বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২

মাদ্রাসা ছাত্রী প্রেমিকের হাত ধরে উধাও

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥   
কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রী উধাও হয়েছে ব্যবসায়ী প্রেমিকের হাত ধরে। পালাকাটায় সংঘটিত এ ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, চৌফলদণ্ডী খোনকারখীলের এক সৌদি প্রবাসীর মেয়ে মাদ্রাসায় আসার কথা বলে ১৪ মার্চ তার দীর্ঘদিনের প্রেমিক জামাল হোছেনের হাত

রামুর খামারীরা আতংকে !

॥ রামু নিউজ রিপোর্ট ॥ 
 রামু উপজেলায় গরু চুরির হিড়িক পড়েছে। উপজেলা চেয়ারম্যানের দুটি গরু চুরির পর এবার চুরি হয়েছে, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন-এর খামার থেকে চোরের দল পাঁচটি গরু নিয়ে গেছে।
গত ১৪ মার্চ (বুধবার) ভোরে রামু কাউয়ারখোপ ইউনিয়নে মইষকুম এলাকায় এ ঘটনা ঘটে। এর  দুই সপ্তাহ আগে কাউয়ারখোপ ইউনিয়নের

রামুর আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি


॥ রামু নিউজ রিপোর্ট ॥ 
কক্সবাজারের রামু উপজেলার আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সম্প্রতি বিভিন্ন এলাকায় চুরি,ডাকাতি,খুন,অপহরন বেড়ে যাওয়ায় উপজেলার পাঁচ লাখ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। একের পর এক নানা অপরাধ কর্মকান্ড ঘটলেও পুলিশের ভুমিকা প্রশ্নবিদ্ধ। গত মঙ্গলবার (১৩ মার্চ) উপজেলার মাসিক আইনশৃংখল কমিটির সভায় এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
 সভায় বক্তারা বলেন, সম্প্রতি

সোনিয়া বড়ুয়া সভাপতি,লায়লা বেগম সম্পাদক॥ রামুতে মহিলা মেম্বার সমিতি গঠিত

॥ রামু নিউজ রিপোর্ট ॥
 রামু উপজেলায় মহিলা মেম্বার সমিতি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে ফতেখাঁরকুল ইউনিয়নের মহিলা সদস্য সোনিয়া বড়ুয়া সভাপতি এবং রাজারকুল ইউনিয়নের লায়লা বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে

রামু হাজারীকুলের প্রাণহরি বড়ুয়ার পরলোক গমন ॥ অনিত্য সভা সম্পন্ন



॥ অর্পন বড়ুয়া, রামু ॥
রামু ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকুল গ্রামের প্রয়াত উপেন্দ্র বড়ুয়ার ১ম পুত্র ব্যবসায়ী প্রাণহরি বড়ুয়া বার্ধক্য জনিত কারনে ১৪ মার্চ দুপুর ২.৩৫ ঘটিকার সময় তার নিজ বাড়িতে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।  ১৫ মার্চ বৃহষ্পতিবার দুপুর ২ টায় প্রয়াতের নিজ বাড়িতে সদ্ধর্ম অনিত্য (শোক) সভা অনুষ্ঠিত হয়। অনিত্য সভায় সভাপতিত্ব করেন

রামুতে ব্রীজের নিচ থেকে যুবক উদ্ধার: অপহরণের রহস্য কি ?


॥ অর্পন বড়ুয়া, রামু ॥
সন্ত্রাসীদের হাতে চকরিয়া থেকে অপহৃত রামুতে উদ্ধার হওয়া যুবক অপহরণের নেপথ্যে বেরিয়ে আসছে রহস্যজনক চাঞ্চল্যকর তথ্য। অনুুসন্ধানে জানা গেছে, রামু-মরিচ্যা সড়কের নাশিকুল বেইলী ব্রীজের নিচ থেকে হাত-পা বাধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় জনতার হাতে উদ্ধার

রামুর গর্জনীয়ায় বড় ভাইয়ের চড়ে ছোট ভাই নিহত

॥ রামু নিউজ রিপোর্ট ॥
রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়নের শিয়াপাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার (১৫ মার্চ) সকাল সাড়ে দশটায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত শাহ আলম (৪০) গর্জনিয়া শিয়াপাড়ার গোলাল আহমদের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
প্রত্যদর্শীরা জানান,

চাওয়া মতো সমুদ্রসীমা পেল বাংলাদেশ

॥ রামু নিউজ ডেস্ক ॥   
বঙ্গোপসাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন দুইশ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তারের পক্ষে রায় দিয়েছে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় এ রায়ের পর জার্মানির হামবুর্গ থেকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, “এটা আমাদের বিরাট বিজয়। আমরা যা যা চেয়েছি, তা সবই পেয়েছি।

