সোমবার, ৫ মার্চ, ২০১২

রামুতে পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় হীরক জয়ন্তী উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দর্পণ বড়–য়া ॥
বাংলাদেশ সংঘরাজ ভিু মহাসভার প্রাক্তন সভাপতি, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্য পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় হীরক জয়ন্তী ( আগামী ৮ ও ৯ মার্চ ) উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সভাপতি প্রিয়রতœ থের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অর্থ সচিব শীলপ্রিয় ভিু। পবিত্র ত্রি-পিটক থেকে মঙ্গলাচরণের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, করুনাশ্রী থের, কুশলায়ন থের, তরুন বড়–য়া, দেবপ্রসাদ বড়–য়া টিপু, সুবীর বড়–য়া বুলু, বংকিম বড়–য়া, অলক বড়–য়া, অরূপ বড়–য়া কালু মেম্বার, সোনিয়া বড়–য়া মেম্বার, দর্পণ বড়–য়া, দুলাল বড়–য়া, বিজন বড়–য়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পলক বড়–য়া আপ্পু।
সভায় আগামী ৮ ও ৯ মার্চ অনুষ্ঠিতব্য  পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় হীরক জয়ন্তী উদযাপনের প্রস্তুতিমুলক বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

সাগর-রুনী হত্যাকান্ড: কক্সবাজার থেকে আন্দোলন শুরু


মহসীন শেখ, কক্সবাজার ||
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেছেন,  কারো রক্তচক্ষু ও নির্দেশনা মেনে সাংবাদিকরা তাদের কলম বন্ধ রাখবে না। সোমবার সকালে কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তিনি এসব কথা। সাংবাদিক দম্পত্তি সাগর-রুনী হত্যার বিচারের দাবীতে সাংবাদিকদের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতিদ্বয় গতকাল কক্সবাজারের এ সাংবাদিক সমাবেশে যোগ দেন। সমাবেশে তিনি আরো বলেন, আদালতের স্বাধীনতার জন্য আমরা এতোদিন লেখালেখি ও সংগ্রাম করেছি। আজ সেই আদালতই স্বাধীন হওয়ার পর আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চায়। আমরা সবাইকে জানিয়ে দিতে চাই আমাদের স্বাধীনতার জন্য আমরা লেখালেখি ও আন্দোলন চালিয়ে যাব। তিনি বলেন, আমরা কোন দলকে ক্ষমতা থেকে উৎখাত বা কোন দলকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করছি না। সাংবাদিকদের অধিকার আদায়ে আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছি। ভেতরে-বাইরে যদি কেউ এ ঐক্যে ফাটল ধরাতে চায়-তাহলে আমরা তাদের চিহ্নিত করব। 

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অপর অংশের সভাপতি রহুল আমিন গাজী বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতো সাংবাদিক খুন হয়েছেন তাদের কারো বিচার হয়নি। একটি স্বাধীন রাস্ট্র থেকে আমরা এমন কিছু আশা করিনি। অধিকার আদায় ও নিরাপত্তার জন্য আজ আমাদের আন্দোলনে নামতে হয়েছে। তিনি আরো বলেন, আমরা শুধু সাগর-রুনীর খুনীদের গ্রেফতারপূর্বক শাস্তির জন্য মাঠে আসিনি, আমরা চাই সাংবাদিক হত্যাকান্ডগুলোর বিচার, আমরা চাই সাংবাদিকদের নিরাপত্তা। কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক বদিউল আলম এর সভাপতিত্তে অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোস্তাক আহমদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, প্রবীন সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, কালের কন্ঠের কক্সবাজার অফিস প্রধান তোফায়েল আহমদ, আতাহার ইকবাল, ফজলুল কাদের চৌধুরী, মোহাম্মদ আলী জিন্নাত, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক আশেক উল্লাহ, মমতাজ উদ্দিন বাহারী, ফরহাদ ইকবাল, কক্সবাজার নারী ও শিশু পাচার বিরোধী সাংবাদিক ফোরাম’র সাধারণ সম্পাদক মহসীন শেখ প্রমুখ। সমাবেশে টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, ঈদগাও, পেকুয়া, মহেশখালী, কক্সবাজার সদর সহ সকল উপজেলা থেকে প্রেস ক্লাব ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের ব্যানারে শতাধিক সাংবাদিক অংশ নেন। সমাবেশ শেষে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে এক বিক্ষোভ মিছিল প্রধান সড়ক হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এদিকে কক্সবাজার প্রেস ক্লাবে দুই সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় শীর্ষ নেতারা স্থানীয় সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাব গঠনের জন্য এক সভায় মিলিত হন। কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার, কক্সবাজার রির্পোটাস ইউনিটি ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া এসোসিয়েশন এ সমাবেশের আয়োজন করে। উল্লেখ্য, ৫ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত সারাদেশে সাংবাদিক সমাবেশ ও ১৮ মার্চ ঢাকায় সাংবাদিকদের মহাসমাবেশের কর্মসূচী রয়েছে।  

