শনিবার, ১০ মার্চ, ২০১২

বর্তমান সরকারের আমলে ঈদগাঁও পোকখালীর অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে ॥ .....সাইমুম সরওয়ার কমল



॥ হাসান তারেক মুকিম ॥
কক্সবাজার-৩ আসনের মহাজোট মনোনীত প্রার্থী ও সোনালী ব্যাংক লিঃ এর পরিচালক সাইমুম সরওয়ার কমল বলেন, বর্তমান সরকারের যুগপযোগী উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসাবে ঈদগাঁও-পোকখালীর অভূত উন্নয়ন সাধিত হয়েছে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলার উন্নয়নে বদ্ধ পরিকর,ইতিমধ্যে দোহাজারি থেকে ককসবাজার হয়ে ঘুমধুম পর্যন্ত রেল লাইন সম্প্রাসারন ও মেডিকেল কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে। কক্সবাজারের পর্যটন খাতকে গতিশীল করার জন্য অবকাঠামোগত উন্নয়নসহ  আর্ন্তজাতিক বিমান বন্দর স্থাপনের কাজও ইতি মধ্যে শুরু হয়েছে।তিনি আরো বলেন, বর্তমান সরকার ভিশন ২১ বাস্তবায়ন করার লে সারা দেশে একনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,তথ্য সেবা, শিা ব্যবস্থার উন্নয়নসহ বিদ্যুৎ সমস্যা দূরীকরনে কার্যকরী পদপে গ্রহনের মাধ্যমে অভূত উন্নয়ন সাধন করছে, যার  সুফল জনগন ইতিমধ্যে ভোগ করতে শুরু করেছে কিন্তু বিএনপি ও  জামাত দেশে মিথ্যাচার ও অরাজকতা সৃষ্টির মাধ্যমে সরকারের এ উন্নয়নকে  বাধাগ্রস্থ করতে উঠে পড়ে লেগেছে। তিনি দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান। গতকাল ১০মার্চ বিকাল সাড়ে তিনটায় পোকখালী মুসলিম বাজারে সদর উপজেলা পোকখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক ফিরোজ আহমদ,রামু আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শামশুল আলম,পোকখালী আওয়ামীলীগের সভাপতি আইয়ুব হেলালী,সহ সভাপতি ফরিদুল আলম,যুগ্ন সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের,স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ মাষ্টার,আওয়ামীগ নেতা হাজি নুরুল কবির,নুুরুল হক,রামু স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তপন মল্লিক,যুগ্ন সম্পাদক আবু বক্কর সিদ্দিক,পোকখালী ওয়ার্ড় আওয়ামীলীগ নেতা মোঃ মহিউদ্দিন,আজিজ,আবদুল হালিম,নুরুল কবির,মকতুল হোসেন,মোঃ ছৈয়দ,কাদের হোসেন,আমির হামজাসহ বিভিন্ন ওর্য়াড় থেকে আগত শত শত নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।





