বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২

প্রফেসর মোশতাক আহমদ আহবায়ক, সাইমুম সরওয়ার কমল সদস্য সচিব ॥ রামু খিজারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পালনে সভা অনুষ্ঠিত

॥ হাসান তারেক মুকিম ॥
কক্সবাজার জেলার প্রাচীন শিা প্রতিষ্ঠান রামু  খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি  উপলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় রামু মন্ডল পাড়াস্থ ওসমান ভবনে ফরিদ আহমদ মাষ্টারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, বরেণ্য শিাবিদ রামু ডিগ্রী কলেজের সাবেক অধ্য প্রফেসর মোশতাক আহমদ, গর্জনিয়ার ইউপি চেয়ারম্যান তৈয়ব উলাহ চৌধুরী, সোনালী ব্যাংক লিঃ এর পরিচালক সাইমুম সরওয়ার কমল, কচ্ছপিয়ার ইউপি চেয়ারম্যান নুরুল আমিন কোং, জীবন বীমা অফিসার আকতার আহমদ, আওয়ামীলীগ নেতা ফরিদুল আলম, নুরুল হক, নুরুল কবির, ফুটবলার বিজন বড়ুয়া, এভারেষ্ট টিচিং ইনিষ্টিটিউট অধ্য রাজু বড়ুয়া, ব্যবসায়ী মোস্তাক আহমদ সওদাগর, ডাঃ কিরন শর্মা। অনুষ্টানের সমন্বয়ক সাবেদ সুলতানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,রামু সৈনিক লীগের সভাপতি ইউনুচ খান, সাবেক ছাত্রলীগ সভাপতি নুরুল কবির হেলাল, স্বেচ্ছাসেবকলীগের তপন মল্লিক, জেলা মৎসজীবিলীগের যুগ্ম আহবায়ক আনছারুল হক ভূট্টো, আবু বক্কর সিদ্দিক, সাইদুল হক, যুবলীগের পলক বড়ুয়া আপ্পু, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, রাশেদুল ইসলাম বাবুসহ শতাধিক প্রাক্তন ছাত্র সভায় উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলে খিজারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি পালন উপলে প্রফেসর মোশতাক আহমদকে আহবায়ক ও সদস্য সচিব হিসেবে সাইমুম সরওয়ার কমলের নাম ঘোষনা করলে তারা দায়িত্ব পালনে সম্মতিজ্ঞাপন করেন। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ন আহবায়ক আবদুল মোমেন চৌধুরী, এডভোকেট আবুল মনছুর চৌধুরী, চেয়ারম্যান তৈয়ব উলাহ চৌধুরী, সাবেক চেয়ারম্যান ওবাইদুল হক, এড়ভোকেট নুরুল ইসলাম ও রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, যুগ্ন সচিব যথাক্রমে এড়ভোকেট সিরাজ উদ্দিন, চেয়ারম্যান নুরুল আমিন কোং, বিজন বড়ুয়া, রাজু বড়ুয়া, ইউনুচ খান, সাংবাদিক সুনীল বড়ুয়া। উপদেষ্ট মন্ডলীর মধ্যে বিচারপতি আমিরুল কবির, ড.শাহাজান মনির, মেজর আবছার কামাল চৌধুরী, মং কিউ জ্য, ডাঃ মীর কাশেম, হাবিব আহমদ, মাষ্টার প্রমথ বড়ুয়া, মনমোহন বড়ুয়া ও সমীর বড়য়াসহ ২১ বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিভিন্ন উপকমিটির আহবায়ক হিসাবে নুরুল কবির হেলাল, পলক বড়ুয়া আপ্পু, তপন মলিক, সাংবাদিক এস এম জাফর, সাইদুল হক, হেলাল উদ্দিন, আবু বক্কর সিদ্দিকের নাম ঘোষনা করা হয়।

রামুতে পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় হীরক জয়ন্তী ও বৌদ্ধ মহা সম্মেলন উদ্বোধন

