মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২

বিতর্কিত এসআই রুহুল আমিনকে পূনরায় রামু থানায় ফিরিয়ে আনার তোড়জোড় চলছে !

॥ রামু নিউজ রিপোর্ট ॥ 
কক্সবাজারের রামু উপজেলায় বিতর্কিত উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন কর্তৃক সংখ্যালঘু পরিবারের গৃহবধূকে নির্যাতনের আসল ঘটনা ধামাচাপা দিতে উঠে-পড়ে লেগেছে পুলিশ। শুধু তাই নয়, এ ঘটনায় পুলিশ লাইনে প্রত্যাহার হওয়া বিতর্কিত ওই উপ-পরিদর্শক কে পূনরায় রামু থানায় নিয়ে আসার জন্য নানা তালবাহানা চলছে। প্রত্যাহারের পরও প্রতিদিন উপ-পরিদর্শক রুহুল আমিন প্রতি নিয়ত থানা কম্পাউন্ড সহ রামুর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করায় রামুর সচেতন মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে।
উল্লেখ্য গত ১১ র্মাচ দুপুরে চুরির মামলায় অভিযুক্ত রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী গ্রামের রোজেন বড়ুয়াকে ধরার জন্য বাড়িতে যান রামু থানার উপপরিদর্শক রুহুল আমিন। এসময় উপ-পরিদর্শক রুহুল আমিন শয়ন কে ঢুকে তাঁর স্ত্রী বিপু বড়ুয়ার (২৪) কাছে স্বামীর জাতীয় পরিচয় পত্র ও ছবি চান। না দেওয়ায় তাকে নির্মমভাবে পেটান এবং  গলা ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে ওই গৃহবধুর হাত ও পিঠে আঘাত পান। পরদিন (১২ মার্চ) ঘটনার তদন্তে মারধরের সত্যতা পাওয়ায় পুলিশ সুপারের নির্দেশে তাকে কক্সবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু বর্তমানে নানা কৌশলে ওই বিতর্কিত দারোগাকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে রামু থানা পুলিশ।
এ ঘটনায় ক্ষুব্দ এলাকাবাসী জানান, পুলিশ থানার নিয়মিত কিছু দালাল শ্রেণির লোকজনকে ব্যবহার করে এবং এদের স্বাক্ষী বানিয়ে আসল ঘটনা আড়াল করার চেষ্টা চালাচ্ছে। এছাড়া টাকার বিনিময়ে ওই গ্রামের বিভিন্ন নারী-পুরুষকে থানায় নিয়ে পুলিশের পে স্বাী বানাচ্ছে। থানা থেকে লোকজন এসে গাড়িতে করে এসব লোকজন নিয়ে যাওয়া হচ্ছে। স্বাক্ষী দাতাদের মধ্যে বেশীরভাগ ওই পরিবারের সাথে পূর্ববিরোধ আছে এরকম লোক। এমনকি ঘটনার দিন রামুতে ছিলেননা এ রকম লোকজনকেও স্বাী বানানো হয়েছে। এ দিকে গত বুধবার (১৪ মার্চ) গভীররাতে নির্যাতিত গৃহবধূ বিপু বড়ুয়ার বাপের বাড়িতে পুলিশ যাওয়ায় আবারও তাদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।
গতকাল ২০ মার্চ কক্সবাজার ও রামুতে কর্মরত কয়েকজন সংবাদকর্মী বিপু বড়ুয়ার বাড়িতে যান। এসময় বিপু বড়–য়া জানান, বর্তমানে তিনি খবই অসুস্থ। হাতের ও পিঠের ব্যথা কমেনি। টাকার অভাবে যথাযথ চিকিৎসা করাতে পারছেন না। তিনি আরো জানান, স্বামীর চুরির মামলা নিয়ে যা হবার তাই হবে, কিন্তু আমার উপর পুলিশী নির্যাতনের বিচার আমি দেখতে চাই। ‘স্বামীর মারধরে তিনি আহত হয়েছেন’ পুলিশের এমন প্রচারনা প্রসংঙ্গে জানতে চাইলেবিপু বড়ুয়া জানান, এটা সম্পূর্ণ মিথ্যা। রোজের (স্বামী) আমাকে ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের পর থেকে কোন দিন সে আমাকে মারধর করেনি। ওই দিনের পুলিশী নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে এক পর্যায়ে বিপু বড়ুয়া কান্নায় ভেঙ্গে পড়েন।
