সোয়েব সাঈদ, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজলের খামার থেকে দুটি অষ্ট্রেলিয়ান জাতের গরু চুরি হয়েছে। গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা রাস্তার মাথা এলাকায় চেয়ারম্যানের নিজস্ব খামারে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটির মূল্য প্রায় দেড় লাখ টাকা। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) একে নজিবুল ইসলাম গতকাল (১৮ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) একে নজিবুল ইসলাম জানান, রাত সাড়ে তিনটায় ওই খামারের পাহারাদার আবু তাহের গরু গুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ে। সম্ভবত ভোর পাঁচটার দিকে গরু দুটি চুরি করা হয়েছে। তিনি আরো জানান, এ নিয়ে এখনো লিখিত অভিযোগ পাননি। পেলে মামলা রেকর্ড হবে। এছাড়াও জড়িতদের ধরার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। আগেরদিন শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রামু উপজেলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নীর মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। ওই দিন দুপুরে রামু মন্ডলপাড়া স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে এ চুরির ঘটনা ঘটে। ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, তিনি রামু প্রয়াত ফুটবলার খোকা মোহন বড়–য়া ছেলে রিটু বড়–য়ার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। এসময় তার ভ্যানিটি ব্যাগ থেকে কে বা কারা কৌশলে মোবাইল ফোন সেটটি (মডেল-নকিয়া ৬০৩০) চুরি করে নিয়ে যায়। অনেক গুরুত্বপূর্ণ নাম্বার ওই মোবাইলে ছিলো বলে হতাশার কথাও জানান তিনি। এদিকে রামু উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান জানান, দুইদনি আগে তাঁর বড় ভাই মাওলানা আতা উল্লাহ মোহাম্মদ নোমানের ছেলে অলি উল্লাহ (১৯) ঢাকায় নিখোঁজ হয়েছে। অলি উল্লাহ ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ছাত্র। গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সে তার ঢাকার গুলশানস্থ ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এনিয়ে অলি উল্লাহর মামা শফিকুল আকবর হেলাল ওইদিন রাতে কক্সবাজার মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। এদিকে উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের এহেন দূর্দশা নিয়ে এলাকায় সরব আলোচনা চলছে।