বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১২

শ্রমিকরা আতংকিত ॥ ৫০০ একর বাগানে রাবার কষ আহরণ বন্ধ বন্য হাতির অভয়ারণ্য রামুর রাবার বাগান ॥ উৎপাদনে ধ্বস


সোয়েব সাঈদঃ রামু উপজেলার বিখ্যাত রাবার বাগান এখন বন্য হাতির অভয়ারণ্যে পরিনত হয়েছে। প্রতিদিন বন্য হাতির পাল বাগানে অবস্থান নিয়ে তান্ডব চালাচ্ছে। এতে ৫০০বাগানে রাবার আহরণ বন্ধ থাকায় উৎপাদনে ধ্বস নেমেছে। গত দুই মাস ধরে বাগানের রাবার উৎপাদনশীল এলাকায় একাধিক হাতির পাল প্রতিনিয়ত হানা দিচ্ছে। এতে আতংকিত শ্রমিকরা ওই সব এলাকায় রাবার কষ আহরণ বন্ধ রেখেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন রামু উপজেলায় অবস্থিত এ রাবার বাগানের মোট আয়তন ২ হাজার ৬৮২ দশমিক ৬৮ একর। এর মধ্যে বর্তমানে রাবার উৎপাদনশীল এলাকা রয়েছে ১ হাজার ৩২০ একর। এছাড়া অনুৎপাদনশীল ৮৫০ একর, আবাসিক ভবন ১০ একর, নার্সারী ৪ একর, বাগান সৃজনের প্রক্রিয়াধীন ১০০ একর এবং ৩৯৮ দশমিক ৬৮ একর জমি পরিত্যক্ত রয়েছে। ৫টি উৎপাদনশীল এলাকায় ১০৭ টি ব্লক রয়েছে। এর মধ্যে বর্তমানে হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় প্রতিদিন ৩০ থেকে ৪০ টি ব্লকে রাবার আহরণ সম্ভব হচ্ছে না। উৎপাদনশীল এলাকাগুলো হাতির অবাধ বিচরণ ক্ষেত্রে পরিনত হয়েছে। প্রতিটি ব্লকে একজন করে রাবার উৎপাদনের দায়িত্বে থাকলেও তারা ওই সব ঝূঁকিপূর্ণ এলাকায় যেতে পারছে না। বাগানে রাবার উৎপাদনে দায়িত্বরত ব্যক্তিদের সাথে আলাপ করে জানা গেছে, অব্যাহতভাবে হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় বর্তমানে রাবার উৎপাদনশীল ১ হাজার ৩২০ একর জমির মধ্যে ৫০০ একর জমিতে রাবার উৎপাদন বন্ধ রয়েছে। ৫টি উৎপাদনশীল এলাকার মধ্যে ৩ নং এর জুমছড়ি, ৪ নং এর আশিসনের বাগান, চৌধুরী খামার এবং ৫ নং এর লোহাতলা, ডেপারঝিরি ও হাতিখাইয়া এলাকায় হাতির উপদ্রবে রাবার উৎপাদন ব্যাহত হচ্ছে। রামুর রাবার বাগান কয়েকমাস আগেও লাভজনক ছিলো। কিন্তু সম্প্রতি হাতির অব্যাহত উপদ্রবের ফলে বর্তমানে অলাভজনক প্রতিষ্ঠানে পরিনত হচ্ছে। জানা গেছে, বর্তমানে বাগানে ১ হাজার ৩২০ একর জমিতে দৈনিক ২ হাজার কেজি রাবার কষ আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে। অথচ আহরণ করা সম্ভব হচ্ছে মাত্র ১৩০০ কেজি। বিগত ২০১১ সালের জানুয়ারি মাসে রাবার কষ আহরণের লক্ষ্যমাত্রা ছিলো ৩ হাজার ১০০ কেজি। তখন আহরণ করা হতো ২ হাজার ২০০ কেজি। জোয়ারিয়ানালা ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি, আওয়ামীলীগ নেতা কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্স জানান, নির্বিচারে বনাঞ্চল উজাড় হওয়ায় কয়েকমাস ধরে বন্য হাতির দল রাবার বাগানে তান্ডব চালাচ্ছে। তিনি আরো জানান, হাতির ভয়ে বাগানের শ্রমিকরা উৎপাদনশীল এলাকায় গিয়ে রাবার কষ আহরণ করছে না। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সদস্য মহলজ্জামা জানান, বন্য হাতির দল রাবার বাগানের পার্শ্ববর্তী বিভিন্ন বসত বাড়িতেও হামলা চালাচ্ছে এবং বোরো চাষাবাদের বীজতলা ও কৃষকের ফসলী ক্ষেতে তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে যাচ্ছে। জুমছড়ি এলাকার সুলতান আহমদ জানান, সম্প্রতি বন্য হাতির দল রাবার বাগানে তান্ডব চালিয়ে ফেরার সময় তার বসত ঘরটি ভেঙ্গে ফেলে। দুই সপ্তাহ আগে স্থানীয় এক কৃষকের মহিষ হাতির আক্রমনে মারা যায়। এর আগে মানুষের প্রাণহানিও ঘটেছে। বাগানে রাবার কষ উৎপাদনে দায়িত্বরত কয়েকজন শ্রমিক জানান, প্রতিদিনই বাগানে হাতির পাল আসে। প্রতিটি পালে ৪ থেকে ১০-১২ টি হাতি থাকে। গত দেড় মাসে এসব হাতির পাল প্রায় ২ হাজার উৎপাদনশীল রাবার গাছ উপড়ে ফেলেছে। হাতির বিচরণ ও আক্রমনে রাবার কষ আহরণে ব্যবহৃত পাঁচ হাজার ট্যাপিং বাটি ভেঙ্গে গেছে। রাবার বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ আইয়ুব দৈনিক কক্সবাজারকে জানান, বাগানে প্রতিদিন বন্য হাতির দল হানা দিচ্ছে। হাতির ভয়ে শ্রমিকরা রাবার কষ আহরণের জন্য যায় না। এ কারনে বর্তমানে রাবার উৎপাদনে ধ্বস নেমেছে। এভাবে চলতে থাকলে অচিরে লাভজনক এ বাগান অলাভজনক প্রতিষ্ঠানে পরিনত হবে। গভীর বনাঞ্চল হতে আসা এসব হাতির বাগানের গাছ, সরঞ্জামও বিনষ্ট করছে। তিনি এসব হাতির পাল যাতে বনাঞ্চল হতে আসতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বন বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট রবার্ট জেলিক


ওয়াশিংটন, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী ৩০ জুন পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট রবার্ট জেলিক। পদত্যাগের এ ঘোষণার এক বিবৃতিতে বুধবার তিনি বলেন, “বিশ্ব মানের এমন একটি সংস্থার নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত।” এখন পর্যন্ত আমেরিকানদের নেতৃত্বে থাকা এ সংস্থার পরবর্তী প্রধান কে হচ্ছেন তা নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনায় যাদের নাম আসছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও রয়েছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...