বিপু বড়ুয়ার শ্বাশুড়ি জানান, পুলিশ ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে। এমনকি পুলিশের নানা হুমকী-ধমকির কারনে হাসপাতালে চিকিৎসা না নিয়েই তাদের ফিরে আসতে হয়েছে। বাড়ির পাশের অনেক লোকজনের সাথে তাদের শক্রুতা রয়েছে। পুলিশ এমন লোকজনদের নিয়ে তাদের বিরুদ্ধে স্বাক্ষী করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, পুলিশ আসল ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করলে আমরাও পিছপা হব না। প্রয়োজনে আইনের আশ্রয় নেব।
রামু উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল বলেন, আসল ঘটনা ধামাচাপা না দিয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। প্রত্যাহার হওয়া উপ-পরিদর্শক রুহুল আমিনকে পূনরায় রামু থানায় নিয়োগ দেওয়া সমীচিন হবে না বলেও তিনি মন্তব্য করেন।
রামু উপজেলা বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টের সাধারণ সম্পাদক অধ্যাপক নীলোৎপল বড়ুয়া জানান, বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি বিষয়টি দেখেন। পরে ওই এলাকার লোকজনের সাথে কথা বলে নির্যাতনের সত্যতা পেয়েছেন। তিনি এটাকে মানবাধিকারের সুষ্পষ্ট লংঘন বলে উল্লেখ করেছেন এবং সংখ্যালঘু পরিবারের গৃহবধূ হওয়ায় পুলিশ এমন নির্যাতনের সাহস পেয়েছে বলে জানান। তিনি এ ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সোনিয়া বড়ুয়া জানান, নির্যাতনের পর দিন তিনি ওই গৃহবধূর বাড়িতে গেলে বিপু বড়ুয়া ও তার পরিবারের সদস্যরা পুলিশের এসআই রুহুল আমিন কর্তৃক নির্যাতনের কথা জানান। তিনি জানান, একজন নির্দোষ মহিলার উপর পুলিশের এমন বর্বরতা মেনে নেয়া যায় না।
রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, পুলিশী নির্যাতনের বিষয়টি জানার জন্য (১৩ মার্চ) তিনি বিপু বড়ুয়ার বাড়িতে যান। ওই সময় তিনি বিপু বড়ুয়া ও  তার পরিবারের সদস্যদের সাথে দেড় ঘন্টা কথা বলেন। এতে পুলিশের এসআই রুহুল আমিন কর্তৃক বিপু বড়ুয়া ও তার পরিবারের অন্যান্য সদস্যদের মারধরের নির্যাতনের বিষয়টি ফুটে উঠে।
প্রসঙ্গত, পুলিশের হাতে নির্মমভাবে মারধরের শিকার নির্যাতিত গৃহবধু বিপু বড়ুয়া গত বুধবার পুলিশ সুপারের সাথে সাাত করে তার উপর পুলিশী নির্যাতনের ঘটনা তুলে ধরেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখান। এ সময় তাঁরা নিরাপত্তার দাবি জানালে পুলিশ সুপার তাদের আশ্বস্থ করেন এবং এদের সামনেই মুঠোফোনে রামু থানার ওসিকে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেন।
ওই পরিবারের অভিযোগ, পুলিশ সুপার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিলেও থানার ওসি একে নজিবুল ইসলাম বুধবার (১৪ মার্চ) রাত বারটার দিকে বিপু বড়ুয়ার বাপের বাড়ি গিয়ে তাঁর পরিবারের কাছে মারধরের ঘটনা সাজানো বলে দাবি করেন। এত রাতে বাড়িতে পুলিশ যাওয়ার তাদের মধ্যেও ভীতির সৃষ্টি হয়।
তাঁরা আরও জানান, ওই পরিবারের গৃহকর্তা একজন রিক্সা চালক। বয়সের ভারে প্রতিদিন রিকসাও চালাতে পারেন না। ফলে অনাহারে অর্ধাহারে তাদের দিন যাচ্ছে। ঘটনার পর থেকে নির্যাতিত গৃহবধূ বিপু বড়ুয়া তাঁর ছয় বছরের শিশু সন্তান নিয়ে অনাহারে মানবেতর জীবন যাপন করছেন। এমনকি টাকার অভাবে উপযুক্ত চিকিৎসা সেবা নিতে পারছেন না।