মফস্বল সাংবাদিকতা: প্রেক্ষাপট মহেশখালী


॥ আবদুর রাজ্জাক, মহেশখালী ॥
“মফস্বল সাংবাদিকের জয় হবেই” সাংবাদিক সুমি খানের এই লেখা সাথে আমি ও একমত পোষন করে মফস্বল সাংবাদিকতা নিয়ে দ’ুচার কলম লিখতে বসলাম। আসলে ষাট,সত্তর এমনকি আশির দশক পর্যন্ত ঢাকার বাইরের অর্থাৎ মফস্বলে সাংবাদিকতাকে চিন্তা করা হতো শখের সাংবাদিকতা। এ সময়ে মফস্বলের সচ্ছল পরিবারের তরুণ-যুবক, রাজনৈতিক কর্মী নিতান্ত শখ কিংবা রাজনৈতিক আদর্শের টানে, আবার কেউ কেউ নিজ এলাকায় নিজের সামাজিক সম্মানের জন্য সাংবাদিকতায় আসতেন। অন্য পেশা বা কাজের পাশাপাশি সাংবাদিকতা করতেন তারা। তখনকার প্রোপটে স্থানীয়ভাবে সাংবাদিকতাকে পেশা হিসেবে ভাবার সুযোগও ছিল না। ফলে সে সময় সাংবাদিকতায় ঝুঁকির মাত্রাও ছিল অপোকৃত কম। মহেশখালী উপজেলার প্রবীণ সাংবাদিক ডাঃ সুলতান উদ্দিন এর মতে একানব্বই পরবর্তী সময়ে সংবাদপত্র জগতে আসে পরিবর্তনের হাওয়া। ১৯৯১ সালে গতানুগতিক ধারার বাইরে শহরের পাশাপাশি মফস্বলেও একদল তরুণ কমিটেড সংবাদকর্মী নিয়ে প্রকাশিত হয় দৈনিক আজকের কাগজ। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে ভোরের কাগজ, প্রথম আলো প্রকাশিত হয়। অপরদিকে জনকন্ঠ, ইনকিলাব, ইত্তেফাকসহ অন্যকাগজের সংবাদ চাহিদা, সংবাদ পরিবেশনা এবং মফস্বলে পত্রিকার সার্কুলেশন বৃদ্ধি সব মিলিয়ে স্থানীয় সাংবাদিকতার চিত্র পাল্টে যেতে থাকে। তখনও সাংবাদ পরিবেশন স্থানীয় ভাবে পেশা হিসাবে না দাড়ালেও অনেকে মনে করেন মফস্বলে সিরিয়াস সাংবাদিকতার শুরু ওই সময়েই। ফলে মফস্বলে সংবাদের ত্রে যেমন বাড়ে, তেমনি বাড়ে সংবাদিকতার ঝুঁকিও। আর নব্বই পরবর্তী সময়ে সাংবাদিকতার হুমকি-নির্যাতনের মাত্রাও যায় অনেক বেড়ে। পেশা হিসেবে সাংবাদিকতা সব সময়ই ঝুঁকিপূর্ণ পেশা। আর সেই ঝুঁকিটা এখন ঢাকার বাইরে মফস্বল এলাকায় ভয়াবহ মাত্রায় বেশি। শহরে কাজ করার সুবিধা হলো একটি পত্রিকা বা মিডিয়ায় একসঙ্গে অনেক সাংবাদিক কাজ করেন। একেকজন সাংবাদিক যে যার মতো একেকটি বিট কভার করেন। ফলে নিজস্ব বিটে কাজ করার সময় তথ্য সংগ্রহ থেকে শুরু করে সবকিছুতে অবলম্বন করেন নিজস্ব কৌশল। এছাড়া সংবাদ প্রকাশ হওয়ার পর রিপোর্টের দায় দায়িত্বও চলে যায় সম্পাদক বা পত্রিকার মালিক পরে ওপর। এ েেত্র ুব্ধ শক্তির পে নির্দিষ্ট সাংবাদিককে খুঁজে বের করা কঠিন। ঢাকায় সাংবাদিকের ওপর হুমকি-নির্যাতনের বিষয়টি মোকাবেলা করা হয় অনেকটা প্রাতিষ্ঠানিকভাবে। শহরের অধিকাংশ মিডিয়া হাউজের প্রভাব বি¯তৃত থাকে সরকার, রাজনীতিবিদ, কর্পোরেট প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক কিছুতেই। ফলে শহরের সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি মফস্বলের তুলনায় অনেকটা কম। আর শহরের বাইরে উপজেলায় কর্মরত সাংবাদিকদের প্রতিটি মুহূর্ত কাটে ঝুঁকির মধ্যে এবং এেেত্র তারা কতোটা অসহায় তা বোঝা যায় যখন একজন স্থানীয় সাংবাদিক হুমকি-ধমকি, নির্যাতন, মামলা-মোকদ্দমার কবলে পড়েন। প্রকাশিত সংবাদের দায় পত্রিকার হলেও স্থানীয় সংবাদের েেত্র হুমকি-ধমকি, নির্যাতন সবকিছু সামলাতে হয় একা স্থানীয় প্রতিনিধিকেই। মামলায় সম্পাদক, বার্তা সম্পাদককে আসামি করা হলেও অধিকাংশ েেত্র মামলার খরচটুকুও চালাতে হয় ওই  স্থানীয় সাংবাদিককেই। অপরদিকে স্থানীয় সাংবাদিকদের কর্মত্রে ওপেন। পুরো উপজেলা জুড়ে বি¯তৃত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাকে চোখ রাখতে হয় সব কিছুর ওপর, নিভৃত গ্রাম থেকে উপজেলার পুরো কর্মকান্ডের ওপর। নানা কষ্ট, বাধা-বিপত্তি এড়িয়ে সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম দুর্নীতিসহ উন্নয়নভিত্তিক সংবাদ সংগ্রহ করে নিজ খরচেই তা পাঠাতে হয় পত্রিকা অফিসে। আর ছাপা হওয়ার পর সংবাদ সংশ্লিষ্ট শক্তির প্রতিক্রিয়া নিয়ে মানসিকভাবে তটস্থ থাকতে হয় তাকে। কারন হুমকি, নির্যাতন নেমে আসেতে পারে যে কোন সময়। এভাবে প্রতিদিনই একজন স্থানীয় সাংবাদিককে থাকতে হয় ঝুঁকির মধ্যে। মাসে দু-চারবার হুমকি-ধমকির শিকার হননি এমন সাংবাদিক খুঁজে পাওয়া কষ্টকর। সন্ত্রাস-অপরাধ, রাজনীতি-দুর্নীতি এ সবকিছুর সংবাদে তিগ্রস্থ হন যারা, তাদের সবাই যে কোনোভাবে শক্তিধর ব্যক্তি। অনেক কিছুই হতে পারে তাদের হাতের ইশারায়, হয়ও। জাতীয় মিডিয়ার সাংবাদিক তো বটেই, স্থানীয় পত্রিকাগুলো আর্থিক ও প্রতিষ্ঠানিকভাবে দুর্বল থাকায় সম্পাদক ও সাংবাদিকদের প্রতিনিয়ত থাকতে হয় ঝুঁকির মধ্যে।
যেসব স্থানীয় সাংবাদিক এ পর্যন্ত নির্যাতিত হয়েছেন, দেখা যাবে প্রায় সবগুলোতেই রয়েছে প্রভাবশালী রাজনৈতিক নেতা, গডফাদারের হাত। সন্ত্রাস, অপরপাধ, দুর্নীতি আর রাজনীতির সংবাদ ছাপা হলে হুমকি-ধমকি ছাড়াও রাজনৈতিক নেতারা ওই সাংবাদিকের পেছনে লেলিয়ে দেন পোষা সন্ত্রাসীকে। অনেক সাংবাদিকের একমাত্র পেশা সাংবাদিকতা হলেও উল্লেখ যোগ্য দুই একটি পত্রিকা কিংবা মিডিয়া ছাড়া অধিকাংশ পত্রিকা-মিডিয়া থেকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেয়া হয়না স্থানীয় প্রতিনিধিদের। ফলে আর্থিক কষ্ট অনেক স্থানীয় সাংবাদিকের জন্য ঝুঁকির কারণ হয়ে ওঠে।
মফস্বল প্রতিনিধিরা প্রয়োজনীয় বেতন-ভাতা, সুযোগ-সুবিধা পেলে ঝুঁকি আর শত বাধা-বিপত্তির মাঝেও একজন স্থানীয় সাংবাদিকের পেশাদারিত্ব যেমন বাড়বে তেমনি বাড়তে পারে ওই পত্রিকা-মিডিয়ার ক্রেটিবিলিটিও। অপরদিকে কিছু অপসাংবাদিকের হলুদ সাংবাদিকের কারণে আজ এই মহান পবিত্র পেশা অ-পবিত্র হতে চলেছে। বিশেষ করে পত্রিকার শহর আমাদের কক্সবাজারের বেশ কিছু দৈনিক পত্রিকায় টাকার বিনিময়ে এমন কিছু ব্যক্তিকে উপজেলা প্রতিনিধি হিসেবে করা হয়েছে যাদের নুন্যতম শিাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর নীচে। এ েেত্র যোগ্যতা ও অভিজ্ঞতার কোন বাচ বিচার করা হয়নি। ফলে ওই অনভিজ্ঞ প্রতিনিধিরা নেমে পড়ে চাঁদাবাজীতে। তাই আসুন সবাই অপসাংবাদিকতা বন্ধ করে সৎ ভাবে দেশ ও জাতির কল্যানে নিজেরদেরকে আতœনিয়োগ করি। কারণ দেশ ও জাতি আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করছে।


