রবিবার, ১১ মার্চ, ২০১২

আগুনে পুড়ে মারা গেলো সাংবাদিকের স্ত্রী

 ॥রামু নিউজ ডেস্ক॥   আগুনে পুড়ে মারা গেছে দৈনিক সমকালের মংলা প্রতিনিধি মনিরুল হায়দার ইকবালের স্ত্রী খাদিজা হায়দার তিনী (৩১)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাত চারটার দিকে তিনি মারা যান। জানা যায়, সাংবাদিক মনিরুল হায়দার ইকবাল মংলা পৌরসভার মিয়াপাড়া এলাকায় বসবাস করেন। শনিবার সকাল সোয়া দশটার দিকে তার স্ত্রী খাদিজা হায়দার তিনী বাড়িতে রান্না করছিলেন। এ সময় সাংবাদিক ইকবাল বাড়ির পাশের পুকুর ঘাটে ছিলেন। হঠাৎ করে চুলা থেকে তিনীর পরনের কাপড়ে

ইসলামপুরে লবণ ব্যবসায়ী গুলিবিদ্ধ ॥ ২ লাখ টাকা ছিনতাই

॥রামু নিউজ রিপোর্ট॥  ইসলামপুরে সন্ত্রাসীদের হাতে এক লবণ ব্যবসায়ী গুলিবিদ্ধ ও বোট চালক আহত হয়েছেন। ১১ মার্চ রাত সাড়ে ৮ টায় সেনায়ত আলী ও সারদা ঘোনার মধ্যবর্তী রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় লবণ ব্যবসায়ীর ২ লাখ টাকা লুট হয়েছে বলে দাবী করা হয়ছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, রোববার রাতে পোকখালী নাই্যংদিয়ার মৃত আবু তাহের মেম্বারের পুত্র লবণ ব্যবসায়ী ফরিদুল আলম প্রকাশ বাবুল চেরাং (৪৫) এবং একই ইউনিয়নের পশ্চিম পোকখালী মালমুরা পাড়ার লবণ বোট চালক হেলাল উদ্দিন (৩৫) মটর সাইকেল যোগে ইসলামপুর বাজার থেকে পোকখালী আসছিলেন। তাদের গাড়িটি ইসলামপুরের সেনায়ত আলী ও সারদা ঘোনার মধ্যবর্তী রাস্তায় পৌঁছুলে ৪ জন সশস্ত্র যুবক অস্ত্রের মুখে তাদের গাড়িটি থামায়। এ সময় বোট চালক হেলালকে টেনে হেঁচড়ে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে উক্ত সন্ত্রাসীরা। পরে অস্ত্র দিয়ে লবণ ব্যবসায়ী ফরিদকে পায়ে গুলি করে তার কাছে লবণ বিক্রির ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে ভূক্তভোগীরা দাবী করেছেন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাদেরকে ঈদগাঁওর একটি হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে বাবুল চেরাংকে তাৎনিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরো জানা যায়, উক্ত সন্ত্রাসীরা এ ঘটনার একটু আগে একই স্থানে মটর সাইকেল আরোহী আরো ২ জনকে এলোপাতাড়ি মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেয়। সংঘটিত ঘটনায় রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন অভিযোগ দেয়া হয়নি।

