মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

রামুতে নানা আনুষ্ঠানিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

॥ রামু নিউজ রিপোর্ট ॥
কক্সবাজারের রামুতে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। স্বাধীনতার প্রথম প্রহরে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনস্থ জেলার প্রথম শহীদ মিনারে উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন। এসময় বিভিন্ন সংগঠন উপজেলা পরিষদ শহীদ মিনার ও খিজারী হাই স্কুল শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
রামু আওয়ামীলীগ,যুবলীগ,শ্রমিকলীগ ও ছাত্রলীগ
রামুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন রামু উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের নেতৃত্বে নেতা-কর্মীরা মিছিল সহকারে পুষ্পমাল্য অর্পণ করেন, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনস্থ জেলার প্রথম শহীদ মিনারে। এসময় এক সংপ্তি সভায় বক্তব্য রাখেন রামু আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, সাধারণ সম্পাদক শামশুল আলম, যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম,সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ রানা চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা জোনায়েদ বিপ্লব, ছাত্রলীগ আহবায়ক জ্যোতির্ময় বড়–য়া রিগ্যান প্রমুখ। সকালে সরওয়ার প্লাজাস্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও উপজেলা প্রশাসন আয়োজিত দিন ব্যাপী কর্মসুচীতে অংশ নেন আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসন
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। স্বাধীনতার প্রথম প্রহরে ২১ বার তোপধ্বনী ও সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করে দিবসের কর্মসূচী শুরু করা হয়। সকাল ৯ টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় মঞ্চে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের দিনব্যাপী কর্মসূচী উদ্বোধন করেন। কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক। উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা, পুলিশ ও আনসার বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক ও থানা অফিসার ইনচার্জ (ওসি) একে নজিবুল ইসলাম।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী আবুল মনজুর ও কন্ঠশিল্পী মানসী বড়–য়ার সঞ্চালনায় কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠানে কুচকাওয়াজে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এভারেস্ট টিচিং ইন্সটিটিউট প্রথম, রামু ট্যালেন্টস্ স্কুল দ্বিতীয়, মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয়। উচ্চ বিদ্যালয় পর্যায়ে রামু উচ্চ বালিকা বিদ্যালয় প্রথম, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় দ্বিতীয়, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় তৃতীয় এবং শারীরিক কসরত প্রদর্শনে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম, মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয়, কাউয়ারখোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয়, উচ্চ বিদ্যালয় পর্যায়ে জারাইলতলী উচ্চ বিদ্যালয় প্রথম, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করে। বেলা সাড়ে ১১ টায় উদ্যানত্ত্ববিদ এবি এম শাহ এমরানের সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী ও ফজলুল্লাহ মুহাম্মদ হাসান।
 দুপুরে জাতীয় শান্তি ও অগ্রগতি কামনা করে বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, ক্যাং এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বেলা ২ টায় রামু উপজেলা স্বাস্থ্য কমপেক্সে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন। বিকাল ৩ টায় রামু উচ্চ বালিকা বিদ্যালয়ে মহিলা সমাবেশ, ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী। বিকাল সাড়ে ৩ টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান একাদশ বনাম উপজেলা নির্বাহী অফিসার একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যা ৬ টায় রামু কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন, রামু ডিগ্রী কলেজ, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়, রামু বালিকা উচ্চ বিদ্যালয়, রামু প্রেসকাব, চৌমুহনী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি, সেচ্ছাসেবকলীগ, সৈনিকলীগ, রামু নিউজ ডটকম, প্রথম আলো বন্ধুসভা, শব্দায়ন আবৃত্তি একাডেমীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাস্কৃতিক ও পেশাজীবি সংগঠন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...