“বঙ্গোপসাগরে এক লাখ সাত হাজার বর্গকিলোমিটার চেয়ে আমরা পেয়েছি এক লাখ ১১ হাজার বর্গকিলোমিটার।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “[এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ক্ষেত্রে] ১৩০ নটিক্যাল মাইলে যে ছেদবিন্দু ছিল, সেক্ষেত্রে দুইশ নটিক্যাল মাইল পর্যন্ত গমন সুবিধা পেয়েছি।”

পুলিশ সুপারের সাথে রামুতে পুলিশি নির্যাতনের শিকার গৃহবধূ ও পরিবারের সদস্যদের সাক্ষাৎ

॥ রামু নিউজ রিপোর্ট ॥
রামুতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশের এসআই রুহুল আমিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন, কক্সবাজার পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। নির্যাতনের শিকার গৃহবধূ বিপু বড়ুয়া ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত কালে তিনি এ আশ্বাস দেন। গত বুধবার (১৪ মার্চ) সকাল দশটায়

কক্সবাজারে পর্যটনের জমি লিজ নিয়ে লোকচুরি: কর্পোরেশনের রাজস্ব ক্ষতি কোটি টাকা

samudrik prani pict-2.jpgsamudrik prani pict-2.jpgsamudrik prani pict-2.jpg॥ মহসীন শেখ, কক্সবাজার ॥   
কক্সবাজার পর্যটন কর্পোরেশনের মোটেল উপলের ৩৯ শতক জমি নামেমাত্র টাকায় গোপনে একটি বেসরকারী প্রতিষ্ঠানকে ২বছরের লিজ দেয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার চেয়ারম্যান ডাঃ বদরুদ্দোজার পুত্র দলের মহা সচিব মাহি বি চৌধুরী এমপি’র প্রতিষ্ঠান ‘পর্যটন সামুদ্রিক প্রাণী যাদুঘর’র নামে ২ বছরের জন্য লিজ দেয়া হয়েছে মাত্র ৬ লাখ টাকায়। তিনিই প্রজেক্টের উপদেষ্টা মন্ডলির সভাপতি। লিজ গ্রহিতা প্রায় দেড় মাস আগে ওই জমিতে কাজ শুরু করেছে। এই কারণে পর্যটন কর্পোরেশনের মোটেল উপলের সৌন্দর্য্যহানী ও নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে কর্পোরেশনের একজন কর্মকর্তা জানান। বিষয়টি এতোদিন গোপন ছিলো। পরে কর্পোরেশনের জমি খন্ডিত করে সীমানা দেয়াল ও বিভিন্ন স্থাপনা নির্মাণ শুরু হলে চারদিকে হই চই পড়ে যায়। তোলপাড় শুরু হয় সর্বত্র।

এ ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে জানা যায় আরও চাঞ্চল্যকর তথ্য। কর্পোরেশনের একজন উর্ধ্বতন কর্মকর্তাকে ম্যানেজ করে ওই প্রতিষ্ঠানটি স্থানীয় কর্তৃপক্ষের অগোচরে পছন্দের ব্যক্তিকে লিজ দিয়ে দেন। এভাবে কক্সবাজার পর্যটন কর্পোরেশনের অন্যান্য স্থাপনার পাশের খোলা জমি ক্রমান্বয়ে ব্যক্তি বিশেষকে লিজ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার পায়তারা চলছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। স্থানীয় একজন কর্মকর্তা নাম প্রকাশ করার শর্তে জানান, ওই জমি টুকু দরপত্র আহ্বানের মাধ্যমে প্রকাশ্যে লিজ দেয়া হলে কর্পোরেশন এককালিন ১ কোটি টাকা রাজস্ব পেতো। এছাড়া মাসিক ভাড়াও পাওয়া যেতো লাখ টাকারও বেশি। কিন্তু ওসব বিষয় সরাসরি ঢাকা থেকেই নিয়ন্ত্রিত হওয়ায় স্থানীয়ভাবে কিছুই করার থাকেনা বলেও তিনি জানান।

