শুক্রবার, ২ মার্চ, ২০১২

রামুতে সাংবাদিকদের সাথে পন্ডিত সত্যপ্রিয় মহাথের হীরক জয়ন্তী উদযাপন মিডিয়া উপ-পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত

॥ দর্পণ বড়ুয়া ॥
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি, চট্টগ্রাম দক্ষিন অঞ্চলের আঞ্চলিক সংঘনায়ক, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, পন্ডিত সত্যপ্রিয় মহাথের ( অ¹মহাস্বধ্বম্মজ্যোতিকাধ্বজ্ব ) এর হীরক জয়ন্তী উদযাপনের মিডিয়া উপ-পরিষদ রামুর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। গত ১ মার্চ সন্ধ্যায় রামু প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পন্ডিত সত্যপ্রিয় মহাথের হীরক জয়ন্তী উদযাপন মিডিয়া উপ-পরিষদ আহবায়ক দর্পন বড়ুয়া । পরিষদের কর্মকর্তা দুলাল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, সিনিয়র সহ-সভাপতি  নীতিশ বড়ুয়া, সহ-সভাপতি এইচ বি পান্থ, যুগ্ম সাধারন সম্পাদক এম আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, নিবাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক আমীর হোছাইন হেলালী, এস মোহাম্মদ হোসেন, খালেদ শহীদ, সদস্য ওবাইদুল হক নোমান, আল মাহমুদ ভূট্টে, হাসান তারেক মুকিম, আবুল কাশেম, এম সেলিম, অর্পন বড়ুয়া, আবু বকর ছিদ্দিক, মোঃ নাছির উদ্দিন, শাহ আলম, আহমদ ছৈয়দ ফরমান, আবুল কাশেম সাগর। এসময় উপস্থিত ছিলেন, আজীবন সদস্য এম সুলতান আহমদ মনিরী, রামু নিউজ ডটকম সম্পাদক মিজানুল হক.কর্মকর্তা মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, অতনু শর্মা প্রমুখ নেতৃবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে দর্পন বড়ুয়া আগামী ৮ ও ৯ মার্চ রামু খিজারী হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য পন্ডিত সত্যপ্রিয় মহাথের হীরক জয়ন্তী উদযাপন সফল ভাবে সম্পন্ন রামুতে কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...