স্বাধীনতা পুরস্কার ২০১২’র জন্য দশ বিশিষ্ট ব্যক্তি মনোনীত

॥রামু নিউজ ডেস্ক॥   জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার ১০ বিশিষ্ট ব্যক্তিকে ২০১২ সনের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গ হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে তথাকথিত আগরতলা ষডযন্ত্র মামলায় দু’নম্বর আসামি এবং ২৬ মার্চ ১৯৭১ তারিখে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন (মরণোত্তর); বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের প্রারম্ভে সিরাজগঞ্জে প্রতিরোধ যুদ্ধের সংগঠক এবং ১৯ মে ১৯৭১ তারিখে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত সিরাজগঞ্জের তদানীন্তন মহকুমা প্রশাসক শহীদ আবুল কালাম শামসুদ্দিন (মরণোত্তর); ছাত্রী অবস্থায় মুক্তিযুদ্ধের শুরু থেকেই চাঁদপুরে মুক্তিবাহিনীর চিকিৎসকের দায়িত্ব পালনকারী এবং নির্যাতিত মহিলাদের সেবা প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী; ‘জন্ম আমার ধন্য হল মা গো’-এর মতো বহু গণজাগরণমূলক গানের গীতিকার এবং ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর কাছ থেকে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তাবহনকারী বীর মুক্তিযোদ্ধা নয়ীম গহর; চিকিৎসাবিদ্যা ক্ষেত্রে বিশিষ্ট চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, শিক্ষাক্ষেত্রে শিক্ষাবিদ, সংস্কৃতিসেবী ও খ্যাতনামা নজরুল গবেষক অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাহিত্যক্ষেত্রে বিশিষ্ট সাহিত্যিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আবুল ফজল (মরণোত্তর); গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে দেশের অগ্রণী কৃষিবিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা, সাংবাদিকতার ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ এবং দীর্ঘকাল দৈনিক সংবাদ-এর সম্পাদকের দায়িত্ব পালনকারী মরহুম বজলুর রহমান (মরণোত্তর) এবং বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট পদার্থবিদ ড. কামরুল হায়দার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ বেলা ১১টায় ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১২ সনের স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন। রোববার সরকারের এক তথ্য বিবরণীতে এ বিষয়ে জানানো হয়।

বান্দরবানে পাগলের কান্ড ॥ কুপিয়ে ২জনকে হত্যা: জনতা কর্তৃক পাগলকে হত্যা

॥রামু নিউজ ডেস্ক॥   বান্দরবানের বাঘমারা এলাকায় রোববার ভোরে নুনুমনি তঞ্চঙ্গ্যা (১৭) নামের এক মানসিক রোগী (পাগল) ধারালো দা দিয়ে তার প্রতিবেশী মহিন্দ্র চাকমা (৯০)কে অতর্কিতে কোপালে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া তাকে বাধা দিতে এলে সে তার নিজ মা কাজল রেখা তঞ্চঙ্গ্যা (৩৮) ও অপর প্রতিবেশি চিবতী তঞ্চঙ্গ্যাকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় জনতাও ওই পাগলকে ধরে দা দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত দুইজনকে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করার পর গুরুত জখম চিবতী তঞ্চঙ্গ্যাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের

সভাপতি-ছৈয়দ আলম সওদাগর: রামু খিজারী উচ্চ বিদ্যালয়ের বিশেষ ম্যানেজিং কমিটির অনুমোদন

॥প্রেস বিজ্ঞপ্তি॥
রামু উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিশেষ ম্যানেজিং কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়। রামু কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষানুরাগী ছৈয়দ আলম সওদাগরকে সভাপতি করে সাত সদস্য বিশিষ্ট বিশেষ এ ম্যানেজিং কমিটির অনুমোদন দেয়া হয়। গত ২৯/২/১২ তারিখে চট্রগ্রাম শিক্ষাবোর্ডের

রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সভা আজ

॥ মোহাম্মদ ইয়াছিন ॥ 
রামুর প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সভা আজ ১১মার্চ (সোমবার) মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে তাশরীফ্ পেশ করবেন বাংলাদেশ ইসলামী ব্যাংক ফেডারেশনের চেয়ারম্যান আল্লামা মুফতী আবদুর রহমান, চট্টগ্রাম আল জামেয়া আল ইসলামিয়া, পটিয়ার মুহতামিম

রামু জোয়ারিয়ানালা চা-বাগানে তাফসীরুল কুরআন মাহফিলে আল্লামা কামরুল ইসলাম.... ইসলামের নির্দেশিত পথে সামগ্রিক জীবন পরিচালনা করতে হবে

