শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

রামু লম্বরীপাড়া যুব উন্নয়ন সমিতির নির্বাচন সম্পন্ন

॥ মুহাম্মদ আবুল মঞ্জুর ॥
রামু উপজেলার সমাজসেবা মূলক সংগঠন লম্বরীপাড়া যুব উন্নয়ন সমিতির কার্যকরী পরিষদের বার্ষিক নির্বাচন রীতিমত নির্বাচনী আমেজ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্টু ও

চৌফলদণ্ডীতে শিশু হত্যার ঘটনায় সন্দেহভাজন ২ সহোদর আটক


মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ।
কক্সবাজার সদরের চৌফলদণ্ডী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার হয়েছে। ১৬ মার্চ ভোরে আত্মীয় স্বজনের সহযোগিতায় ঈদগাঁও পুলিশ লাশটি উদ্ধার করে। এ সংক্রান্ত ঘটনায় সন্দেহ জনক ২জন আটক হয়েছে। তবে কি কারণে শিশুটিকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তার কোন কু এখনো উদ্ধার হয়নি। প্রাপ্ত তথ্যে প্রকাশ, চৌফলদণ্ডী ঘোনার পাড়ার দিন মজুর

রামু বুদ্ধিস্ট ফেডারেশনের সাবেক সভাপতি কীর্তনিয়া মনিন্দ্র লাল বড়ুয়া দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ॥ রোগমুক্তি কামনা

॥ অর্পণ বড়ুয়া ॥
রামু উপজেলা বুদ্ধিস্ট ফেডারেশনের সাবেক সভাপতি পূর্ব রাজারকুলের বিশিষ্ট্য বুদ্ধ কীর্তনিয়া মনিন্দ্র লাল বড়ুয়া দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে সহ্যাশায়ী অবস্থায় রয়েছেন। গত ১৬ মার্চ শুক্রবার বিকাল ৫ টায় রামু উপজেলা বুদ্ধিস্ট

রামুর সাংস্কৃতিক কর্মী মুন্সী আবদুর রহিমের পিতার ইন্তেকাল ॥ শোক প্রকাশ


॥ রামু নিউজ রিপোর্ট ॥ 
রামুর তরুন সংগঠক ও সাংস্কৃতিক কর্মী মুন্সি আবদুর রহিমের পিতা পূর্ব দ্বীপ ফতেখাঁরকুল গ্রামের সমাজসেবক হাজ্বী ছিদ্দিক আহমদ (৬৫) গত শুক্রবার (১৬ মার্চ) ভোর ৬ টায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আগের দিন হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। হাজ্বী ছিদ্দিক আহমদ ওই এলাকার মৃত হাসমত আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রেখে যান।

সদস্য পদ রাখতে চলতি অধিবেশনেই যোগ দিতে হবে বিএনপিকে

 ॥ রামু নিউজ ডেস্ক ॥  সংসদ সদস্যপদ টিকিয়ে রাখতে হলে চলতি দ্বাদশ অধিবেশনেই সংসদে আসতে হচ্ছে প্রধান বিরোধী দল বিএনপিকে।
অধিবেশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হওয়ায় দীর্ঘদিন ধরে সংসদের বাইরে থাকা বিএনপির সংসদ সদস্যরা পদ হারানোর হুমকির মুখে পড়তে যাচ্ছেন।
এ অবস্থায় আগামী রোববার বা সোমবার বিএনপি অধিবেশনে যোগ দিতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রামুতে ইয়াবাসহ পাচারকারী আটক


॥ আল মাহমুদ ভূট্টো ॥
কক্সবাজারের রামুতে একশ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। জানা গেছে, গত ১৫ মার্চ  (বৃহস্পতিবার) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের রামু সার্কেলের সহকারী উপ-পরিদর্শক মুখলেছুর রহমানের নেতৃত্বে টেকনাফ-কক্সবাজার সড়কের রামুর দক্ষিন মিঠাছড়ি চাইল্যাতলী এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এসময়

শচিনের শততম সেঞ্চুরি

 ॥ রামু নিউজ ডেস্ক ॥ 
অবশেষে স্বপ্ন পূরণ হলো শচিন টেন্ডুলকারের। একবছরের বেশি সময় অপেক্ষার পর ক্রিকেটদেবী ফিরে তাকালেন লিটল মাস্টারের দিকে। পূরণ হলো তার স্বপ্ন শতক। ৪৬১তম ওয়ানডেতে এসে করলেন ১০০তম শতক। ওয়ানডেতে ৪৯তম।
 
