শুক্রবার, ২ মার্চ, ২০১২

কক্সবাজারের মৌলানা মোসলেম কবির চৌধুরী আর নেই, শোক প্রকাশ

॥রামু নিউজ রিপোর্ট॥
কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ার ছরা নিবাসী, রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নোনাছড়ি এলাকার মরহুম আজগর আলী চৌধুরী ট্রাষ্টের সভাপতি, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সেক্রেটারী ও ঈদগাঁও ডুলাফকির মাজারের সেক্রেটারী মৌলানা মোসলেম কবির চৌধুরী গতকাল শুক্রবার (২ মার্চ) দুপুর ১ টায় কুমিল্লা বুড়িচং মসজিদ প্রাঙ্গনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তিকাল করেছেন। (ইন্নালিল্লাহে...............রাজেউন)। আজ সকাল ১১ টায় কক্সবাজার হাসেমিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রামু নিউজ ডটকমের শোকঃ  এদিকে মৌলানা মোসলেম কবির চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রামু নিউজ ডটকম পরিবার।

রামুর মরহুম আজগর আলী চৌধুরী ট্রাষ্টের শোক
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নোনাছড়ি এলাকার মরহুম আজগর আলী চৌধুরী ট্রাষ্টের সভাপতি মৌলানা মোসলেম কবির চৌধুরীর মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, মরহুম আজগর আলী চৌধুরী ট্রাষ্টের উপদেষ্টা মৌলানা রফিক আহমদ চৌধুরী, সাবেক রামু উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী, ডা. মুবিনুল হক চৌধুরী, সিনিয়র সদস্য- বিচারপতি (অব.) আমিরুল কবির চৌধুরী, এডভোকেট শাহজাহান চৌধুরী, ড. রাগেব আহসান, প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মাফরুহা সুলতানা মেরী, গ্রামীন ব্যাংকের আন্তর্জাতিক বিষয়ক ডাইরেক্টর জান্নাতুল কাওনাইন, সদস্য সাবেক পূবালী ব্যাংকের জোনাল ম্যানেজার নুরুল কবির চৌধুরী, রোকেয়া সুলতানা, আনোয়ারুল ইসলাম চৌধুরী, দেলোয়ারুল ইসলাম চৌধুরী, খোরশেদুল ইসলাম চৌধুরী, রমিজ আহমদ চৌধুরী, অধ্যাপক শহীদুল ইসলাম চৌধুরী, বশিরুল ইসলাম চৌধুরী, এহেসানুল কবির চৌধুরী, রিয়াদ উদ্দিন চৌধুরী সেলিম, কফিল উদ্দিন চৌধুরী, মইনুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

রামুর গর্জনিয়া-কচ্ছপিয়া বাসীর প্রতিবাদ সভায় সাইমুম সরওয়ার কমল.... বৈধ ট্যাক্স আদায়ের পর অবৈধ ট্যাক্স আদায় মেনে নেয়া হবে না

॥ নিজস্ব প্রতিবেদক॥
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, সোনালী ব্যাংক লিঃ এর পরিচালক ও কক্সবাজার-৩ আসনের মহাজোট মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমল বলেছেন, গর্জনিয়া, কচ্ছপিয়া বাজারে বিক্রিত  পন্যের বৈধ ট্যাক্স প্রদানের পর নাই্্যংছড়ি ইউনিয়ন পরিষদ ও বান্দরবান জেলা পরিষদ অবৈধভাবে টোল আদায়ের নামে গর্জনিয়া-কচ্ছপিয়া ও কাউওয়ারখোপবাসীর কাছ থেকে চাঁদাবাজি করা। তিনি বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী একবার ট্যাক্স প্রদানে পর  দ্বিতীয় কোন স্থানে ট্যাক্স প্রদান করতে হয়না। আন্ত জেলা সড়কে এভাবে ট্যাক্স আদায় সম্পূর্ন অবৈধ ও নীতিমালা বিরোধীর পাশাপাশি এটা সরকারে ভাবমূর্তি ুন্ন হওয়ারও একটি অন্যতম মাধ্যম। স্ব স্ব ইউনিয়নে ট্যাক্স প্রদানের পর গর্জনিয়া-কচ্ছপিয়া-কাউওয়ারখোপবাসীর কাছ থেকে একশত গজ দূরত্বে  নাই্্যংছড়ি ইউনিয়ন পরিষদ ও বান্দরবান জেলা পরিষদের এ অবৈধ ট্যাক্স আদায় কখনও মেনে নেয়া হবে না।
গতকাল ২ মার্চ বিকাল ৪টায় কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রামু উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে আয়োজিত অবৈধ ট্যাক্স আদায় বন্ধের  প্রতিবাদ সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।
কচ্ছপিয়ার চেয়ারম্যান নুরুল্ আমিন কোম্পানীর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ঈদগড় চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, গর্জনিয়া  চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, কাউয়াখোপ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হক, রশিদনগর চেয়ারম্যান আবদুল করিম।
কচ্ছপিয়া ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন ও তথ্যসেবা কেন্দ্রের পরিচালক মিজানের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাস্টার ফরিদ আহমদ, কাউয়ারখোপের সাবেক চেয়ারম্যান শামশুল আলম, রামু উপজেলা সৈনিক লীগের সভাপতি ইউনুচ খান, সাবেক ছাত্রলীগ সভাপতি নুরুল কবির হেলাল, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তপন মল্লিক, জেলা মৎসজীবীলীগের যুগ্ন আহবায়ক আনছারুল হক ভূট্টো, যুবলীগের উত্তম মহাজন, স্বেচ্ছাসেবকলীগের সহ- সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কাউয়ারখোপ যুবলীগের সভাপতি তারেক আহমদ জুয়েল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাহিদ, গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সদস্যবৃন্দসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ। 

