সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১২

জেলা পরিষদদে এবার প্রশাসকের মোবাইল চুরি।


রামু নিউজ রিপোর্ট .. কক্সবাজার জেলা পরিষদ প্রশাসকের মোবাইল চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। মোবাইল চুরির বিষয় নিয়ে চলছে নানা ধরণের কানাঘুষা। জেলা পরিষদ প্রশাসক কার্যালয় ঘিরে কারনে অকারণে ঘুর ঘুর করতে থাকে সন্দেহের আঙ্গুল তাদের দিকে উঠছে বলেও অনেকে বলাবলি করছেন। প্রতিদিন সকাল সন্ধ্যা শত শত দলীয় নেতা কর্মী সহ সাধারণ লোক জন জেলা পরিষদ প্রশাসকের সাথে দেখা সাক্ষাত করতে আসেন। এরই ফাঁকে কে বা কারা মোবাইটি নিয়ে চম্পট দেয় বলে জানাগেছে। জানা যায়, কক্সবাজার জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী ব্যবহৃত মোবাইল সেট চুরি হয়েছে। ১২ ফেব্র“য়ারী বিকাল ৬টার সময় মোস্তাক চৌধুরীর অফিসে কিছু বিদেশী মেহমানের সাথে মতবিনিময় শেষ করে বিদেশীদের এগিয়ে দেয়ার জন্য তিনি অফিস থেকে বের হন। এর পরে পুনরায় অফিসে এসে দেখেন মোবাইল সেটটি আর পাওয়া যাচ্ছে না। এ সময় জেলা পরিষদ কার্যালয়ে হৈ-চৈ শুরু হয়ে যায়। এ ব্যাপারে তাঁর আপনজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিরক্ত না হতে অনুরোধ জানিয়েছেন। জেলা পরিষদের বিশ্বস্থ এক সূত্রে জানাগেছে, ইতোপূর্বে ও জেলা পরিষদ প্রধান নির্বাহী ওমর ফারুকের মোবাইল সেট চুরি হয়ে গিয়েছিল। এ সময় শহরের অতি পরিচিত কয়েক জন যারা সব সময় জেলা পরিষদ প্রধান নির্বাহী ওমর ফারুকের আশ-পাশে ঘুর ঘুর করছিল তাদের কাউকেই সন্দেহ করা হচ্ছিল। সেই চক্রের কেউ কেউ এখনো সকলের আস্থাভাজন জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরীরর চার পাশে ঘুর ঘুর করতে দেখেছেন বলে জানিয়েছেন। হয়ত তাদের কেউ জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরীর মোবাইল চুরির মত অপকর্মটি করেছে কি না সন্দেহ করছেন।

হাসিনা ভারপ্রাপ্ত : বরখাস্ত হলেন কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান


রামু নিউজ ডটকম রিপোর্ট .. কক্সবাজারে দ্বীপ কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মোঃ ইদ্রিছ খোন্দকার (খোকন) কে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বরখাস্ত করা হয়েছে। জানা যায়, ১২ফেব্র“য়ারী স্থানীয়সরকার পল্লীউন্নয়নও সমবায় মন্ত্রনালয়ের ৪৬.০৪৫. ০২৭.০৮.০৩.০০৩.২০১২-৪৪৬ নং স্মারকমুলে উপসচিব ডাঃ মোঃ সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী কে এবং ৪৬.০৪৫. ০২৭.০৮.০৩.০০৩.২০১২-৪৪৭ নং স্মারকমুলে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইদ্রিস খোন্দকার খোকন কে এক প্রজ্ঞাপনে বরখাস্ত করা হয়েছে। উপজেলা পরিষদ ্আইন ১৯৯৮ এর ধারা ১৫ (৩) অনুযায়ী আদেশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটিকে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বভার হস্থান্তরের জন্যও নির্দেশপ্রদান করা হয়েছে। আজ থেকে হাসিনা আক্তার বিউটি উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। মন্ত্রনালয়ের জারিকৃত প্রজ্ঞাপন সুত্রে জানা যায়, উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ এর ১৩খ ধারা (১) উপধারা অনুযায়ী কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়াম্যান এটিএম নুরুল বশর চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইদ্রিছ খোন্দকার (খোকন)কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরকে মন্ত্রনালয়ের পক্ষে থেকে নির্দেশ প্রদান করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মোঃ ইদ্রিছ খোন্দকার খোকনের বিরুদ্ধে কুতুবদিয়া কর্মকর্তা ৬/ব-বিভাগ চট্টগ্রাম এবং উপজেলা শ্রমিকলীগ সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী কর্তৃক কুতুবদিয়া থানায় -০৮নং মামলায় বিগত ২২/০২/২০০৯ তারিখে জিআর মামলা নং ২৮/০৮ (এ) ২৮/০৮ (বি) ২৮/০৮ (সি) মামলার অভিযোগ পত্র গৃহীত হওয়ায় এবং মামলা সমুহ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমানিত হওয়ায় আদালত কর্তৃক গৃহীত হয়েছে এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ক্ষমতা প্রয়োগে উপজেলা পরিষদের জন্য স্বার্থহানিকর বলে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হওয়ায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপন সুত্রে জানা যায়। তাদের স্থলে মহিলা ভাইস চেয়ারম্যান অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে ও প্রজ্ঞাপনে ্জানানো হয়। ১২ ফেব্র“য়ারী বিষয়টি ছিল টক অব দি ডিষ্ট্রিক। এ নিয়ে কুতুবদিয়া উপজেলাবাসীর মাঝে ছিল বেশ কৌতুহল ।

