সোমবার, ১৯ মার্চ, ২০১২

চাকমারকুলে অজান্তা বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্থর স্থাপন

॥ আহমদ ছৈয়দ ফরমান ॥
রামুর উপজেলার চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী বড়ুয়া পাড়ায় অজান্তা বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্থর স্থাপিত হয়েছে। এ উপলক্ষে ১৯ মার্চ সোমবার বিকাল ৩ টায় স্থানীয় বড়ুয়া পাড়ায় এক সদ্ধর্ম সভার আয়োজন করা হয়। বিহারের প্রতিষ্ঠাতা সুদুর ভারত থেকে আগত ধর্মরত্ন মহাথেরোর সভাপতিত্বে জ্যোতিআর্য্য ভিক্ষুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে

রামুতে এবার ব্যবসায়ীর ৩টি গরু চুরি

॥ মোঃ জামাল হোসেন ॥ 
কক্সবাজারের রামুতে এবার এক ব্যবসায়ীর ৩টি গরু চুরি হয়েছে। উপজেলা ও ইউপি চেয়ারম্যানের ৭ টি গরু চুরির ঘটনার কোন কু উদঘাটন না হতেই সংঘবদ্ধ চোরের দল এবার ব্যবসায়ীর গরু চুরি করেছে। একের পর এক গরু চুরির ঘটনায় উপজেলার খামারীদের মাঝে আতংক বিরাজ করছে।
জানা গেছে, গত ১৮ মার্চ রাতে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল গেইট এলাকার মুদি ব্যবসায়ী ছকির আহমদ সওদাগরের ৩ টি অষ্ট্রেলিয়ান প্রজাতির গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। যার আনুমানিক মূল্য দুই ল টাকা হবে বলে জানান ওই ব্যবসায়ী।

রামু মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের পুরষ্কার বিতরন অনুষ্ঠানে চেয়ারম্যান কাজল ॥ শেখ হাসিনার সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তোলে দিয়েছেন

॥ এম আব্দুল্লাহ আল মামুন ॥  
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মৈষকুম ওসমান সরওয়ার  প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ মার্চ (সোমবার) বিকালে ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তোলে দিয়েছেন। ২০১৩ সালের মধ্যে

রামু রাজারকুল আশরাফিয়া মুঈনুল ইসলাম মাদরাসার বার্ষিক সভায় মুফতি আব্দুল হালিম বোখারী ॥ সুন্নাতের অনুসরণের মাধ্যমেই অভাব-অনটন থেকে মুক্তি পাওয়া সম্ভব

॥ মুহাম্মদ আবুল মঞ্জুর ॥ 
রামু উপজেলার পশ্চিম রাজারকুলে মাওলানা মুহাম্মদ শফি (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত আশরাফিয়া মুঈনুল ইসলাম মাদরাসা ও এতিমখানার বার্ষিক সভা ১৮ মার্চ, রবিবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক ও কওমী মাদরাসা শিা বোর্ড (ইত্তেহাদুল মাদারিস) এর মহাসচিব আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী। বিশেষ বক্তা ছিলেন

জনপ্রিয় অভিনয় শিল্পী তৌকির-বিপাশার বিরুদ্ধে মামলা

॥ রামু নিউজ ডেস্ক ॥ 
 অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে অভিনেতা দম্পতি তৌকির আহমেদ ও বিপাশা হায়াতের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা হয়েছে।
তৌকিরের বোন তানজিন হায়দার সোমবার সকালে আদালতে এ অভিযোগ দায়ের করেন। বাদীর পক্ষে আদালতে

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নির্দিষ্ট রঙের পোশাক বাধ্যতামূলক হচ্ছে

॥ রামু নিউজ ডেস্ক ॥  
 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নির্দিষ্ট রঙের পোশাক বাধ্যতামূলক হচ্ছে। এক্ষেত্রে পুরুষদের জন্য পছন্দের তালিকায় রয়েছে সাদা শার্টের সঙ্গে কালো অথবা নেভি-ব্লু রঙের প্যান্ট। তবে জুতার ক্ষেত্রে স্বাধীনতা পাবেন তারা।
রোববার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন এ তথ্য জানিয়ে বলেন,
শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা চূড়ান্ত করবে

রামুতে ৩ টি সহ কক্সবাজারে ১৭টি নতুন প্রাথমিক বিদ্যালয় হচ্ছে

॥ রামু নিউজ রিপোর্ট ॥  
সারা দেশে নতুনভাবে ১৫’শ সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার সাতটি উপজেলায় ১৭টি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হচ্ছে। । অনুমোদনতব্য এসব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহনও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে

প্রসঙ্গ ; পুলিশ কর্তৃক রামুর গৃহবধূ নির্যাতন ও একটি সংবাদপত্রের প্রতিবেদন

॥ প্রজ্ঞানন্দ ভিক্ষু ॥ 
রামুতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কর্তৃক এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের সংবাদ দেশের শীর্ষস্থানীয় জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় সংবাদপত্র এবং অনলাইন সংবাদ মাধ্যমে ছবিসহ গুরুত্বের সাথে ছাপানো হয়েছে। এসব সংবাদ মাধ্যমে পুলিশ কর্তৃক সংখ্যালঘু পরিবারের গৃহবধূকে নির্যাতনের অবর্ণনীয় চিত্র ফুটে উঠেছে। সংবাদটি প্রকাশের পর পুলিশের ভূমিকা নিয়ে জনমনেও ক্ষোভের সঞ্চার হয়েছে। বলা যায় ‘টক অব দ্যা ডিস্ট্রিকট’।
আর ঘটনার পাত্র-পাত্রী যখন খোদ জনগনের

থানায় দুই পুলিশের বিয়ে !


॥ রামু নিউজ ডেস্ক ॥ 
অবশেষে থানার দুই কনস্টবেলরে প্রেমের সফল পরিনতি হলো। এরা হলনে থানার মহিলা কনস্টবেল জান্নাতুল ফরেদৌস ও কম্পিউটার অপারটের কনস্টবেল হুমায়ুন। থানা সূত্রে জানা যায়, পাবনা জেলার ঈশ্বরদী থানায় এ দু’জন যোগদানরে পর থেকেই তাদরে মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এ নিয়ে থানা

শাপলাপুরে পারিবারীক কলহের জের ধরে এক সন্তানের জননীর আত্মহত্যা

॥ মহেশখালী প্রতিনিধি ॥ 
মশেখালীর শাপলাপুরে এক নারী অভিমান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ১৮ মার্চ সকাল ১০টায় মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাতঘর পাড়ার গ্রামে। আত্মহত্যাকারী নারী

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...