রামুতে মেম্বার কর্তৃক স্বামী পরিত্যক্ত মহিলা ধর্ষন

ওবাইদুল হক নোমান
 কক্সবাজারের রামুতে বিয়ের প্রলোভন দেখিয়ে মেম্বার কর্র্তৃক স্বামী পরিত্যক্তা মহিলা ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষনের প্রতিবাদ করায় অভিযুক্ত ধর্ষক মেম্বার তার বাহিনীকে নিয়ে ধর্ষিতার বসত বাড়িতে হামলা ভাংচুর ও প্রকাশ্যে লুটপাট চালিয়েছে। চরম অসহায় অবস্থায় ধর্ষিতা রামু থানায় এজাহার দায়ের করেছে।
সরজমিন পরিদর্শনে স্থানীয় প্রত্যদর্শীদের সাথে আলাপ করে জানা গেছে, উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড়ের মেম্বার আজিজুল হক দীর্ঘদিন ধরে স্থানীয় হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ের পার্শ্বের স্বামী পরিত্যক্তা হোসনে আরাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মেলামেশা করে আসছিল। বিষয়টি এলাকায় প্রচারিত হলে হোসনে আরার প থেকে আজিজ মেম্বারের উপর বিয়ের জন্য চাপ অব্যহত থাকে। ধর্ষিতা কান্না বিজড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, গত ২/৩ সপ্তাহ ধরে তাকে বিয়ে না করলে আজিজকে বাসায় না আসার জন্য বারন করি। আমার বাঁধা উপো করে গত ২৯ ফেব্র“য়ারী রাতে সে বাসায় এসে আমাকে উপোর্যপুরি ধর্ষন করে। পরে আমি কৌশলে বাসা থেকে বের হয়ে আজিজকে রুমের ভিতর রেখে দরজায় তালা লাগিয়ে দিই। পরদিন ১ মার্চ সকালে স্থানীয় শতশত জনতা ঘটনা প্রত্য করে। এসময় আজিজ মেম্বার বাড়ির দরজা ভেঙ্গে পালিয়ে গিয়ে পুনরায় তার বাহিনী নিয়ে হোসনে আরার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ ব্যাপারে জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে নজিবুল ইসলাম সাংবাদিকদের বলেন,তিনি অভিযোগ পেয়েছেন। তদন্তের জন্য পুলিশ পাঠাবে।
এদিকে অভিযুক্ত মেম্বার আজিজ ঘটনা অস্বীকার করে বলেন, গত নির্বাচনে পরাজিত প্রার্থীরা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে চরিত্র হীন একটা মহিলাকে ব্যবহার করে পরিকল্পিত ভাবে ঘটনাটি সাজিয়েছে। এ ব্যপারে স্থানীয় কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হক জানান, তিনি এক-এক জনের কাছে একেক রকম শুনেছেন। পারিবারিক ভাবে ঘটনাটি সমাধানের চেষ্টা করা হবে। এঘটনায় রামুতে তোড়পাড় সৃষ্টি হয়েছে। সচেতন মহল ঘটনার সুষ্ট তদন্ত দাবী করেছেন।

