বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১২

কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ে পূরস্কার বিতরন ও কম্পিউটার ল্যাব উদ্বোধন


এম সুলতান আহমদ মনিরী  
কক্সবাজারের রামু উপজেলার অন্যতম বিদ্যাপীঠ কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরন ও কম্পিউটার ল্যাব উদ্বোধন হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারী বিকেলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্টানের পূর্বে কম্পিউটার ল্যাব প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হানিফ মিয়া মাষ্টারের সভাপতিত্বে   অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হক, শিক্ষানুরাগী সদস্য শহীদুল্লাহ সিকদার। এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া । অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাওলানা কাশেম কাদেরী, মাষ্টার জয়নাল আবেদীন, কবি ও প্রাবন্ধিক এম সুলতান আহমদ মনিরী, সাংবাদিক ও কাজী এম আবদুল্লাহ আল মামুন, মাষ্টার আলী হায়দার, মো. ওসমান গণি, প্রণব বড়ুয়া , লুৎফা বেগম, রহিমা বেগম প্রমুখ। প্রধান অতিথি রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হককে বিদ্যালয়ের স্কাউট ও গার্লস গাইড এর সদস্যরা কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লের মাধ্যমে অভিবাদন জানায়। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মামুনুর রশিদ, মোস্তফা কামাল, ক্রীড়া শিক্ষক দিন মোহাম্মদ মুছা ও মো. আবদুল্লাহ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তোলে দেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...