সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১২

সাংবাদিক দম্পতি খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রামু প্রেসক্লাবের শোকসভা ও মানব বন্ধন


রামু নিউজ রিপোর্ট. টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গার বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে শোকসভা ও মানব বন্ধন পালিত হয়েছে। গতকাল ১২ ফেব্রুয়ারী বিকালে রামু প্রেস ক্লাব আয়োজিত উপজেলা শহীদ মিনার চত্বরের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক, ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শামসুল আলম মন্ডল, যুবলীগ সভাপতি রিয়াজুল আলম। রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছড়াকার দর্পণ বড়ুয়া, আজীবন সদস্য কবি এম.সুলতান আহমদ মনিরী, রামু ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক, অধ্যাপক পরীক্ষিৎ বড়ুয়া টুটুন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার হামিদ উল্লাহ, সাংবাদিক ওয়ালিউর রহমান, প্রধান শিক্ষক মাওলানা মোঃ তৈয়ব, রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি নীতিশ বড়–য়া, সাধারন সম্পাদক সুনীল বড়ুয়া
, যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক খালেদ হোসেন টাপু, নির্বাহী সদস্য আমীর হোছাইন হেলালী, আল মাহমুদ ভূট্টো, ওবাইদুল হক নোমান, সাংবাদিক এম সেলিম, মিজানুল হক, আবুল কাশেম,মুহাম্মদ আবুল মঞ্জুর, সুশান্ত পাল বাচ্চু, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, আহমদ ছৈয়দ ফরমান, গোলাম মওলা, এম শাহ আলম, রনজিত দে, ওমর ফারুক মাসুম। শোকসভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক দম্পতি খুনীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে নির্মম হত্যাযজ্ঞ স্বাধীন সাংবাদিকতার বিকাশে বাঁধা গ্রস্তু করছে বলে উল্লেখ করেন ।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...