শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১২

রামু খিজারী বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতিত্ব


সোয়েব সাঈদ. রামু খিজারী বার্মিজ সরকারী প্রাথমি
ক বিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ এবং অপর দুজন শিক্ষার্থী আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম হয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো, পূর্বরাজারকুল গ্রামের শিক্ষক সুমন বড়ুয়া ও প্রয়াত শিখা বড়ুয়ার মেয়ে অবন্তী বড়ুয়া তরী এবং লট উখিয়ারঘোনা এলাকার আবুল হোছন ও ফাতেমা বেগমের ছেলে আমান উল্লাহ। আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলায় পর্যায়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্র শীর্ষক বড়ুয়া উষ্ণ। শীর্ষক বড়ুয়া উষ্ণ রামুর পূর্ব মেরংলোয়া গ্রামের শিক্ষক সুরজিত বড়ুয়া ও লিপি রানী বড়ুয়ার ছেলে। একই প্রতিযোগিতায় সাধারণ নৃত্য খ বিভাগে প্রথম হয়েছে তৃতীয় শ্রেণির ছাত্র তুহিন বড়ুয়া অপু। তুহিন বড়ুয়া অপু রামুর পূর্ব মেরংলোয়া গ্রামের মৃদুল বড়ুয়া ও লাভলী বড়–য়ার ছেলে। প্রতিযোগীতায় বিজয়ী এ দুই শিক্ষার্থী আগামী ২৮ ফেব্র“য়ারি চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। কৃতি এসব শিক্ষার্থীরা তাদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য সহ সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...