শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

চৌফলদণ্ডীতে শিশু হত্যার ঘটনায় সন্দেহভাজন ২ সহোদর আটক


মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ।
কক্সবাজার সদরের চৌফলদণ্ডী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার হয়েছে। ১৬ মার্চ ভোরে আত্মীয় স্বজনের সহযোগিতায় ঈদগাঁও পুলিশ লাশটি উদ্ধার করে। এ সংক্রান্ত ঘটনায় সন্দেহ জনক ২জন আটক হয়েছে। তবে কি কারণে শিশুটিকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তার কোন কু এখনো উদ্ধার হয়নি। প্রাপ্ত তথ্যে প্রকাশ, চৌফলদণ্ডী ঘোনার পাড়ার দিন মজুর
ফরিদুল আলমের শিশু পুত্র আরিফ উল্লাহ লালু (৩) ১৫ মার্চ বিকেল সাড়ে ৩টা থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে ও না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। এক পর্যায়ে পরদিন (শুক্রবার) ভোরে শিশুর ছোট চাচী তাহেরা বেগম দণি পাড়া কবরস্থান সংলগ্ন ধান ক্ষেতে লাশটি দেখে সনাক্ত করে। পরে অন্যান্য আত্মীয় স্বজনের সহযোগিতায় নিহত শিশুকে বাড়ীতে নিয়ে আসে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করে। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ কবির হোসেন নিহতের বাড়ীতে গিয়ে তার সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। পুলিশ কর্মকর্তা জানান, নিহত শিশুটির ডান ছোয়ালে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা ধারণা করছেন বসত ভিটের পূর্ব শত্র“তা বসত নির্মম কায়দায় পাঁকা রাস্তায় ছেসিয়ে শিশুটিকে হত্যা করে পার্শ্ববর্তী ধান ক্ষেতে ফেলে দেয়া হয়েছে। এ সংক্রান্ত ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে নিহতের প্রতিবেশী ২ সহোদরকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে মুজিবুর রহমান স্বপনের পুত্র রফিকুল ইসলাম (৩০) ও আল আমিন (২৮)। সংঘটিত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...