সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১২

কক্সবাজারের তানিম আর্ন্তজাতিক কম্পিউটার সম্মেলনে অতিথি বক্তা


প্রেস বিজ্ঞপ্তি কক্সবাজারের সন্তান তরুন কম্পিউটার প্রকৌশলী মোহিব্বুল মোক্তাদীর তানিম আগামী ১ মার্চ ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্সে অতিথি বক্তা হিসেবে ওয়াইম্যাক্স ও ওয়াইফাই নেটওয়ার্কের উপর টিউটোরিয়াল বক্তব্য উপস্থাপন করবেন। ইন্ডিয়া আএসপি এসোসিয়েশন আয়োজিত এ সম্মেলনে বিশ্বের দক্ষ কম্পিউটার প্রকৌশলীবৃন্দ তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন। কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা মোহিব্বুল মোক্তাদীর তানিম এর আগে ২০১১ সালে শ্রীলংকার রাজধানী কলম্বোতে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেশন গ্রুপ সম্মেলনেও টিউটোরিয়াল বক্তব্য উপস্থাপন করেন। একই বছর তিনি ভুটানে অনুষ্ঠিত কনফারেন্সে ফেলোশীপ অর্জন করেন। তিনি বর্তমানে তারবিহীন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কিউবিতে কর্মরত আছেন এবং এর আগে ওয়ারিদ টেলিকম ও অগ্নি সিষ্টেম-এ কর্মরত ছিলেন। দেশের সম্ভাবনাময় তথ্য প্রযুক্তিবিদ মোহিব্বুল মোক্তাদীর তানিম রামু উপজেলার অবিভক্ত জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী ও শাহেদা ইয়াছমিন এর প্রথম সন্তান। ভবিষ্যতে তানিম তারবিহীন প্রযুক্তি নিয়ে উচ্চতর কাজ করার সংকল্প ব্যক্ত করেছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...