বর্ষীয়ান অভিনেতা হুমায়ুন ফরীদি আর নেই


ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথিবীর এই রঙ্গমঞ্চে আর অভিনয়ের আলো ছড়াবেন না বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরীদি। সোমবার সকালে ৬০ বছর বয়সে মারা গেছেন তিনি। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডির বাসায় মারা যান এই অভিনয় শিল্পী। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বাসার পরিচারক রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফরীদির ঘরে গিয়ে দেখেন তিনি বিছানায় নেই। সাড়াশব্দ না পেয়ে বাথরুমের দড়জা ভেজানো দেখে ভেতরে ঢুকে রুবেল দেখেন ফরীদি ভেতরে পড়ে আছেন। “আমি উনাকে তুলে শাহীন স্যার আর আমাদের ওপর তলার ডাক্তার সাহেবকে খবর দেই। ডাক্তার সাহেবই জানান, উনি মারা গেছেন।” ফরীদির ব্যক্তিগত সহকারী এসএম শাহীন জানান, এই অভিনেতা ফুসফুসের জটিলতাসহ আরো কিছু সমস্যায় ভুগছিলেন। হাসপাতালেও ভর্তি হয়েছিলেন সপ্তাহ দুই আগে। দুপুরে হুমায়ুন ফরীদির বাসভবনের সামনে তার প্রথম জানাজা হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যালয়ে। সেখান থেকে নেওয়া হয় এফডিসিতে। এফডিসি থেকে হুমায়ুনের মরদেহ বারডেম হাসপাতালে হিমঘরে রাখা হবে জানিয়ে শাহীন বলেন, মঙ্গলবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর তার দাফন হবে। তবে কোথায় তাকে দাফন করা হবে তা এখনো ঠিক হয়নি বলে জানান তিনি। ১৯৫২ সালের ২৯ শে মে ঢাকায় জন্মগ্রহণ করেন ফরীদি। পড়ালেখা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। তার অভিনয় জীবনের শুরু মঞ্চ নাটক দিয়ে। পরে অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন। ঊনিশশ আশি ও নব্বইয়ের দশকে যে কয়েকজন অভিনয় শিল্পী মঞ্চ ও টিভি নাটককে অসম্ভব জনপ্রিয়তা এনে দিয়েছিলেন, ফরীদি ছিলেন তাদেরই একজন। ধারাবাহিক নাটক সংশপ্তকে ‘কান কাটা রমজান’ চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে নিয়ে যান অন্য উচ্চতায়। নীল নকশার সন্ধানে, দূরবীন দিয়ে দেখুন, ভাঙ্গনের শব্দ শুনিসহ তার অভিনীত বহু নাটক দীর্ঘদিন মনে রাখবে এ দেশের মানুষ। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করছেন এই শক্তিমান অভিনেতা। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে একাত্তরের যিশু, সন্ত্রাস, ব্যাচেলর, জয়যাত্রা ও শ্যামলছায়া অন্যতম। ফরীদি প্রথমে একটি বিয়ে করলেও পরে অভিনেত্রী সুবর্ণা মুস্তফার সঙ্গে সংসার শুরু করেন। তবে ২০০৮ সালে ফরীদি-সুবর্ণার বিচ্ছেদ হয়ে যায়। প্রথম স্ত্রীর ঘরে এক কন্যা রয়েছে ফরীদির। ফরীদির মৃত্যুর খবরে তাৎক্ষণিকভাবে শোকের ছায়া নেমে আসে দেশের সাংস্কৃতিক অঙ্গনে। নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতাদের মধ্যে রামেন্দু মজুমদার, আহমেদ শরীফ, আবুল হায়াত, হানিফ সংকেত, গিয়াসউদ্দিন সেলিম, ড. এনামুল হক, এটিএম শামসুজ্জামান, আলমগীর, খলিল, তারিক আনাম, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, তৌকির আহমেদ, বিপাশা হায়াতসহ অনেকেই তার বাড়িতে ছুটে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই সময়ের জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার সঙ্গে গভীর রাতে প্রায়ই টেলিফোনে কথা হতো। ‘প্রতিবারই উনি ফোন রাখার আগে বলতেন, শরীরের যতœ নিস, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা।’” “তার সাথে আর কখনো কথা হবে না”, দীর্ঘশ্বাস ফেলেন আতিক।

