বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২

প্রফেসর মোশতাক আহমদ আহবায়ক, সাইমুম সরওয়ার কমল সদস্য সচিব ॥ রামু খিজারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পালনে সভা অনুষ্ঠিত

॥ হাসান তারেক মুকিম ॥
কক্সবাজার জেলার প্রাচীন শিা প্রতিষ্ঠান রামু  খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি  উপলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় রামু মন্ডল পাড়াস্থ ওসমান ভবনে ফরিদ আহমদ মাষ্টারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, বরেণ্য শিাবিদ রামু ডিগ্রী কলেজের সাবেক অধ্য প্রফেসর মোশতাক আহমদ, গর্জনিয়ার ইউপি চেয়ারম্যান তৈয়ব উলাহ চৌধুরী, সোনালী ব্যাংক লিঃ এর পরিচালক সাইমুম সরওয়ার কমল, কচ্ছপিয়ার ইউপি চেয়ারম্যান নুরুল আমিন কোং, জীবন বীমা অফিসার আকতার আহমদ, আওয়ামীলীগ নেতা ফরিদুল আলম, নুরুল হক, নুরুল কবির, ফুটবলার বিজন বড়ুয়া, এভারেষ্ট টিচিং ইনিষ্টিটিউট অধ্য রাজু বড়ুয়া, ব্যবসায়ী মোস্তাক আহমদ সওদাগর, ডাঃ কিরন শর্মা। অনুষ্টানের সমন্বয়ক সাবেদ সুলতানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,রামু সৈনিক লীগের সভাপতি ইউনুচ খান, সাবেক ছাত্রলীগ সভাপতি নুরুল কবির হেলাল, স্বেচ্ছাসেবকলীগের তপন মল্লিক, জেলা মৎসজীবিলীগের যুগ্ম আহবায়ক আনছারুল হক ভূট্টো, আবু বক্কর সিদ্দিক, সাইদুল হক, যুবলীগের পলক বড়ুয়া আপ্পু, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, রাশেদুল ইসলাম বাবুসহ শতাধিক প্রাক্তন ছাত্র সভায় উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলে খিজারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি পালন উপলে প্রফেসর মোশতাক আহমদকে আহবায়ক ও সদস্য সচিব হিসেবে সাইমুম সরওয়ার কমলের নাম ঘোষনা করলে তারা দায়িত্ব পালনে সম্মতিজ্ঞাপন করেন। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ন আহবায়ক আবদুল মোমেন চৌধুরী, এডভোকেট আবুল মনছুর চৌধুরী, চেয়ারম্যান তৈয়ব উলাহ চৌধুরী, সাবেক চেয়ারম্যান ওবাইদুল হক, এড়ভোকেট নুরুল ইসলাম ও রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, যুগ্ন সচিব যথাক্রমে এড়ভোকেট সিরাজ উদ্দিন, চেয়ারম্যান নুরুল আমিন কোং, বিজন বড়ুয়া, রাজু বড়ুয়া, ইউনুচ খান, সাংবাদিক সুনীল বড়ুয়া। উপদেষ্ট মন্ডলীর মধ্যে বিচারপতি আমিরুল কবির, ড.শাহাজান মনির, মেজর আবছার কামাল চৌধুরী, মং কিউ জ্য, ডাঃ মীর কাশেম, হাবিব আহমদ, মাষ্টার প্রমথ বড়ুয়া, মনমোহন বড়ুয়া ও সমীর বড়য়াসহ ২১ বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিভিন্ন উপকমিটির আহবায়ক হিসাবে নুরুল কবির হেলাল, পলক বড়ুয়া আপ্পু, তপন মলিক, সাংবাদিক এস এম জাফর, সাইদুল হক, হেলাল উদ্দিন, আবু বক্কর সিদ্দিকের নাম ঘোষনা করা হয়।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...