শনিবার, ১০ মার্চ, ২০১২

বান্দরবানে সন্ত্রাসী হামলায় সাংবাদিক কন্যা আহত

॥বান্দারবান প্রতিনিধি॥  বান্দরবানে সন্ত্রাসী হামলায় দৈনিক গিরিদর্পণ বু্যরো চীফ ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সেলিম আহমেদ চৌধুরীর মেয়ে রোখসানা আক্তার (২২) আহত হয়ে বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাংবাদিক সেলিম আহমেদ চৌধুরী
জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের বনরূপা পাড়ায় পূর্ব শত্রম্নতার জের ধরে ছিদ্দিকীনগরের মোখতার আহমদের স্ত্রী ছকিনা বেগম, তার দুই মেয়ে বেবী আক্তার ও ডেজি আক্তার সাংবাদিক কন্যা রোখসানার উপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। এসময় তারা রোখসানার কানে ও গলায় থাকা দশ আনা ওজনের স্বর্ণের চেইন ও কানের দুলও ছিনতাই করে। পরে আহত রোখসানাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা ওয়ার্ডের ৭নং বেডে চিকিৎসাধীন রয়েছে। সেলিম চৌধুরী জানান, এ ব্যাপারে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...