শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

উখিয়ার ওসি গিয়াস উদ্দিন মিয়াকে পুলিশ লাইনে প্রত্যাহার


শফিউল ইসলাম আজাদ,উখিয়া।।কক্সবাজারের উখিয়া থানার বির্তকিত ওসি আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী গিয়াস উদ্দিন মিয়াকে আইনগত জটিলতায় বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সোমবার তাকে কক্সবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। উল্লেখ্য যে, ওসি গিয়াস উদ্দিন মিয়ার বিরুদ্ধে রামু থানার ২০১০ সালের একটি গণধর্ষন পূর্বক মহিলা হত্যা সংক্রান্ত মামলা আর্থিক দুর্নীতির মাধ্যমে উক্ত মামলার ধৃত আসামীকে ছেড়ে দেওয়ার অভিযোগে জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ দায়ের করা হয়েছিল। আদালত অভিযোগ তদন্ত পূর্বক প্রতিবেদনকে দুদুককে নির্দেশ দেন। দুদুক দীর্ঘদিন তদন্ত শেষে ওসি গিয়াস উদ্দিন মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে চলতি বছরের জানুয়ারীর প্রথম দিকে আদালতে প্রতিবেদন পেশ করেন। সে অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোক্তার আহাম্মদ গত ৮ ফেব্র“য়ারী ওই ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় স্বাক্ষর করেন। সুচতুর ওসি গিয়াস উদ্দিন মিয়া ওই দিনই তড়িগড়ি করে দশ দিনের ছুটি নিয়ে নিরাপদে চলে যান। গতকাল মঙ্গলবার উখিয়া থানার ওসি (তদন্ত) ইসরাফিল মজুমদার বলেন ওসি গিয়াস উদ্দিন মিয়ার অনুমোদিত ছুটির মেয়াদ গত ১৮ ফেব্র“য়ারী শেষ হলেও তিনি এ পর্যন্ত উখিয়া থানায় যোগদান করেননি। তবে গতকাল ২১ ফেব্র“য়ারী উখিয়া থানায় নতুন ওসি হিসেবে অপথেলা রাজু নাহা যোগদান করেছেন। সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা অনুমোদিত ছুটি শেষেও ওসি গিয়াস উদ্দিন মিয়া থানায় যোগদান না করে অনুপস্থিত রয়েছেন। তবে তাকে ২০ ফেব্র“য়ারী কক্সবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান। তবে ওসি গিয়াস উদ্দিন মিয়া উখিয়ার কর্মস্থলে না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...