শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

রামুতে বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু

রামু নিউজ রিপোর্ট :
কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমনে আবারো এক কৃষকের করুন মৃত্যু হয়েছে। সে কচ্ছপিয়া ইউনিয়নের ডাক্তারকাটা এলাকার মৃত পিয়ার মোহাম্মদের ছেলে মোজাহের মিয়া (৪০)। স্থানীয়রা জানায়,

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কায়সারুল হক জুয়েলের উপর সন্ত্রাসী হামলার নিন্দা


হাসান তারেক মুকিম : আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক তরুন জননেতা কায়সারুল হক জুয়েলের উপর ছাত্রলীগ নামধারী কিছু বখাটে সন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী ও হেরোইন আসক্ত সন্ত্রাসীদের হামলার তিব্র নিন্দা জ্ঞাপন করেছেন স্বেচ্ছাসেবকলীগ রামু উপজেলা শাখার সকল ইউনিয়নের সভাপতি সম্পাদকবৃন্দসহ নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা জুয়েলের উপর হামলাকারী  

উখিয়ায় পুলিশ সোর্সের গলাকাটা লাশ উদ্ধার : আটক-১


রামু নিউজ রিপোর্ট : কক্সবাজারের উখিয়ায় পুলিশ সোর্স জসিম উদ্দিন (২৮) এর গলা কাটা লাশ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ২২ ফেফ্রয়ারী রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের পুটিবনিয়া এলাকায় তার বাড়ীর অদূরে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে উখিয়া থানা পুলিশ একজনকে আটক করেছে। এ ঘটনায় ডাকাতদের ভয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকে ঘরবাড়ি ছাড়া হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী পুটিবনিয়া এলাকার হাজ্বী জালাল আহমদের ছেলে জসিম উদ্দিন (২৮) এলাকায় একজন কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত হিসাবে চিহ্নিত। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র আইন উখিয়া সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। গত কয়েক বছর ধরে সে উখিয়া থানার পুলিশের সোর্স হিসেবে কাজ করছে। ইতিমধ্যে তার সহযোগিতায় বেশ কয়েক জন চিহ্নিত ডাকাতকে অস্ত্র সহ আটক করা হয়েছে বলে থানা পুলিশ জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর মতে, জসিম উদ্দিন পুলিশের সোর্স হিসেবে কাজ করলেও বিভিন্ন স্থানে ডাকাতি, রাহাজানি ও ছিনতাই ঘটনার সাথে গডফাদার হিসাবে সম্পৃক্ত থাকত আড়ালে। দলছুট ডাকাত হিসেবে পুরোনো ডাকাত, সন্ত্রাসীদের সাথে তার বিরোধ থেকেই ছিল। অনেক লোককে সে মিথ্যা বিভিন্ন মামলায় পুলিশের সহযোগী হিসেবে হয়রানি করায় এলাকার লোকজন তার ওপর চরম ক্ষুব্ধ ছিল। পুরোনো ক্ষুব্ধতা ও সহযোগিদের হাতে সে খুন হতে পারে বলে এলাকাবাসাী ও পুলিশ ধারণা করছে। জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে সে বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তার বাড়ির প্রায় ১০০ গজ দুরে গলা কেটে জবাই করে খুন করে ফেলে রেখে চলে যায়। রাত ১২টার দিকে উখিয়ার থানার ওসি ও উখিয়ার সার্কেল এএসপি ছত্রধর ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার পূর্বক থানায় নিয়ে আসে। উখিয়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, কে বা কারা জসিমকে খুন করেছে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে খুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে স্থানীয় পুটিবনিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দু ছালাম (৪৫) কে আটক করা হয়েছে। নিহত জসিম পুলিশের সোর্স হিসেবে কাজ করত বলে ওসি স্বীকার করেছেন। থানায় মামলা প্রক্রিয়া চলছে, লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, বর্তমান ওসি অপ্পেলা রাজু নাহা উখিয়া থানায় যোগদানের আড়াই দিনের মাথায় এই খুনের ঘটনা ঘটল। উখিয়া নিউজ ডটকম

