বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২

রামুতে পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় হীরক জয়ন্তী ও বৌদ্ধ মহা সম্মেলন উদ্বোধন

॥ রামু নিউজ রিপোর্ট ॥   কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহার অধ্যক্ষ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু সহা-সভার প্রাক্তন সভাপতি পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র ৮২তম জাতীয় হীরক জয়ন্তী ও বৌদ্ধ মহা সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুর ২ টায় পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র জীবন ভিত্তিক আলোচকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক।
রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল বেলা আড়াইটায় বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন।
বিভিন্ন বাদ্যযন্ত্র, রঙ-বেরঙের ফেষ্টুন, নিয়ে হাজার-হাজার বৌদ্ধ নরনারীসহ সর্বস্তরের জনতা মূল নায়ক ভদন্ত সত্যপ্রিয় মহাথেরকে মযুরপঙ্খী রূপে সজ্জিত গাড়ীতে চড়িয়ে রামু কেন্দ্রীয় সীমা বিহার থেকে র‌্যালী শুরু করা হয়। র‌্যালীটি রামুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশস্থল রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয় । বিকাল ৪ টায় “থেরবাদ বৌদ্ধধর্ম প্রতিষ্ঠায় দক্ষিন চট্টলার ভিক্ষু সংঘের অবদান” শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, অ্যাডভোকেট সুনীল বড়ুয়া। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান (অব) প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। অধ্যক্ষ জিতেন্দ্র লাল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক ছিলেন, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের প্রফেসর ড. জিনরোধি মহাথের, বুদ্ধগয়ার ড.বরসম্বোধি থের, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের পালি এন্ড বুড্ডিস্ট স্ট্যাডিজ বিভাগের প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, অধ্যাপক জয়সেন বড়ুয়া, অনোমা সাংস্কৃতিক গোষ্ঠির মহাসচিব অধ্যাপক শিমুল বড়ুয়া, চট্টগ্রাম কলেজের পালি বিভাগের প্রধান অধ্যাপক অর্থদর্শী বড়ুয়া, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক জগন্নাথ বড়য়া, ড. চিন্ময় হাওলাদার ও অ্যাডভোকেট রাখাল চন্দ্র বড়ুয়া । রামু প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে ধন্যবাদ জ্ঞাপন করেন সেমিনার উপ-পরিষদের আহবায়ক দুলাল বড়ুয়া । পরে ভদন্ত শীলরত্ন ভিক্ষু ও ধর্মরক্ষিত ভিক্ষুকে থের সম্মুতি প্রদান এবং প্রজ্ঞানন্দ শ্রামণকে উপসম্পদা প্রদান করা হয়। উল্লেখ্য যে, পন্ডিত সত্যপ্রিয় মহাথের,র ৮২তম জাতীয় হীরক জয়ন্তী ও বৌদ্ধ মহা সম্মেলন উপলক্ষে রামু খিজারী হাই স্কুল মাঠ, রামু কেন্দ্রীয় সীমা বিহার, মধ্যম মেরংলোয়া গ্রাম ও উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে তোরনসহ রামুকে বর্ণিল সাজে সাজানো হয়েছে । ভারত, শ্রীলংকা, মায়ানমার, চীন, জাপান, নেপাল, ভুটান ও দেশের বিভিন্ন এলাকার প্রায় এক হাজার বৌদ্ধ ভিক্ষু অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...