সময়ের ব্যবধানে একটা সেঞ্চুরি থেকে আরেকটা সেঞ্চুরি করতে সবচেয়ে

ঈদগাঁওতে দফায় দফায় লোডশেডিং: এইচএসসি পরীক্ষার্থীরা বিপাকে

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ॥   
চৈত্রের গরম পড়তে না পড়তেই শুরু হয়েছে বৃহত্তর ঈদগাঁওতে দফায় দফায় লোডশেডিং। সেই সাথে গ্রাহক বেশি দাম দিয়েও নিয়মিত বিদ্যুৎ পাচ্ছেনা। বর্তমানে ঈদগাঁওতে দৈনিক ৪/৫বার লোডশেডিং হচ্ছে। এ কারণে ঈদগাঁওর সেচ ব্যবস্থা ও ইসলামপুর শিল্প কারখানার উৎপাদন চরম ভাবে ব্যাহত হচ্ছে। আর ব্যাঘাত হচ্ছে স্কুল-কলেজ-মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রী বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায়। এই নিয়ে ক্ষোব্ধ হয়ে উঠেছে বৃহত্তর ঈদগাঁও প্রায় ২০হাজার বিদ্যুৎ গ্রাহক। এ পরিস্থিতি চলতে থাকলে বিক্ষোব্ধ জনতা যে কোন মুহুর্তে মিছিল, অফিস ঘেরাও ও সড়ক অবরোধের মত কঠোর কর্মসূচী পালন করারও হুমকি দেন। এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে যে, চৌফলদণ্ডী পোকখালীতে প্রতিদিন প্রায় ৪/৬ঘন্টা বিদ্যুতের লোডশেডিং চলছে। শিল্প এলাকা ইসলামপুরে ও অনরূপ ভাবে চলছে লোডশেডিংয়ের তেলেসমাতি। গত ৩বছরে বিদ্যুতের দাম দফায় দফায় বাড়লেও কমেনি লোডশেডিংয়ের মাত্রা। এরপরও চলছে দাম বাড়ানোর প্রস্তুতি। কিন্তু লোডশেডিং অভিশাপ থেকে মুক্তি মেলেনি বৃহত্তর ঈদগাঁওর পোকখালী,ইসলামপুর,চৌফলদণ্ডী,জালালাবাদ,ইসলামাবাদ ও ঈদগড়ের প্রায় অর্ধলক্ষাধিক গ্রাহক। ঈদগাঁও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ঈদগাঁও সাবগ্রীডটি উৎপাদনে মেঘাওয়াট বৃদ্ধি করা হয়েছে। শীঘ্রীই এর নিরসন হবে।

কক্সবাজার ফুটবল এসোসিয়েশন নির্বাচন স্থগিত

॥ রামু নিউজ রিপোর্ট ॥  
১৮ মার্চ অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন নির্বাচন/২০১২ কক্সবাজার সিনিয়র সহকারী জজ আদালতের ভারপ্রাপ্ত জজ মিসেস শারমিন জাহান স্থগিত ঘোষণা করেছেন। উক্ত নির্বাচন বাতিলের আবেদন করেন- উখিয়ার কোটবাজার খেলোয়াড়

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন॥ আ’লীগের দু’দিনের কর্মসূচি

॥ রামু নিউজ ডেস্ক ॥  
শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী। এবারো দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হবে। প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতির জনকের জন্মদিন দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ ও পালনের প্রস্তুতি নিয়েছে।
শানিবার সকাল ৬টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী দলের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধিদল শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। এরপর সেখানে মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হবে।
এছাড়াও টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশ, আলোচনা সভা, গ্রন্থমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
টুঙ্গিপাড়ার কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শিল্প ও বাণিজ্য সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য শেখ হারুন অর রশিদ, বেগম মন্নুজান সুফিয়ান, বিপুল ঘোষ, ড. শিরীন শারমীন চৌধুরী প্রমুখ উপস্থিত থাকবেন।
১৮ মার্চ রোববার বিকাল সাড়ে ৩টায় আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

দু’মুঠো অন্নের জন্য.........


আমাদের প্রত্যেকের মা-বাবা ছোটবেলা থেকে নিজ সন্তানদের অনেক প্রত্যাশা নিয়ে মানুষের মতো মানুষ করে বড় করে তোলে। তাঁদের প্রত্যাশা থাকে সন্তান বড় হলে দুঃখ কষ্ট লাঘব হবে এবং শেষ বয়সে তাদের ভরন পোষন দেবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় অনেক সন্তান

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...