চিত্রনায়িকা শাবানা এখন পরিপূর্ণ ইসলামের অনুসারী

॥ রামু নিউজ ডেস্ক ॥  
চলচ্চিত্র ছেড়ে দেবার পর ইসলামের পরিপূর্ণ অনুসারী হয়ে উঠেছেন চিত্রনায়িকা শাবানা। ঢাকাই ছবির চিরন্তন বাঙালি বধূ, কখনো ভাবী আবার কখনো মমতাময়ী মা বললেই যে মুখটি মনের পর্দায় ভেসে ওঠে তিনি শাবানা ছাড়া আর কেউ নয়। বড় পর্দার সেই শাবানার সঙ্গে এখন বাস্তবের শাবানার কোনোই মিল নেই। ফুলহাতা কামিজ ও হিজাব পর্দার শাবানাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে।

কক্সবাজার শহরের ফুটপাত দখল মুক্ত, মাদক ব্যবসা ও পঁচা-বাশি বিক্রয় বন্ধে ভ্রামমান আদালত শুরু : ৭ মাদক ব্যবসায়ীকে সাঁজা ও জরিমানা : কয়েকটি দোকান উচ্ছেদ

॥ মহসীন শেখ, কক্সবাজার ॥
কক্সবাজার শহরে অভিযান চালিয়ে শীর্ষ ৭ মাদক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় আধা কেজি গাঁজা উদ্ধারসহ আটকের পর ২জনকে পৃথক ১মাস সাঁজা ও ৫ জনের কাছ থেকে জমিমানা আদায় করা হয়েছে। জন সাধারণের চলাচলের জন্য থাকা ফুটপাত দখল মুক্ত ও পঁচা-বাশি খাবার বিক্রয়ের দায়ে ৩টি খাবার বিক্রয় প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় ও কয়েকটি দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসন মাদকদ্রব্য অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন।

বাংলাদেশ ও মিয়ানমার এর মধ্যকার সীমান্ত জরিপের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হওয়ার পথে

॥ বিশেষ প্রতিবেদক, কক্সবাজার ॥ 
বাংলাদেশ ও মিয়ানমার এর মধ্যকার সীমান্ত জরিপের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হওয়ার পথে রয়েছে। উভয় দেশের প্রতিরা মন্ত্রণালয়ের যৌথ সার্ভেটিম গত বছরের নভেম্বর থেকে স্থল সীমানা চিহ্নিত করণ পিলার স্থাপনের কাজ শুরু করে। কাজটি চলতি মাসের শেষ তারিখ পর্যন্ত চলবে। তবে ইতিমধ্যে দু’দেশের প্রথম পর্যায়ের ১২টি সীমান্ত

বিজিবির হাতে সামরিক কর্মকর্তা আটকের ঘটনায় সীমান্ত জুড়ে মিয়ানমারের সেনাবাহিনীর তৎপরতা

॥ রামু নিউজ রিপোর্ট ॥   
গত ১৮ মার্চ রবিবার বিকালে মিয়ানমার সীমান্তের তুমব্র বাজার এলাকা থেকে আটক হওয়া মিয়ানমারের নাগরিকের পরিচয় বিজিবি নিশ্চিত করেছে। মঙ্গলবার সকাল ১০টায় মরিচ্যা বিজিবি ক্যাম্পে চট্টগ্রামস্থ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)র সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। মিয়ানমার সেনাবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা বিজিবির

কক্সবাজার থেকে অপহৃত শিশু সরাইলে উদ্ধার

॥ রামু নিউজ ডেস্ক ॥  
কক্সবাজার থেকে অপহৃত শিশু সামছুল ইসলাম মানিক-(৫) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উদ্ধার হয়েছে। সে এখন সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের হেফাজতে রয়েছে। অপহৃত শিশু মানিক জানায়, গত রবিবার কক্সবাজার থেকে তাকে অজ্ঞান করে

একুশে টেলিভিশনের চেয়ারম্যানসহ ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সমন জারি

॥ রামু নিউজ ডেস্ক ॥  
একুশে টেলিভিশন লিমিটেড,এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আয়কর রিটার্ন দাখিল না করার অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করার প্রেক্ষিতে আদালত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সমন জারি করেছেন। যাদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে

উখিয়া-টেকনাফে আইন শৃঙ্খলা জিমিয়ে পড়ায় চোরাচালান অব্যহত রয়েছে

॥ মহসীন শেখ, কক্সবাজার ॥  
কক্সবাজারের উখিয়া-টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত ও চোরাই পথ দিয়ে চোরা চালান অব্যহত থাকায় আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়ার আশংকা রয়েছে। বিশেষ করে মতাসীন দলের ছত্রছায়ায় এসব চোরা চালানিরা নির্ভিগ্নে নিরাপদে এ কাজ অব্যাহত রাখায় ছাত্র ও যুবসমাজ ধ্বংসের অতল তলে ডুবে যাচ্ছে। এতে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কার্যক্রম  জিমিয়ে পড়ায়

স্বাধীনতা দিবস উপলক্ষে রামু বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

॥ আহমদ ছৈয়দ ফরমান ॥
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রামু উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা উপজেলা বিএনপির কার্যালয়ে ২০ মার্চ মঙ্গলবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী এমএ’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহনূর উদ্দিন বাবুর পরিচালনায় অনুষ্ঠানে

কক্সবাজার যুবলীগের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হবে

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥ 
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখা ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে দ যুব সমাজ গঠনের ল্েয দিন ব্যাপী রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। এতে প্রত্যেক উপজেলা ও পৌর শাখার

প্রশাসনের নিরবতায় যত্রতত্র গজিয়ে উঠছে শুটকীর দোকান : পর্যটন শহরে শুটকীর দূর্গন্ধে বিব্রত পর্যটক

॥এম. সেলিম ॥  
পর্যটন নগরী কক্সবাজার শহর ও হোটেল মোটল জোনের বিভিন্ন স্পট, বিপনী বিতান ও মার্কেটগুলোতে যত্রতত্র গজিয়ে উঠছে শুটকীর দোকান। ফলে শুটকীর তীব্র দূর্গন্ধে বিষিয়ে উঠেছে আশেপাশের পরিবেশ। শুটকীর এ অসহনীয় দূর্গন্ধে স্থানীয় লোকজন সহ কক্সবাজার বেড়াতে আসা দেশ-বিদেশের পর্যটকরা অতিষ্ট

রামুতে খাল থেকে বালু উত্তোলন : তিনটি শ্যালো পাম্প জব্ধ করেছে ভ্রাম্যমান আদালত

॥ রামু নিউজ রিপোর্ট ॥   
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকার বিভিন্ন খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে তিনটি শ্যালো পাম্প জব্ধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ওই শ্যালো পাম্প জব্ধ করেন উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট, ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল হক। জব্ধ কৃত মালামালের মুল্য আনুমানিক

রামুতে প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতি ॥ নগদ টাকাসহ চার লাখ টাকার মালামাল লুট

॥ রামু নিউজ রিপোর্ট ॥
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর ফতেখাঁরকুল গ্রামের এক প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল নগদ টাকা,স্বর্ণালংকার,মোবাইল ফোন সেটসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করেছে। গত সোমবার (১৯ মার্চ) রাতে ডাকাতির ঘটনা ঘটে।  খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল

অপরিকল্পিত নির্মাণ : চালু করা যায়নি বড়গর্জই খালে নির্মিত স্লুইস গেইট ॥ রামুর গর্জনীয়ায় পানির জন্য দেড় হাজার কৃষকের হাহাকার

॥ খালেদ শহীদ ॥   
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বড়গর্জই খালে স্লুইচ গেইটটি তিন বছরেও চালু করা যায়নি। সঠিক পরিকল্পনায় নির্মিত না হওয়ায়, স্লুইচগেটটি কৃষকদের কোন সুফল বয়ে আনতে পারছে না। বোরো চাষাবাদ আরম্ভ হয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে পানির জন্য হাহাকার শুরু হয়েছে। উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকার প্রায় ১০০০ একর কৃষি জমির চাষাবাদের পানির চাহিদা মেটাতে