সৌদি কূটনীতিক হত্যার তদন্ত শুরু

॥রামু নিউজ ডেস্ক॥  সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলির হত্যার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

শনিবার রাজধানীর পুরান ঢাকায় কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি তথ্য জানান। গত সোমবার রাজধানীর গুলশানের কূটনীতিক জোনে খালাফ গুলিতে নিহত হন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “খালাফ হত্যা তদন্তে সৌদি কর্মকর্তা এসেছেন- এ কথা আমিও শুনেছি। তবে তারা কিভাবে এ ঘটনা তদন্ত করবেন তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর নির্ভর করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় চাইলে সৌদি কর্মকর্তারা আমাদের তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কাজ করতে পারবেন। তবে এ ব্যাপারে ইতিমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে।”

তিনি বলেন,

চট্টগ্রামে গ্রেফতার ১৯০

॥রামু নিউজ ডেস্ক॥   ১২ মার্চের কর্মসূচিকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নগর বিএনপি দাবি, গ্রেফতারকৃতদের বেশির ভাগই বিএনপির নেতা-কর্মী।

তবে নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) শফিকুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতভর নগরীর ১২টি থানা এলাকা থেকে ১৯০ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, এতে নিয়মিত মামলা, মাদকবিক্রেতা ও মাদকসেবী, সন্দেহজনক আসামি রয়েছেন। কোনো উদ্দেশ্য নিয়ে এসব গ্রেফতার করা হয়নি।

তবে নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সারা রাতে কয়েকশ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়রানি করে বিএনপি নেতাকর্মীদের ঢাকার সমাবেশে যাওয়া আটকে রাখতে পারবে না।”

