
রামু নিউজ স্পোর্টস ডেস্ক :
প্রথম দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনাল নিশ্চিত করেছে দুরন্ত রাজশাহী। আজ রোবাবর তারা ৮ উইকেটে খুলনা রয়েল বেঙ্গলসকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমির টিকেট নিশ্চিত করে। এর আগে দুই দলের প্রথম মোবিলায় ৬ উইকেটে জেতেছিল দুরন্ত রাজশাহী।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৫ বলে অল আউট হওয়ার আগে ১০৬ রান করে খুলনা রয়েল বেঙ্গলস। জবাবে মারলন স্যামুয়েলসের অর্ধশতকের সুবাদে ১৪ ওভার ১ বলে ২ উইকেটে ল্েয পৌঁছে যায় দুরন্ত রাজশাহী।
ল্য তাড়া করতে নেমে শাহজিব হাসানের (১২ বলে ২৮) আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুরন্ত রাজশাহীর সূচনাটা হয় দারুণ। দ্বিতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিকের ৭১ রানের জুটি গড়ে স্যামুয়েলস (৫০) সাজঘরে ফেরার সময় দুরন্ত রাজশাহীর জয় ছিল হাতের নাগালে। স্যামুয়েলসের ৩৮ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার ও দুটি ছক্কা।
এর আগে ব্যাট করতে নেমে ৫ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে খুলনা রয়েল বেঙ্গলস। তৃতীয় উইকেটে ডোয়াইন স্মিথের (১৮) সঙ্গে নিল ও’ব্রায়েনের ৩৪ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে। তবে স্মিথের বিদায়ে বড় একটা ধাক্কা খায় রয়েল বেঙ্গলস।
১৬ রান পর সাকলায়েন সজীবের বলে অধিনায়ক সাকিব আল হাসান (১১) বোল্ড হয়ে গেলে দলের বিপদ আরো বাড়ে। দলীয় ৬৮ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নাসির হোসেনের (৫) বিদায়ের ৯ রানের মধ্যে নাজমুল মিলন (১) ও আন্দ্রে অ্যাডামসও (৪) সাজঘরের পথ ধরলে রয়েল বেঙ্গলসের বড় সংগ্রহের সম্ভাবনা সেখানেই শেষ হয়ে যায়।
দলীয় ৮৬ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে সর্বোচ্চ ৩৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন ও’ব্রায়েন। দশ নম্বরে ব্যাট করতে নামা আব্দুর রাজ্জাকের ১৫ রানের সুবাদে শেষ পর্যন্ত একশ পেরোয় খুলনা রয়েল বেঙ্গলস।
১৬ রানে ৩ উইকেট নিয়ে দুরন্ত রাজশাহীর সেরা বোলার মোহাম্মদ সামি। তবে শেন অরভিনের (৩/১৯) অবদানও কম নয়।