মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২

রামুতে খাল থেকে বালু উত্তোলন : তিনটি শ্যালো পাম্প জব্ধ করেছে ভ্রাম্যমান আদালত

॥ রামু নিউজ রিপোর্ট ॥   
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকার বিভিন্ন খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে তিনটি শ্যালো পাম্প জব্ধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ওই শ্যালো পাম্প জব্ধ করেন উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট, ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল হক। জব্ধ কৃত মালামালের মুল্য আনুমানিক
৫ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে।
    জানা গেছে, উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকার একটি প্রভাবশালী মহল দীর্ঘ দিন ধরে ভাড়ায় লোক দিয়ে ধোয়াপালং খাল, ধেছুয়াপালং খাল, আত্তারছড়া খালসহ বিভিন্ন স্থানের খাল ও ছড়া থেকে অবৈধ ভাবে শ্যালো পাম্প দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে খালের পাড়, পাহাড়সহ কৃষি জমি ভেঙ্গে খালের পানিতে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ কৃষক ও এলাকাবাসি অভিযোগ দিলে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট, ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল হক। ভ্রাম্যমান আদালতের অভিযানে ধোয়াপালং খাল, মধ্যম ধেছুয়াপালং খাল ও আত্তারছড়া খাল থেকে বালু উত্তোলন কালে আরো তিনটি শ্যালো পাম্প জব্ধ করা হয়। অভিযানের খবর পেয়ে  বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো পাম্প পরিচালনাকারীসহ শ্রমিকরা পালিয়ে যায়। খুনিয়াপালয়ের একটি সংঘবদ্ধ চক্রসহ ইজারাদারা অবৈধ বালু উত্তোলনে জড়িত বলে জানা গেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন, রামু থানার এ এস আই মোহাম্মদ মশিউর রহমান, রামু ভূমি অফিসের কানুনগো সুচিত্ত চাকমা, সার্ভেয়ার মোহাম্মদ সেলিম , খুনিয়াপালং উইনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সলিম উলাহ।
     উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট, ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল হক জানান, খুনিয়াপালং এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে কৃষি জমিসহ গ্রামীণ সড়ক, পাহাড় ও খালের পাড় ভেঙ্গে যাচ্ছে। এতে পরিবেশের ব্যাপক তি হচ্ছে। আগামি বর্ষা মৌসুমে আরো ব্যাপক তির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের সময় তিনটি শ্যালো পাম্প জব্ধ করা হয়েছে।


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...