॥মো: জামাল হোসেন॥
রামু জোয়ারিয়ানা চা বাগান ইসলামী সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত ১৫ তম তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে। গত ১০ মার্চ, শনিবার চা-বাগান ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে ঢাকার আ্ল্লামা কামরুল ইসলাম সায়ীদ আনসারী বলেন, আল্লাহর হুকুম এবং রাসূল (স:) এর নির্দেশিত পথ অনুসরনের মধ্যেই মানবজাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিহিত। তাই ঈমান আক্বীদার

এগারো শর্তে মহাসমাবেশের অনুমতি

॥রামু নিউজ ডেস্ক॥  এগারো শর্তে বিএনপিকে মহাসমাবেশ আয়োজনের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

ডিএমপির এ শর্তযুক্ত অনুমোদনপত্র রোববার সন্ধ্যায় বিএনপির হাতে এসে পৌঁছেছে। এরপর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ নির্মাণও শুরু করেছে বিএনপি। 

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দফতর) হাবিবুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের ১১ শর্ত হলো-

১. ফকিরাপুল ক্রোসিং থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে।

২. সভার জন্য নির্ধারিত এলাকার বাইরে মাইক ব্যবহার করা যাবে না।

৩. ফকিরাপুল থেকে নাইটিংগেল এলাকার বাইরে প্রজেকশন স্থাপন করা যাবে না।

৪. সভার স্থান ব্যবহারের জন্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমোদন নিতে হবে।

৫. মূল সড়কে মঞ্চ নির্মাণ করা যাবে না।

৬. রাজনৈতিক বক্তব্য ব্যতীত অন্য কোনো কাজে মঞ্চ ব্যবহার করা যাবে না।

৭. সভা শুরুর ২ ঘণ্টা আগে সভাস্থলে লোকজন সমবেত হতে পারবে।

৮. বিকেল সাড়ে ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে।

৯. অনুমোদিত সময়ের আগে ও পরে কোথাও সমবেত হওয়া যাবে না এবং সভার জন্য নির্ধারিত এলাকার বাইরে যান ও জন চলাচলে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

১০. সভা চলাকালে আইনশৃঙ্খলা পরিপন্থি ও জনস্বার্থবিরোধী কার্যকলাপ করা যাবে না।

১১. জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই ওই অনুমতির আদেশ বাতিল করার ক্ষমতা রাখে। 

ডিএমপির আইনশৃংখলা বাহিনীর সমন্বয় সভায় রোববার বিকেলে এসব শর্ত চূড়ান্ত করা হয়। 

এর আগে রোববার সকালে মহাসমাবেশের আনুষ্ঠানিক অনুমতি পেতে ডিএমপি কমিশনারের কাছে যান বিরোধীদলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নিলোফার চৌধুরী মনি ও শাম্মী আক্তার।

কিন্তু তখন তাদের ফিরিয়ে দিয়ে বলা হয়, দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভায় সিদ্ধান্তের পর বিএনপিকে অনুমতির বিষয়ে জানানো হবে।
অবশেষে বিকেলে ১১ শর্তে বিএনপিকে মহাসমাবেশের অনুমতি দেয় বিএনপি। এ চিঠি বিএনপির হাতে এসে পৌঁছায় সন্ধ্যায়।

রামুর কিশোর এহেছান উল্লাহ ২ মাস ধরে নিখোঁজ



॥প্রেস বিজ্ঞপ্তি॥ 
রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের পূর্ব মোহাম্মদপুরা এলাকার এহেছান উল্লাহ (১৪) দীর্ঘ ২ মাস ধরে নিখোঁজ রয়েছে। সে পূর্ব মোহাম্মদপুরা হাবিব আহমদের পুত্র। কাজের উদ্দেশ্যে বাহির হয়ে সে আর বাড়িতে ফিরেনি।