॥ রামু নিউজ রিপোর্ট ॥   কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহার অধ্যক্ষ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু সহা-সভার প্রাক্তন সভাপতি পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র ৮২তম জাতীয় হীরক জয়ন্তী ও বৌদ্ধ মহা সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুর ২ টায় পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র জীবন ভিত্তিক আলোচকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক।
রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল বেলা আড়াইটায় বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন।
বিভিন্ন বাদ্যযন্ত্র, রঙ-বেরঙের ফেষ্টুন, নিয়ে হাজার-হাজার বৌদ্ধ নরনারীসহ সর্বস্তরের জনতা মূল নায়ক ভদন্ত সত্যপ্রিয় মহাথেরকে মযুরপঙ্খী রূপে সজ্জিত গাড়ীতে চড়িয়ে রামু কেন্দ্রীয় সীমা বিহার থেকে র‌্যালী শুরু করা হয়। র‌্যালীটি রামুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশস্থল রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয় । বিকাল ৪ টায় “থেরবাদ বৌদ্ধধর্ম প্রতিষ্ঠায় দক্ষিন চট্টলার ভিক্ষু সংঘের অবদান” শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, অ্যাডভোকেট সুনীল বড়ুয়া। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান (অব) প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। অধ্যক্ষ জিতেন্দ্র লাল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক ছিলেন, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের প্রফেসর ড. জিনরোধি মহাথের, বুদ্ধগয়ার ড.বরসম্বোধি থের, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের পালি এন্ড বুড্ডিস্ট স্ট্যাডিজ বিভাগের প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, অধ্যাপক জয়সেন বড়ুয়া, অনোমা সাংস্কৃতিক গোষ্ঠির মহাসচিব অধ্যাপক শিমুল বড়ুয়া, চট্টগ্রাম কলেজের পালি বিভাগের প্রধান অধ্যাপক অর্থদর্শী বড়ুয়া, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক জগন্নাথ বড়য়া, ড. চিন্ময় হাওলাদার ও অ্যাডভোকেট রাখাল চন্দ্র বড়ুয়া । রামু প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে ধন্যবাদ জ্ঞাপন করেন সেমিনার উপ-পরিষদের আহবায়ক দুলাল বড়ুয়া । পরে ভদন্ত শীলরত্ন ভিক্ষু ও ধর্মরক্ষিত ভিক্ষুকে থের সম্মুতি প্রদান এবং প্রজ্ঞানন্দ শ্রামণকে উপসম্পদা প্রদান করা হয়। উল্লেখ্য যে, পন্ডিত সত্যপ্রিয় মহাথের,র ৮২তম জাতীয় হীরক জয়ন্তী ও বৌদ্ধ মহা সম্মেলন উপলক্ষে রামু খিজারী হাই স্কুল মাঠ, রামু কেন্দ্রীয় সীমা বিহার, মধ্যম মেরংলোয়া গ্রাম ও উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে তোরনসহ রামুকে বর্ণিল সাজে সাজানো হয়েছে । ভারত, শ্রীলংকা, মায়ানমার, চীন, জাপান, নেপাল, ভুটান ও দেশের বিভিন্ন এলাকার প্রায় এক হাজার বৌদ্ধ ভিক্ষু অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

রামুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

॥ খালেদ শহীদ ॥
নারীর মতায়ন ও নারী অধিকারের েেত্র আমাদের দেশের অর্জনকে একেবারে নগন্য করে দেখার সুযোগ নেই। রাজনীতি ও শিায় অনেক দূর এগিয়ে গেছে আমাদের দেশের নারীরা। কিন্তু বর্তমান বিশ্বের নারী সমাজের দিকে তাকালে বাংলাদেশের নারীরা এখনো বহু পিছিয়ে। এ দেশে নারীরা আজো মুক্তির কাংখিত মাত্রা অর্জন করতে পারেনি। অজ্ঞতা ও অশিার কারণে শারীরিক, মানসিক নির্যাতন, সামাজিক কুসংস্কারের শিকার হচ্ছে পদে পদে এ দেশের নারীরা। এ চিত্র গ্রামাঞ্চলে আরো করুণ। তাই নারীদেরকেই এ ব্যাপারে সচেতন হতে হবে। নারী হিসেবে অবজ্ঞা নয়, নারীর অধিকার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। কক্সবাজারের রামুতে আন্তর্জাতিক নারী দিবস উপলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক এ কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার (৮ মার্চ) ‘কিশোরী, তরুণী, বালিকা মিলাও হাত গড়ে তোলো সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে ধারন করে সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র‌্যালী রামুর বিভিন্ন সড়ক প্রদনি করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী। উপজেলা মহিলা বিষয়ক

মহেশখালী রাখাইন বাড়ীতে দুর্বৃত্তদের আগুন: পুলিশ সুপারের সরজমিনে পরিদর্শন

॥এম.ছালামত উল্লাহ মহেশখালী॥
কক্সবাজারের মহেশখালীর রাখাইন পল্লীতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে ৩টি বাড়ী পুড়িয়ে দেওয়ার ঘটনাস্থল গত ৭ মার্চ সকালে কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর পরিদর্শন করেছেন । এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিক ও রাখাইন সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলেন। তিনি এ মামলার আসামীদের গ্রেফতার করতে মহেশখালী থানার ওসি রনজিত কুমারকে নির্দেশ

খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ অসুস্থ: দোয়া কামনা

॥মো: জামাল হোসেন॥
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রামু উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান পরিষদের সভাপতি এবং দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সাংবাদিক আবদুল মাবুদ গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস

॥প্রেস বিজ্ঞপ্তি॥ 
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটিতে আইটি ক্ষেত্রে নারীদের এগিয়ে যাওয়ার জন্য সারাদেশের পাশাপাশি কক্সবাজারেও বিশেষ সুযোগ সৃষ্টি করে দিয়েছে একমি আইটি লিঃ।
দিবসটিতে চালু করা হবে কম্পিউটার ওভারভিউ, এমএস ওয়ার্ড ২০০৭, এমএস এক্সেল ২০০৭, এমএস পাওয়ার পয়েন্ট ২০০৭ ও ইন্টারনেট প্রশিক্ষণসহ বিশেষ কম্পিউটার কোর্স।
নারীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে একমি আইটি দীর্ঘ ১১ বছর ধরে দেশের ৭টি শাখার মাধ্যমে ৩০০০ নারীকে এই বিশেষ কম্পিউটার কোর্স প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় এবারও আয়োজন করতে যাচ্ছে মাসব্যাপী বিশেষ কম্পিউটার কোর্সটি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এর ছাত্রী, শিক্ষিকা, কর্মজীবী মহিলা ও গৃহীনিরা নামমাত্র মূলে এই কোর্সে অংশগ্রহন করতে পারবেন।
একমি আইটি লিঃ এর কক্সবাজার শাখা ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসেন বলেন, আগামী ৮ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত আগ্রহী নারীরা শহরের টেকপাড়া কালুর দোকানের ছিদ্দিক ম্যানশনস্থ কক্সবাজার সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন।

বিয়ে অনুষ্ঠানে বিদ্যুৎ স্পৃষ্টে স্কুল ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক॥
  ঈদগাঁও হাজী নূর-এ কমিউনিটি সেন্টার এ ৭ মার্চ বিয়ে অনুষ্ঠানে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে স্কুল ছাত্রী। অন্যদিকে বিয়ে অনুষ্ঠানটি পন্ড হয়ে গেছে। অসংরক্ষিত ভাবে কমিউনিটি সেন্টারটি নির্মিত হওয়ায় এ অবস্থা হয়েছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, ৭ মার্চ ঈদগাঁও মেহেরঘোনা হাজী নূর-এ কমিউনিটি সেন্টারে বিয়ের একটি অনুষ্ঠান ছিল। উক্ত অনুষ্ঠান দেখতে এসে লাশ হয়ে ফিরলো স্থানীয় স্কুল ছাত্রী পান্না কাইছার (১০)। নিহত কিশোরী ফয়েজ আহমদের কন্যা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেল ৫ টার দিকে কিশোরিটি বিয়ে অনুষ্ঠানে এসে কমিউনিটি সেন্টার সংলগ্ন নির্মাণাধীন ভবনের ১ম

আজ ৮ মার্চ রামুতে তকরির পেশ করবেন তৃতীয় শ্রেণীর ছাত্র মোহসিন বিন রফিকী

নিজস্ব প্রতিবেদক ॥
আজ ৮ মার্চ বৃহষ্পতিবার রামুতে তকরির পেশ করবেন বাংলাদেশ ভারত তথা উপ-মহাদেশের আলোড়ন সৃষ্টিকারী ওয়ায়েজ তৃতীয় শ্রেণীর ছাত্র মোহসিন বিন রফিকী প্রকাশ ক্বারী ওবাইদুল্লাহ। তাঁর বয়স মাত্র আট বছর।
কক্সবাজারের রামু রাজারকুল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার ১১ তম বার্ষিক সভায় অন্যতম আকর্ষন হিসেবে তিনি উপস্থিত থাকবেন বলে আয়োজক কমিটি সুত্রে জানা গেছে। 
রাজারকুল ফরেষ্ট অফিস মাঠে বিকাল ৩ টায় অনুষ্ঠিতব্য ধর্মীয় এ আয়োজনে সম্মানিত অতিথিদের মধ্যে কক্সবাজার - ৩ আসনের সাংসদ লুৎফর রহমান কাজল, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রাজারকুল ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম উপস্থিত থাকবেন বলে দায়িত্বশীল সুত্র জানায়। দেশের এ শিশু বক্তার বয়ান শুনার জন্য সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ সিকদার।  

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...