা নং ২৮/০৮ (এ) ২৮/০৮ (বি) ২৮/০৮ (সি) মামলার অভিযোগ পত্র গৃহীত হওয়ায় এবং মামলা সমুহ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমানিত হওয়ায় আদালত কর্তৃক গৃহীত হয়েছে এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ক্ষমতা প্রয়োগে উপজেলা পরিষদের জন্য স্বার্থহানিকর বলে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হওয়ায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপন সুত্রে জানা যায়। তাদের স্থলে মহিলা ভাইস চেয়ারম্যান অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে ও প্রজ্ঞাপনে ্জানানো হয়। ১২ ফেব্র“য়ারী বিষয়টি ছিল টক অব দি ডিষ্ট্রিক। এ নিয়ে কুতুবদিয়া উপজেলাবাসীর মাঝে ছিল বেশ কৌতুহল ।

বর্ষীয়ান অভিনেতা হুমায়ুন ফরীদি আর নেই


ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথিবীর এই রঙ্গমঞ্চে আর অভিনয়ের আলো ছড়াবেন না বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরীদি। সোমবার সকালে ৬০ বছর বয়সে মারা গেছেন তিনি। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডির বাসায় মারা যান এই অভিনয় শিল্পী। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বাসার পরিচারক রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফরীদির ঘরে গিয়ে দেখেন তিনি বিছানায় নেই। সাড়াশব্দ না পেয়ে বাথরুমের দড়জা ভেজানো দেখে ভেতরে ঢুকে রুবেল দেখেন ফরীদি ভেতরে পড়ে আছেন। “আমি উনাকে তুলে শাহীন স্যার আর আমাদের ওপর তলার ডাক্তার সাহেবকে খবর দেই। ডাক্তার সাহেবই জানান, উনি মারা গেছেন।” ফরীদির ব্যক্তিগত সহকারী এসএম শাহীন জানান, এই অভিনেতা ফুসফুসের জটিলতাসহ আরো কিছু সমস্যায় ভুগছিলেন। হাসপাতালেও ভর্তি হয়েছিলেন সপ্তাহ দুই আগে। দুপুরে হুমায়ুন ফরীদির বাসভবনের সামনে তার প্রথম জানাজা হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যালয়ে। সেখান থেকে নেওয়া হয় এফডিসিতে। এফডিসি থেকে হুমায়ুনের মরদেহ বারডেম হাসপাতালে হিমঘরে রাখা হবে জানিয়ে শাহীন বলেন, মঙ্গলবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর তার দাফন হবে। তবে কোথায় তাকে দাফন করা হবে তা এখনো ঠিক হয়নি বলে জানান তিনি। ১৯৫২ সালের ২৯ শে মে ঢাকায় জন্মগ্রহণ করেন ফরীদি। পড়ালেখা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। তার অভিনয় জীবনের শুরু মঞ্চ নাটক দিয়ে। পরে অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন। ঊনিশশ আশি ও নব্বইয়ের দশকে যে কয়েকজন অভিনয় শিল্পী মঞ্চ ও টিভি নাটককে অসম্ভব জনপ্রিয়তা এনে দিয়েছিলেন, ফরীদি ছিলেন তাদেরই একজন। ধারাবাহিক নাটক সংশপ্তকে ‘কান কাটা রমজান’ চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে নিয়ে যান অন্য উচ্চতায়। নীল নকশার সন্ধানে, দূরবীন দিয়ে দেখুন, ভাঙ্গনের শব্দ শুনিসহ তার অভিনীত বহু নাটক দীর্ঘদিন মনে রাখবে এ দেশের মানুষ। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করছেন এই শক্তিমান অভিনেতা। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে একাত্তরের যিশু, সন্ত্রাস, ব্যাচেলর, জয়যাত্রা ও শ্যামলছায়া অন্যতম। ফরীদি প্রথমে একটি বিয়ে করলেও পরে অভিনেত্রী সুবর্ণা মুস্তফার সঙ্গে সংসার শুরু করেন। তবে ২০০৮ সালে ফরীদি-সুবর্ণার বিচ্ছেদ হয়ে যায়। প্রথম স্ত্রীর ঘরে এক কন্যা রয়েছে ফরীদির। ফরীদির মৃত্যুর খবরে তাৎক্ষণিকভাবে শোকের ছায়া নেমে আসে দেশের সাংস্কৃতিক অঙ্গনে। নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতাদের মধ্যে রামেন্দু মজুমদার, আহমেদ শরীফ, আবুল হায়াত, হানিফ সংকেত, গিয়াসউদ্দিন সেলিম, ড. এনামুল হক, এটিএম শামসুজ্জামান, আলমগীর, খলিল, তারিক আনাম, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, তৌকির আহমেদ, বিপাশা হায়াতসহ অনেকেই তার বাড়িতে ছুটে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই সময়ের জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার সঙ্গে গভীর রাতে প্রায়ই টেলিফোনে কথা হতো। ‘প্রতিবারই উনি ফোন রাখার আগে বলতেন, শরীরের যতœ নিস, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা।’” “তার সাথে আর কখনো কথা হবে না”, দীর্ঘশ্বাস ফেলেন আতিক।

