রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

রামুতে আর্মি ক্যাম্পের পাশে ডাকাতি ॥ ওসি বললেন বোখাজ


রামু নিউজ রিপোর্ট : কক্সবাজারের রামু-মরিচ্যা সড়কের আর্মি ক্যাম্পের ৩০০ মিটার দক্ষিনে ডাকাতির ঘটনা ঘটেছে। ১০/১২ জনের মুখোশ পরা ডাকাতদল আর্মি ক্যাম্পের দক্ষিন পাশের ব্রীজে ব্যারিকেড দিয়ে টেক্সী, ও মটর সাইকেল থামিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেয়। এসময় ডাকাতরা পিটিয়ে ৬ জনকে রক্তাক্ত করে ১০ টি মোবাইল ফোন নগদ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। ডাকাতের কবল থেকে উদ্ধার পাওয়া বেসরকারী সংস্থার এক কর্মকর্তা রক্তাক্ত অবস্থায় এসে রামু নিউজ ডটকমের অফিসে সাংবাদিকদের জানান, গতকাল ২৬ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রামু-মরিচ্যা সড়কের বক্তারের ঝিরি এলাকার ব্রীজে পৌঁছেই তিনি ডাকাতের কবলে পড়েন। এসময় ডাকাতরা যাত্রীবাহী ৩টি সিএজি টেক্সী ও ৫টি মটর সাইকেল থামিয়ে যাত্রীদের মারধর করে প্রায় ১০টি মোবাইল ফোন সেট লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। ওই কর্মকর্তার কাছ থেকেও ডাকাতরা একটি মোবাইল ফোনসেট ও নগদ আটার হাজার টাকা ছিনিয়ে নেয়। ডাকাতরা লুটপাট চালিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে ঢুকে পড়ে। এব্যাপারে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) একে নজিবুল ইসলাম জানান, ডাকাতির খবর পেয়ে পার্শ্বেই অবস্থান করা পুলিশের টহলদল ঘটনাস্থলে পৌঁছায়। ওই স্থানে কোন প্রকার ডাকাতি হয়নি বলে জানান। এঘটনাকে তিনি বোখাজ বলে অবহিত করেন।

সেমিফাইনালে দুরন্ত রাজশাহী


রামু নিউজ স্পোর্টস ডেস্ক : প্রথম দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনাল নিশ্চিত করেছে দুরন্ত রাজশাহী। আজ রোবাবর তারা ৮ উইকেটে খুলনা রয়েল বেঙ্গলসকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমির টিকেট নিশ্চিত করে। এর আগে দুই দলের প্রথম মোবিলায় ৬ উইকেটে জেতেছিল দুরন্ত রাজশাহী। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৫ বলে অল আউট হওয়ার আগে ১০৬ রান করে খুলনা রয়েল বেঙ্গলস। জবাবে মারলন স্যামুয়েলসের অর্ধশতকের সুবাদে ১৪ ওভার ১ বলে ২ উইকেটে ল্েয পৌঁছে যায় দুরন্ত রাজশাহী। ল্য তাড়া করতে নেমে শাহজিব হাসানের (১২ বলে ২৮) আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুরন্ত রাজশাহীর সূচনাটা হয় দারুণ। দ্বিতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিকের ৭১ রানের জুটি গড়ে স্যামুয়েলস (৫০) সাজঘরে ফেরার সময় দুরন্ত রাজশাহীর জয় ছিল হাতের নাগালে। স্যামুয়েলসের ৩৮ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার ও দুটি ছক্কা। এর আগে ব্যাট করতে নেমে ৫ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে খুলনা রয়েল বেঙ্গলস। তৃতীয় উইকেটে ডোয়াইন স্মিথের (১৮) সঙ্গে নিল ও’ব্রায়েনের ৩৪ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে। তবে স্মিথের বিদায়ে বড় একটা ধাক্কা খায় রয়েল বেঙ্গলস। ১৬ রান পর সাকলায়েন সজীবের বলে অধিনায়ক সাকিব আল হাসান (১১) বোল্ড হয়ে গেলে দলের বিপদ আরো বাড়ে। দলীয় ৬৮ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নাসির হোসেনের (৫) বিদায়ের ৯ রানের মধ্যে নাজমুল মিলন (১) ও আন্দ্রে অ্যাডামসও (৪) সাজঘরের পথ ধরলে রয়েল বেঙ্গলসের বড় সংগ্রহের সম্ভাবনা সেখানেই শেষ হয়ে যায়। দলীয় ৮৬ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে সর্বোচ্চ ৩৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন ও’ব্রায়েন। দশ নম্বরে ব্যাট করতে নামা আব্দুর রাজ্জাকের ১৫ রানের সুবাদে শেষ পর্যন্ত একশ পেরোয় খুলনা রয়েল বেঙ্গলস। ১৬ রানে ৩ উইকেট নিয়ে দুরন্ত রাজশাহীর সেরা বোলার মোহাম্মদ সামি। তবে শেন অরভিনের (৩/১৯) অবদানও কম নয়।

