শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১২

রামু খিজারী বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতিত্ব


সোয়েব সাঈদ. রামু খিজারী বার্মিজ সরকারী প্রাথমি
ক বিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ এবং অপর দুজন শিক্ষার্থী আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম হয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো, পূর্বরাজারকুল গ্রামের শিক্ষক সুমন বড়ুয়া ও প্রয়াত শিখা বড়ুয়ার মেয়ে অবন্তী বড়ুয়া তরী এবং লট উখিয়ারঘোনা এলাকার আবুল হোছন ও ফাতেমা বেগমের ছেলে আমান উল্লাহ। আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলায় পর্যায়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্র শীর্ষক বড়ুয়া উষ্ণ। শীর্ষক বড়ুয়া উষ্ণ রামুর পূর্ব মেরংলোয়া গ্রামের শিক্ষক সুরজিত বড়ুয়া ও লিপি রানী বড়ুয়ার ছেলে। একই প্রতিযোগিতায় সাধারণ নৃত্য খ বিভাগে প্রথম হয়েছে তৃতীয় শ্রেণির ছাত্র তুহিন বড়ুয়া অপু। তুহিন বড়ুয়া অপু রামুর পূর্ব মেরংলোয়া গ্রামের মৃদুল বড়ুয়া ও লাভলী বড়–য়ার ছেলে। প্রতিযোগীতায় বিজয়ী এ দুই শিক্ষার্থী আগামী ২৮ ফেব্র“য়ারি চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। কৃতি এসব শিক্ষার্থীরা তাদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য সহ সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছে।

রামুতে মতবিনিময় সভায় কক্সবাজার জেলা প্রশাসক মোঃ জয়নুল বারী ; সরকার ২০১৩ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করেছে

আল মাহমুদ ভূট্টো. রামু উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জয়নুল বারী বলেছেন, বর্তমান সরকার ২০১৩ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সবার জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করে ১ জানুয়ারী সবার হাতে বই তুলে দিয়ে সরকার যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, শিক্ষক এবং পরিচালনা কমিটির সদস্যদের সমন্বয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়ন করা সম্ভব। গতকাল বৃহষ্পতিবার (২৩ ফেব্র“য়ারি) সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, জেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী, ফজলুল্লাহ মোহাম্মদ হাসান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকের উল্লাহ। মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ,ন,ম আজগর হোছাইন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং রামু উপজেলার ১২৬ টি সরকারী, রেজিষ্ট্রার্ট, কমিউনিটি, বেসরকারী, কিন্ডার গার্টেন, এনজিও ও ব্র্যাক শিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকবৃন্দ শিক্ষার মানোন্নয়নে তাঁদের মতামত পেশ করেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, খুনিয়াপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকের হোসেন। জেলা প্রশাসক মোঃ জয়নুল বারী রামু থানা, ফতেখাঁরকুল ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র ও রামু ভূমি অফিস পরিদর্শন করেছেন। এসময় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) একে নজিবুল ইসলাম, ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন খাঁন, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, ইউপি সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...