বাংলা চলচিত্রের জনপ্রিয় খলনায়ক ইলিয়াছ কোবরা রামুতে

॥ ওবাইদুল হক নোমান ॥
বাংলা চলচিত্রের জনপ্রিয় খলনায়ক ইলিয়াছ কোবরা ১৯মার্চ রাত সাড়ে ৮টায় রামুর ফার্নিচার দোকান পরিদর্শন করেছেন। তিনি পছন্দের কাঠের তৈরী ফার্নিচার ক্রয় করার উদ্দেশ্যে রামু চৌমুহনীর বিভিন্ন ফার্নিচারের দোকান ঘুরে ঘুরে দেখেন। এসময় প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে এক নজর দেখতে শত শত ভক্ত ভীড় জমায়। অনেক ঘুরাঘুরির পর অবশেষে

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান : গ্রেফতার-৮

॥ এম ছালামত উল্লাহ, মহেশখালী  ॥ 
মহেশখালী থানা পুলিশ গত ১৯ মার্চ দনি ব্যাপী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামী সহ ৮ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গতকাল ১৯ মার্চ মহেশখালী থানার অফিসার ইনর্চাজ রনজিত কুমার নেতৃত্বে কালারমারছড়ার

অবশেষে ভেঙ্গে ফেলা হচ্ছে রামুর সুপ্রাচীন উত্তর মিঠাছড়ি বন বিহার

॥ প্রজ্ঞানন্দ ভিক্ষু ॥   
রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নস্থ উত্তর মিঠাছড়ি গ্রামের সুপ্রাচীন বন বিহার অবশেষে ভেঙ্গে ফেলা হচ্ছে। বিহারাধ্যক্ষ ভদন্ত সারমিত্র মহাথের বলেন, কাঠনির্মিত বিহারটি অতি জরাজীর্ণ হওয়ায় বিহারটি ঢাকার এক স্ক্রাপ ব্যবসায়ীকে বিক্রি করা হয়েছে। ক্রেতারা গত ১৮ মার্চ বিহার ভাঙ্গার কাজ শুরু করেছেন।

মহেশখালীর মাতার বাড়ীতে বিচারের সময় জমা রাখা স্বর্ণ না দেওয়ার পায়তারা: জন মনে ক্ষোভ

॥ এম ছালামত উল্লাহ, মহেশখালী ॥  
মহেশখালী উপজেলার মাতার বাড়ীতে বিচারের সময় জমা রাখা স্বর্ণ না দেওয়ার পায়তারা করছে,হংস মিয়াজিপাড়া এলাকার মৃত ফরিদুল আলমের পুএ মোজাম্মেল হক।জানাযায় বিগত দুই বছর আগে মগড়েইল এলাকার নুরুল হকের মেয়ে হাদিসা

মহান ২৬ শে মার্চ উদ্যাপন উপলক্ষে মহেশখালী আওয়ামীলীগের প্রস্তুতি সভা

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥   
মহান ২৬ মার্চ সাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মহেশখালী উপজেলা আওয়ামীলীগের প্রস্তিুতি সভা গত ১৯ মার্চ বিকাল ৩ টায়  দলীয় কার্যলয়ে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল হক

ঈদগাঁও ইউনিয়নের জয় লাভ : মাঠ কাঁপালেন বিদেশী ও জাতীয় দলের খেলোয়াড়রা

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ॥   
ঈদগাঁওতে এই প্রথম বিদেশী ও জাতীয় দলের ফুটবলারের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট । ১৯ মার্চ বিকেল সাড়ে ৪টায় ঈদগাঁও ইউনিয়ন ফুটবল খেলোয়াড় সমিতির হয়ে

রামুতে সড়ক দূর্ঘটনায় আহত ২

॥ রামু নিউজ রিপোর্ট ॥ 
রামুতে সড়ক দূর্ঘটনায় ২ জন আহত হয়েছে। গতকাল সোমবার (১৯ মার্চ) সকাল ১০ টায় জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান ষ্টেশনের পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টেক্সী ও পিকআপ (মিনিট্রাক)

ঈদগাঁওতে ৭ গ্রামবাসীর ব্যতিক্রমধর্মী সভা

॥ ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার ॥
কক্সবাজারের ঈদগাঁওতে অনুষ্ঠিত হলো ৭ গ্রামবাসীর ব্যতিক্রমধর্মী ঐক্যবদ্ধ সভা। ১৮ মার্চ রাত ৯টায় মেহেরঘোনা হাজী নূর-এ কমিউনিটি সেন্টার মিলনায়তনে সভার কার্যক্রম শুরু হয়। স্থানীয় সরকারী  কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক ও বন অফিসের অনিয়ম ও দূর্নীতি বন্ধ করা, সামাজিক বাল্য বিয়ে রোধ, ইভটিজিং বন্ধ করা,

অপারেটিং সিস্টেমটি অ্যানোনিমাসের তৈরি নয়!