রামুতে সাঁপের কামড়ে মারা গেছে তিনটি গরু

॥সোয়েব সাঈদ॥ 
রামুতে সাঁপের কামড়ে তিনটি গরু মারা গেছে। রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালুর দোকার খেদারঘোনা  এলাকায় মঙ্গলবার এ ঘটনা ঘটে। গরুগুলোর মালিক স্থানীয় ছৈয়দ আহমদ। তিনি জানান, ভোরে তিনি গোয়াল ঘরে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান। পরে এসব গরুর ক্ষত স্থান থেকে কালো রক্ত দেখে সাঁপের কামড়ে মৃত্যু হয়েছে বলে ধারনা করেন। স্থানীয় ইউপি সদস্য মোঃ আলমগীর জানান, সাঁপের কামড়ে গরু তিনটির মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে খাবারের বিষ ক্রিয়াও মৃত্যুর কারন হতে পারে। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম খোকন জানান, সাঁপের কামড়েই গরুগুলোর মৃত্যু হয়েছে । পরে মৃত গরু তিনটি মাটিতে পূঁতে ফেলা হয়। গরুর মালিক জানান, এ তিনটি গরু ছিলো তার উপার্জনের একমাত্র সম্বল। এখন তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।

কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ২হাজার ৬’শ পিস ইয়াবাসহ আটক-৩

মহসীন শেখ, কক্সবাজার ॥
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২হাজার ৬’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে হাতেনাতে আটক করেছে। শুক্রবার রাত ও শনিবার দুপুরে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টন সিরাজুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালানো হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঈদগাহ বাজারের হানিফ বাস কাউন্টারের সামনে থেকে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ ব্যবসায়ীকে হাতেনাতে আটক হয়েছে। ধৃত ইয়াবা ব্যবসায়ী টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠা পানিরছড়া এলাকার আব্দুর রহমানের পূত্র মুরশেদুর রহমান। জিজ্ঞাসাবাদে ধৃত ইয়াবা ব্যবাসায়ী মুরশেদ সাংবাদিকদের জানায়, সে টেকনাফ থেকে চট্টগ্রামের হাটহাজারীর জনৈক মোঃ হোসেন নামের ব্যক্তিকে বিক্রয়ের জন্য ইয়াবা ট্যাবলেট গুলো নিয়ে যাবারকালে র‌্যাবের হাতে ধরা পড়েছে।

এদিকে শুক্রবার রাতে শহরের বড় বাজার মসজিদ রোড়স্থ সমবায় সুপার মার্কেটের ২য় তলা থেকে ইয়াবা বিক্রয়কারে ৬’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ ব্যবসায়ীকে আটক করা হয়। ধৃত ব্যবসায়ীরা হচ্ছে, টেকনাফ উপজেলা দেলপাড়া এলাকার মৃত আব্দুল শুক্কুরের পূত্র মোঃ রিয়াজ উদ্দিন ও একই উপজেলার মোঃ আলীর পূত্র মোঃ রফিকুল ইসলাম।

ঈদগাঁওতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

॥রামু নিউজ রিপোর্ট॥  কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার হয়েছে। ১০ মার্চ রাতে স্থানীয় লোকজন মাছুয়াখালী উত্তর পাড়া থেকে এ লাশ উদ্ধার করেন। প্রাপ্ত তথ্যে প্রকাশ,ঈদগাঁও মাছুয়াখালী উত্তর পাড়ার মোহাম্মদ বেলালের তৃতীয় পুত্র মোহাম্মদ আলভী (দেড় বছর) ১০ মার্চ শনিবার বিকেল থেকে নিখোঁজ হয়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটির ছোট চাচা বসত ভিটার নলকূপ সংলগ্ন গর্ত থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তার মৃত্যুতে সংশ্লিষ্ট পরিবারে শোকের মাতম সৃষ্টি হয়। পরে স্থানীয় ভাবে তাকে দাফন করা হয়।

