সোমবার, ৫ মার্চ, ২০১২

মরহুম মৌলানা মোসলেম কবির চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল সম্পন্ন

আল মাহমুদ ভূট্টো ॥
মরহুম মৌলানা মোসলেম কবির চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং নতুন ম্যানেজিং ট্রাষ্টি নির্বাচনের উদ্দেশ্যে মরহুম আজগর আলী চৌধুরী ট্রাষ্টের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মার্চ) রাতে ট্রাষ্টের সিনিয়র সদস্য এডভোকেট শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ম্যানেজিং ট্রাষ্টি মরহুম মৌলানা মোসলেম কবির চৌধুরী ও সদস্য খুরশেদুল ইসলাম চৌধুরীর মাতা মরহুমা রফিকা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। সভায় বক্তব্য দেন, ট্রাষ্টের সিনিয়র সদস্য বিচারপতি আমিরুল কবির চৌধুরী, সদস্য রহিমা কবির চৌধুরী, জয়নাব আরা বেগম, আনোয়ারুল ইসলাম চৌধুরী, খুরশেদুল ইসলাম চৌধুরী, রিয়াদ উদ্দিন চৌধুরী, কফিল উদ্দিন চৌধুরী, মঈনুল ইসলাম চৌধুরী, জুনাইদ কবির চৌধুরী, শফিউল আজম চৌধুরী ও মুশফিকুল কবির চৌধুরী। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সদস্য এডভোকেট শাহজাহান চৌধুরীকে মরহুম আজগর আলী চৌধুরী ট্রাষ্টের ম্যানেজিং ট্রাষ্টি নির্বাচন করা হয়। সভায় বক্তারা বলেন, রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নোনাছড়ি গ্রামের ঐতিহ্যবাহী আজগর আলী চৌধুরী পরিবারের প থেকে মরহুম মৌলানা মোসলেম কবির চৌধুরীকে ম্যানেজিং ট্রাষ্টি করে মরহুম আজগর আলী চৌধুরী ট্রাষ্ট গঠন করা হয়। তিনি  এ পরিবারের স্বার্থ রায় আজীবন নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। সভায় বর্তমানে ট্রাষ্টের চলমান নোনাছড়ি পেঠানের মুড়া কবরস্থানের বাউন্ডারি নির্মানসহ অন্যান্য অসমাপ্ত কাজগুলো ট্রাষ্টের প থেকে দ্রুত শেষ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
আগামী ১০ (মার্চ) শনিবার  মরহুম মৌলানা মোসলেম কবির চৌধুরীর কুলখানি ও দুআ মাহফিল অনিষ্ঠিত হবে। পরিবার এবং ট্রাষ্টের প থেকে উক্ত কুলখানি ও দোয়া মাহফিলে মরহুমের বাসভবনে আত্মীয়-স্বজন এবং শোকাহত গুনগ্রাহীদের উপস্থিত হওয়ার জন্য অনুরুধ জানানো হয়েছে।


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...