রামু নিউজ ডটকম রিপোর্ট ..
কক্সবাজারে দ্বীপ কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মোঃ ইদ্রিছ খোন্দকার (খোকন) কে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বরখাস্ত করা হয়েছে। জানা যায়, ১২ফেব্র“য়ারী স্থানীয়সরকার পল্লীউন্নয়নও সমবায় মন্ত্রনালয়ের ৪৬.০৪৫. ০২৭.০৮.০৩.০০৩.২০১২-৪৪৬ নং স্মারকমুলে উপসচিব ডাঃ মোঃ সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী কে এবং ৪৬.০৪৫. ০২৭.০৮.০৩.০০৩.২০১২-৪৪৭ নং স্মারকমুলে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইদ্রিস খোন্দকার খোকন কে এক প্রজ্ঞাপনে বরখাস্ত করা হয়েছে। উপজেলা পরিষদ ্আইন ১৯৯৮ এর ধারা ১৫ (৩) অনুযায়ী আদেশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটিকে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বভার হস্থান্তরের জন্যও নির্দেশপ্রদান করা হয়েছে। আজ থেকে হাসিনা আক্তার বিউটি উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। মন্ত্রনালয়ের জারিকৃত প্রজ্ঞাপন সুত্রে জানা যায়, উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ এর ১৩খ ধারা (১) উপধারা অনুযায়ী কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়াম্যান এটিএম নুরুল বশর চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইদ্রিছ খোন্দকার (খোকন)কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরকে মন্ত্রনালয়ের পক্ষে থেকে নির্দেশ প্রদান করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মোঃ ইদ্রিছ খোন্দকার খোকনের বিরুদ্ধে কুতুবদিয়া কর্মকর্তা ৬/ব-বিভাগ চট্টগ্রাম এবং উপজেলা শ্রমিকলীগ সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী কর্তৃক কুতুবদিয়া থানায় -০৮নং মামলায় বিগত ২২/০২/২০০৯ তারিখে জিআর মামলা নং ২৮/০৮ (এ) ২৮/০৮ (বি) ২৮/০৮ (সি) মামলার অভিযোগ পত্র গৃহীত হওয়ায় এবং মামলা সমুহ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমানিত হওয়ায় আদালত কর্তৃক গৃহীত হয়েছে এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ক্ষমতা প্রয়োগে উপজেলা পরিষদের জন্য স্বার্থহানিকর বলে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হওয়ায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপন সুত্রে জানা যায়। তাদের স্থলে মহিলা ভাইস চেয়ারম্যান অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে ও প্রজ্ঞাপনে ্জানানো হয়। ১২ ফেব্র“য়ারী বিষয়টি ছিল টক অব দি ডিষ্ট্রিক। এ নিয়ে কুতুবদিয়া উপজেলাবাসীর মাঝে ছিল বেশ কৌতুহল ।