পোকখালীতে যুবকের রহস্যজনক মৃত্যু


মোঃ রেজাউল করিম, ঈদগাঁও;;কক্সবাজারের পোকখালীতে ফাঁসিতে ঝুঁলে এক যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে । ২৫ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টায় উত্তর নাইক্ষ্যংদিয়া ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার রাতে পোকখালী ৫নং ওয়ার্ডের উত্তর নাইক্ষ্যংদিয়ার আলমগীরের প্রথম পুত্র মোহাম্মদ সম্রাট (১৫)নিজ বাড়ীতে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যার প্রচেষ্টা চালায়। বাড়ীর লোকজন এ অবস্থা দেখে তাকে দ্রুত উদ্ধার করে ঈদগাঁও বাজারের একটি ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। স্থানীয়দের অভিমত পারিবারিক মনোমালিন্য অথবা প্রেম সংক্রান্ত ঘটনার কারণে সে আত্মহত্যার পথ বেচে নেয় । এলাকার মেম্বার মাওলানা মোহাম্মদ আলম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এদিকে তার মৃত্যুতে সংশ্লিষ্ট পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ঈদগাঁওতে ইভটিজিংয়ের অপরাধে এক বখাটের ৩ মাসের সাজা


আজাদ নাসরিন প্রীতি;;সদর উপজেলার ঈদগাঁওতে ইভটিজিং করার অপরাধে এক বখাটের ৩ মাসের সাজা হয়েছে। ঈদগাঁও’র মেহের ঘোনা শাহা জব্বারিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণীর এক ছাত্রী কে একই এলাকার নুর ছিদ্দিক প্রকাশ পাখিঁ মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রায়শ উত্তক্ত করত। এঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করলে তিনি এ ঘটনা তদন্তের জন্য ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল কে দায়িত্ব দেয়। তিনি উভয় পক্ষকে নোটিশ পাঠিয়ে উপস্থিত করান। এক পর্যায়ে ঘটনা সত্যতা প্রমান হলে সদর ইউ এন ও বরাবর প্রতিবেদন পাঠান। এ প্রেক্ষিতে গত ২৪ ফেব্র“য়ারী সদর ইউএনও উক্ত বখাটে যুবককে ৩ মাসের সাজা প্রদান করেন।

জেলা আইনজীবি সমিতির নির্বাচনে শাহাবুদ্দিন সভাপতি, সোহেল সেক্রেটারী।


রামু নিউজ ডেস্ক : ব্যাপক উ ৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি (বার) নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ২৫ ফেব্রুয়ারি শনিবার জেলা বার ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে ২টি প্যানেলে সভাপতি, সেক্রেটারিসহ ১৭টি পদের জন্য ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ( মহাজোট সমর্থিত) ও আইনজীবী ঐক্য পরিষদের (চার দলীয় জোট সমর্থিত) ব্যানারে তীব্র প্রতিদ্বন্দ্বিতামুলক এ নির্বাচনে ২২৫ ভোট পেয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এডভোকেট শাহাবুদ্দিন আহমদ বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আইনজীবী ঐক্য পরিষদের আবুল আলা ২২৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ইকবালুর রশিদ আমিন ২২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতত প্রতিদ্বন্দ্বি আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ সিরাজুল ইসলাম-৪ ২২০ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জাফর আলম (২২৯ ভোট) ও মোহাম্মদ জাকারিয়া (২২৩ ভোট) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ আমির হোছাইন-২ (২১৮ ভোট) এবং মোহাম্মদ আবু তাহের ১৯৭ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক ( সাধারণ ) পদে জিয়া উদ্দিন আহমদ ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট হালিমুর রশিদ ১৪৪ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের আবদুর রহমান ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বাবুল চন্দ্র দাশ ১৮১ ভোট পেয়েছেন। পাঠাগার সম্পাদক পদে প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জসিম উদ্দিন ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের আমিরুল ইসলাম পেয়েছেন ১৯৪ ভোট। আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের সৈয়দ মোহাম্মদ আবু তাহের ২২৯ ভোটে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এ কে এম ফজলুল হক চৌধুরী পেয়েছেন ২১৫ ভোট। সর্বোচ্চ ৩৩৩ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের ইয়াসমিন শওকত জাহান, সদস্য পদে নির্বাচিত অন্যান্য সদস্যরা হল- প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আবুল কাসেম-২ (২৭৯ ভোট), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের সাব্বির আহমদ (২৫০ ভোট), প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের রাহামত উল্লাহ (২৪৯ ভোট), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের এডভোকেট নাজিম উদ্দিন ( ২৩৪ ভোট), প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আমজাদ হোসেন ( ২৩১ ভোট), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুকী (২২৮ ভোট), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ ছাদেক উল্লাহ ( ২২৭ ভোট) এবং প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহাম্মদ ইসহাক-১ (২২৪) । পরাজিত সদস্যরা হল- প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ওয়াহেদা রহমান জোনাকী (২১৩), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের আমিন উদ্দিন (১৭৭), প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহাম্মদ বখতিয়ার (২০৫), বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের এ কে ফিরোজ আহমদ (২০২), মোহাম্মদ আবদুর রশিদ(১৬৩), প্রগতিশীল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের খাইরুল আমিন (১৯০) এবং নাছির উদ্দিন(১৩০ ) । সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দিলীপ কুমার আচার্য্য বলেন , ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচন শান্তি ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। আশা করি নির্বাচিতরা আইনজীবীদের কল্যাণে কাজ করবেন এবং আইনজীবীদের স্বার্থ রক্ষার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করে যাবেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...