শনিবার, ১০ মার্চ, ২০১২

শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী - যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের

॥রামু নিউজ ডেস্ক॥   যোগাযোগমন্ত্রী মো. ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, উন্নয়নে বিশ্বাসী। তাই সরকার তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের বিশ্বাস অর্জন করতে পেরেছে।

তিনি বলেছেন, পর্যটন নগরী কক্সবাজার গুরুত্ব বাড়াতে সরকার বদ্ধপরিকার। এ লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। মিথ্যা  প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাই না। যা বাস্তবায়ন করা সম্ভব এর বাইরে কিছু বলতে চাই না।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন কালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।

তিনি মেরিন ড্রাইভের বিভিন্ন অংশ তিনি ঘুরে দেখেন। সড়ক নিমার্ণের ব্যাপারে তিনি সেনাবাহিনীর সদস্যদের সাথে আলাপ করেন। এসময় ১৭ ইসিবির কর্নেল জুলফিকার মন্ত্রীকে অবহিত করেন, দ্বিতীয় প্যাকেজের কাজ ২০০৮ সালে শুরু হলেও বরাদ্দের ১৬৯ কোটি টাকার মধ্যে মাত্র ৩৯ শতাংশ টাকা পাওয়া গেছে। এরইমধ্যে ৮০ কিলোমিটার সড়কের মধ্যে মাত্র ৩০ কিলোমিটার সড়কের দ্বিতীয় প্যাকেজের কাজ সম্পন্ন হয়েছে। ইনানী থেকে শীল খালী পযর্ন্ত এখনো কাজ হয়নি।

পরিদর্শন শেষে ১৭ ইসিবির রেস্ট হাউজে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ২য় প্যাকেজ বাস্তবায়ন কল্পে এক আলোচনা সভায় মন্ত্রীকে সভায় ১৭ ইসিবির অধিনায়ক মেজর মুজিব ও কর্নেল জুলফিকার প্যাকেজ বাস্তবায়নে করনীয় বিষয় অবহিত করেন।

এসময় যোগাযোগমন্ত্রী বলেন, দ্বিতীয় প্যাকেজ বাস্তবায়নে অচিরেই পরামর্শক নিয়োগ করা হবে

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...