বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১২

পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট রবার্ট জেলিক


ওয়াশিংটন, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী ৩০ জুন পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট রবার্ট জেলিক। পদত্যাগের এ ঘোষণার এক বিবৃতিতে বুধবার তিনি বলেন, “বিশ্ব মানের এমন একটি সংস্থার নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত।” এখন পর্যন্ত আমেরিকানদের নেতৃত্বে থাকা এ সংস্থার পরবর্তী প্রধান কে হচ্ছেন তা নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনায় যাদের নাম আসছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও রয়েছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...