টেকনাফে আনসার ব্যাটালিয়নের সেমিনার


মহসীন শেখ, কক্সবাজার,
টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরে আইন-শৃঙ্খলা রায় নিয়োজিত ৩৪ আনসার ব্যাটালিয়নকে ‘কক্সবাজারের পিচ কিপিং ও পর্যটন ব্যাটালিয়ানে উন্নীত করার প্রস্তাবনার’ উপর রবিবার এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে আলোচকবৃন্দ রোহিঙ্গা অধ্যুষিত এবং পর্যটন সমৃদ্ধ কক্সবাজারের শান্তি রা ও পর্যটন সেবাকে উন্নত করতে ৩৪ আনসার ব্যাটালিয়ানকে কক্সবাজার পিস কিপিং ও পর্যটন ব্যাটালিয়ানে উন্নীত করার জন্য গুরুত্ব আরোপ করেন। এ ব্যাপারে  যথাযথ পদপে গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপরে সুদৃষ্টি কামনা করেন।
জানা যায়, রবিবার সকাল ৯টায় নয়াপাড়া শরণার্থী শিবিরের আনসার ব্যারাকে এ উপলে এক সেমিনারের আয়োজন করা হয়। ৩৪ আনসার ব্যাটালিয়ানের রামগঞ্জ-লীপুর  শাখার পিসি মোঃ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সদর-লীপুরের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন। আলোচনায় অংশ গ্রহণ করেন এপিসি নজরুল ইসলাম, সদস্য-বদরুল আমিন, আবুল কালাম, কামরুজ্জামান, পরিমল কান্তি, সাংবাদিক হুমায়ুন রশিদ প্রমুখ। 

সমাবেশের আগের রাতে রাজপথে বিজিবি

॥রামু নিউজ ডেস্ক॥  
বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের রাস্তায় নামানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মো. মনিরুল ইসলাম বলেন, “পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা রোববার রাত থেকে কাজ করছেন।”

তবে কত জন বিজিবি সদস্য নামছেন

আমি কোনো পলিটিক্সে নেই: সরকারি বাড়ি ফেরত দিয়ে শেখ রেহানা

॥রামু নিউজ ডেস্ক॥  সরকারের দেওয়া বাড়িটি আবার সরকারকেই ফেরত দিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ধানমণ্ডি এলাকার ওই বাড়িটি হস্তান্তর করেন তিনি। 

বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই বাড়িটি ফেরত দেওয়ার দলিলে সই করেন শেখ রেহানা।

২০০১ সালে ধানমন্ডি আবাসিক এলাকার বাড়ি নং- ২১ (নতুন), সড়ক নং-৬ (৪১/এ পুরাতন) ঠিকানায় এক বিঘার এই পরিত্যক্ত বাড়িটি প্রতীকী ম‍ূল্যে শেখ রেহানাকে দেওয়া হয়।

এরই মধ্যে ধানমন্ডি থানা হিসেবে ব্যবহার করা হচ্ছে বাড়িটি।  

হস্তান্তরের সময় শেখ রেহানা বলেন, ‘আমি বঙ্গবন্ধুর কন্যা, এমন বাড়ি আমার কোনো প্রয়োজনে আসছে না। তাই এটি ফেরত দিলাম।’ 

আবেগ জড়িত কণ্ঠে তিনি বলেন, ‘যখন একা ছিলাম তখন কেউ ছিলো না। লেখাপড়াও শেষ করতে পারিনি। এখন এমন বাড়ি আমার প্রয়োজন নেই।’ 

তিনি বলেন, ‘আমি কোনো পলিটিক্সে (রাজনীতি) নেই। এই নিয়ে আবার কেস (মামলা) খেতে হতে পারে। এর মধ্যে আমি নেই।’ 

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বাড়িটি হস্তান্তরের মধ্য দিয়ে আমরা ভারমুক্ত হলাম।’ 

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান, পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার, গণপূর্ত সচিবসহ সরকারের ও দলের সংশ্লিষ্টরা বাড়িটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন। 

