রবিবার, ১১ মার্চ, ২০১২

সমাবেশের আগের রাতে রাজপথে বিজিবি

॥রামু নিউজ ডেস্ক॥  
বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের রাস্তায় নামানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মো. মনিরুল ইসলাম বলেন, “পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা রোববার রাত থেকে কাজ করছেন।”

তবে কত জন বিজিবি সদস্য নামছেন
তা তিনি বলেননি।

‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজধানীতে সোমবার মহাসমাবেশ করছে বিএনপি; যাতে সারা দেশ থেকে দলটির নেতা-কর্মীদের যোগ দেওয়া কথা। এ কর্মসূচির দিন এবং আগের দিন ঢাকার সঙ্গে দেশের বাস যোগাযোগ বন্ধ রয়েছে।

পরিবহন সংশ্লিষ্টরা এ জন্য সরকার ও সরকারি দল সংশ্লিষ্টদের ‘নির্দেশ’ থাকার কথা বললেও সরকার তা অস্বীকার করেছে।

বিএনপির এই সমাবেশ থেকে নাশকতার আশঙ্কা প্রকাশ করে আসছেন সরকারি দলের নেতারা।

রোববার রাত ১২টার পর বিজিবির দুইটি গাড়িকে হোটেল সোনারগাঁর সামনের রাস্তায় অবস্থান নিতে দেখেন এক সাংবাদিক।

বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহের তিন বছর পর ঢাকায় আবার এই আধাসামরিক বাহিনীর সদস্যদের নামানো হলো।

এর আগে বিভিন্ন অভিযানে এই বাহিনীর সদস্যদের সহায়তা নেওয়া হতো। তখন এই বাহিনীর নাম ছিল বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পরের মাসেই ২০০৯ সালের ২৫ ফেব্র“য়ারি বাহিনীতে একটি বিদ্রোহের ঘটনার পর থেকেই এর সদস্যদের অভ্যন্তরীণ কোন অভিযানে সম্পৃক্ত করা হয়নি।

বিএনপির এই সমাবেশকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা শহর থেকেও বিপুল পুলিশ সদস্যকে ঢাকায় আনা হয়েছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...