ইতোমধ্যে ‘পর্যটন সামুদ্রিক প্রাণী যাদুঘর’ নামের প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় প্রধান ফটকের দেয়ালে নিষিদ্ধ সামুদ্রিক প্রবাল ও ঝিনুক দিয়ে খোদাই করে প্রতিষ্ঠানের নাম লিখা হয়েছে। ৩৯শতক জমিটি পাকা দেয়ালে ঘেরাও করে উপল থেকে আলাদা করা হয়েছে। প্রধান ফটক দিয়ে ঢুকেই নির্মাণ করা হয়েছে আমেরিকার স্বাধীনতার প্রতীকী ‘স্ট্রাকচার অব লিভারটিজ’র ভাষ্কর্য্য। এরপরে একটি ভবন, দক্ষিণে জিরাপ, পাশে কয়েকটি হাতি, মাঝখানে ১৭ ফিট লম্বা ও ৮০ মণ ওজনের মৃত তিমি মাছকে কত্রিম উপায়ে সংর—গণ করা হয়েছে, তার একটু সামনে একই পদ্ধতিতে রাখা হয়েছে স্টিংরে নামের সামুদ্রিক বিরল প্রজাতির প্রাণী, তারপর একটি বিশাল আইচ হাউস(বরফ ঘর), পাশেই সামুদ্রিক প্রাণী প্রদর্শনের জন্য নির্মাণ করা হয়েছে একটি থ্রিডি থিয়েটার, পেছনে লাইভ পিশ এ্যাকুরিয়াম, পরে স্টাফ কোয়ার্টার, উত্তর পাশের সীমানায় তৈরী করা হয়েছে মৃত সামুদ্রিক মাছসহ বিভিন্ন প্রকার প্রাণীর এ্যাকুরিয়াম। এছাড়াও সামুদ্রিক বিভিন্ন বিরল প্রজাতির প্রাণী রাখা হবে বলেও সুত্রে জানা গেছে।

প্রতিষ্ঠানটি নির্মাণ কাজে দায়িত্বরত ওই প্রজেক্টের পরিচালক ও কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠকর্মী আব্দুল আলীম’র সাথে কথা বললে তিনি জানান, তাদের পজেক্ট ‘পর্যটন সামুদ্রিক প্রাণী যাদুঘর’র উপদেষ্টা মন্ডলির সভাপতি মাহি বি চৌধূরী এমপি, প্রকল্প পরিচালক মাষ্টার আবু মনছুর, প্রজেক্টের উপদেষ্টা কক্সবাজার জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাফর আলম, অ্যাডভোকেট বাবুল কান্তি দাশ ও আল আরাফা ব্যাংকের কর্মকর্তা নোমান চৌধুরীসহ ক্ষমতাশীন দলের কেন্দ্রীয় প্রর্যায়ে বেশ ক’জন নেতাসহ প্রায় ২০/৩০ জন ব্যক্তি রয়েছে। মাহি বি চৌধুরীসহ কেন্দ্রীয় পর্যায়ের ওসব নেতারাই বাংলাদেশ পর্যটন চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদারের কাছ থেকেই ২ বছরের জন্য চুক্তিতে লিজ নিয়েছে। তিনি বলেন ২বছরের জন্য ৬ লক্ষ টাকার মধ্যে ৩ লক্ষ টাকা আগাম দেয়া হয়েছে এবং মাসিক ভাড়া ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানান।

‘পর্যটন সামুদ্রিক প্রাণী যাদুঘর’র উপদেষ্টা অ্যাড. জাফর আলমের সাথে কথা বললে তিনিও মাহি বি চৌধুরী প্রজেক্টের উপদেষ্টা মন্ডলির সভাপতি বলে দাবি করে বলেন, পর্যটন কর্পোরেশনের বিভিন্ন মোটেলে যেভাবে অন্যান্য প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে সে ভাবেই তারা চুক্তির মাধ্যমে প্রজেক্টের জন্য ভাড়া নেয়া হয়েছে বলে জানান। তিনি আরও বলে বি চৌধুরী সাথে কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতারাও তাদের প্রজেক্টে রয়েছেন। তাদের সিন্ডিকেটের মাধ্যমেই পর্যটন চেয়ারম্যানের কাছ থেকে জমি নেয়া সম্ভব হয়েছে।

এদিকে বিকল্প ধারা পার্টির মহা সচিব মাহি বি চৌধুরী এমপি’র সাথে তার মোঠোফোনে যোগাযোগ করা হলে তিনি উল্লেখিত বিষয়ে অস্বীকার করে বলেন, কক্সবাজার ‘পর্যটন সামুদ্রিক প্রাণী যাদুঘর’র বিষয়টি আমার জানা নেই।

প্রকল্প পরিচালক মাষ্টার আবু মনছুর জানান, পর্যটনের সৌন্দর্য্য বিকাশ, ভবিশ্যত প্রজন্মের জন্য শিক্ষা, প্রাণী বিষয় নিয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় হিসাবে তাদের প্রতিষ্ঠানটি গুরুত্ব রয়েছে। আগামী  মার্চের মধ্যেই তাদের প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে। ২৬ মার্চ পর্যটন চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার, কক্সবাজারের জেলা প্রশাসকসহ বিশেষ ব্যক্তিবর্গরা প্রজেক্টের উদ্ভোধন করবেন বলে তিনি জানান। তিনি আরও বলেন, ‘পর্যটন সামুদ্রিক প্রাণী যাদুঘর’র টিকিট মূল্য করা হবে ২৫ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য টিকিট মূল্য অর্ধেক এবং শিশুদের বিনা মূল্যে ঢুকতে দেয়া হবে। থ্রী ডি’র টিকিট ৩০ মিনিট দেখানো হবে ৫০ টাকায়।

