মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

মহেশখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

॥  মহেশখালী প্রতিনিধি ॥   
মহেশখালী উপজেলা প্রশাসন :
যথাযোগ্য মর্যাদায় মহেশখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে হাজারো মানুষের পদভারে মুখর হয়ে ওঠে মহেশখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন। স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে মহেশখালী উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্টিত

॥ এম ছালামত উল্লাহ,মহেশখালী ॥  
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা  উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামীলীগ সাধারন সম্পাদক এম আজিজুর রহমান  বিএ এর সভাপতিত্বে  গত ২৬ মার্চ বিকাল ৩ ঘটিকায় অনুষ্টিত হয়।

রামু আওয়ামীলীগের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন : চট্টগ্রামে জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করতে সোহেল সরওয়ার কাজলের আহবান

॥ রামু নিউজ রিপোর্ট ॥
২৮ মার্চ চট্টগ্রামের অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করতে রামু উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। এ উপলে ২৭ মার্চ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে রামু আওয়ামীলীগ সভাপতি, উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বলেছেন, মানবতা বিরোধী যুদ্ধাপরাধীর বিচার প্রকৃয়া বানচাল করতে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া

স্বাধীনতার ৪১ বছর পর কার্যালয় পেল রামুর মুক্তিযোদ্ধারা

॥ আল মাহমুদ ভূট্টো ॥
স্বাধীনতার ৪১ বছর পর নিজেদের জন্য কার্যালয় পেল কক্সবাজারের রামু উপজেলার মুক্তিযোদ্ধারা। সোমবার (২৬ মার্চ) বিকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধাদের  কার্যালয় উদ্বোধন করেন,

আবারো বিশ্বসেরা সাকিব

॥ রামু নিউজ স্পোর্টস ডেস্ক ॥  
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসনকে পেছনে ফেলে আবারো আইসিসি ওয়ানডে রেংকিংয়ে সেরা অলরাউন্ডারের আসন পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান।
জন্মদিনের দুই দিন পরই এ সুসংবাদ পেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব।
এশিয়া কাপের সেরা খেলোয়াড় সাকিব ৪৪৭ পয়েন্ট নিয়ে

ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপন

॥ মোঃ রেজাউল করিম,ঈদগাঁও ॥
: ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজ :
ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ ওমর ফারুক। নিজস্ব অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন

রাখাইন এসোসিয়েশনের রামু শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত

॥প্রেস বিজ্ঞপ্তি ॥ 
নিজেদের অস্তিত্বের স্বার্থে সব মান-অভিমান ভুলে গিয়ে আমাদের একতাবদ্ধ হতে হবে। একতাবদ্ধ থাকতে পারলেই পূর্বসূরিদের রেখে যাওয়া সামাজিক ও ধর্মীয় সম্পত্তিগুলো আমরা রা করতে পারব এবং সাংস্কৃতিক ঐতিহ্যগুলো ধরে রাখতে সম হব। অন্যথায় আমরা সর্বহারায় পরিণত হব।'
'রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন'-এর রামু শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তারা উপরের কথাগুলো বলেন। গতকাল ২৬ মার্চ রামু সদরের উত্তর শ্রীকুলস্থ 'শাদা ছিং'-এ শাখা কমিটির আহ্বায়ক থোই ম্রা গ্য-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি উ মং টিং। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা মং ক্য জ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি যথাক্রমে মং ছেন লা এবং মং ক্য, অর্থ সম্পাদক উ থৈন ছা, তথ্য-প্রচার ও প্রকাশনা সম্পাদক মং হা প্রু পিন্টু এবং দফতর সম্পাদক ঞি বু। সভায় এ ছাড়া রামু শাখার প থেকে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য-সচিব ভা সাং, সাধারণ সদস্য যথাক্রমে অং মং, ভা রী, মং ক্য উ, ক্য চিং উ, মং মং, খিং মং, উ থোই য়াইং প্রমুখ।
পরে উপস্থিত সর্বসম্মতিক্রমে উ থোই য়াইং এবং খিং মং-কে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে রামু শাখার নয়-সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত শাখা কমিটির অন্যরা হলেন মং মং (সহ-সভাপতি), আ প্রু রী (সহ-সাধারণ সম্পাদক), হা রী (কোষাধ্য), উ থোই য়াইং (সাংগঠনিক সম্পাদক), টিন টিন হা (নার্বাহী সদস্য), হা ওয়ে (নির্বাহী সদস্য) এবং আ বু মং (নির্বাহী সদস্য)। সভায় এ ছাড়া মং ক্য উ-কে প্রধান উপদেষ্টা করে রামু শাখার পাঁচ-সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পর্ষদও গঠন করা হয়। উপদেষ্টা পর্ষদের অন্যরা হলেন ভা রী, ক্য চিং উ, থোই ম্রা গ্য এবং ঞো জেন।