মরহুম মৌলানা মোসলেম কবির চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল সম্পন্ন

আল মাহমুদ ভূট্টো ॥
মরহুম মৌলানা মোসলেম কবির চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং নতুন ম্যানেজিং ট্রাষ্টি নির্বাচনের উদ্দেশ্যে মরহুম আজগর আলী চৌধুরী ট্রাষ্টের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মার্চ) রাতে ট্রাষ্টের সিনিয়র সদস্য এডভোকেট শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ম্যানেজিং ট্রাষ্টি মরহুম মৌলানা মোসলেম কবির চৌধুরী ও সদস্য খুরশেদুল ইসলাম চৌধুরীর মাতা মরহুমা রফিকা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। সভায় বক্তব্য দেন, ট্রাষ্টের সিনিয়র সদস্য বিচারপতি আমিরুল কবির চৌধুরী, সদস্য রহিমা কবির চৌধুরী, জয়নাব আরা বেগম, আনোয়ারুল ইসলাম চৌধুরী, খুরশেদুল ইসলাম চৌধুরী, রিয়াদ উদ্দিন চৌধুরী, কফিল উদ্দিন চৌধুরী, মঈনুল ইসলাম চৌধুরী, জুনাইদ কবির চৌধুরী, শফিউল আজম চৌধুরী ও মুশফিকুল কবির চৌধুরী। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সদস্য এডভোকেট শাহজাহান চৌধুরীকে মরহুম আজগর আলী চৌধুরী ট্রাষ্টের ম্যানেজিং ট্রাষ্টি নির্বাচন করা হয়। সভায় বক্তারা বলেন, রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নোনাছড়ি গ্রামের ঐতিহ্যবাহী আজগর আলী চৌধুরী পরিবারের প থেকে মরহুম মৌলানা মোসলেম কবির চৌধুরীকে ম্যানেজিং ট্রাষ্টি করে মরহুম আজগর আলী চৌধুরী ট্রাষ্ট গঠন করা হয়। তিনি  এ পরিবারের স্বার্থ রায় আজীবন নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। সভায় বর্তমানে ট্রাষ্টের চলমান নোনাছড়ি পেঠানের মুড়া কবরস্থানের বাউন্ডারি নির্মানসহ অন্যান্য অসমাপ্ত কাজগুলো ট্রাষ্টের প থেকে দ্রুত শেষ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
আগামী ১০ (মার্চ) শনিবার  মরহুম মৌলানা মোসলেম কবির চৌধুরীর কুলখানি ও দুআ মাহফিল অনিষ্ঠিত হবে। পরিবার এবং ট্রাষ্টের প থেকে উক্ত কুলখানি ও দোয়া মাহফিলে মরহুমের বাসভবনে আত্মীয়-স্বজন এবং শোকাহত গুনগ্রাহীদের উপস্থিত হওয়ার জন্য অনুরুধ জানানো হয়েছে।


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...