বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১২

রামুতে দূর্বার শিল্পী গোষ্টির জায়গা দখল সংক্রান্ত বিরোধ নিরষন করলেন-কমল

হাসান তারেক মুকিম, রামু
রামুর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দুর্বার শিল্পী গোষ্টির কার্যালয় ও জায়গা দখল সংক্রান্ত রিরোধ অবশেষে নিরষন করলেন  কক্সবাজার-৩ আসনের মহাজোট মনোনীত প্রার্থী ও সোনালী ব্যাংক লিঃ এর পরিচালক সাইমুম সরওয়ার কমল। গত কয়েকদিন ধরে রামুর চৌমুহনীর পাশ্ববর্তি মেরংলোয়ায় অবস্থিত কক্সবাজার জেলার  প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দূর্বার শিল্পী গোষ্টির কার্যালয় ও জায়গা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে  দফায় দফায় সংঘর্ষ সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। পরে সাইমুম সরওয়ার কমলের ঐকন্তিক প্রচেষ্টায় ২৯মার্চ রামু মন্ডল পাড়া ওসমান ভবনে মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ মাষ্টার,মাষ্টার  মোঃ আলম, ডা.আশুতোষ চক্রবর্তী মন্টু, এডভোকেট মোজাফফর আহমদ হেলালী, ইউনুচ খান, বিজন বড়ুয়া, জসিম উদ্দিন, নুরুল কবির হেলাল , সাংবাদিক সুনীল বড়ুয়া, পলক বড়ুয়া আপ্পু, তপন মল্লিক, শাহাদাত হোসেন হিরুসহ ১২জনের  একটি প্রতিনিধি দল দু’ পক্ষের সাথে সুদীর্ঘ আলাপ আলোচনা করে   উভয় পক্ষকে সমঝোতায়  এনে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটাতে সক্ষম হয়। পরে সকল বিচারকের উপস্থিতিতে উভয় পক্ষের মাঝে কতিপয় শর্তাবলী সম্বলিত একটি যৌথ স্থায়ী সমঝোতা চুক্তি সম্পাদন করা হয় । জানা যায়, দুর্বার শিল্পী গোষ্টির জায়গা দখল সংক্রান্ত দু’ পক্ষের মাঝে চলে আসা এ বিরোধ  রামুর শান্তি ও সম্প্রীতির ক্ষেত্রে  হুমকি হয়ে দাড়িয়েছিল। অবশেষে সাইমুম সরওয়ার কমলের হস্তক্ষেপে এ বিরোধের সুষ্ট সমাধান হওয়ায় রামুর সর্বস্থরের জনসাধারন সাইমুম সরওয়ার  কমলের ভূয়সী প্রসংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । 

কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ে পূরস্কার বিতরন ও কম্পিউটার ল্যাব উদ্বোধন


এম সুলতান আহমদ মনিরী  
কক্সবাজারের রামু উপজেলার অন্যতম বিদ্যাপীঠ কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরন ও কম্পিউটার ল্যাব উদ্বোধন হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারী বিকেলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্টানের পূর্বে কম্পিউটার ল্যাব প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হানিফ মিয়া মাষ্টারের সভাপতিত্বে   অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হক, শিক্ষানুরাগী সদস্য শহীদুল্লাহ সিকদার। এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া । অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাওলানা কাশেম কাদেরী, মাষ্টার জয়নাল আবেদীন, কবি ও প্রাবন্ধিক এম সুলতান আহমদ মনিরী, সাংবাদিক ও কাজী এম আবদুল্লাহ আল মামুন, মাষ্টার আলী হায়দার, মো. ওসমান গণি, প্রণব বড়ুয়া , লুৎফা বেগম, রহিমা বেগম প্রমুখ। প্রধান অতিথি রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হককে বিদ্যালয়ের স্কাউট ও গার্লস গাইড এর সদস্যরা কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লের মাধ্যমে অভিবাদন জানায়। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মামুনুর রশিদ, মোস্তফা কামাল, ক্রীড়া শিক্ষক দিন মোহাম্মদ মুছা ও মো. আবদুল্লাহ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তোলে দেন।

কক্সবাজার অনলাইন সংবাদপত্র এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে রামু নিউজ ডটকম পরিবারের মতবিনিময়

॥রামু নিউজ রিপোর্ট॥ কক্সবাজার অনলাইন সংবাদপত্র এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে রামু থেকে প্রকাশিত প্রথম অনলাইন সংবাদপত্র রামু নিউজ ডটকম পরিবারের সদস্যরা মতবিনিময় করেছেন। গতকাল বুধবার (২৯ ফেয়ারি) সন্ধ্যায় কক্সবাজারে স্থানীয় একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কক্সবাজার অনলাইন সংবাদপত্র এসোসিয়েশনের সভাপতি, কক্সবাজার নিউজ ডটকম এর প্রকাশক ও চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক 