রামুতে নানা আনুষ্ঠানিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

॥ রামু নিউজ রিপোর্ট ॥
কক্সবাজারের রামুতে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। স্বাধীনতার প্রথম প্রহরে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনস্থ জেলার প্রথম শহীদ মিনারে উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন। এসময়

স্বাধীনতা দিবসে ঈদগাঁও থানা ছাত্রলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥
বাংলাদেশ ছাত্রলীগ ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজিবুল হক রিকোর নেতৃত্বে স্বাধীনতা দিবসে যথাযোগ্য মর্যাদায় মিছিল সহকারে ঈদগাঁও কেন্দ্রীয় শহিদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমালা অর্পণ করা হয়। এতে উপস্থিত

রামু হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহারের পবিত্রতা রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান

॥অর্পন বড়ুয়া, রামু ॥
রামু উপজেলার ঐতিহ্যবাহী হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহার ও সত্যপ্রিয় বিদর্শন সাধনা কেন্দ্রের জায়গা দখলের জন্য একই এলাকার চিহ্নিত ভুমিদস্যুরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। জানা গেছে, গত ২৪ মার্চ শনিবার দুপুর ১ টায় ও বিকাল ৫ টায় বিহার প্রাঙ্গনে

কক্সবাজারে স্বামীর নির্যাতনে স্ত্রী খুন : ঘাতক স্বামী আটক

॥ মহসীন শেখ, কক্সবাজার॥
কক্সবাজার শহরে স্বামীর নির্যাতনে নয়ন মনি দাশ (২৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। পুলিশ আটক করেছে অভিযুক্ত স্বামী অলক দাশকে। সোমবার ভোর রাতে শহরের বাজারঘাটার বাসায় নির্যাতন চালিয়ে স্ত্রীকে খুন

ঈদগাঁও নিউজ ডক কমের স্বাধীনতা দিবস উদযাপন


॥ বিশেষ প্রতিবেদক, ঈদগাঁও ॥
মহান স্বাধীনতা দিবস উদযাপন ও বায়তুশ শরফের মরহুম পীর সাহেব কেবলা আবদুল জব্বার (রহঃ) এর মৃত্যু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করলো ঈদগাঁও নিউজ ডটকম পরিবার। কর্মসূচীর মধ্যে ছিল 

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস খাদে : ঢাকার মিরপুর ন্যাশনাল স্কুলের ১৫ শিক্ষার্থী আহত

॥ নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ॥ 
কক্সবাজারের ঈদগাঁওয়ে পিকনিক বাস খাদে পড়ে ঢাকার মিরপুর ন্যাশনাল বাংলা হাই স্কুলের ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার দুপুর ১টায় ঈদগাঁও বাজারের উত্তরে এ র্দূঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, চট্টগ্রামগামী

ইসলামাবাদ এমবিএ মডেল স্কুলের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥ 
ইসলামাবাদ এমবিএ মডেল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণী সভা ২৫ মার্চ বিকেলে প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ সলিম উল্লাহ বাহাদুর। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামাবাদ চেয়ারম্যান নুরুল হক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা জামায়াত নেতা ডাঃ আলহাজ্ব আমির সোলতান, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন এবং ঈদগাহ ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের জেনারেল সেক্রেটারী রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন।
আনচারুল হকের সঞ্চালনায় বক্তারা বলেন, এখানে সৎ যোগ্য ও আদর্শবান মানুষের যথেষ্ট অভাব রয়েছে। আদর্শ মানুষ সৃষ্টিতে এ বিদ্যালয় প্রশংসনীয় অবদান রেখে আসছে। শিক্ষার উন্নয়ন মানে এলাকার উন্নয়ন। তাই এলাকার উন্নয়নে সবাইকে আরো বেশি শিক্ষিত হতে হবে। কেননা সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের মাধ্যমে সমাজের উন্নয়ন ঘটে। অন্যদের মধ্যে ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও জমি দাতা মাষ্টার বখতার আহমদ, মাষ্টার হাবিবুর রহমান, মাষ্টার আবদুল হামিদ, মাষ্টার ফরিদুল আলম, শিক ফরিদুল আলম, সাংবাদিক মোঃ রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা জর্জি লং চিও, হাজী আবদুল গণি, মাওলানা আবুল কাসেম, ফজর আলী, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। পুরস্কৃত শিকদের মধ্যে ছিলেন রুকন উদ্দিন সাগর, দিদারুল আলম, ফোরকান আহমদ প্রমুখ। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অথিতিরা।



এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...