রবিবার, ১১ মার্চ, ২০১২

রামু জোয়ারিয়ানালা চা-বাগানে তাফসীরুল কুরআন মাহফিলে আল্লামা কামরুল ইসলাম.... ইসলামের নির্দেশিত পথে সামগ্রিক জীবন পরিচালনা করতে হবে

॥মো: জামাল হোসেন॥
রামু জোয়ারিয়ানা চা বাগান ইসলামী সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত ১৫ তম তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে। গত ১০ মার্চ, শনিবার চা-বাগান ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে ঢাকার আ্ল্লামা কামরুল ইসলাম সায়ীদ আনসারী বলেন, আল্লাহর হুকুম এবং রাসূল (স:) এর নির্দেশিত পথ অনুসরনের মধ্যেই মানবজাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিহিত। তাই ঈমান আক্বীদার
উপর অটল থেকে ইসলামের নির্দেশিত পথে ব্যক্তি,পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা প্রত্যেক মুমিন মুসলমানদের ঈমানী কর্তব্য। কক্সবাজার সাউথ ইষ্ট ইউনিভার্সিটির অধ্যাপক আলহাজ্ব মুজিবুর রহমান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাহফিলে তাশরীফ পেশ করেন চট্টগ্রামে মাওলানা মোহাম্মদ আবু জাফর, কক্সবাজার খুরুশকুল তৈতয়া তাফহিমুল কোরআন মাদ্রাাসার আরবী প্রভাষক মাওলানা জয়নাল আবেদিন, রাবার বাগান কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। উক্ত মাহফিলে আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন, মাহমুদুল আমিন,রেজাউল করিম শিমু, মোহাম্মদ আলম, সাইফুল ইসলাম, মোহাম্মদ কামাল, আবদুল মতলব। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম  বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...