রবিবার, ১১ মার্চ, ২০১২

আগুনে পুড়ে মারা গেলো সাংবাদিকের স্ত্রী

 ॥রামু নিউজ ডেস্ক॥   আগুনে পুড়ে মারা গেছে দৈনিক সমকালের মংলা প্রতিনিধি মনিরুল হায়দার ইকবালের স্ত্রী খাদিজা হায়দার তিনী (৩১)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাত চারটার দিকে তিনি মারা যান। জানা যায়, সাংবাদিক মনিরুল হায়দার ইকবাল মংলা পৌরসভার মিয়াপাড়া এলাকায় বসবাস করেন। শনিবার সকাল সোয়া দশটার দিকে তার স্ত্রী খাদিজা হায়দার তিনী বাড়িতে রান্না করছিলেন। এ সময় সাংবাদিক ইকবাল বাড়ির পাশের পুকুর ঘাটে ছিলেন। হঠাৎ করে চুলা থেকে তিনীর পরনের কাপড়ে আগুন ধরে গেলে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে সাংবাদিক ইকবাল ও প্রতিবেশীরা দৌড়ে গিয়ে পানি ঢেলে এবং কাথা কাপড় জড়িয়ে আগুন নিভিয়ে ফেলেন। সাংবাদিক ইকবাল জানান, এরপর দ্রুত অ্যাম্বুলেন্সযোগে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সযোগে তাকে নিয়ে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাত ৪টার দিকে খাদিজা হায়দার তিনী মারা যান। রবিবার আসরের নামাজের পর ঢাকার মিরপুরের লাল কুঠি বড় মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে মরদেহ মিরপুর কবরস্থানে দাফন করা হয়। তিনীর বাবার বাড়ি ঢাকায়। সাংবাদিক ইকবালের একমাত্র মেয়ে উম্মে আয়শা ইতু (৯) মংলা সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। মায়ের মৃত্যুর শোকে কাতর হয়ে পড়েছে শিশু ইতু।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...