রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

রামু উপজেলা চেয়ারম্যানের গরু ও মহিলা ভাইস চেয়ারম্যানের মোবাইল চুরিঃ ভাইস চেয়ারম্যানের ভাতিজা নিখোঁজ।


সোয়েব সাঈদ, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজলের খামার থেকে দুটি অষ্ট্রেলিয়ান জাতের গরু চুরি হয়েছে। গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা রাস্তার মাথা এলাকায় চেয়ারম্যানের নিজস্ব খামারে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটির মূল্য প্রায় দেড় লাখ টাকা। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) একে নজিবুল ইসলাম গতকাল (১৮ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) একে নজিবুল ইসলাম জানান, রাত সাড়ে তিনটায় ওই খামারের পাহারাদার আবু তাহের গরু গুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ে। সম্ভবত ভোর পাঁচটার দিকে গরু দুটি চুরি করা হয়েছে। তিনি আরো জানান, এ নিয়ে এখনো লিখিত অভিযোগ পাননি। পেলে মামলা রেকর্ড হবে। এছাড়াও জড়িতদের ধরার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। আগেরদিন শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রামু উপজেলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নীর মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। ওই দিন দুপুরে রামু মন্ডলপাড়া স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে এ চুরির ঘটনা ঘটে। ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, তিনি রামু প্রয়াত ফুটবলার খোকা মোহন বড়–য়া ছেলে রিটু বড়–য়ার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। এসময় তার ভ্যানিটি ব্যাগ থেকে কে বা কারা কৌশলে মোবাইল ফোন সেটটি (মডেল-নকিয়া ৬০৩০) চুরি করে নিয়ে যায়। অনেক গুরুত্বপূর্ণ নাম্বার ওই মোবাইলে ছিলো বলে হতাশার কথাও জানান তিনি। এদিকে রামু উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান জানান, দুইদনি আগে তাঁর বড় ভাই মাওলানা আতা উল্লাহ মোহাম্মদ নোমানের ছেলে অলি উল্লাহ (১৯) ঢাকায় নিখোঁজ হয়েছে। অলি উল্লাহ ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ছাত্র। গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সে তার ঢাকার গুলশানস্থ ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এনিয়ে অলি উল্লাহর মামা শফিকুল আকবর হেলাল ওইদিন রাতে কক্সবাজার মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। এদিকে উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের এহেন দূর্দশা নিয়ে এলাকায় সরব আলোচনা চলছে।

দুই দিনের সফরে আল্লামা তাহের শাহ কক্সবাজারে আসছেন


বিশ্বনবী হযরত মুহাম্মদ (দঃ) এর ৪১ তম বংশধর, দরবারে আলীয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাজ্জাদনশীন রাহনুমায়ে শরীয়ত ও তরীকত, মুর্শেদে বরহক, গাউসে জামান হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (ম.জি.আ.) আজ রবিবার ২দিনের তরীকতের এক সফরে পর্যটন নরগী কক্সবাজার আসছেন। তার শুভাগমন উপলক্ষে জেলা গাউসিয়া কমিটি ব্যাপক প্রস্তুতি কমিঠি গঠন করেছে। হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (ম.জি.অ.) আজ সকালে চট্টগ্রাম হতে সড়ক পথে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং বেলা ১টি নাগাদ তাঁকে রামু বাইপাস মোড়ে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। সেখান হতে শোভাযাত্রা সহকারে কক্সবাজার নিয়ে আসা হবে। আজ বিকেলে তিনি তাঁরই প্রতিষ্ঠিত মাদরাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়ার সালানা জলসায় সভাপতিত্ব করবেন এবং নামাজে এশার ইমামতি করবেন। জলসায় দেশের বরেণ্য আলেমেদ্বীন শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী সহ দেশের বরেণ্য আলেমগন ওয়াজ নসীহত করবেন। পরদিন ২০ ফেব্র“য়ারী হুজুর কেবলা আল্লামা তাহের শাহ (ম.জি.আ.) টেকনাফ উপজেলার হ্নীলা মৌলভী বাজারস্থ গাউছিয়া তাহেরিয়া ক্যাডেট মাদরাসার জলসায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন এবং নামাজে মাগরিবের ইমামতি করবেন পরে কক্সবাজার প্রত্যাবর্তন করবেন। পর দিন ২১ ফেব্র“য়ারী বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন। তিনি কক্সবাজার অবস্থানকালে বিমান বন্দর সড়কস্থ মাদরাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া সংলগ্ন খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া অবস্থান করবেন। উক্ত সালানা জলসা সমূহে যোগদানের জন্য জেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব ওমর সোলতান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুরুল কবির জেলার সর্বস্তরের মুসলিম জনতার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