রামুতে ইউপি সদস্য ভুট্টোর মৃত্যুতে চাকমারকুল ইউপি’র সপ্তাহব্যাপী কর্মসূচী

অর্পণ বড়ুয়া
কক্সবাজারের রামুর চাকমারকুল ইউনিয়ন পরিষদের মেম্বার ছৈয়দুল হক ভুট্টোর অকাল মৃত্যুতে ইউনিয়ন পরিষদে এক শোক প্রস্তাব গৃহীত হয়েছে। ২ মার্চ শুক্রবার সকাল ১০ টায় ইউপি চেয়ারম্যান মুফিদুল আলমের সভাপতিত্বে ও ইউপি সচিব সরূপা পালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ ইউসুফ, আজিজ আহাম্মদ, মোঃ হাছান, মোস্তাক আহাম্মদ, ফরিদুল আলম, মোস্তফা কামাল সিকদার, নুরুল আমিন, মাওলানা শফিউলাহ, আল-মর্জিনা, শাহেদা বেগম, মরিয়ম বেগম প্রমূখ। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সভায় এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শোক প্রস্তাব গৃহীত হয়। বাদে জুমা চাকমারকুলের প্রতিটি মসজিদে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে আগামী রোববার থেকে সপ্তাহ ব্যাপী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মিলাদ মাহফিল, কোরআন খানি ও শোক সভার সিদ্ধান্ত গৃহীত হয়। ইউপি সদস্য ভুট্টোর এ অকাল মৃত্যুতে চাকমারকুল ইউনিয়ন পরিষদে কালপতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

রামুর প্রথম অনলাইন পত্রিকার মতবিনিময় সভায় বক্তারা, ইতিহাস, ঐতিহ্য ও পূরাকীর্তি বিশ্বময় ছড়িয়ে দিতে রামু নিউজ ডটকম গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে


॥আল মাহমুদ ভূট্টো ॥ 
কক্সবাজারের রামু থেকে প্রকাশিত প্রথম অনলাইন পত্রিকা রামু নিউজ ডটকমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ মার্চ বৃহষ্পতিবার বিকালে রামু প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রামু নিউজ ডটকমের প্রধান সম্পাদক ও রামু প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নীতিশ বড়ুয়া। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রামু নিউজ ডটকমের প্রকাশক ও সম্পাদক মিজানুল হক। বার্তা সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় রামু নিউজ ডটকম নামে প্রকাশিত কক্সবাজারের প্রাচীন জনপদ রামুর প্রথম অনলাইন পত্রিকার উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বক্তারা এর উত্তরোত্তর সমৃদ্ধি কমনা করেন এবং রামুর ইতিহাস, ঐতিহ্য ও পূরাকীর্তিসহ মুহুর্তেই প্রতিমুহুর্তের খবর বিশ্বময় ছড়িয়ে দিতে রামু নিউজ ডটকম গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রামুর সম্মান ক্ষুন্ন হয় এমন সংবাদ পরিবেশনে বিরত থাকার আহবান জানিয়ে তাঁরা পত্রিকা প্রকাশ নিয়ে বিভ্রান্ত সৃষ্টিকারীদের ব্যাপারে সজাগ থাকার আহবান জানান। মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোছাইন হেলালী, আজীবন সদস্য এম সুলতান আহমদ মনিরী, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস মোহাম্মদ হোসেন, সাবেক সভাপতি ছড়াকার দর্পণ বড়–য়া, রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, বোধিরতœ পত্রিকার প্রধান সম্পাদক দুলাল  বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সহ-সভাপতি এইচ বি পান্থ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এম এ মামুন, মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, সংবাদকর্মী ও ব্যাংকার মোঃ জামাল হোসেন প্রমুখ।    
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সদস্য ওবাইদুল হক নোমান, আল মাহমুদ ভূট্টো, হাসান তারেক মুকিম, আবুল কাশেম, এম সেলিম, অর্পন  বড়ুয়া, মোঃ নাছির উদ্দিন, শাহ আলম, আহমদ ছৈয়দ ফরমান, আবুল কাশেম সাগর, আবু বকর ছিদ্দিক, রামু নিউজ ডটকম এর প্রযুক্তি বিভাগের প্রধান অতনু শর্মা, রামু নিউজ ডটকম এর শুভাকাংখি মঈন উদ্দিন কাদেরী, ওমর ফারুক মাসুম, ইমরান। সভায় কক্সবাজার অনলাইন নিউজ এসোসিয়েশনের সদস্য পদ লাভ করায় রামু নিউজ ডটকম পরিবারকে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ অভিনন্দন জানান। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাজী এম আব্দুল্লাহ আল মামুন।

জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন মাশরাফি

॥রামু নিউজ স্পোর্টস ডেস্ক॥ ক্রিকেটে ফিরে আসাটা যেনো সার্থক মাশরাফির। ১০ মাস পর মাঠে নেমে অধিনায়ক হিসেবে ট্রফি জেতা, ফর্মে ফেরা এমন কি টানা ম্যাচ খেলায় ফিটনেস ধরে রাখা তাকে নতুন করে আশাবাদী করে তুলেছে। বিপিএলে ভালো করার পর তিনি এশিয়াকাপের মাধ্যমে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন। সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট হলেও ১০ ফেব্রুয়ারী থেকে শুরু করে ২৯ ফেব্রুয়ারী পর্যন্ত টানা ক্রিকেট খেলে যাওয়াটা কম নয়। প্রায় প্রতিদিনই মাশরাফিকে মাঠে নামতে হয়েছে। বল করেছেন নিয়মিতভাবে। উইকেট পেয়েছেন তিনি সাফল্যের সঙ্গে। বিশেষ করে ক্রিস গেইল, ব্রড হজদের মতো আর্ন্তজাতিক ক্রিকেটারদের সামনে ভালো বল করার কৃতিত্ব দেখাতে পেরেছেন মাশরাফি। তার এই সাফল্য এখন দলে ফেরার ভূমিকা রাখতেই পারে। মাশরাফি বলেন, ‘বিপিএল আমাকে উন্নত মানের ক্রিকেটারদের বিপক্ষে বল করার সুযোগ করে দিয়েছে। সুতরাং ব্যক্তিগতভাবে আমি বলবো বিপিএল সত্যিকারই একটি ভালো টুর্নামেন্ট। আমার মতো স্থানীয় অনেক ক্রিকেটাররাও বিশ্বের বড় ক্রিকেটারদের সান্নিধ্য পেয়েছে, তাদের কাছ থেকে কিছু শিখতে পেরেছে। তবে যারা শিখতে পারেনি আমি বলবো এটা তাদের জন্য বড় ব্যর্থতার দিক।

নিজের মৃত্যুর সংবাদ পেলেন মি. বিন!

॥রামু নিউজ ডেস্ক॥  ‘মি. বিন’ খ্যাত রোয়ান অ্যাটকিনসন আর নেই। এমন একটি টুইটের মধ্য দিয়েই পুরো ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়ে মি. বিনের মৃত্যুর সংবাদ। ঘণ্টাখানেকের মধ্যেই ‘অফিসিয়ালি’ মৃত ঘোষণা করা হয় রোয়ান অ্যাটকিনসনকে। এমনকি ভার্চুয়াল তথ্যকোষ ‘উইকিপিডিয়া’তেও মি. বিনের মৃত্যুর তারিখ ২৬ ফেব্রুয়ারি-২০১২ উল্লেখ করে তার পেইজটি আপডেট করা হয়। এরপর টুইটার, ফেসবুক, গুগলসহ সব জায়গায়ই মি. বিনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে ভাইরাসের মতো। দুই ঘণ্টার মধ্যে ১০ হাজার টুইটারবাসী মি. বিনের মৃত্যুতে শোক প্রকাশ করেন। পরে অবশ্য ‘ডেইলি মেইল’-এর একজন সাংবাদিক এই গুজব উড়িয়ে দিয়ে বলেন, ‘এই মৃত্যুর সংবাদটি একটি গুজব। এটা কেউ সিরিয়াসভাবে নিও না।’ ‘ডেইলি মেইল’-এর পক্ষ থেকে তিনি আরো জানান, ‘এই গুজবের সূত্রপাতটা হয়েছে ফিলিপাইন থেকে। জীবিত মি. বিন হয়তো নিজের মৃত্যুর খবর শুনে বিস্মিতই হয়েছেন বটে!

রামুতে সাংবাদিকদের সাথে পন্ডিত সত্যপ্রিয় মহাথের হীরক জয়ন্তী উদযাপন মিডিয়া উপ-পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত

॥ দর্পণ বড়ুয়া ॥
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি, চট্টগ্রাম দক্ষিন অঞ্চলের আঞ্চলিক সংঘনায়ক, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, পন্ডিত সত্যপ্রিয় মহাথের ( অ¹মহাস্বধ্বম্মজ্যোতিকাধ্বজ্ব ) এর হীরক জয়ন্তী উদযাপনের মিডিয়া উপ-পরিষদ রামুর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। গত ১ মার্চ সন্ধ্যায় রামু প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পন্ডিত সত্যপ্রিয় মহাথের হীরক জয়ন্তী উদযাপন মিডিয়া উপ-পরিষদ আহবায়ক দর্পন বড়ুয়া । পরিষদের কর্মকর্তা দুলাল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, সিনিয়র সহ-সভাপতি  নীতিশ বড়ুয়া, সহ-সভাপতি এইচ বি পান্থ, যুগ্ম সাধারন সম্পাদক এম আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, নিবাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক আমীর হোছাইন হেলালী, এস মোহাম্মদ হোসেন, খালেদ শহীদ, সদস্য ওবাইদুল হক নোমান, আল মাহমুদ ভূট্টে, হাসান তারেক মুকিম, আবুল কাশেম, এম সেলিম, অর্পন বড়ুয়া, আবু বকর ছিদ্দিক, মোঃ নাছির উদ্দিন, শাহ আলম, আহমদ ছৈয়দ ফরমান, আবুল কাশেম সাগর। এসময় উপস্থিত ছিলেন, আজীবন সদস্য এম সুলতান আহমদ মনিরী, রামু নিউজ ডটকম সম্পাদক মিজানুল হক.কর্মকর্তা মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, অতনু শর্মা প্রমুখ নেতৃবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে দর্পন বড়ুয়া আগামী ৮ ও ৯ মার্চ রামু খিজারী হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য পন্ডিত সত্যপ্রিয় মহাথের হীরক জয়ন্তী উদযাপন সফল ভাবে সম্পন্ন রামুতে কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

রামুতে ব্রীক ফিল্ড মালিক সমিতিকে ভ্রাম্যমান আদালতের ইট জরিমানা

আল মাহমুদ ভূট্টো
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের জনব্যবহার্য রাস্তা ব্যবহার করে ইট ভাটায় ট্রাকভর্তি মাটি আনা-নেওয়ার সময় রাস্তার ক্ষতিসাধন করায় ভ্রাম্যমান আদালত ব্রীক ফিল্ড মালিক সমিতিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া রাস্তা মেরামতের জন্য ১৩ হাজার ইট এবং ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ মার্চ) সকালে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শহীদ মোহাম্মদ ছাইদুল হক উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা সড়কে অভিযান চালিয়ে মাটিভর্তি  আটটি পিকআপ আটক করে। বিকালে তিনি আদালত বসিয়ে ব্রীক ফিল্ড মালিক সমিতিকে এ জরিমানা করেন।
 রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক জানান, উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হকের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ইটভাটায় মাটি আনা- নেওয়ার কাজে ট্রাক-পিকআপ ব্যবহার করে জনব্যবহার্য রাস্তার ক্ষতি করায় রামু ব্রীক ফিল্ড মালিক সমিতিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং  রাস্তা মেরামতের জন্য ১৩ হাজার ইট এবং ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।  

সমুদ্রে নতুন সাপের সন্ধান

।। রামু নিউজ ডেস্ক।।  সাপ প্রকৃতির সৃষ্টি একটি সুন্দর প্রাণী। যদিও আমরা সাপ সংরক্ষণের চেয়ে তাকে পিটিয়ে মারতে পছন্দ করি। কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই প্রাণিটির জুড়ি নেই। বিভিন্ন দূরারোগ্য রোগের ওষুধ তৈরি থেকে শুরু করে প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাপ প্রয়োজনীয় একটি প্রাণী। বিচিত্র রং, গঠন আর চলার ভিন্নতাই আলাদা বৈশিষ্ট্য এনে দিয়েছে এই প্রাণিটির। উত্তর অস্ট্রেলিয়ার কারপেনটেরিয়া উপসাগরে

পাঁচ হলুদ কার্ড !


॥রামু নিউজ স্পোর্টস ডেস্ক॥    টানা চারবার লা লিগার শিরোপা জয়ের ক্ষীণ আশা জিইয়ে রাখার কথা মাথায় রেখে শনিবার স্পোর্টিং গিজনের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। তবে খেলতে পারছেন না দলের আক্রমণভাগের মূল খেলোয়াড় লিওনেল মেসি।

পাঁচবার হলুদ কার্ড দেখায় এক

রামুর লামারপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

॥সোয়েব সাঈদ॥
রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর লামারপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় শফিউল আলম নামের একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার (১ মার্চ) সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে।
গুরুত্বর আহত শফিউল আলমের ছেলে হুমায়ুন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ওই এলাকার বিটিটিসিএল এর কর্মচারী

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...