তাজউদ্দীনের নাতিকে নির্যাতন, দুই এসআই প্রত্যাহার, পাঁচ কর্মকর্তাকে হাইকোর্টে তলব


প্রথম আলোঃ
দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নাতি রাকিব হোসেনকে নির্যাতনের ঘটনায় গুলশান থানার দুই উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে গতকাল রোববার একটি কমিটি গঠন করেছে পুলিশ। ওই নির্যাতনের ঘটনায় পুলিশের পাঁচ কর্মকর্তাকে আদালতে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ওই ঘটনায় ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। দুজন পুলিশ সদস্যকে (গুলশান থানার দুই উপপরিদর্শক) প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা জানান, শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আহত রাকিবকে হাসপাতালে দেখতে যান। এ ব্যাপারে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন তিনি। এর পরপরই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়। গতকাল সকালে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার চৌধুরী লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, গত শনিবার রাতে গুলশান থানার দুই উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ও সৌমেন বড়ুয়াকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল সকালে এ ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার শেখ মারুফ হাসানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্য হলেন সহকারী পুলিশ কমিশনার এস এম আশরাফুজ্জামান। কমিটির প্রধান শেখ মারুফ হাসান প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন কমিশনার। হাইকোর্টের রুল: রাকিব হোসেনকে নির্যাতনের ঘটনায় পুলিশের পাঁচ কর্মকর্তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। ওই ঘটনায় নিজেদের ভূমিকার ব্যাখ্যা জানাতে ১৬ ফেব্রুয়ারি তাঁদের হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল ওই নির্দেশের পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে রুলও জারি করেছেন। নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল রোববার প্রথম আলোয় ‘তাজউদ্দীনের নাতিকে পেটাল পুলিশ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। শুনানিতে শ ম রেজাউল করিম বলেন, তাজউদ্দীন আহমদ দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর নাতিকে এভাবে পেটানো দুঃখজনক। সাবেক এই প্রধানমন্ত্রীর নাতিকে যদি এভাবে নিগৃহীত করা হয়, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। শুনানির পর আদালত আদেশ দেন। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, রাকিব হোসেনকে নির্যাতনের ঘটনায় আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন। একই সঙ্গে পুলিশের পাঁচ কর্মকর্তাকে ১৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে বলা হয়েছে। পুলিশের ওই পাঁচ কর্মকর্তা হলেন—পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার চৌধুরী লুৎফুল কবির, সহকারী কমিশনার আশরাফুল আজিম, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম, উপপরিদর্শক (এসআই) সৌমেন বড়ুয়া ও মোস্তাফিজুর রহমান। রাকিবের পরিবারের অভিযোগ, বিনা অপরাধে গুলশান এলাকায় পুলিশ রাকিবের সঙ্গে খারাপ আচরণ করে এবং টানাহেঁচড়া করে থানায় নিয়ে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে। এ লেভেল পড়ুয়া ১৯ বছর বয়সী রাকিব বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আইনজীবী শ ম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আদালত রাকিব হোসেনের চিকিৎসাসংক্রান্ত তথ্যাদি ১৬ ফেব্রুয়ারির আগে দাখিল করতে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) নির্দেশ দিয়েছেন। রাকিব আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জোহরা তাজউদ্দীনের নাতি। তাঁর মামা সোহেল তাজ বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। রাকিব হোসেনের মা সিমিন হোসেন রিমি প্রথম আলোকে বলেন, পুলিশে নিয়োগের ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত। চাকরির পর তাদের ভালোভাবে প্রশিক্ষণ হওয়া দরকার। সাধারণ মানুষের সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে, সেটাও ভালোভাবে শেখানো উচিত।

প্রতিপক্ষের ভয়ে ছাদ থেকে লাফ, হাসপাতালে ফরিদগঞ্জের মেয়র


চাঁদপুর, ফেব্র“য়ারি ১২ - চাঁদপুরে খালেদা জিয়ার সফর উপলক্ষে বিএনপির মিছিল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন ফরিদগঞ্জ পৌর মেয়র মো. মঞ্জিল হোসেন। সংঘর্ষে তিনিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মেয়রকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বিল্লাল (২১), বাবু খান (২৫), নেছার আহমদ (৪৫), খালেক পাটওয়ারী (৩৫) ও ইসমাইলকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার সকালে এ সংঘর্ষের সময় মেয়র পৌরভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ার পর প্রতিপক্ষের সমর্থকরা তাকে প্রচণ্ড মারধর করে বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। এসময় পৌর কার্যালয় ও কয়েকটি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। গত ২৯ জানুয়ারি বিএনপি’র গণমিছিলে পুলিশের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়, যাদের বিএনপি নিজেদের কর্মী বলে দাবি করে। এই ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি’র উদ্যোগে সোমবার চাঁদপুরের একটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া উপস্থিত থাকার কথা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদার সফরকে স্বাগত জানিয়ে সকাল সাড়ে ১১টায় সংসদ সদস্য হারুনুর রশিদের নেতৃত্বে মিছিলে অংশ নিতে দলীয় কর্মীরা টিএন্ডটি এলাকায় জড়ো হতে থাকে। এসময় উপজেলা থেকে আসা একটি মিছিলে মেয়র ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি মো. মঞ্জিল হোসেনের সমর্থকরা ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এনিয়ে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে হারুনুর রশিদের সমর্থকরা পৌর কার্যালয়ে হামলা চালায়। তারা বেশ কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি ভাংচুর করে অগ্নিসংযোগ করে। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন বলেন, এসময় মেয়র দলীয় লোকজনদের নিয়ে পৌরভবনে অবস্থান করছিলেন। এক পর্যায়ে প্রতিপক্ষের হাত থেকে বাঁচতে মেয়র পৌর ভবনের একতলা ছাদ থেকে লাফিয়ে পড়েন। কিন্তু প্রতিপক্ষের কর্মীরা তাকে সেখানে ধরে বেদম পিটুনি দেয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক মাহমুদুন্নবী মাসুম বলেন, মেয়র মো. মঞ্জিল হোসেন দু’পা ও হাতে মারাত্মক আঘাত পেয়েছেন। তাকে এখানে আনার পর ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...