॥রামু নিউজ রিপোর্ট॥ কক্সবাজার অনলাইন সংবাদপত্র এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে রামু থেকে প্রকাশিত প্রথম অনলাইন সংবাদপত্র রামু নিউজ ডটকম পরিবারের সদস্যরা মতবিনিময় করেছেন। গতকাল বুধবার (২৯ ফেয়ারি) সন্ধ্যায় কক্সবাজারে স্থানীয় একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কক্সবাজার অনলাইন সংবাদপত্র এসোসিয়েশনের সভাপতি, কক্সবাজার নিউজ ডটকম এর প্রকাশক ও চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক
অধ্যাপক আকতার চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার নিউজ ডটকম এর প্রধান সম্পাদক মঈনুল হাসান পলাশ, নির্বাহী সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, বার্তা সম্পাদক সরওয়ার আজম মানিক, রামু নিউজ ডটকম এর প্রধান সম্পাদক নীতিশ বড়ুয়া, প্রকাশক ও সম্পাদক মিজানুল হক, নির্বাহী সম্পাদক সোয়েব সাঈদ প্রমূখ। মত বিনিময় কালে বক্তারা বলেন, রামু নিউজ ডটকম রামু উপজেলা থেকে প্রকাশিত প্রথম অনলাইন সংবাদপত্র। সংবাদ প্রকাশে বস্তু নিষ্ঠতা ও দৃষ্টিনন্দন ওয়েব সাইট হওয়ায় কয়েক মাসের মধ্যে এ অনলাইন সংবাদপত্র ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করেছে। পর্যটন শহর কক্সবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা রামু। এখানে রয়েছে অপার পর্যটন সম্ভাবনা, অসংখ্য পূরাকীর্তি আর সাহিত্য-সাংস্কৃতিক ঐহিত্য। এসব সম্ভাবনা ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি রামু-কক্সবাজার এবং দেশ বিদেশের প্রতি মূহুর্তের সংবাদ সবার আগে প্রকাশ করতে রামু নিউজ পরিবারকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। কক্সবাজার অনলাইন সংবাদপত্র এসোসিয়েশনের সভাপতি ও সিবিএন চেয়ারম্যান অধ্যাপক আকতার চৌধুরী বলেন, রামু নিউজ ডটকম একটি অনন্য সংবাদ মাধ্যম। কয়েকমাস ধরে তিনি নিজেও রামু নিউজ ডটকম এর নিয়মিত পাঠক। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে রামু নিউজ ডটকম একটি যুগান্তকারী সংবাদ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।
সভায় সার্বিক দিক বিবেচনায় রামুর প্রথম অনলাইন সংবাদপত্র হিসেবে ‘রামু নিউজ ডটকম’ কে কক্সবাজার অনলাইন সংবাদপত্র এসোসিয়েশনের সদস্য করা হয়।