আইজিপি বলেন, জমিটি আমরা ফেরত দিতে চেয়েছিলাম কিন্ত শেখ রেহানা তা নিতে চাননি। অনেক আগেই ফেরত দিয়ে দিয়েছেন। এখন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হলো।’ 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল নিউজকে এসব কথা জানান। 

উল্লেখ্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতাবিরোধী চক্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করে। তখন বিদেশে অবস্থান করায় বঙ্গবন্ধুর দুই কন্যা প্রাণে বেঁচে যান। মা-বাবা-ভাই-আত্মীয়-স্বজন সব হারিয়ে শেখ রেহানা তখন এতিম। এতটুকু আশ্রয়ও ছিল না।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তৎকালীন সরকারের মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকার ২০০১ সালের ১১ জুলাই ধানমন্ডি আবাসিক এলাকার এক বিঘার একটি পরিত্যক্ত বাড়ি (বাড়ি নং ৪১/এ (পুরাতন) ২১ (নতুন), সড়ক নং-৬) প্রতীকী মূল্যে জাতির পিতার কন্যা হিসেবে শেখ রেহানার নিকট বিক্রয় দলিল সম্পাদন, রেজিস্ট্রেশন ও নামজারি করা হয়।

শেখ রেহানার কোনো বাড়িঘর না থাকায় সরকার তাঁকে এই বাড়িটি দেয়ার সিদ্ধান্ত নেয়।

জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার স্ত্রী খালেদা জিয়া ও সন্তানদের সরকার ১৯৮১ সালে যেভাবে গুলশানে ৩২ কাঠার পরিত্যক্ত একটি বাড়ি ১০১ টাকায় বিক্রি করেছিল। খালেদা জিয়ার গুলশানের বাড়িটির মতই একইভাবে সরকার এই বাড়িটি শেখ রেহানাকে দিয়েছিলো। 

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর তৎকালীন সরকার বিনা নোটিশে ২০০২ সালের জানুয়ারি মাসে শেখ রেহানার বাড়িটি দখল করে। বাড়িটিতে কর্মরত  ৯ জন ব্যক্তিকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

এর পর শেখ রেহানার মনোনীত প্রতিনিধি বেগম মঞ্জিলা ফারুক বাড়িটি হস্তান্তরের জন্য হাইকোর্টে রিট আবেদন করেন। রিট মামলা থাকা সত্ত্বেও সরকার ২০০৩ সালের ২৭ মার্চ বাড়িটি ডিএমপিকে বরাদ্দ দিয়ে দখল বুঝিয়ে দেয়।

সরকার ২০০৫ সালের ২৭ জুন শেখ রেহানাকে দেয়া এই বাড়িটিতে ধানমন্ডি থানার কার্যালয়ে স্থাপন করে। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেদিন এই থানা ভবন উদ্বোধন করেন।

পরদিন ২৮ জুন তথ্য অধিদফতর সূত্রে প্রকাশিত খবরে জানানো হয় ‘ধানমন্ডি থানা ধানমন্ডি ৬নং রোডে একটি ভাড়া বাড়িতে স্থানান্তর করা হয়েছে।’ 

এরপর তৎকালীন সরকার ৫ সেপ্টেম্বর শেখ রেহানার নামে বরাদ্দকৃত বাড়ী (যা পরবর্তীতে ধানমন্ডি থানা) সেখান থেকে এক কাঠা জমি প্রতিবেশী তৎকালীন বিচারপতি কে এম হাসানকে বরাদ্দ দেয়।

পরবর্তীতে শেখ রেহানা হাইকোর্টের রিট মামলা প্রত্যাহার করে বাড়িটি সরকারকে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এই বাড়িতে স্থাপিত থানার পুলিশ জনগণের নিরাপত্তায় নিয়োজিত। জনগণের সেবার জন্য তিনি বাড়িটি সরকারের ফিরিয়ে দিলেন বলে শেখ রেহানা ঘনিষ্ঠজনদের জানিয়েছেন।