॥ রামু নিউজ ডেস্ক ॥
সম্প্রতি অ্যানোনিমাস হ্যাকার গ্রুপের তৈরি করা দাবি করে একটি অপারেটিং সিস্টেম ছড়িয়ে দেয়া হয়েছে যা ইতোমধ্যেই ২৬ হাজারেরও বেশি মানুষ ডাউনলোড করেছেন। তবে গ্রুপটি জানিয়েছে, তারা এই অপারেটিং সিস্টেম তৈরিই করেনি। খবর বিবিসির। সূত্র জানিয়েছে, ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের

কক্সবাজার বেতারের সহ অনুবাদিকার পিতার মৃত্যুতে শোক

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ॥   
আঞ্চলিক বার্তা সংস্থা,বাংলাদেশ বেতার, কক্সবাজারের সংবাদ সাপোর্ট শিল্পী হুরে জান্নাতের পিতা মোহাম্মদ হাসান আর নেই। ১৯ মার্চ ভোর সোয়া ৬ টায় তিনি শহরের নিউ সার্কিট হাউস রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন।

গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৫ মার্চ

॥ রামু নিউজ ডেস্ক ॥  
গোলম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৫ মার্চ পুনর্র্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  ট্রাইব্যুনালের ৩ বিচারপতির মধ্যে ১ জন অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল নতুন এই তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনাল তার মৌখিক আদেশে বলেন, ১ জন বিচারপতি অনুপস্থিত থাকায়

বাইশারীতে বসত বাড়িতে দূস্কৃতিকারীদের হামলা: আহত ৩

॥ জহির উদ্দিন খন্দকার, ঈদগড় ॥  
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী আলীক্ষ্যং তোতকখালী গ্রামে একটি বসত বাড়িতে দূস্কৃতিকারীদের হামলায় তিন জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

দুর্ঘটনা রোধে প্রচার চালাবে গণমাধ্যমকর্মীরা

॥ রামু নিউজ ডেস্ক ॥  
 সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর জনসচেতনতা সৃষ্টি করতে আগামী ১ এপ্রিল থেকে এক বছর রাজধানীতে প্রচার চালাবে গণমাধ্যমকর্মীরা।

গাড়িচালক, পথচারী ও আরোহীদের মধ্যে সচেতনতামূলক প্রচারের এ উদ্যোগ যৌথভাবে নিয়েছে পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি’র ও বেসরকারি টেলিভিশন এটিএন নিউজ।
সোমবার বিকালে রাজধানীর দ্যা ভিঞ্চি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এটিএন নিউজের বার্তাপ্রধান

রামুর সাংস্কৃতিক কর্মী আব্দু রহিমের পিতৃবিয়োগে প্রগতি শিল্পী গোষ্ঠীর শোক

॥প্রেস বিজ্ঞপ্তি॥ 
রামুর সাংস্কৃতিক কর্মী ও সংগঠক তরুণ সমাজ সেবক মুন্সি আব্দুর রহিমের পিতা মৃত্যু বরণ করেছেন। তার পিতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন প্রগতি শিল্পী গোষ্ঠীর পরিচালক মাষ্টার পরিতোষ চক্রবর্তী বাবুল,

টেকনাফে পৈত্রিক ভিটে দখলে বাঁধা দেয়ায় কিশোরকে কুপিয়েছে সন্ত্রাসীরা

॥ মহসীন শেখ, কক্সবাজার ॥  
 টেকনাফের বাহারছড়ায় একমাত্র পৈত্রিক সম্ভল ভিটে অবৈধভাবে দখল করে দোকান
নির্মাণে বাঁধা দেয়ায় হেলাল উদ্দিন(১৫) নামের কিশোরকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা । আহত কিশোরকে গুরুতরাবস্থায় কক্সবাজার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কিশোর ইউনিয়নের শিলখালীর

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...