মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২

অমর একুশের ভাষা শহীদদের প্রতি রামু নিউজের শ্রদ্ধা


রামুতে কুকুরের কামড়ে আক্রান্ত অর্ধশত মানুষঃ বেওয়ারিশ কুকুর নিধন ও ভ্যাকসিন সরবরাহ জরুরীঃ


খালেদ হোসেন টাপু. কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুর আতংক বিরাজ করছে। গত কয়েক দিনে অর্ধশতাধিক মানুষ আক্রান্ত হয়েছে। এ ঘটনায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে ছোটরা রয়েছে বেকায়দায়। জানা যায়, গত ২০ ফেব্রুয়ারী সোমবার সকাল থেকে বেওয়ারিশ কুকুরের দল রামু চৌমুহনী স্টেশনসহ আশেপাশের গ্রামের অন্তত ২০জন শিশুকে কামড় দেয়। এর আগের দুইদিন ও প্রায় ২৫ জনকে কামড়ে আক্রান্ত করেছে। আক্রান্তদেরকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন চৌধুরী জানান, গত তিনদিনে বিভিন্ন এলাকার অর্ধশত রোগী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা নিতে আসে। এদের মধ্যে অনেক গরীব ও অসহায় পরিবারের সন্তান-সন্ততিও রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক শীঘ্রই বেওয়ারিশ কুকুর নিধনে অভিযান পরিচালনা করা হবে বলে জানান। এদিকে রামুতে জলাতংক রোগের ভ্যাকসিন অপ্রতূল হওয়ায় আক্রান্তরা রয়েছে বেকায়দায়। জরুরী ভিত্তিতে বেওয়ারিশ কুকুর নিধন ও ভ্যাকসিন সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে সচেতন মহল।

রামুতে রিসসো কোসেই কাই এর সিম্পোজিয়ামে রেভারেন্ট মারুইয়ামা সামাঃ পিতা-মাতার আচরন পরিবর্তনের মাধ্যমে সন্তানদের ইতিবাচক পরিবর্তন ঘটাতে হবেঃ


সুনীল বড়ুয়াঃ টোকিও পারিবারিক শিক্ষা গবেষনাগারের প্রধান রেভারেন্ট মারুইয়ামা সামা বলেছেন, পিতা-মাতার আচরন পরিবর্তনের মাধ্যমে সন্তানদের মাঝে ইতিবাচক পরিবর্তন ঘটাতে হবে। সন্তানদের ধমক দিয়ে, কঠোর শাস্তি দিয়ে নয়, আদর ভালবাসার মাধ্যমে মমতায় জড়িয়ে শিক্ষা দিতে হবে। এটাই পারিবারিক শিক্ষা। তিনি বলেন, পারিবারিক শিক্ষা শুধু পুঁথিগত শিক্ষা নয়, পিতা-মাতার দৈনন্দিন জীবনাচরনের মাধ্যমে সন্তানসহ উভয়কেই পারস্পরিক শিক্ষা গ্রহন করানোই এর উদ্দেশ্য। গত ১৯ ফেব্রুয়ারী রোববার বিকাল তিনটায় রামু স্বপ্নপূরী কমিউনিটি সেন্টারে ‘পিতা-মাতার পরিবর্তনের মাধ্যমে সন্তানের পরিবর্তন সম্ভব’ শীর্ষক পারিবারিক শিক্ষা বিষয়ক সিম্পোজিয়ামে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। শিশু-কিশোর, তরুন-তরুনীদের উন্নত মানবীয় গুনাবলী বিকশিত করে উজ্জল পরিবার ও আলোকিত সমাজ গঠন এবং বিশ্বশান্তি প্রতিষ্টার লক্ষে এ সিম্পোজিয়ামের আয়োজন করে রিসসো কোসেই কাই,কক্সবাজার। সিম্পোজিয়ামে রামু,কক্সবাজার সদর ও উখিয়া উপজেলার ছয়শতাধিক নারী পুরুষ অংশ নেন। সংগঠনের শিল্পীদের উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্টান শুরু হয়। রিসসো কোসেই কাই দক্ষিণ এশিয়া প্রধান রেভারেন্ট আরিতুমি মিটসুইকি সামার সভাপতিত্বে অনুষ্টিত সিম্পোজিয়ামে স্বাগত বক্তব্য দেন, রিসসো কোসেই কাই, রামু শাখার জেনারেল সেক্রেটারী তরুন বড়–য়া। প্রধান আলোচক ছিলেন, টোকিও পারিবারিক শিক্ষা গবেষনাগারের প্রধান রেভারেন্ট মারুইয়ামা সামা। সহকারী ছিলেন কানা ওসামা। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি। এতে অনুবাদকের দায়িত্ব পালন করেন রিসসো কোসেই কাই বাংলাদেশ-এর শিক্ষা বিষয়ক প্রধান কাঞ্চন বড়–য়া। সমাপনী বক্তব্য দেন, রিসসো কোসেই কাই-কক্সবাজাররের পরিচালক বাবুল বড়–য়া। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন, রিটা বড়–য়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রিসসো কোসেই কাই-কক্সবাজাররের উপদেষ্টা বাদল চন্দ্র বড়–য়া, পরিচালক রবীন্দ্র বিজয় বড়–য়া, চাপ্টার প্রধান আপন বড়–য়া, ম্যানস লিডার অশোক বড়–য়া, সহকারী ম্যানস লিডার দেশপ্রিয় বড়–য়া, ইয়ুথ লিডার রুমন বড়–য়া, রামু শাখার পরিচালক বিপক বড়–য়া, ম্যানস লিডার সুরেশ বড়–য়া বাঙ্গালী, ওমেন্স লিডার পুতুল বড়–য়া, ইয়ুথ লিডার ইমন বড়–য়া, সহকারী ইয়ুথ লিডার বাপ্পা বড়–য়া, স্বদীপ বড়–য়া ও নয়ন বড়–য়া প্রমুখ।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...