ফলোআপ:চকরিয়ায় শিশু হত্যার অভিযোগে সৎ মা আটক

॥রামু নিউজ রিপোর্ট॥ চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর উত্তর পাড়া এলাকায় ঔষুধ এর মাধ্যমে বিষ মিশিয়ে শিশু আবদুল জায়েদকে হত্যার অভিযোগে সৎ মা রোজিনা বেগমকে  পুলিশ গ্রেফতার করেছে । 
পুলিশও এলাকাবাসী  সুত্রে জানা গেছে, সুরাজপুর উত্তর পাড়া এলাকার বাসিন্দা এমইউপি শামশুল আলমের দ্বিতীয় স্ত্রীর শিশু পুত্র আবদুল জায়েদকে গত ৭ মার্চ ভিটামিন বি কমপ্লেক্স সিরাপের সাথে বিষ জাতীয় কিছু মিশিয়ে খাওয়ায় প্রথম স্ত্রী সৎ মা রোজিনা বেগম। তাৎক্ষনিক শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।পরদিন ৮মার্চ সকাল ৯টার দিকে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। 
সুত্র মতে,(৯ মার্চ) শুক্রবার ভিটামিন সিরাপের সাথে বিষ মিশিয়ে  খাওয়ানোর বিষয়ে শিশুর মা ফরমুজা বেগমের সন্দেহ হওয়ায় তিনি থানায় গিয়ে স্থানীয় চেয়ারম্যান আজিমুল হক আজিমও এডভোকেট বাচ্চুর উপস্থিতিতে বিষয়টি চকরিয়া থানার ওসি(তদন্ত) আনোয়ারের কাছে অলিখিত অভিযোগ প্রদান করেন। পরে শিশু জায়েদের মা ফরমুজা বেগম বাদী হয়ে সৎ মা রোজিনা বেগমকে আসামী করে চকরিয়া থানায় একটি হত্যা মামলা ১১(৩)১২ দায়ের করেন।এস আই মোঃ ইয়াসিনের নেতৃত্বে  অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানিকপুর উত্তর পাড়া এলাকার বসত বাড়ী থেকে রোজিনা বেগমকে গ্রেফতার করে। এস আই মোঃ ইয়াসিন জানান, শনিবার(১০ মার্চ) সকালে আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে সাঈদ সভাপতি-বাহাদুর সম্পাদক নির্বাচিত

॥রামু নিউজ রিপোর্ট॥  বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের ২২তম দ্বি-বার্ষিক নির্বাচন ১০ মার্চ বিকাল ৪ঘটিকায় প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত নির্বাচনে নুরুল আলম সাঈদ (দৈনিক সমকাল ,সুপ্রভাত বাংলাদেশ,ইনানী) বিনা  প্রতিদ্বন্ধীতায় সভাপতি, মাহামুদুল হক বাহাদুর (দৈনিক সংগ্রাম ,কক্সবাজার বানী) ৫ ভোট পেয়ে সাধারন সম্পাদক ও তৈয়ব উল্লাহ (দৈনিক ভোরের ডাক ,দৈনিক সৈকত) ৫ ভোট পেয়ে অর্থ সম্পাদক  নির্বাচিত হয়েছে । উক্ত নির্বাচনে উপজেলা প্রশাসন হতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান ফিজান । তাকে নির্বাচন পরিচালনায় সহযোগীতা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসের নুরুল হুদা । নির্বাচিত কমিটির কাছে রাজনৈতিক মুক্ত একটি নিরপেক্ষ প্রেসক্লাব কামনা করেছেন,উক্ত নির্বাচনের আহবায়ক শামীম ইকবাল চৌধুরী ও যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম আমিন । নির্বাচনের পূর্বে দুপুর ১ঘটিকায় নাইক্ষ্যংছড়িস্থ জেলা পরিষদ ডাক বাংলোতে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয় । উক্ত প্রীতিভোজে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে সকল সাংবাদিক বৃন্দ ও প্রিজাইডিং অফিসার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান ফিজান । নির্বাচন অফিসের নুরুল হুদাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । 

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...