রামু নিউজ রিপোর্ট : কক্সবাজারের উখিয়ায় পুলিশ সোর্স জসিম উদ্দিন (২৮) এর গলা কাটা লাশ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ২২ ফেফ্রয়ারী রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের পুটিবনিয়া এলাকায় তার বাড়ীর অদূরে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে উখিয়া থানা পুলিশ একজনকে আটক করেছে। এ ঘটনায় ডাকাতদের ভয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকে ঘরবাড়ি ছাড়া হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী পুটিবনিয়া এলাকার হাজ্বী জালাল আহমদের ছেলে জসিম উদ্দিন (২৮) এলাকায় একজন কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত হিসাবে চিহ্নিত। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র আইন উখিয়া সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। গত কয়েক বছর ধরে সে উখিয়া থানার পুলিশের সোর্স হিসেবে কাজ করছে। ইতিমধ্যে তার সহযোগিতায় বেশ কয়েক জন চিহ্নিত ডাকাতকে অস্ত্র সহ আটক করা হয়েছে বলে থানা পুলিশ জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর মতে, জসিম উদ্দিন পুলিশের সোর্স হিসেবে কাজ করলেও বিভিন্ন স্থানে ডাকাতি, রাহাজানি ও ছিনতাই ঘটনার সাথে গডফাদার হিসাবে সম্পৃক্ত থাকত আড়ালে। দলছুট ডাকাত হিসেবে পুরোনো ডাকাত, সন্ত্রাসীদের সাথে তার বিরোধ থেকেই ছিল। অনেক লোককে সে মিথ্যা বিভিন্ন মামলায় পুলিশের সহযোগী হিসেবে হয়রানি করায় এলাকার লোকজন তার ওপর চরম ক্ষুব্ধ ছিল। পুরোনো ক্ষুব্ধতা ও সহযোগিদের হাতে সে খুন হতে পারে বলে এলাকাবাসাী ও পুলিশ ধারণা করছে। জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে সে বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তার বাড়ির প্রায় ১০০ গজ দুরে গলা কেটে জবাই করে খুন করে ফেলে রেখে চলে যায়। রাত ১২টার দিকে উখিয়ার থানার ওসি ও উখিয়ার সার্কেল এএসপি ছত্রধর ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার পূর্বক থানায় নিয়ে আসে। উখিয়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, কে বা কারা জসিমকে খুন করেছে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে খুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে স্থানীয় পুটিবনিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দু ছালাম (৪৫) কে আটক করা হয়েছে। নিহত জসিম পুলিশের সোর্স হিসেবে কাজ করত বলে ওসি স্বীকার করেছেন। থানায় মামলা প্রক্রিয়া চলছে, লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, বর্তমান ওসি অপ্পেলা রাজু নাহা উখিয়া থানায় যোগদানের আড়াই দিনের মাথায় এই খুনের ঘটনা ঘটল। উখিয়া নিউজ ডটকম