তাজউদ্দীনের নাতিকে নির্যাতন, দুই এসআই প্রত্যাহার, পাঁচ কর্মকর্তাকে হাইকোর্টে তলব


প্রথম আলোঃ
দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নাতি রাকিব হোসেনকে নির্যাতনের ঘটনায় গুলশান থানার দুই উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে গতকাল রোববার একটি কমিটি গঠন করেছে পুলিশ। ওই নির্যাতনের ঘটনায় পুলিশের পাঁচ কর্মকর্তাকে আদালতে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ওই ঘটনায় ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। দুজন পুলিশ সদস্যকে (গুলশান থানার দুই উপপরিদর্শক) প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা জানান, শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আহত রাকিবকে হাসপাতালে দেখতে যান। এ ব্যাপারে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন তিনি। এর পরপরই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়। গতকাল সকালে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার চৌধুরী লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, গত শনিবার রাতে গুলশান থানার দুই উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ও সৌমেন বড়ুয়াকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল সকালে এ ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার শেখ মারুফ হাসানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্য হলেন সহকারী পুলিশ কমিশনার এস এম আশরাফুজ্জামান। কমিটির প্রধান শেখ মারুফ হাসান প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন কমিশনার। হাইকোর্টের রুল: রাকিব হোসেনকে নির্যাতনের ঘটনায় পুলিশের পাঁচ কর্মকর্তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। ওই ঘটনায় নিজেদের ভূমিকার ব্যাখ্যা জানাতে ১৬ ফেব্রুয়ারি তাঁদের হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল ওই নির্দেশের পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে রুলও জারি করেছেন। নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল রোববার প্রথম আলোয় ‘তাজউদ্দীনের নাতিকে পেটাল পুলিশ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। শুনানিতে শ ম রেজাউল করিম বলেন, তাজউদ্দীন আহমদ দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর নাতিকে এভাবে পেটানো দুঃখজনক। সাবেক এই প্রধানমন্ত্রীর নাতিকে যদি এভাবে নিগৃহীত করা হয়, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। শুনানির পর আদালত আদেশ দেন। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, রাকিব হোসেনকে নির্যাতনের ঘটনায় আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন। একই সঙ্গে পুলিশের পাঁচ কর্মকর্তাকে ১৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে বলা হয়েছে। পুলিশের ওই পাঁচ কর্মকর্তা হলেন—পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার চৌধুরী লুৎফুল কবির, সহকারী কমিশনার আশরাফুল আজিম, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম, উপপরিদর্শক (এসআই) সৌমেন বড়ুয়া ও মোস্তাফিজুর রহমান। রাকিবের পরিবারের অভিযোগ, বিনা অপরাধে গুলশান এলাকায় পুলিশ রাকিবের সঙ্গে খারাপ আচরণ করে এবং টানাহেঁচড়া করে থানায় নিয়ে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে। এ লেভেল পড়ুয়া ১৯ বছর বয়সী রাকিব বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আইনজীবী শ ম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আদালত রাকিব হোসেনের চিকিৎসাসংক্রান্ত তথ্যাদি ১৬ ফেব্রুয়ারির আগে দাখিল করতে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) নির্দেশ দিয়েছেন। রাকিব আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জোহরা তাজউদ্দীনের নাতি। তাঁর মামা সোহেল তাজ বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। রাকিব হোসেনের মা সিমিন হোসেন রিমি প্রথম আলোকে বলেন, পুলিশে নিয়োগের ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত। চাকরির পর তাদের ভালোভাবে প্রশিক্ষণ হওয়া দরকার। সাধারণ মানুষের সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে, সেটাও ভালোভাবে শেখানো উচিত।