রামুর ঐতিহ্যবাহী প্রজ্ঞামিত্র বনবিহার ধ্বসে পড়ার আশংকা

॥সোয়েব সাঈদ॥
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি এলাকার প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রজ্ঞামিত্র বন বিহারটি সংস্কারের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। যে কোন মূহুর্তে এটি ধ্বসে পড়ার আশংকায় নতুন করে বিহার নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় গ্রামবাসী। 
                  সরেজমিন পরিদর্শনে জানা যায়, ১৭৬৭ সালে তৎকালীন রাখাইন সম্প্রদায় প্রায় ১২ একর জমিতে এ বিহারটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় আড়াইশত বছর পূর্বে কাঠ দিয়ে

চাকমারকুলের ইউপি মেম্বার ভুট্টোর ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

 ॥ সিবিএন ॥  রামু চাকমারকুল ইউনিয়ন পরিষদের সদস্য ছৈয়দুল হক ভুট্টো হৃদরোগে আক্রান্ত হয়ে ২৯ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে--- রাজেউন)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল (৩৮)। তিনি স্ত্রী, ছেলে,মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্কি রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন রামু বাংলা নিউজ ডটকমের প্রধান পৃষ্টপোষক গিয়াস উদ্দিন কোম্পানীসহ পরিবারবর্গ। এদিকে ইউপি সদস্য ছৈয়দুল হক ভুট্টো মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাকমারকুল

রামু গর্জনিয়ার প্রবীণ আলেমেদ্বীন মাওলানা রশিদ আহমদের ইন্তেকালঃ আজ সকাল ৯ টায় জানাযা, বিভিন্ন মহলের শোক

॥প্রেস বিজ্ঞপ্তি ॥
রামু গর্জনিয়া সুলতানিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালক ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি গর্জনিয়া ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা আবদুল্লাহর পিতা, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা রশিদ আহমদ গতকাল ২৯ ফেব্র“য়ারী, বুধবার সকাল সাড়ে ১০ টায় গর্জনিয়া পূর্ব বোমাংখিলস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ সময় তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৭ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ (১ মার্চ, বৃহস্পতিবার) সকাল ৯ টায়

আজ ‘রামু নিউজ ডটকম’ এর মত বিনিময় সভা

॥ রামু নিউজ রিপোর্ট ॥
রামু নিউজ ডটকম এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় এক শোকরানা সভা ও মতবিনিময় অনুষ্ঠান আজ বৃহষ্পতিবার (১ মার্চ) বিকাল ৩ টায় রামু প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। ‘মূহুর্তেই প্রতি মূহুর্তের সংবাদ’ এ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারের রামু থেকে প্রকাশিত প্রথম অনলাইন সংবাদপত্র রামু নিউজ ডটকম এর এর যাত্রা শুরু হয়েছে। গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকালে রামু চৌমুহনীস্থ রামু নিউজ ডটকম এর অস্থায়ী কার্যালয়ে রামু নিউজ ডটকম এর ওয়েব সাইট উদ্বোধন করেন, রামু নিউজ ডটকম এর প্রধান সম্পাদক নীতিশ বড়–য়া।
রামু নিউজ ডটকম এর প্রকাশক ও সম্পাদক মিজানুল হকের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে রামুর রাজনৈতিক ব্যক্তিবর্গ, কর্মরত সাংবাদিক, লেখক সহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পর্যটন শহর কক্সবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা রামু। এখানে রয়েছে অপার পর্যটন সম্ভাবনা, অসংখ্য পূরাকীর্তি আর সাহিত্য-সাংস্কৃতিক ঐহিত্য। এসব তুলে ধরার পাশাপাশি রামু-কক্সবাজার এবং দেশ বিদেশের প্রতি মূহুর্তের সংবাদ সবার আগে প্রকাশ করতে রামু নিউজ পরিবারকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
রামু নিউজ ডটকম এর প্রকাশক ও সম্পাদক মিজানুল হক জানান, রামু নিউজ ডটকম এর দৃষ্টিনন্দন ওয়েব সাইট দুই মাস পূর্বে চালু হয়েছে। বর্তমানে বিপুল সংখ্যক পাঠক রামু নিউজ ডটকম এর নিয়মিত সংবাদ পাঠ করছেন। অসংখ্য পাঠক রামু উপজেলার প্রথম এ অনলাইন সংবাদ পত্র সফলভাবে আত্মপ্রকাশ করায় রামু নিউজ ডটকম পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এদিকে রামু নিউজ ডটকম এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় এক শোকরানা সভা ও মতবিনিময় অনুষ্ঠান আজ বৃহষ্পতিবার (১ মার্চ) বিকাল ৩ টায় রামু প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। এতে আমন্ত্রিত অতিথি এবং রামুর সকল কর্মরত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন, রামু নিউজ ডটকম এর প্রধান সম্পাদক নীতিশ বড়ুয়া
এবং প্রকাশক ও সম্পাদক মিজানুল হক।
এদিকে কক্সবাজার অনলাইন সংবাদপত্র এসোসিয়েশনের সভাপতি আকতার চৌধুরী এক বিবৃতিতে রামু উপজেলার প্রথম অনলাইন সংবাদপত্র রামু নিউজ ডটকম পরিবারকে অভিনন্দন জানিয়েছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...