শুক্রবার, ২ মার্চ, ২০১২

জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন মাশরাফি

॥রামু নিউজ স্পোর্টস ডেস্ক॥ ক্রিকেটে ফিরে আসাটা যেনো সার্থক মাশরাফির। ১০ মাস পর মাঠে নেমে অধিনায়ক হিসেবে ট্রফি জেতা, ফর্মে ফেরা এমন কি টানা ম্যাচ খেলায় ফিটনেস ধরে রাখা তাকে নতুন করে আশাবাদী করে তুলেছে। বিপিএলে ভালো করার পর তিনি এশিয়াকাপের মাধ্যমে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন। সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট হলেও ১০ ফেব্রুয়ারী থেকে শুরু করে ২৯ ফেব্রুয়ারী পর্যন্ত টানা ক্রিকেট খেলে যাওয়াটা কম নয়। প্রায় প্রতিদিনই মাশরাফিকে মাঠে নামতে হয়েছে। বল করেছেন নিয়মিতভাবে। উইকেট পেয়েছেন তিনি সাফল্যের সঙ্গে। বিশেষ করে ক্রিস গেইল, ব্রড হজদের মতো আর্ন্তজাতিক ক্রিকেটারদের সামনে ভালো বল করার কৃতিত্ব দেখাতে পেরেছেন মাশরাফি। তার এই সাফল্য এখন দলে ফেরার ভূমিকা রাখতেই পারে। মাশরাফি বলেন, ‘বিপিএল আমাকে উন্নত মানের ক্রিকেটারদের বিপক্ষে বল করার সুযোগ করে দিয়েছে। সুতরাং ব্যক্তিগতভাবে আমি বলবো বিপিএল সত্যিকারই একটি ভালো টুর্নামেন্ট। আমার মতো স্থানীয় অনেক ক্রিকেটাররাও বিশ্বের বড় ক্রিকেটারদের সান্নিধ্য পেয়েছে, তাদের কাছ থেকে কিছু শিখতে পেরেছে। তবে যারা শিখতে পারেনি আমি বলবো এটা তাদের জন্য বড় ব্যর্থতার দিক।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...