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন বানচালের ষড়যন্ত্র

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥
               বামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ষড়যন্ত্রের খরবে বিদ্যালয়ের অভিভাবক, শিার্থীসহ সর্বত্র ােভের সৃষ্টি হচ্ছে। জানা যায়, বিগত দু’বছর পূর্বে চট্টগ্রাম শিা বোর্ড কর্তৃক অনুমোদিত কমিটি ২০০৯ এর বিধি মোতাবেক নির্বাচন করার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রিজাইডিং অফিসারও নিয়োগ সম্পন্ন করা হয়েছে। যার স্বারক নং-২৩৮ তাং ৮/৩/১২। বিদ্যালয়ের এই গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করার জন্য রামুর একটি কুচত্রি মহল উঠে পড়ে লেগেছে। যার ধারাবাহিকতায় বিদ্যালয়ের অভিভাবক নয় এমন এক ব্যক্তিকে অভিভাবক প্রতিনিধি এবং প্রধান শিকের মতামত বহির্ভূত দুইজন শিক প্রতিনিধি নিয়ে মন্ত্রনালয় থেকে বিশেষ কমিটি অনুমোদনের জন্য বোর্ডকে পত্র দেওয়া হয়েছে। স্বারক নং ৭৯ তাং ২৯/২/১২। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে অভিভাবক মহল নির্বাচনের জন্য জোর প্রচারনা চালাতে দেখা যায়। এমনি মুহুর্তে নির্বাচন বানচালের ষডযন্ত্র অভিভাবক মহলে তীব্র ােভের সঞ্চার করেছে। এব্যাপারে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিকের সাথে যোগাযোগ করা হলে তিনি অফিসিয়ালি কোন প্রত্র এখনো পাওয়া যায়নি বলে জানান, তবে বিষয়টি লোকমুখে তিনি শুনেছেন বলে উল্লেখ করেন। অপরদিকে পবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল জানান, আগামী দেড় মাস পরেই ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ,শুষ্ট ও নিরপে ভাবে সম্পন্ন করার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হচ্ছে বলে জানান।

ঈদগাঁও বাসষ্টেশন থেকে র‌্যাবের অভিযানে ২ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

॥রামু নিউজ রিপোর্ট॥  র‌্যাবের অভিযানে ঈদগাঁও বাসষ্টেশন থেকে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক ইয়াবা পাচারকারী আটক হয়েছে। ১০ মার্চ সাড়ে ১২টায় র‌্যাব-৭ কক্সবাজার হাফিন পরিবহনের চেয়ার কোচে এ তল্লাশী চালায়। র‌্যাবের কক্সবাজারস্থ সিপিসি-৭এর ইনচার্জ ক্যাপ্টেন মোঃ সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল ঈদগাঁও বাসষ্টেশনে হানিফ পরিবহনের একটি চেয়ারকোচ (নং-৪৭৫) তল্লাশী ২হাজার পিচ ইয়াবা ও পাচারকারী মোর্শেদুর রহমান (২১) কে আটক করেন। আটকৃত ব্যক্তি কেটনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের পানিরছড়ার বাসিন্দা। গাড়িটি কক্সবাজার থেকে টেকনাফে যাচ্ছিল আটক পাচারকারীকে কক্সবাজার থানায় সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রামে ফেরিওয়ালা বেশধারী দুই চোর গ্রেফতার

॥রামু নিউজ ডেস্ক॥  চট্টগ্রামে ফেরিওয়ালা বেশধারী চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন আমির হোসেন (৩৫) ও মো. মহিউদ্দিন (৩২)।

শনিবার দুপুরে নগরীর কোতয়ালী থানায় গ্রেপ্তার হওয়া দুই চোরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সেখানে চুরির কৌশলের বর্ণনা দেন দুই চোর।

গোপন সংবাদের ভিত্তিতে টানা দুই দিন অভিযান পরিচালানোর পর শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাদের নগরীর স্টেশন রোড এলাকার হানিফ পরিবহনের কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি করা দেড় ভরি স্বর্ণালংকার ও একটি গোল্ড প্লেইটের নেকলেসও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঢাকাকেন্দ্রিক ফেরিওয়ালা বেশধারী এ চোরচক্র নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ দেশের অনেক নামিদামি মানুষের বাসায় চুরি করেছে। তারা চট্টগ্রামে ২০-২৫টি ও সারাদেশে প্রায় দুই হাজার চুরির সঙ্গে জড়িত।

নগরীর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সদীপ কুমার দাশ বাংলানিউজকে বলেন, গ্রেফতার হওয়া দুইজন সংঘবদ্ধ চোর দলের সদস্য। তারা দিনের বেলায় মুরগি, কসমেটিকসসহ বিভিন্ন কিছু ফেরি করে বিক্রির নামে তালাবদ্ধ বাসার ডোর লক ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা পয়সা চুরি করে নিয়ে যায়।’

গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া উপ-পরিদর্শক (এস আই) মো. নেজাম উদ্দিন জানান, গত ২৪ ফেব্রুয়ারি নগরীর কাপাসগোলা এলাকায় জনৈক সৈয়দুল ইসলামের বাসার প্রায় ছয় লাখ ৫৯ হাজার টাকার মালামাল চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে এ চোরচক্রের সন্ধান পাওয়া গেছে। গ্রেফতারের পর তারা নগরীর বিভিন্ন বড় বড় চুরির ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

