সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১২

প্রতিপক্ষের ভয়ে ছাদ থেকে লাফ, হাসপাতালে ফরিদগঞ্জের মেয়র


চাঁদপুর, ফেব্র“য়ারি ১২ - চাঁদপুরে খালেদা জিয়ার সফর উপলক্ষে বিএনপির মিছিল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন ফরিদগঞ্জ পৌর মেয়র মো. মঞ্জিল হোসেন। সংঘর্ষে তিনিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মেয়রকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বিল্লাল (২১), বাবু খান (২৫), নেছার আহমদ (৪৫), খালেক পাটওয়ারী (৩৫) ও ইসমাইলকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার সকালে এ সংঘর্ষের সময় মেয়র পৌরভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ার পর প্রতিপক্ষের সমর্থকরা তাকে প্রচণ্ড মারধর করে বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। এসময় পৌর কার্যালয় ও কয়েকটি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। গত ২৯ জানুয়ারি বিএনপি’র গণমিছিলে পুলিশের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়, যাদের বিএনপি নিজেদের কর্মী বলে দাবি করে। এই ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি’র উদ্যোগে সোমবার চাঁদপুরের একটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া উপস্থিত থাকার কথা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদার সফরকে স্বাগত জানিয়ে সকাল সাড়ে ১১টায় সংসদ সদস্য হারুনুর রশিদের নেতৃত্বে মিছিলে অংশ নিতে দলীয় কর্মীরা টিএন্ডটি এলাকায় জড়ো হতে থাকে। এসময় উপজেলা থেকে আসা একটি মিছিলে মেয়র ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি মো. মঞ্জিল হোসেনের সমর্থকরা ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এনিয়ে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে হারুনুর রশিদের সমর্থকরা পৌর কার্যালয়ে হামলা চালায়। তারা বেশ কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি ভাংচুর করে অগ্নিসংযোগ করে। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন বলেন, এসময় মেয়র দলীয় লোকজনদের নিয়ে পৌরভবনে অবস্থান করছিলেন। এক পর্যায়ে প্রতিপক্ষের হাত থেকে বাঁচতে মেয়র পৌর ভবনের একতলা ছাদ থেকে লাফিয়ে পড়েন। কিন্তু প্রতিপক্ষের কর্মীরা তাকে সেখানে ধরে বেদম পিটুনি দেয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক মাহমুদুন্নবী মাসুম বলেন, মেয়র মো. মঞ্জিল হোসেন দু’পা ও হাতে মারাত্মক আঘাত পেয়েছেন। তাকে এখানে আনার পর ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...