প্রতিপক্ষের ভয়ে ছাদ থেকে লাফ, হাসপাতালে ফরিদগঞ্জের মেয়র


চাঁদপুর, ফেব্র“য়ারি ১২ - চাঁদপুরে খালেদা জিয়ার সফর উপলক্ষে বিএনপির মিছিল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন ফরিদগঞ্জ পৌর মেয়র মো. মঞ্জিল হোসেন। সংঘর্ষে তিনিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মেয়রকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বিল্লাল (২১), বাবু খান (২৫), নেছার আহমদ (৪৫), খালেক পাটওয়ারী (৩৫) ও ইসমাইলকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার সকালে এ সংঘর্ষের সময় মেয়র পৌরভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ার পর প্রতিপক্ষের সমর্থকরা তাকে প্রচণ্ড মারধর করে বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। এসময় পৌর কার্যালয় ও কয়েকটি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। গত ২৯ জানুয়ারি বিএনপি’র গণমিছিলে পুলিশের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়, যাদের বিএনপি নিজেদের কর্মী বলে দাবি করে। এই ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি’র উদ্যোগে সোমবার চাঁদপুরের একটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া উপস্থিত থাকার কথা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদার সফরকে স্বাগত জানিয়ে সকাল সাড়ে ১১টায় সংসদ সদস্য হারুনুর রশিদের নেতৃত্বে মিছিলে অংশ নিতে দলীয় কর্মীরা টিএন্ডটি এলাকায় জড়ো হতে থাকে। এসময় উপজেলা থেকে আসা একটি মিছিলে মেয়র ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি মো. মঞ্জিল হোসেনের সমর্থকরা ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এনিয়ে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে হারুনুর রশিদের সমর্থকরা পৌর কার্যালয়ে হামলা চালায়। তারা বেশ কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি ভাংচুর করে অগ্নিসংযোগ করে। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন বলেন, এসময় মেয়র দলীয় লোকজনদের নিয়ে পৌরভবনে অবস্থান করছিলেন। এক পর্যায়ে প্রতিপক্ষের হাত থেকে বাঁচতে মেয়র পৌর ভবনের একতলা ছাদ থেকে লাফিয়ে পড়েন। কিন্তু প্রতিপক্ষের কর্মীরা তাকে সেখানে ধরে বেদম পিটুনি দেয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক মাহমুদুন্নবী মাসুম বলেন, মেয়র মো. মঞ্জিল হোসেন দু’পা ও হাতে মারাত্মক আঘাত পেয়েছেন। তাকে এখানে আনার পর ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

রাজ্জাকের আসনে প্রার্থী ছেলে নাহিম


ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুর রাজ্জাকের মৃত্যুতে সংসদের শূন্য আসনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন তার ছেলে নাহিম রাজ্জাক। গণভবনে রোববার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় ওই আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন দলীয় প্রধান শেখ হাসিনা। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শরীয়তপুর-৩ আসনে প্রয়াত আব্দুর রাজ্জাকের বড় ছেলে নাহিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। ২০১১ সালের ২৩ ডিসেম্বর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজ্জাক মারা গেলে আসনটি শূন্য হয়। সংসদীয় বোর্ডের বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, কাজী জাফরউল্যাহ ও সৈয়দ আশরাফুল ইসলাম।