মো. মহিউদ্দিন সাংবাদিকদের জানান, তারা স্ক্র্যাপ, পুরনো কাগজ, মুরগি, শাকসবজি, কসমেটিকস ফেরি করে বিক্রি করেন। চার-পাঁচজন ফেরিওয়ালা একসঙ্গে বের হয়ে নির্দিষ্ট এলাকায় যান। কোনো অ্যাপার্টমেন্টে দারোয়ান না থাকলে তারা সহজেই ওই ভবনে উঠে যান। সুযোগ বুঝে স্ক্রু দিয়ে দরজার তালা খোলার চেষ্টা করেন। ভেতর থেকে আওয়াজ আসলে তারা তালা না খুলেই চলে যান। আর আওয়াজ না থাকলে দরজা খুলে ভেতরে ঢুকে মাত্র পাঁচ মিনিটে স্টিলের আলমিরা অথবা ওয়ারড্রোব ভেঙে টাকাপয়সা ও স্বর্ণালংকার নিয়ে চম্পট দেন। তবে তারা ইলেকট্রনিকস কোনো আইটেমে কখনও হাত দেন না বলে মহিউদ্দিন জানান।

গ্রেফতার হওয়া আমির হোসেন ও মহিউদ্দিন জানিয়েছেন, তারা চুরির সময় ফেরি নিয়ে বাইরে থাকেন। গ্রুপের অন্যরা ভেতরে যান। হোসেন, হাশেম আর রানা নামে তিনজন তাদের দলনেতা এবং তাদের নেতৃত্বে তিন-চারটি গ্রুপ রয়েছে বলে তারা জানান।

মহিউদ্দিন বলেন, ‘হোসেন, হাশেম আর রানা ছোটবেলা থেকেই চুরির সঙ্গে জড়িত। ২০ থেকে ২২ বছর ধরে তারা দেশের বিভিন্ন এলাকায় ফেরিওয়ালার বেশে চুরি করছে। এরা বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছে।’

আমির হোসেন বাংলানিউজকে বলেন, ‘আমি আগে ঢাকায় ফলের ব্যবসা করতাম। এক বছর আগে হোসেন আর রানা আমাকে চুরির পেশায় নিয়ে আসে।’

আর মহিউদ্দিন জানান, তিনি এখনও অটোরিকসা চালান। সাত মাস আগে চোরের দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তার কাজ মূলত চোরদের গাড়িতে করে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া।

উপপরিদর্শক (এসআই) নেজামউদ্দিন বলেন, ‘আমির হোসেন ও মহিউদ্দিন দুই জনই প্রশিক্ষিত এবং অভিজ্ঞ চোর। নিজেদের বাঁচাতে তারা অন্যদের উপর সব দোষ চাপিয়ে নিজেরা ভাল সাজতে চাইছে।’

আমির হোসেন জানান, এক বছর আগে নারায়নগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভীর বাসায় চুরি করে তারা প্রায় ৭০ লাখ টাকার মালামাল নিয়ে গিয়েছিল। এ মামলায় গ্রেফতার হয়ে কয়েকজন কিছুদিন জেলেও ছিলেন। তবে তিনি নিজে ওই ঘটনায় ছিলেন না বলে দাবি করেন।

এসআই নেজামউদ্দিন জানান, চোরের দল এর আগেও চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা শুক্লা সাহার বাসায় চুরি করেছে। সিএমপির সিভিল কর্মকর্তা চন্দন কান্তি দাশের বাসায় চুরি করেছে। 

এ বিষয়ে চোর মো. মহিউদ্দিন বলেন, ‘কর্নেল, আইজি, মন্ত্রী-মিনিস্টার আমাদের কাছে কিছুই না। শুধু বাসায় তালা থাকলেই হল।’

সর্বশেষ গত ৭ মার্চ কক্সবাজার বেড়াতে গিয়ে ফেরিওয়ালার বেশে দুটি বাসায় চুরি করেছে। এসব চুরির মালামাল নিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকায় পালিয়ে যাবার পথে পাঁচজনের মধ্যে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

মহিউদ্দিনের ভাষ্য অনুযায়ী, তারা চুরির পর ঢাকার তাঁতীবাজারের স্বর্ণ ব্যবসায়ী আসলামের কাছে স্বর্ণালংকার বিক্রি করেন।

ওসি সদীপ কুমার দাশ বলেন, ‘চোরের দলের কাজ দিনের বেলায় চুরি করা। দিনে তালাবদ্ধ ঘরে চুরি করলে পুলিশ কিংবা জনতার হাতে ধরা পড়ার আশঙ্কা থাকে না।’

তিনি জানান, নগরীর কোতয়ালী থানায় ছয়টি, খুলশীতে তিনটি, পাঁচলাইশে তিনটি, কক্সবাজার সদর থানায় দুটি ও নগর গোয়েন্দা পুলিশের কাছে একটি চুরির মামলা তদন্তাধীন আছে। এ চোরচক্রই এসব চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করছেন তিনি।

এস আই নেজামউদ্দিন জানান, দুজনকে কাপাসগোলায় চুরির ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আদালতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।



