বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১২

আজ ‘রামু নিউজ ডটকম’ এর মত বিনিময় সভা

॥ রামু নিউজ রিপোর্ট ॥
রামু নিউজ ডটকম এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় এক শোকরানা সভা ও মতবিনিময় অনুষ্ঠান আজ বৃহষ্পতিবার (১ মার্চ) বিকাল ৩ টায় রামু প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। ‘মূহুর্তেই প্রতি মূহুর্তের সংবাদ’ এ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারের রামু থেকে প্রকাশিত প্রথম অনলাইন সংবাদপত্র রামু নিউজ ডটকম এর এর যাত্রা শুরু হয়েছে। গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকালে রামু চৌমুহনীস্থ রামু নিউজ ডটকম এর অস্থায়ী কার্যালয়ে রামু নিউজ ডটকম এর ওয়েব সাইট উদ্বোধন করেন, রামু নিউজ ডটকম এর প্রধান সম্পাদক নীতিশ বড়–য়া।
রামু নিউজ ডটকম এর প্রকাশক ও সম্পাদক মিজানুল হকের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে রামুর রাজনৈতিক ব্যক্তিবর্গ, কর্মরত সাংবাদিক, লেখক সহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পর্যটন শহর কক্সবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা রামু। এখানে রয়েছে অপার পর্যটন সম্ভাবনা, অসংখ্য পূরাকীর্তি আর সাহিত্য-সাংস্কৃতিক ঐহিত্য। এসব তুলে ধরার পাশাপাশি রামু-কক্সবাজার এবং দেশ বিদেশের প্রতি মূহুর্তের সংবাদ সবার আগে প্রকাশ করতে রামু নিউজ পরিবারকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
রামু নিউজ ডটকম এর প্রকাশক ও সম্পাদক মিজানুল হক জানান, রামু নিউজ ডটকম এর দৃষ্টিনন্দন ওয়েব সাইট দুই মাস পূর্বে চালু হয়েছে। বর্তমানে বিপুল সংখ্যক পাঠক রামু নিউজ ডটকম এর নিয়মিত সংবাদ পাঠ করছেন। অসংখ্য পাঠক রামু উপজেলার প্রথম এ অনলাইন সংবাদ পত্র সফলভাবে আত্মপ্রকাশ করায় রামু নিউজ ডটকম পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এদিকে রামু নিউজ ডটকম এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় এক শোকরানা সভা ও মতবিনিময় অনুষ্ঠান আজ বৃহষ্পতিবার (১ মার্চ) বিকাল ৩ টায় রামু প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। এতে আমন্ত্রিত অতিথি এবং রামুর সকল কর্মরত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন, রামু নিউজ ডটকম এর প্রধান সম্পাদক নীতিশ বড়ুয়া
এবং প্রকাশক ও সম্পাদক মিজানুল হক।
এদিকে কক্সবাজার অনলাইন সংবাদপত্র এসোসিয়েশনের সভাপতি আকতার চৌধুরী এক বিবৃতিতে রামু উপজেলার প্রথম অনলাইন সংবাদপত্র রামু নিউজ ডটকম পরিবারকে অভিনন্দন জানিয়েছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...