ঈদগাঁওতে খালে ডুবে ২ স্কুল ছাত্রী নিহত


মোঃ রেজাউল করিম, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওয়ে খালের পানিতে ডুবে ২ স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কালিরছড়া শিয়াপাড়া সংলগ্ন চিয়নছড়া খালে ১২ ফেব্র“য়ারী গোসল করতে গেলে ঘটনাটি ঘটে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগাঁও কালিরছড়া শিয়াপাড়ার কৃষক আলী হোছেন ও বদিউজ্জামানের স্কুল পড়–য়া কিশোরী মেয়ে জোসনা আক্তার (৯) এবং উম্মে সালমা (৯) রোববার দুপুরে তাদের বসত বাড়ীর অদূরে চাইল্যা তলীর ধানক্ষেতে কাজ করতে যায়। কাজ শেষে বাড়ীতে ফিরে আসার সময় তারা স্থানীয় চিয়নছড়া খালের পানিতে গোসল করতে নামলে পানিতে ডুবে তারা মারা যায়। ১৫/২০মিনিট পর গোসল করতে আসা অন্যান্যরা এ অবস্থা দেখে চিৎকার দেয়। তখন পার্শ্ববর্তী ধান ক্ষেতের লোকজন দ্রুত এসে কিশোরীদ্বয়কে উদ্ধার করেন। নিহতরা কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যথাক্রমে ৩য় ও ৪র্থ শ্রেণীর ছাত্রী এবং শিয়াপাড়ায় একই টিলাই পাশাপাশি বসবাসরত। খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের টু আইসি মোঃ আনোয়ারুল হক নিহতদের বাড়ীতে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। স্থানীয় মেম্বার ছফুর আলম ঘটনার সত্যতা স্বীকার করেন। গ্রামবাসীরা জানান, চাষাবাদের সুবিধার্থে চিয়নছড়া খালে বাঁধ (গোঁদা) তৈরি করে জমানো পানি পার্শ্ববর্তী ধান ক্ষেতে পানি সেচন করা হত এবং খালটির পানির গভীরতা মাথা সম পরিমাণ। কেউ কেউ ধারণা করছেন, কিশোরী ২টিকে খালে ডালি নিয়েছে অথবা সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

সাংবাদিক দম্পতি খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রামু প্রেসক্লাবের শোকসভা ও মানব বন্ধন


রামু নিউজ রিপোর্ট. টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গার বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে শোকসভা ও মানব বন্ধন পালিত হয়েছে। গতকাল ১২ ফেব্রুয়ারী বিকালে রামু প্রেস ক্লাব আয়োজিত উপজেলা শহীদ মিনার চত্বরের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক, ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শামসুল আলম মন্ডল, যুবলীগ সভাপতি রিয়াজুল আলম। রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছড়াকার দর্পণ বড়ুয়া, আজীবন সদস্য কবি এম.সুলতান আহমদ মনিরী, রামু ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক, অধ্যাপক পরীক্ষিৎ বড়ুয়া টুটুন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার হামিদ উল্লাহ, সাংবাদিক ওয়ালিউর রহমান, প্রধান শিক্ষক মাওলানা মোঃ তৈয়ব, রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি নীতিশ বড়–য়া, সাধারন সম্পাদক সুনীল বড়ুয়া
, যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক খালেদ হোসেন টাপু, নির্বাহী সদস্য আমীর হোছাইন হেলালী, আল মাহমুদ ভূট্টো, ওবাইদুল হক নোমান, সাংবাদিক এম সেলিম, মিজানুল হক, আবুল কাশেম,মুহাম্মদ আবুল মঞ্জুর, সুশান্ত পাল বাচ্চু, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, আহমদ ছৈয়দ ফরমান, গোলাম মওলা, এম শাহ আলম, রনজিত দে, ওমর ফারুক মাসুম। শোকসভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক দম্পতি খুনীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে নির্মম হত্যাযজ্ঞ স্বাধীন সাংবাদিকতার বিকাশে বাঁধা গ্রস্তু করছে বলে উল্লেখ করেন ।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...