রামুতে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত

॥ সোয়েব সাঈদ ॥
কক্সবাজারের রামু উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এর মধ্যে রশিদনগরে মটর সাইকেল আরোহী ও চালক হতাহত হয়েছে। শুক্রবার (৯ মার্চ) রাত ৯ টায় রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। 
নিহত যুবক হুমায়ুন কবির রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বদর মোকাম এলাকার দানু মিয়ার পুত্র। এ ঘটনায় গুরুতর আহত মটর সাইকেল চালক ইব্রাহীম (২৩)কে আশংকাজনক অবস্থায় প্রথমে চমেক হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইব্রাহীম ঈদগড় বড়বিল এলাকার মনির আহমদের পুত্র।
প্রত্যদর্শীরা জানান, হতাহত দুই যুবক মটর সাইকেল নিয়ে রামু ফেরার পথে রাস্তার পাশে দাঁড়ানো রড বোজাই একটি টেলাগাড়ির সাথে ধাক্কা দেয়। এতে মটর সাইকেল আরোহী ও চালকের দেহে রড় বিদ্ধ হয়। এসময় ঘটনাস্থলে প্রান হারান মটর সাইকেল আরোহী হুমায়ুন কবির। স্থানীয়রা গুরুতর আহত ইব্রাহীমকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরন করে।
জানা গেছে, আজ (১১ মার্চ) দূর্ঘটনায় নিহত হুমায়ুন কবিরের বড় ভাই ঈদগড় ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলামের বিয়ের দিন ছিলো। এ উপলে রামুর জোয়ারিয়ানালায় নিকটাত্মীয়দের দাওয়াত দেয়ার জন্য যাওয়ার পথে এ দূর্ঘটনার শিকার হন তিনি। গত শনিবার (১০ মার্চ) সকাল সাড়ে দশটায় ঈদগড় বদর মোকাম মাদ্রাসা মাঠে হুমায়ুন কবিরের নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এছাড়া বৃহষ্পতিবার (৯ মার্চ) সকাল ১০টায় চাকমারকুল ইউনিয়নের ডেইঙ্গাপাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগামী পিকআপ (মিনি ট্রাক) ১০ বছরের শিশু কন্যা শিপা আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি প্রান হারায়। নিহত শিপা স্থানীয় শামসুল আলমের কন্যা।
বুধবার (৮ মার্চ) রাত ১১ টায় কাউয়ারখোপ মইষকুম এলাকায় রামু-নাই্যংছড়ি সড়কে একটি মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুত্বর আহত গিয়াস উদ্দিন হাসাপাতালে নেয়ার পথে প্রান হারান। নিহত গিয়াস উদ্দিন চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার মিয়াজী পাড়ার বাসিন্দা।


শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী - যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের

॥রামু নিউজ ডেস্ক॥   যোগাযোগমন্ত্রী মো. ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, উন্নয়নে বিশ্বাসী। তাই সরকার তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের বিশ্বাস অর্জন করতে পেরেছে।

তিনি বলেছেন, পর্যটন নগরী কক্সবাজার গুরুত্ব বাড়াতে সরকার বদ্ধপরিকার। এ লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। মিথ্যা  প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাই না। যা বাস্তবায়ন করা সম্ভব এর বাইরে কিছু বলতে চাই না।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন কালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।

তিনি মেরিন ড্রাইভের বিভিন্ন অংশ তিনি ঘুরে দেখেন। সড়ক নিমার্ণের ব্যাপারে তিনি সেনাবাহিনীর সদস্যদের সাথে আলাপ করেন। এসময় ১৭ ইসিবির কর্নেল জুলফিকার মন্ত্রীকে অবহিত করেন, দ্বিতীয় প্যাকেজের কাজ ২০০৮ সালে শুরু হলেও বরাদ্দের ১৬৯ কোটি টাকার মধ্যে মাত্র ৩৯ শতাংশ টাকা পাওয়া গেছে। এরইমধ্যে ৮০ কিলোমিটার সড়কের মধ্যে মাত্র ৩০ কিলোমিটার সড়কের দ্বিতীয় প্যাকেজের কাজ সম্পন্ন হয়েছে। ইনানী থেকে শীল খালী পযর্ন্ত এখনো কাজ হয়নি।

পরিদর্শন শেষে ১৭ ইসিবির রেস্ট হাউজে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ২য় প্যাকেজ বাস্তবায়ন কল্পে এক আলোচনা সভায় মন্ত্রীকে

রামু অফিসেরচর প্রিমিয়ার লীগ ক্রিকেট টূর্ণামেন্ট ॥ বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন

॥ সোয়েব সাঈদ ॥
    রামুতে অনুষ্ঠিত অফিসেরচর প্রিমিয়ার লীগ (ওপিএল) এ মরহুম আলহাজ্ব বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। গত শুক্রবার (৯ মার্চ) দুপুরে অফিসেরচর ডাকঘর মাঠে অনুষ্ঠিত মাঠে খেলায় তারা অফিসেরচর এসআরকে একাদশের খেলোয়াড়দের ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।
এর আগে টসে জিতে অফিসেরচর এসআরকে এর অধিনায়ক লোটাস ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে। দলের পরে লোটাস সর্বোচ্চ ৪৩ রান সংগ্রহ করে। বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্রের মাহবুব, খোকা ও কপিল ২ টি করে উইকেট পান।
৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্রের খেলোয়াড়রা মাত্র ১২ ওভার খেলে ২ উইকেট হারিয়ে জয়ের লে পৌঁছে যায়। দলের পে সাজেল সর্বোচ্চ ৫৩ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন। এছাড়া কপিল ১৩ রান সংগ্রহ করে। বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্রের সাজেল ম্যান অব দ্যা ম্যাচ এবং অফিসেরচর এসআরকে একাদশের খেলোয়াড় লোটাস ম্যান অব দ্যা টূর্ণামেন্ট নির্বাচিত হন। মরহুম আলহাজ্ব বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্রের টিম ম্যানেজার ইফ্রয়িম মোহাম্মদ সায়েদ জানান, এ বিজয়ে তিনি উচ্ছ্বসিত এবং এলাকার তৃণমূল ক্রিকেটারদের উন্নয়নে আরো কাজ করে যাবেন।
খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরন করেন, স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ি হাবিবুল হক কোম্পানী, রামু রাবার বাগান শ্রমিক নেতা আবছার মিয়া, ক্রীড়া সংগঠক আসাদ উল্লাহ, উপজেলা ছাত্রলীগ নেতা আমজাদ আলী খান, সেলিমুর রহমান বাবু, রহমত উল্লাহ, রামু নিউজ ডটকম এর বার্তা সম্পাদক সোয়েব সাঈদ, মোঃ ওসমান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অফিসেরচর সিনে ম্যান কাব আয়োজিত এ টূর্ণামেন্টে ৪ টি দল অংশ নেয়। অপর দুই দল হলো অফিসেরচর নাইট রাইডার্স এবং অফিসেরচর ইলেভেন স্টার একাদশ। এদিকে অফিসেরচর প্রিমিয়ার লীগ (ওপিএল) এ মরহুম আলহাজ্ব বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ায় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে, কক্সবাজারের রামু থেকে প্রকাশিত প্রথম অনলাইন সংবাদপত্র রামু নিউজ ডটকম এর প্রধান সম্পাদক নীতিশ বড়–য়া, সম্পাদক ও প্রকাশক মিজানুল হক এবং বার্তা সম্পাদক সোয়েব সাঈদ।

তালিকা হালনাগাদের কাজ শুরু: আজ যোগ হচ্ছে দেড় কোটি নতুন ভোটার

॥রামু নিউজ ডেস্ক॥   আগামী জাতীয় নির্বাচনে প্রায় পৌনে এক কোটি নতুন তরুণ ভোটার অংশ নিতে যাচ্ছে। চলতি বছরের শেষেই ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমেই এই তরুণ ভোটাররা তালিকায় অন্তর্ভুক্ত হবেন। নির্বাচন কমিশন মনে করছেÑ আগের যেসব ভোটার বাদ পড়েছেন তারাও যুক্ত হবেন।

অভিমান ভাঙলো আকরাম খানের

॥রামু নিউজ স্পোর্টস ডেস্ক॥  পদত্যাগের ৩ দিনের মাথায় তাকে সিদ্ধান্ত বদলাতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ককে। আকরাম খান বলেন, গতকাল দুপুরে

উখিয়ায় যুবক খুন যুবতী ধর্ষনের শিকার

॥উখিয়া প্রতিনিধি॥ উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবক খুন ও এক মহিলা ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে  এ ঘটনা ঘটে।  একই সাথে আইন শৃংখলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে গত ৯ মার্চ সকাল সাড়ে ১০ টায় রুমখা হাতির ঘোনা এলাকার ফরিদুল আলমের সাথে তার অপরাপর চাচাত ভাইদের সাথে জমি সংক্রান্ত বিরোধের সূত্র ধরে গতকাল সকালে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে মারধর লেগে যায়। এ সময় কাইয়ুমের চুরিকাঘাতে ফরিদুল আলম গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়া পথে ফরিদুল আলম মারা যায়। স্থানীয় লোকজন ঘাতক কাইয়ুম ও নুরুল আমিনকে ধরে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনা পর পরই থানা পুলিশের দারোগা আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করে পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ৬  জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। থানার দারোগা আনোয়ার জানান, ঘাতক খুনিদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা নথিভূক্ত করা হয়।
অপরদিকে একই দিনে হলদিয়া পালং ইউনিয়নের থিমছড়ি এলাকার এক যুবতী দূর্বৃত্তের হাতে ধর্ষনের শিকার হয়েছে। গত রাতে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে হাতে-নাতে আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন ধর্ষণ মামলা রুজু করা হয়নি। তবে চাঞ্চল্যকর এ ধর্ষনের মামলাটি ধামা-চাপা দিতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। শুধু তাই নয় থানা পুলিশকে মোটা অংকের টাকার বিনিময়ে দু’পক্ষের মধ্যে বিয়ে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে থানার ওসি অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দু’জনই পুলিশ হেফাজতে রয়েছে এবং তদন্ত পূর্বক ধর্ষন মামলা রুজু করা হবে।