কবি নুরুল হুদা ত্রিপুরার ভাষা সম্মাননা পাচ্ছেন


বাংলা সাহিত্যে অবদানের জন্য ত্রিপুরার ‘একুশ-উনিশের গৌরব ভাষা সম্মান’ পাচ্ছেন বাংলাদেশের কবি মোহাম্মদ নুরুল হুদা। আগামী ২১ ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ত্রিপুরার রাজধানী আগরতলার নজরুল কলাক্ষেত্র মিলনায়তনে তাকে এ সম্মাননা জানাবে ‘মাতৃভাষা দিবস-২০১২ নির্বাচন কমিটি’। নুরুল হুদা বলেন, “যে কোনো পুরস্কার পাওয়াই আনন্দের। ত্রিপুরা সরকার প্রথমবারের মতো এ সম্মাননা দিচ্ছে। বাংলাদেশের একজন লেখক হয়ে এ সম্মান পাওয়ায় আমি আনন্দিত।” “তাদের এ ঘোষণা থেকে বোঝা যায়, বাংলাদেশের সাহিত্যকর্ম উপমহাদেশের প্রেক্ষিতে গুরুত্ব পাচ্ছে। এ ধরনের স্বীকৃতি আমাদের তরুণ কবি ও লেখকদের অনুপ্রাণিত করবে”, যোগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ইংরেজির শিক্ষক নুরুল হুদা জানান, ২০ ফেব্র“য়ারি কলকাতা হয়ে আগরতলায় যাবেন তিনি। ফিরবেন ২২ তারিখ। ১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের দরিয়ানগর গ্রামে মোহাম্মদ নুরুল হুদার জন্ম। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে øাতক ডিগ্রি পাওয়ার আগেই আধুনিক ধারার প্রতিশ্র“তিবান কবির স্বীকৃতি পান তিনি। ধীরে ধীরে প্রবন্ধকার, সাহিত্য সমালোচক ও অনুবাদক হিসেবেও তিনি পরিচিত হয়ে ওঠেন। এ পর্যন্ত শতাধিক বই প্রকাশিত হয়েছে তার। এ কবি বলেন, “শুরু থেকেই লেখালেখিতে আমি সচেতনভাবে সমাজের বিবর্তন ও রূপান্তরকে ধরে রাখতে চেয়েছি। ‘তামাটে জাতি’ সিরিজের কবিতাগুলোতে আমি বলেছি, কীভাবে প্রাগ-ঐতিহাসিক কাল থেকে বিভিন্ন জাতিসত্তার মিশ্রণের পরও বাঙ্গালিরা একটি স্বতন্ত্র জাতি হিসেবে বিকশিত হয়েছে।” ২০০৭ সালে বাংলা একাডেমীর পরিচালক হিসেবে অবসরে যান নুরুল হুদা। নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। বর্তমানে শিক্ষকতা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টে কাজ করছেন সহযোগী সম্পাদক হিসেবে। সাহিত্যে অবদানের জন্য ১৯৮৮ সালে বাংলা একাডেমী পুরস্কার, ১৯৯৬ সালে তুরস্কের প্রেসিডেন্টের সম্মামনা, ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের পয়েট অব ইন্টারন্যাশনাল মেরিট এবং ২০০৭ সালে কলকাতার মহাদিগন্ত সাহিত্য পুরষ্কারসহ বহু সম্মামনা পেয়েছেন তিনি।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...