কক্সবাজার পর্যটন মোটেল উপলের ম্যানেজার খন্দকার সাজ্জাদুল গনি’র সাথে কথা বললে তিনি জানান, বাংলাদেশ পর্যটন চেয়ারম্যান’র কাছ থেকেই ‘পর্যটন সামুদ্রিক প্রাণী যাদুঘর’র নামের প্রজেক্টটির জন্য ৩৯ শতক জমি লিজ নেয়া হয়েছে। তিনি ২বছরের জন্য ৬ লাখ টাকার চুক্তির অর্ধেক অগ্রিম দেয়া হয়েছে এবং মাসিক ভাড়া ৬০ হাজার টাকা বলে স্বীকার করেছেন।

কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট একে আহমদ হোসাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্বন্ধে অবগত নেই বলে জানান।

এদিকে সচেতন মহলের ধারণা, কোন রকম সচ্ছতা ছাড়াই যে কেউ বেসরকারী প্রতিষ্ঠানের পর্যটনের জমি লিজ দেয়া হলে বাকি জমিও একই ভাবে হাত ছাড়া হতে বাধ্য হতে হবে।

উল্লেখ্য, ‘সামুদ্রিক প্রাণী যাদুঘর’টি ‘কক্সবাজারের হিমছড়ি পেঁচার দ্বীপে ছিলো।

ঈদগাঁও বাসষ্টেশন ব্রীজের গোড়ায় ভয়াবহ পরিবেশ দূষণ

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥  
ঈদগাঁও নদীর বাসষ্টেশন ব্রীজ সংলগ্ন এলাকায় ভয়াবহ পরিবেশ দূষণ দখলের মহোৎসব চলছে। স্থানীয় ভূমিগ্রাসী এবং স্বার্থান্ধ কতিপয় মুনাফাখোর দীর্ঘদিন যাবৎ নানা কৌশলে এ অপকর্মে লিপ্ত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে বসে আছে। মারাত্মক দূষণে নদীর পানি সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

কক্সবাজারে আলোচিত মিনা হত্যাকান্ড ॥ খুনি রাশেদ ধরা-ছোঁয়ার বাইরে ॥ বাদির পরিবার নিরাপত্তাহীন ॥ মাকে খোঁজছে শিশু রায়হান

মহসীন শেখ, চট্টগ্রাম থেকে ফিরে
কক্সবাজার শহরের কলাতলীতে নির্মম হত্যাকন্ডের শিকার গৃহবধু রাজিয়া নুর মিনার (২৭) খুনি ঘাতক স্বামী এখনও প্রকাশ্যে ঘুরা-ফেরা করছে। খুনি রাশেদ ও তার ছোট ভাই খোরশেদ আলম মিঠুসহ তাদের সহযোগীদের হুমকীতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে বলে অভিযোগ করেছে নিহত মিনার পরিবার। আদরের কন্যাকে হারিয়ে বার বার

রামুর দক্ষিন মিঠাছড়িতে স্বাধীনতা দিবস পালনে সভা অনুষ্ঠিত

॥ রামু নিউজ রিপোর্ট ॥
রামু উপজেলার দক্ষিন মিঠাছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ সন্ধ্যায় চেইন্দাস্থ কাজী অফিসে যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও মাস্টার জামাল হোছাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়

মেঘনায় লঞ্চ দূর্ঘটনা : লাশের সংখ্যা বেড়ে ১১২

॥ রামু নিউজ ডেস্ক ॥  
মুন্সীগঞ্জে আড়াইশ যাত্রী নিয়ে মেঘনায় ডুবে যাওয়া লঞ্চটি টেনে তুলে তীরে নিয়ে এসেছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। বুধবার আরো লাশ উদ্ধারের পর এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জনে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আজিজুল আলম  বলেন, “লঞ্চটি তীরে আনার পর ভেতরেও কিছু লাশ পাওয়া

রামুর দক্ষিন মিঠাছড়িতে গুণিজন সংবর্ধনা উপলক্ষে সভা অনুষ্ঠিত

॥ রামু নিউজ রিপোর্ট ॥ 
রামু উপজেলার দক্ষিন  মিঠাছড়ি ইউনিয়নের মান উন্নয়নে কিছু মননশীল মানবতাবাদী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অসামান্য কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান করা হবে। সংবর্ধনা ছাড়াও আয়োজন করা হবে বিলুপ্ত পুঁথি পাঠ, গ্রামীণ লোক ঐতিহ্য কাওয়ালী গানের আসর। এ উপলক্ষে এক মতবিনিময় সভা গত শনিবার বিকালে চেইন্দা

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...