খালেদা জিয়া পাকিস্তানের প্রমাণিত এজেন্ট: প্রধানমন্ত্রী

॥রামু নিউজ ডেস্ক॥   খালেদা জিয়া পাকিস্তানের প্রমাণিত এজেন্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ১৯৯১ সালের নির্বাচনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে খালেদা জিয়ার ৫ কোটি রুপি নেওয়াই প্রমাণ করে তিনি তাদের এজেন্ট।

বান্দরবানে সন্ত্রাসী হামলায় সাংবাদিক কন্যা আহত

॥বান্দারবান প্রতিনিধি॥  বান্দরবানে সন্ত্রাসী হামলায় দৈনিক গিরিদর্পণ বু্যরো চীফ ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সেলিম আহমেদ চৌধুরীর মেয়ে রোখসানা আক্তার (২২) আহত হয়ে বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাংবাদিক সেলিম আহমেদ চৌধুরী

টেকনাফে সড়ক দূর্ঘটনায় তাবলিগ জামাতের ১৪ জন আহত

॥টেকনাফ প্রতিনিধি॥  টেকনাফে সড়ক দূর্ঘটনায় তাবলিগ জামাতের ১৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।  টেকনাফের নেটং পাহাড়ের সড়কে চাঁদের গাড়ী খাদে পড়লে এ দূর্ঘটনা ঘটে।  আহত ৭ জনকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। জানা যায়, ৯ মার্চ শুক্রবার দুপুরে একটি চাঁদের গাড়ী তাবলিগ জামাতের যাত্রী নিয়ে টেকনাফের দিকে যাচ্ছিল।  কেরুনতলীস্থ নেটং পাহাড়ের উঁচু সড়ক দিয়ে চাঁদের গাড়ী উঠার সময় চালক নিয়ন্ত্রন হারালে খাদে গাড়ীটি খাদে পড়ে উল্টে যায়। এতে তাবলিগ জামাতের ১৪ জন আহত হয়। আহতের দ্রুত টেকনাফ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক হওয়া কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেছে। আহতরা হচ্ছে- টেকনাফ পুরান পল্লান পাড়ার নুরুল আলম(১৬), আবদুল মতলব(২২), নুর হাশেম(২০), কায়ুকখালী পাড়ার সিরাজুল মোস্তফা(৪০), আতাউর রহমান(৩২), দিল মোহাম্মদ(৩৫), এনায়েত উল্লাহ (৩০), নুরশেদ(২০), ইসলামাবাদের আবদুর রহমান (১৫) , সাইফুল ইসলাম(২০), লেঙ্গুরবিল এলাকার আবদুশ শুক্কুর(১২), নেছার আহমদ(৫০), গোদারবিলের মোঃ সেলিম(২৫) ও শিলবনিয়া পাড়ার মোঃ ইয়াছিন (২৫)।

বাধা দিলে পরিণাম শুভ হবে না: খালেদা জিয়া


॥ রামু নিউজ ডেস্ক॥   বিএনপির চেয়ারপাসন ও বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া ১২ মার্চের মহাসমাবেশ কর্মসূচিতে আঘাত এলে তা হবে গণতন্ত্রের ওপর আঘাত বলে উল্লেখ করে সরকারের উদ্দেশ্যে বলেছেন, ‘বাধা দিয়ে, সংঘাত ডেকে কিংবা নাশকতা করে গণতন্ত্রকে বিপন্ন করবেন না। এর পরিণাম শুভ হবে না।’ 

খালেদা জিয়া শুক্রবার এক বিবৃতিতে সরকারের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি ১২ মার্চের ‘চলো চলো, ঢাকা চলো’ মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বানও জানান দেশবাসীর প্রতি। 

বিবৃতিতে খালেদা বলেন, ‘আমার এ আহ্বান কেবল বিএনপি, চারদলীয় জোট ও সমমনা বিভিন্ন দল-সংগঠনের প্রতিই নয়। এ আহ্বান শ্রেণী-পেশা, বয়স, ধর্ম-বর্ণ-গোত্র, নারী-পুরুষ নির্বিশেষে গণতন্ত্রকামী প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের প্রতি।’ 

তিনি বলেন, ‘আমার আহ্বান, ভয়-ভীতি ও বাঁধা উপেক্ষা করে সারা দেশ থেকে দল-মত নির্বিশেষে আপনারা ঢাকায় এসে মহাসমাবেশে যোগ দিন।’ 

‘রাজধানীবাসীর প্রতিও আমার আহ্বান, আপনারাও এ কর্মসূচিতে বিপুলভাবে অংশ নিন।’ বলেন বিএনপির প্রধান। 

খালেদা সরকারের উদ্দেশ্যে আরো বলেন, ‘এর আগে বিভিন্ন জায়গায় আন্দোলনকারী জনগণের ওপর গুলি চালিয়ে আপনারা সাধারণ মানুষের জীবন নিয়েছেন। তবুও আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করিনি। কিন্তু সকলের ধৈর্র্যেই একটা সীমা আছে। জনগণের ধৈর্য্যর বাঁধ ভেঙ্গে যাচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে না দিলে আগামীতে

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...