উখিয়ার ওসি গিয়াস উদ্দিন মিয়াকে পুলিশ লাইনে প্রত্যাহার


শফিউল ইসলাম আজাদ,উখিয়া।।কক্সবাজারের উখিয়া থানার বির্তকিত ওসি আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী গিয়াস উদ্দিন মিয়াকে আইনগত জটিলতায় বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সোমবার তাকে কক্সবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। উল্লেখ্য যে, ওসি গিয়াস উদ্দিন মিয়ার বিরুদ্ধে রামু থানার ২০১০ সালের একটি গণধর্ষন পূর্বক মহিলা হত্যা সংক্রান্ত মামলা আর্থিক দুর্নীতির মাধ্যমে উক্ত মামলার ধৃত আসামীকে ছেড়ে দেওয়ার অভিযোগে জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ দায়ের করা হয়েছিল। আদালত অভিযোগ তদন্ত পূর্বক প্রতিবেদনকে দুদুককে নির্দেশ দেন। দুদুক দীর্ঘদিন তদন্ত শেষে ওসি গিয়াস উদ্দিন মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে চলতি বছরের জানুয়ারীর প্রথম দিকে আদালতে প্রতিবেদন পেশ করেন। সে অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোক্তার আহাম্মদ গত ৮ ফেব্র“য়ারী ওই ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় স্বাক্ষর করেন। সুচতুর ওসি গিয়াস উদ্দিন মিয়া ওই দিনই তড়িগড়ি করে দশ দিনের ছুটি নিয়ে নিরাপদে চলে যান। গতকাল মঙ্গলবার উখিয়া থানার ওসি (তদন্ত) ইসরাফিল মজুমদার বলেন ওসি গিয়াস উদ্দিন মিয়ার অনুমোদিত ছুটির মেয়াদ গত ১৮ ফেব্র“য়ারী শেষ হলেও তিনি এ পর্যন্ত উখিয়া থানায় যোগদান করেননি। তবে গতকাল ২১ ফেব্র“য়ারী উখিয়া থানায় নতুন ওসি হিসেবে অপথেলা রাজু নাহা যোগদান করেছেন। সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা অনুমোদিত ছুটি শেষেও ওসি গিয়াস উদ্দিন মিয়া থানায় যোগদান না করে অনুপস্থিত রয়েছেন। তবে তাকে ২০ ফেব্র“য়ারী কক্সবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান। তবে ওসি গিয়াস উদ্দিন মিয়া উখিয়ার কর্মস্থলে না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মেসিকে এখনই সেরা বলা ঠিক হবে না : ম্যারাডোনা


রামু নিউজ স্পোর্টস ডেস্ক : মেসি এখনও নিজের কাহিনী লিখে যাচ্ছে। এখনই ওকে গ্রেট ফুটবলারদের কাতারে ফেলা ঠিক হবে না।’ বক্তা আর কেউ নন, স্বয়ং ম্যারাডোনা। এক বিশেষ সাক্ষাৎকারে মেসি সম্পর্কে ম্যারাডোনা বলেন, ‘আমার তুলনায় মেসি সত্যিই ভালো খেলছে। আমার ক্যারিয়ার সেই কবে শেষ হয়েছে। মেসি ওর ক্যারিয়ার গড়ে তুলছে।’ ম্যারাডোনা এখনই মেসিকে সেরার স্বীকৃতি দিতে অনিচ্ছুক। বলেছেন, ‘এখনও ওর মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পরানোর সময় আসেনি। একজনের ক্যারিয়ার শেষে বলা যায়, সে ভালো কিংবা অন্য কেউ।’ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক যোগ করেন, ‘আমি হাসি যখন কেউ বলে, মেসি ম্যারাডোনার চেয়ে ভালো। ওকে ওর মতো খেলতে দিন। ওর ক্যারিয়ার শেষেই সিদ্ধান্ত নেয়া যাবে, কে সেরা।’ দুই গ্রেট ফুটবলার হিসেবে ম্যারাডোনা ও পেলে বিশ্বের স্বীকৃতি আদায় করে নিয়েছেন বহু আগে। ম্যারাডোনাকে প্রশ্ন করা হয়েছিল, নিজেকে কী তিনি সর্বকালের সেরা ফুটবলার বলে মনে করেন? ম্যারাডোনা হেসে উত্তর দেন, ‘অবশ্যই।’ তার মানে, মেসিকে সর্বকালের সেরা হিসেবে মেনে নিতে কুণ্ঠিত ম্যারাডোনা নিজেকে সেরা হিসেবে ঘোষণা দিয়েছেন অসংকোচে। তবে পেলেকে নিজের সমকক্ষ মনে না করলেও হোসে মরিনহোর অকুণ্ঠ প্রশংসা করতে পিছপা হননি ম্যারাডোনা। বলেছেন, ‘মরিনহো হলেন সেই জাদুকর, যিনি এটি মুদ্রাকে গোলাপে পরিণত করতে পারেন।’ স্পোর্ট ৩৬০-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ‘আমি মরিনহোর ভক্ত। একজন মানুষ, ট্রেনার, কোচ এবং মনোবিদ হিসেবে মরিনহোই সেরা।’ ১৯৮২-১৯৮৪-তে বার্সেলোনায় খেলেছেন ম্যারাডোন। গুয়ারডিওলার জন্যও তার দুর্বলতা রয়েছে। ৪১ বছর বয়সেই গুয়ারডিওলা স্প্যানিশ জায়ান্টদের সবচেয়ে সফল কোচ হিসেবে আবির্ভূত হয়েছেন। ‘পেপ একজন চমৎকার মানুষ। আমি গুয়ারডিওলাকে খুবই ভালোভাবে চিনি। তবে হয়তো সে অতটা কৃতিত্ব পাবে না। যেহেতু তার রয়েছে দারুণ সব খেলোয়াড়। ভুলে যাবেন না যে, পেপ এখনও তরুণ। তার সামনে পড়ে রয়েছে বিশাল ক্যারিয়ার।’ গুয়ারডিওলার প্রশংসা করলেও বার্সেলোনাকে সেরা মানতে নারাজ ম্যারাডোনা। ‘না, আমি মনে করি না যে, ওরা (বার্সেলোনা) সেরা। আমি অনেক দলকে ভালো খেলতে দেখেছি। কিন্তু আমার কাছে ’৭৪-এর হল্যান্ডের কোন তুলনা হয় না। আমার বয়স যখন ১৪, তখন প্রথম ওদের খেলা দেখি। আমার কাছে মনে হয়েছিল, ওরা যেন ঘাসে পা না ফেলেই খেলছে। মনে হয়েছিল, বল ওদের নাগালে আসার আগেই তারা সেটি ছুঁয়ে ফেলবে। যেন ওদের মাথার পেছনেও চোখ ছিল।’ ম্যারাডোনার মতে, ‘বার্সেলোনা এখন খুবই ভালো ফুটবল খেলছে। সবাই যাকে বলছে, স্বপ্নের ফুটবল। ওদের খেলা যে এত পছন্দময় এবং নৈপুণ্যভাস্বর মনে হচ্ছে, এর কারণ সারাবিশ্বে ফুটবলের মান কমে এসেছে। স্পেন ও ইতালিতে সব সময় দু-তিনটি দলই ঘুরেফিরে শিরোপা জিতেছে। তাই বার্সেলোনার মতো টিমকে যখন মাঠে দেখেন ৮০ শতাংশ বল নিজেদের দখলে রাখতে তখন লোকে বলে, ওয়াও! কী খেলাটাই না খেলছে। কিন্তু ওদের প্রতিপক্ষ দল কতটা ভালো। তবে হ্যাঁ, ওদের মেসি আছে। সেজন্যই ওদের খেলা এত ভালো হয়।’ সবশেষে ম্যারাডোনা বলেন, ‘কোন সন্দেহ নেই যে, বার্সা বিশ্বসেরা দল। কিন্তু ইতিহাসের সেরা দল কি না সেটা শুধু ইতিহাসই বলবে।’ ইন্টারনেট অবলম্বনে।

রামুতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল


রামু নিউজ রিপোর্ট : রামুতে ছাত্রলীগের উদ্যেগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

রামু নিউজ রিপোর্ট: মাদারীপুরের কালকিনি উপজেলার পান্তাপাড়া এলাকায় বাস উল্টে খালে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ৫০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে নির্মাণাধীন একটি ব্রিজের পাশের ডাইভারশন রোড দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহতরা বেশিরভাগই চরমোনাইগামী মুসলি্ল। তারা মাহফিলে

বচ্চন নাতনির নামবিভ্রাট পালা

বিনোদন প্রতিবেদক: বচ্চন পরিবারের নবতম কন্যাটির, মানে বচ্চন দৌহিত্রীর নাম কী হবে? পিউ কাঁহা মানে টুইটারে টুইটে শোনা গেল, মেয়েটির নাম নাকি রাখা হয়েছে অভিলাষা৷ সঙ্গে সঙ্গে দাদু বচ্চন বজ্রনির্ঘোষে বললেন, ‘না’৷ টুইটটি করেছেন লেখিকা শোভা দে৷

অভিলাষা নামখানা বেশ খাসা৷ একথা কেইবা অস্বীকার করবে? একদিকে

শ্রেষ্ঠ অভিনেতা শাকিব অভিনেত্রী পূর্ণিমা


রামু নিউজ রিপোর্ট: ২০১০ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জন্য ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি ‘গহীনে শব্দ’ শ্রেষ্ঠ চলচ্চিত্র, এই ছবির জন্য খালিদ মাহমুদ মিঠু শ্রেষ্ঠ পরিচালক, ‘ভালবাসলে ঘর বাঁধা যায় না’ ছবির জন্য শাকিব খান শ্রেষ্ঠ অভিনেতা এবং ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ ছবির জন্য পূর্ণিমা শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন বলে জানা গেছে। গত ২২শে ফেব্রুয়ারি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০-এর জন্য মনোনীত জুরি

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...