রবিবার, ১১ মার্চ, ২০১২

এগারো শর্তে মহাসমাবেশের অনুমতি

॥রামু নিউজ ডেস্ক॥  এগারো শর্তে বিএনপিকে মহাসমাবেশ আয়োজনের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

ডিএমপির এ শর্তযুক্ত অনুমোদনপত্র রোববার সন্ধ্যায় বিএনপির হাতে এসে পৌঁছেছে। এরপর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ নির্মাণও শুরু করেছে বিএনপি। 

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দফতর) হাবিবুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের ১১ শর্ত হলো-

১. ফকিরাপুল ক্রোসিং থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে।

২. সভার জন্য নির্ধারিত এলাকার বাইরে মাইক ব্যবহার করা যাবে না।

৩. ফকিরাপুল থেকে নাইটিংগেল এলাকার বাইরে প্রজেকশন স্থাপন করা যাবে না।

৪. সভার স্থান ব্যবহারের জন্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমোদন নিতে হবে।

৫. মূল সড়কে মঞ্চ নির্মাণ করা যাবে না।

৬. রাজনৈতিক বক্তব্য ব্যতীত অন্য কোনো কাজে মঞ্চ ব্যবহার করা যাবে না।

৭. সভা শুরুর ২ ঘণ্টা আগে সভাস্থলে লোকজন সমবেত হতে পারবে।

৮. বিকেল সাড়ে ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে।

৯. অনুমোদিত সময়ের আগে ও পরে কোথাও সমবেত হওয়া যাবে না এবং সভার জন্য নির্ধারিত এলাকার বাইরে যান ও জন চলাচলে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

১০. সভা চলাকালে আইনশৃঙ্খলা পরিপন্থি ও জনস্বার্থবিরোধী কার্যকলাপ করা যাবে না।

১১. জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই ওই অনুমতির আদেশ বাতিল করার ক্ষমতা রাখে। 

ডিএমপির আইনশৃংখলা বাহিনীর সমন্বয় সভায় রোববার বিকেলে এসব শর্ত চূড়ান্ত করা হয়। 

এর আগে রোববার সকালে মহাসমাবেশের আনুষ্ঠানিক অনুমতি পেতে ডিএমপি কমিশনারের কাছে যান বিরোধীদলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নিলোফার চৌধুরী মনি ও শাম্মী আক্তার।

কিন্তু তখন তাদের ফিরিয়ে দিয়ে বলা হয়, দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভায় সিদ্ধান্তের পর বিএনপিকে অনুমতির বিষয়ে জানানো হবে।
অবশেষে বিকেলে ১১ শর্তে বিএনপিকে মহাসমাবেশের অনুমতি দেয় বিএনপি। এ চিঠি বিএনপির হাতে এসে পৌঁছায় সন্ধ্যায়।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...