মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২

ঈদগাঁওতে ৭ গ্রামবাসীর ব্যতিক্রমধর্মী সভা

॥ ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার ॥
কক্সবাজারের ঈদগাঁওতে অনুষ্ঠিত হলো ৭ গ্রামবাসীর ব্যতিক্রমধর্মী ঐক্যবদ্ধ সভা। ১৮ মার্চ রাত ৯টায় মেহেরঘোনা হাজী নূর-এ কমিউনিটি সেন্টার মিলনায়তনে সভার কার্যক্রম শুরু হয়। স্থানীয় সরকারী  কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক ও বন অফিসের অনিয়ম ও দূর্নীতি বন্ধ করা, সামাজিক বাল্য বিয়ে রোধ, ইভটিজিং বন্ধ করা,
যুব সমাজকে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখা এবং সুশিক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় তরুণ সমাজ উন্নয়ন সংঘটনের ব্যানারে এক অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও ৪নং ওয়ার্ড মেম্বার সেলিম উল্লাহ সিরাজী। বক্তব্য রাখেন দক্ষিণ মেরেঘোনার মাহবুব আলম মাহাবু ও শাহাদাতা হোসেন, লালশরিয়া পাড়ার গুরা মিয়া, চাঁন্দেরঘোনার লামার পাড়ার জসিম উদ্দিন লাদেন ও উপরের পাড়ার মিজানুর রহমান,মেহেরঘোনা কলেজ পল্লী ছৈয়দ নুর ও জিল্লুর রহমান জিল্লু,মধ্যম মেহেরঘোনার নুরুল ইসলাম ড্রাইভার প্রমুখ। অনুষ্ঠানে ঈদগাঁও কলেজ পল্লী, মেহেরঘোনা পূর্বপাড়া, মধ্যম মেহেরঘোনা, দক্ষিণ মেহেরঘোনা, চাঁন্দেরঘোনা কোনাপাড়া, চাঁন্দেরঘোনা লামার পাড়া, চাঁন্দেরঘোনা তিন গইজ্যা পাড়া, সাতঘরিয়াপাড়া এবং লালশরিয়াপাড়া বিভিন্ন শ্রেণী ও বয়সের সচেতন লোকজন অংশ নেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...